কাঠের মাঝে রঙিন প্রজাপতির পেইন্টিং।

in hive-129948 •  5 months ago 

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।

ছবি আর টাইটেলটা দেখেই এতক্ষণে বুঝে ফেলেছেন তাইনা!এই কাঠের মাঝে পেইন্টিং করার বিষয়টা কেমন লেগেছে আপনাদের? আমার তো বেশ ভালো লেগেছে। কারণ প্রতিনিয়ত কাগজে বা ক্যানভাসে পেইন্টিং করতে তেমন ভালো লাগে না।মাঝে মাঝে নতুন কিছু ট্রাই করতেই ভালো লাগে।আর সেই পরিপ্রেক্ষিতে কখনো পাথরে, কখনো দেয়ালে পেইন্টিং করা হয়। তবে আজ একদম ভিন্নভাবে কাঠের মধ্যে একটা পেইন্টিং নিয়ে চলে এলাম।

20240725_204702.jpg

কাঠের মাঝে রঙ করার ব্যাপারটা ইউনিক হলেও কষ্টটাও একটু বেশি। কেন বলছি?কারণ কাগজ বা ক্যানভাসে রঙ যেমন একবারেই বসে যায় কাঠে বা পাথরে একবারে বসে না।বারবার করতে হয়,তাই সময় শ্রম দুটোই বেশি লাগে।আমি এর আগেও একবার একইরকম একটা কাঠের টুকরোতে গোধুলী বেলার দৃশ্য পেইন্ট করেছিলাম।সেটা কয়েকমাস আগের কথা।যাইহোক আজকে আমি কাঠের মধ্যে একটা সুন্দর প্রজাপতির পেইন্টিং করেছি। যেটা ব্যাকগ্রাউন্ড দেখতে রঙিন পাশাপাশি প্রজাপতিটাও একটু রঙিন। দেখতে দারুণ লাগছিল, আপনাদের কেমন লেগেছে জানাবেন।

20240727_215249.jpg

পেইন্টিং এর জন্য উপকরণসমূহ

  • এক্রলিক পেইন্ট
  • তুলি
  • কাঠের টুকরো

20240718_194159.jpg

প্রথম ধাপ

প্রথমেই আমি সাদা রং দিয়ে কাঠের উপরে রং করে নিলাম। পুরোপুরিভাবে রং করে কিছুক্ষণ রেখে দিলাম শুকানোর জন্য।

20240721_205414.jpg

20240721_205637.jpg

দ্বিতীয় ধাপ

এই ধাপে আমি কাঠের ডানপাশ থেকে প্রথমে হলুদ রঙ দিয়ে রঙ করলাম।তারপর আবার বাম পাশে কমলা রঙ দিয়ে মিক্স করে নিলাম।

20240721_210242.jpg

20240721_210337.jpg

তৃতীয় ধাপ

এখন আবার বাম পাশে লাল রঙ দিয়ে দিলাম।তারপর দিলাম আবার গোলাপি রঙ। সবটা একসাথে মিক্স করে নিলাম।

20240721_210443.jpg

20240721_210621.jpg

চতুর্থ ধাপ

এই ধাপে একটা পেন্সিলের সাহায্যে সেই কাঠের উপরে একটা সুন্দর ডিজাইনের প্রজাপতি এঁকে নিলাম।তারপর প্রজাপতির শরীরের অংশে কালো রঙ করে নিলাম।

20240721_210754.jpg

20240721_211032.jpg

পঞ্চম ধাপ

এই ধাপে প্রজাপতির ডানার বাইরের অংশে কালো রং করে নিলাম। মাঝখানের ডিজাইন বাকি রেখে প্রজাপতির ডানা কিনারার অংশগুলো কালো রং করলাম।

20240721_211217.jpg

20240721_211658.jpg

ষষ্ঠ ধাপ

এই ধাপে মাঝখানের ডিজাইনগুলোতে আকাশী রং করে নিলাম। উপর নিচ সবগুলো ডানাতেই একই রঙ করলাম।

