দায়িত্ব থেকে পালিয়ে অধিকার নিয়ে ভাগ বসাতে আসা মানুষ নিতান্তই কাপুরুষ।

in hive-129948 •  10 days ago 

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।

dock-5539524_1280.jpg

Source
সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না ঠিকই। কিন্তু সময়ের কাজগুলো একটা সময় কাটার মত দাঁড়িয়ে যায়। কারণ যেকোনো কাজের কর্মফল মানুষকে ভোগ করতেই হয়। যেকোনো কাজ করে ফেলার পর যদি সেটার ফলাফল ভোগ করার মত মনমানসিকতা না থাকে তাহলে সেই কাজ কেন করতে হবে?জীবনে মানুষের সাথে মানুষের কাজকর্মের হিসাব না হলেও জীবনের এক পর্যায়ে গিয়ে সেই হিসেব হয়।হোক সেটা ইহকালে নয়তো পরকালে।

কর্মের হিসাব সবাইকেই দিতে হবে। আমার হিসেব আমি দেব,আপনার হিসেব আপনি।কিন্তু তাই বলে অন্যের হক নষ্ট করে দায়িত্ব পালন না করে যদি আপনি নিজেকে বড় কিছু ভাবেন তাহলে ভুল ভাবছেন।রুহের কষ্টের দায়ভার নিতে পারবেন তো?অন্যের হক যে নষ্ট করছেন সেই হিসেব দিতে পারবেন তো?নিজেকে যদি পাথরের মত শক্ত আর ফুলের মত নরম করতে না পারেন তাহলে আপনার জীবনটাই বৃথা।জীবনে এই জিনিসটা খুবই জরুরি।

অনেকে মনে করে সবকিছু নিজের মনের মত হলে সেখানে তার মূল্য আছে।কিন্তু অনেক ক্ষেত্রে নিজের মনের মত কিছু হয় না। শুরুতেই মানুষ অধৈর্য্য হয়ে গেলে সারাজীবন তাকে এই অধৈর্য্যের ফল ভোগ করতে হয়।আমরা আমাদের জীবনটাকে নিজের মত করে গোছাতে চাই।কিন্তু সবাইকে নিয়ে যদি সুন্দরভাবে গোছাতে না পারি তাহলে জীবনের স্বার্থকতা কিছুই না। তাই ধৈর্য্য এবং সঠিক মানসিকতা সবকিছু নিয়েই জীবনটাকে অতিবাহিত করতে হবে।

মানুষ নিজের স্বার্থের জন্য যদি সবার হক নষ্ট করে সেই দায়ভার তাকেই নিতে হবে।কারণ পৃথিবীতে সুন্দরভাবে বাঁচার অধিকার সবারই আছে।অন্যদের ভালো থাকার অধিকার নষ্ট করে নিজের জীবন সাজানোকে আমি কখনোই সমর্থন করি না।কারণ অধিকার যেমন সমান দায়িত্বও তেমনি সমান। আর এটা সমানভাবেই দায়িত্ব পালন করা উচিত।যে ব্যক্তি দায়িত্ব পালন না করে অধিকার দেখাতে আসে তাকে আর যাইহোক মানুষ বলে গণ্য করা যায় না।

আর এই মানুষরূপী জানোয়ার পৃথিবীতে ব্যাপক বিস্তার লাভ করেছে।এজন্যই মূলত সমাজ আর পরিবারে অশান্তি। কারণ সবাই দায়িত্ব পালন থেকে পালিয়ে বেড়ায় কিন্তু অধিকার আদায়ের জন্য লাফিয়ে পড়ে। যাইহোক,এইরকম মানুষদের থেকে সবসময় দূরত্ব বজায় রাখা উচিত।তাতেই অন্তত নিজেকে শুদ্ধ রাখা যাবে।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

images (4).png

20221126_200743.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

এটি একটি শক্তিশালী এবং সত্য কথা। দায়িত্ব থেকে পালানো মানে নিজের সংকল্প ও মূল্যবোধকে ত্যাগ করা।আর এমন পরিস্থিতিতে অধিকার দাবি করা শুধু অসাধুতা নয়, বরং কাপুরুষতার প্রকাশ।দায়িত্ব এড়িয়ে অধিকার দাবি করা মানে নিজের পরিসরকে ছোট করা এবং অন্যদের প্রতি অবিচার করা।একজন সত্যিকারের নেতা বা ব্যক্তিত্ব কখনো দায়িত্ব এড়িয়ে যায় না, বরং সব সময় দায়িত্ব নিয়েই সামনে এগিয়ে যায়।