20240723_212310.jpg

20240723_212503.jpg

সপ্তম ধাপ

এখন মাঝকান থেকে উপরের দিকে নীল রঙ দিলাম।প্রতিটা ডানার মাঝেই এভাবে রঙ করলাম।সেগুলো আকাশী রঙের সাথে মিক্স করে নিলাম।

20240725_202045.jpg

20240725_202229.jpg

অষ্টম ধাপ

মাঝখানের ডানায় যে আকাশী রঙ আছে তার মাঝে ফোটা ফোটা করে নীল রঙ দিলাম।মাঝের আকাশী রঙের সব ডানাতেই এভাবে ডিজাইন করে নিলাম।

20240725_202317.jpg

20240725_202453.jpg

নবম ধাপ

এইধাপে বাইরের কালো অংশে সাদা রঙের ফোটা দিলাম।ছোট বড় অনেকগুলো ফোটা দিয়ে দিলাম। একদম শেষে প্রজাপতির শরীরের পিঠের অংশে ছোট ছোট করে সাদা রঙের ফোটা দিয়ে দিলাম।

20240725_202750.jpg

20240725_204702.jpg

ফাইনাল আউটলুক

এইতো অবশেষে তৈরি করে ফেললাম দারুন একটা পেইন্টিং।

20240725_204702.jpg

20240725_204712.jpg

20240725_204714.jpg

20240727_215138.jpg

20240727_215249.jpg

20240727_215308.jpg

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

images (4).png

20221126_200743.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বাহ দারুন একটি পেইন্টিং করেছেন তো। কাঠের মাঝে রঙিন প্রজাপতির পেইন্টিংটা খুব সুন্দর ভাবেই ফুটে উঠেছে। প্রজাপতির পাঁখার ডিজাইনটা হুবহু অরিজনাল প্রজাপতির পাঁখার মত লাগছে। ধন্যবাদ।

জ্বী ভাইয়া আসলে কালার কম্বিনেশনের কারণে মূলত প্রজাপতিটা দারুন লাগছিল।

Upvoted! Thank you for supporting witness @jswit.

কাঠের উপর এত সুন্দর করে একটা পেইন্টিং করেছেন দেখে, আমি তো জাস্ট মুগ্ধ হলাম। এই ধরনের পেইন্টিং গুলো করতে এবং দেখতে আমি অনেক পছন্দ করি। কাঠের উপর এই পেইন্টিংটা করেছেন, যার কারণে অনেক মনোমুগ্ধকর লাগছে দেখতে। প্রজাপতিটাকে অনেক সুন্দর করে অঙ্কন করেছেন। এটা দেখতে অনেক কিউট লাগছে। এই ধরনের দক্ষতা মূলক কাজ গুলো দেখলে প্রশংসা না করে থাকা যায় না। কাঠের উপর পেইন্টিং করার আইডিয়াটা দারুন ছিল আপু। আপনার নিখুঁত হাতের সুন্দর সুন্দর পেইন্টিং আশা করছি সব সময় শেয়ার করবেন।

সব সময় তো কাগজে বা ক্যানভাসে করা হয়। সেজন্য ভাবলাম ভিন্ন ভিন্ন কিছুতেই ট্রাই করা যাক। ধন্যবাদ আপনাকে আপু।

কাঠের উপর কখনো পেইন্টিং করা হয়নি। আপনি কাঠের উপর খুব সুন্দর পেন্টিং করেছেন আপু। রঙিন প্রজাপতিটা দারুন লাগছে দেখতে। ব্যাকগ্রাউন্ড এর কালার কম্বিনেশনটাও অসাধারণ। সব মিলিয়ে খুব সুন্দর ভাবে আর্ট টা ফুটে উঠেছে। ভিন্ন কিছুর উপর আর্ট করেছেন দেখে ভালো লাগলো। ধন্যবাদ আপু এত সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য।

কাঠের উপরে অনেক পেইন্টিং করেছি আপু। আশা করি সামনে আরও কিছু দেখবেন আপু।

অনেক ভালো লেগেছে আপু দেখে আপনি খুব সুন্দর একটি প্রজাপতি আর্ট করেছেন কাঠের উপরে। এত সুন্দর একটি প্রজাপতি আর্ট আপনার আইডিয়াটা বেশ সুন্দর হয়েছে। বিশেষ করে প্রজাপতির আর্ট করলেন কালার বেশ ম্যাচিং হয়েছে। অনেক ভালো লাগলো আপু আপনার শেয়ার করা প্রতিটি ধাপ দেখে।

ধন্যবাদ আপু। কালার ম্যাচিংটা আসলেই দারুন হয়েছে আমার নিজের কাছেও খুব ভালো লেগেছিল।

কাঠের উপরে বেশ চমৎকার একটি পেইন্টিং করেছেন আপু। আপনার করা পেইন্টিং টি দেখতে অসম্ভব সুন্দর হয়েছে। এত নিখুঁত ভাবে প্রজাপতির পেইন্টিং করেছেন যা দেখতে ভীষণ আকর্ষণীয় লাগছে। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

অসংখ্য ধন্যবাদ আপু, আপনাদের এত সুন্দর মন্তব্য দেখলেই উৎসাহ পাই।।

কাঠের মাঝে রঙিন প্রজাপতির পেইন্টিং অনেক সুন্দর হয়েছে, দেখতে পেয়ে ভালো লাগলো। এত সুন্দর একটি পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করেছেন, দেখে মুগ্ধ হলাম।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।।

কাঠের ওপর অনেক চমৎকার একটি প্রজাপতির পেইন্টিং করেছেন আপু। আপনার করা প্রজাপতির পেইন্টিং টি দেখতে অসাধারণ লাগছে। কালার কম্বিনেশনটা বেশ দারুন হয়েছে। আপনি পেইন্টিংটির প্রতিটি স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন আমাদের মাঝে আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আসলে স্টেপ বাই স্টেপ শেয়ার না করা হয় তাহলে মূল কাজটাই বোঝা যায় না। এজন্যই সবকিছু স্টেপে শেয়ার করেছি আপু ধন্যবাদ আপনাকে।

জ্বি আপু আপনি ঠিকই বলেছেন সব কাজেই স্টেপ বাই স্টেপ শেয়ার না করলে কিছুই বোঝা যায় না।

বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ অসাধারণ ভাবে কাঠের মাঝে রঙিন প্রজাপতির পেইন্টিং তৈরি করে শেয়ার করেছেন। আপনার হাতের কাজ দেখে সত্যি আমি বেশ মুগ্ধ হয়েছি। এত সুন্দর ভাবে প্রত্যেকটি স্টেপ আমাদের মাঝে পর্যায়ক্রমে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া। এই কাজগুলো করতে আমার কাছে বেশ ভালো লাগে এজন্যই করা হয়।

এটি একদম ঠিক বলেছেন আপু কাঠ বা পাথরের উপর পেইন্টিং করতে একটু কষ্ট হয়। কারণ রংগুলো সহজে বসতে চায়না। আজকে আপনি কাঠের উপর চমৎকার প্রজাপতির পেইন্টিং করেছেন। সত্যি আপনার প্রজাপতির পেইন্টিং দেখে মুগ্ধ হয়ে গেলাম। শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর করে কাঠের উপর প্রজাপতির পেইন্টিং করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

যারা করে তারাই তো বুঝবে তাইনা আপু। যাই হোক ভালো লাগলো আপনার মন্তব্যটা দেখে ধন্যবাদ আপনাকে।

কোনো কিছুর উপরে পেইন্টিং করলে তার সৌন্দর্য একটু বেশি বেড়ে যায়। আপনি প্রতিনিয়তই সুন্দর সুন্দর পেইন্টিং করে থাকেন যেগুলো আমি দেখি। আর আমার কাছে আপনার করা পেইন্টিং সব সময় ভালো লাগে। আজকে আপনি ভিন্ন রকম আইডিয়া নিয়ে কাঠের উপরে পেইন্টিংটা করেছেন। আমার কাছে এই জন্য বেশি ভালো লেগেছে। প্রজাপতির কালার টা একটু বেশি সুন্দর হয়েছে। এত সুন্দর একটা পেইন্টিং করেছেন, যে দেখবে সে মুগ্ধ হয়ে যাবে।