কথাগুলো একদম ঠিক বলেছেন আপু। আপনার কথাগুলো খুবই ভালো লাগলো। আর আমার মতের সাথে একদম মিলে গেল। ধন্যবাদ আপনাকে।

Screenshot_20250128-121256_Chrome.jpg

Screenshot_20250128-121405_Chrome.jpg

দায়িত্ব থেকে পালিয়ে অধিকার নিয়ে ভাগ বসাতে আসা মানুষগুলো অনেক স্বার্থবাদী হয়। তারা দায়িত্ব এড়িয়ে যায় কিন্তু স্বার্থটা এড়াতে পারে না। যখন স্বার্থের প্রয়োজন হয় তখন ঠিক আবার তাদের চেহারা দেখা যায়। আর এ ধরনের মানুষ গুলোই সবকিছুতেই সাকসেস হয়।

জি আপু একদম ঠিক বলেছেন স্বার্থের বেলায় এরা প্রথমেই এগিয়ে আসে।

কিন্তু সমাজ আর সংসারে এদের মূল্যায়ন যে বেশী আপু। এই দায়িত্ব থেকে পিছে থাকা মানুষগুলোই এক সময়ে সমাজে সবার প্রিয় হয়ে উঠে। আর তারাই বার বার তাদের অধিকারের জন্য লড়াই করে। বেশ ভালো লাগলো আপনার আজকের পোস্ট পড়ে। ধন্যবাদ আপনার পোস্টের জন্য।

জি আপু একদম ঠিক বলেছেন। স্বার্থ যখন প্রয়োজন তখন সামনে থাকে কিন্তু দায়িত্বের বেলায় পিছিয়ে যায়।

আমাদের এলাকায় এই কথাটা বেশ প্রচলিত যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে। প্রতিটা মানুষ তার কর্মফল ভোগ করে এখনো আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা নিজের স্বার্থ হাসিলের জন্য অন্য মানুষের ক্ষতি করে। হ্যাঁ সেই সমস্ত মানুষের মন-মানসিকতার পরিবর্তন হওয়া উচিত সে ক্ষেত্রে আমাদের সমাজটা আরো পরিবর্তনশীল হবে।

সেজন্যই তো চুপ করে থাকি যে যার কর্মের ফল ভোগ করবে। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।

আসলেই দায়িত্ব থেকে পালিয়ে অধিকার নিয়ে ভাগ বসাতে আসা মানুষ নিতান্তই কাপুরুষ । আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে যে, যেমন কর্ম তেমন ফল। আমাদের সমাজে অনেক লোক আছে যাঁরা নিজের স্বার্থের জন্য নিজের দায়িত্ব থেকে পালিয়ে অধিকার নিয়ে ভাগ বসায়।

জি ভাইয়া কথাগুলো একদম ঠিক বলেছেন। ভালো লাগলো আপনার মন্তব্যটা পড়ে।

দায়িত্ব খুবই গুরুত্বপূর্ণ জিনিস। যে যথাযথ দায়িত্ব পালন করতে পারে তার অন্যান্য বিষয়ের উপর অধিকার রয়েছে । শুধু সুযোগ সন্ধানী মানুষেরাই দায়িত্ব থেকে পালিয়ে যায়। নিজের স্বার্থ হাসির করে দায়িত্ব থেকে পালিয়ে যায় পরবর্তীতে অধিকারের জন্য ফিরে আসে। এমন মানুষ সমাজে অনেক রয়েছে। বেশ সুন্দর বিষয় উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে আপু।

দায়িত্ব থেকে পালিয়ে বেড়ানো মানুষগুলো অধিকারের জন্যই ফিরে আসে, এটাই বাস্তব সত্য।