ধন্যবাদ ভাইয়া আপনাদের এত সুন্দর উৎসাহমূলক মন্তব্য দেখলে মনটা ভরে যায়। ভালো লাগলো আপনার মন্তব্যটা।

কাঠের মাঝে রঙিন প্রজাপতির পেইন্টিংটি খুবই চমৎকার হয়েছে। এ ধরনের পেইন্টিং করা খুব একটা সহজ নয় যা দেখে বোঝা যাচ্ছে। এতে রং সঙ্গে সঙ্গে সেট হবার কথা নয় । যাইহোক বেশ ভালো লাগলো আপনার পেইন্টিং দেখে ।ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

ঠিক বলেছেন আপু এই কাজটা করতে বেশ ভালোই সময় লাগে। আর ধৈর্য ধরেই করতে হয়। কারণ খুব নিখুঁতভাবে রং গুলো জায়গামত বসাতে হয় ধন্যবাদ আপনাকে।

কাঠের উপর পেইন্টিং করা প্রজাপতি অনেক সুন্দর হয়েছে আপু। দেখতেও খুবই আকর্ষণীয় লাগছে। এত সুন্দর করে প্রজাপতি পেইন্টিং করেছেন দেখে খুবই ভালো লাগলো।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।কাঠের উপরে করা পেইন্টিং গুলো আমার কাছে খুব ভালো লাগে।

আপু আপনার পেইন্টিং দেখে খুবই ভালো লাগে। আর এত সুন্দর করে পেইন্টিং করেছেন দেখে ভালো লাগলো। প্রজাপতি দেখতে সত্যিকারের প্রজাপতির মতোই লাগছে। খুবই কালারফুল হয়েছে দেখতে। অসাধারণ একটি পেইন্টিং এর প্রতিটি ধাপ তুলে ধরার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আসলে পেইন্টিং করতে আমার কাছেই খুব ভালো লাগে। আর আপনাদের মাঝে শেয়ার করে তো আনন্দ পাই।

কাঠের মাঝে আর্ট সত্যি অনেকটা কঠিন কিন্তুু আর্ট করার পর চমৎকার সুন্দর লাগে দেখতে।আপনার প্রজাপতিটি একদমই প্রানবন্ত হয়েছে। প্রজাপতিটি হঠাৎ দেখে কোন ভাবেই মনে হচ্ছে না যে এটি আর্ট করা দেখলে মনে হচ্ছে সত্যি কারের প্রজাপতি এসে বসে আছে ডানা মেলে।ধাপে ধাপে আর্ট পদ্ধতি চমৎকার সুন্দর করে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে চমৎকার সুন্দর একটি প্রজাপতি আর্ট করে আমাদের সঙ্গে ভাগ করে নেয়ার জন্য।

ঠিক বলেছেন আপু এটা যখন আঁকা শেষ হল তখন মনে হচ্ছে একদম জীবন্ত।

বেশ সুন্দর হয়েছে কাঠের উপর করা প্রজাপতির পেইন্টিংটি। আর এটা ঠিক বলেছেন সব সময় একই সারফেজে পেইন্টিং করতে ভালো লাগে না।ভিন্ন ভিন্ন সারফেজে কাজ করতে অন্য রকম ভালো লাগে। রং সিলেকশন যথার্থ হয়েছে দেখেই পেইন্টিংটি দেখতে বেশি সুন্দর লাগছে। ধন্যবাদ পেইন্টিংটি শেয়ার করার জন্য।

হ্যা আপু,আমি বিভিন্ন জিনিসেই পেইন্টিং করার ট্রাই করি সবসময়।ধন্যবাদ আপনাকে।

দক্ষ হতে যা কিছু পেন্টিং করা যায় তাই সুন্দর লাগে আর আপনি পেইন্টিংয়ে অনেক দক্ষ তা সব সময়ই প্রমাণ পেয়ে থাকি।

হাহা,কি যে বলেন না আপু।চেষ্টা করি একটু আধটু। ধন্যবাদ রইলো আপু।