ক্যানভাসে আঁকা ফুলসহ ফুলের টব।

in hive-129948 •  4 months ago 

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।

20241109_132124.jpg

আজ আপনাদের মাঝে ভিন্ন রকম একটা পোস্ট শেয়ার করার জন্য হাজির হয়েছি। এই পোস্টটির টাইটেল এবং ছবি দেখে সবাই নিশ্চয়ই বুঝে গেছেন এটা কি ছিল। সচরাচর বিভিন্ন কাগজে বা দেয়ালের উপর আর্ট করা হয়ে থাকে। আর আজকে চলে এলাম ক্যানভাস পেপারে আর্ট বা পেইন্টিং নিয়ে।ক্যানভাস পেপারে অনেক দিন হলো আর্ট করা হয় না।কারণ আর্ট করতে হলে বেশ অনেকটা সময় আলাদাভাবে দিতে হয়। এখন অন্যান্য কাজ কর্ম সেরে এতটাই ব্যস্ততা যার কারণে পেইন্টিং করা হয় না।

20241109_131955.jpg

অনেকদিন পর আজকে একটা পেইন্টিং নিয়ে আসলাম।আসলে দাদার ডাই প্রজেক্টের উইক চলাকালীন এটা করেছিলাম।কিন্তু দুখের বিষয় হলো তখন সেটা পোস্ট করতে পারি নি। তাই আজকে চলে আসলাম।আজ সারাদিনই ব্যস্ত ছিলাম তাই সকাল থেকে পোস্ট রেডি করার সুযোগ পাইনি। মাত্র কাজ শেষ করে রেস্ট নিতে নিতে পোস্ট রেডি করলাম।যাইহোক কথা আর না বাড়িয়ে শুরু করা যাক।

পেইন্টিং এর জন্য উপকরণসমূহ

  • এক্রলিক পেইন্ট
  • তুলি
  • ক্যানভাস পেপার

20241108_182530.jpg

প্রথম ধাপ

প্রথম ধাপে আমি পেন্সিল দিয়ে ক্যানভাসের উপরে ফুলসহ ফুলের টব এঁকে নিলাম।

20241108_183050.jpg

দ্বিতীয় ধাপ

এই ধাপে আমি উপরের অংশে একদম হালকা গোলাপী কালার দিয়ে রঙ করে নিলাম।

20241108_183414.jpg

20241108_183816.jpg

তৃতীয় ধাপ

এখন আবার গাঢ় ব্রাউন কালার নিয়ে নিচের অংশটা রঙ করে নিলাম।

20241108_184013.jpg

20241108_184200.jpg

চতুর্থ ধাপ

এই ধাপে কমলা রঙ দিয়ে ফুলের বাইরের অংশ রঙ করে নিলাম।

20241108_184547.jpg

20241108_184659.jpg

পঞ্চম ধাপ

এই ধাপে হালকা হলুদ আর কমলা রঙ দিয়ে ফুলের ভিতরের অংশ রঙ করে নিলাম।আবার বড় যে ফুলটা আছে সেটা রঙ করলাম।

20241108_184908.jpg

20241108_190217.jpg

ষষ্ঠ ধাপ

এখন কিছু পাতা আর কান্ড এঁকে নিলাম সবুজ এবং হলুদ রঙ মিলিয়ে।কিছু পাতাও এঁকে নিলাম।

20241108_191911.jpg

20241108_192112.jpg

সপ্তম ধাপ

এখন বাকি যে পাতাগুলো ছিল সেগুলো রঙ করে নিলাম।তারপর টবটাকে হালকা বেগুনী কালার দিয়ে রঙ করে নিলাম।

20241108_192544.jpg

20241108_195147.jpg20241109_131958.jpg

ফাইনাল আউটলুক

এইতো অবশেষে তৈরি করে ফেললাম দারুন একটা পেইন্টিং।ফুলের টবে কিছু ফুল নিয়ে একটা ক্যানভাস পেইন্টিং।

20241109_131937.jpg

20241109_131958.jpg

20241109_131948.jpg

20241109_132013.jpg

20241109_132011.jpg

20241109_132008.jpg

20241109_132124.jpg

20241109_132018.jpg

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

images (4).png

20221126_200743.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ক্যানভাসে আঁকা ফুলসহ ফুলের টব অসাধারণ সুন্দর। দারুণ এঁকেছেন আপু।এই আর্ট করতে দক্ষতা ও সময় লেগেছে বোঝা যাচ্ছে ধাপে আর্ট পদ্ধতি আমাদের সাথে সুন্দর করে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

পেইন্টিং গুলো করতে বেশ সময়ের প্রয়োজন হয় আপু। এজন্যই মূলত করা হয়ে ওঠেনা। ধন্যবাদ আপনাকে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

ফুলের টব সহ ফুলটি কী সুন্দর করে আঁকলেন। আপনার আঁকা সত্যিই অসাধারণ। আমার এই ফুলের টবটি ভীষণ সুন্দর লাগলো। আর এত সুন্দর করে ধাপে ধাপে ছবি দিয়ে পোস্ট করলেন যা দেখে মন ভরে গেল। ভালো আঁকার কদর সব সময়। আপনি আরো ভালো ভালো আঁকা উপহার দেবেন এই আশায় রইলাম।

আগের অনেক আঁকা হতো কিন্তু এখন তেমন একটা করা হয়ে ওঠে না। সামনে সুযোগ পেলে আপনাদের মাঝে পেইন্টিং শেয়ার করব।

ক্যানভাসে আঁকা ফুলসহ ফুলের টব এর চিত্র অঙ্কন করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। চিত্র অঙ্কন করার ক্ষেত্রে আপনার দক্ষতা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর চিত্র অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া ভালো লাগলো আপনার মন্তব্য দেখে,, ভালো থাকবেন।।

বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ চমৎকারভাবে ক্যানভাসে আঁকা ফুলসহ ফুলের টব তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। সত্যি বলতে প্রতিনিয়ত আপনাদের হাতের কাজগুলো দেখে আমি বেশ মুগ্ধ হয়ে যায় আপু। এত সুন্দরভাবে প্রত্যেকটা স্টেপ তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

এখন অনেক সময় পর মাঝেমাঝে করা হয়। আগের মত করা হয়ে ওঠে না।

ক্যানভাসে আর্ট করা যে কোন ধরনের দৃশ্য অনেক বেশি সুন্দর লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে ক্যানভাসে আঁকা ফুলসহ ফুলের টবের দৃশ্য আর্ট করেছেন। ফুল সহ ফুলের টব টি দেখতে অনেক বেশি বেশি সুন্দর লাগছে। বেশ পারদর্শীকতার সাথে আর্ট টি সম্পন্ন করেছেন।

ধন্যবাদ ভাইয়া আপনাদের উৎসাহ দেখলে আরো বেশি ভালো লাগে।।

ক্যানভাসে আঁকা ফুলসহ ফুলের টব এর দুর্দান্ত একটি পেইন্টিং আমাদের সাথে শেয়ার করেছেন আপু। পেন্টিং টি এতটাই মনমুগ্ধকর হয়েছে দেখে চোখ সরানো মুশকিল। প্রত্যেকটি ধাপ খুবই নিখুঁতভাবে উপস্থাপন করেছেন সাথে বর্ণনা গুলিও দিয়েছেন দারুন ভাবে। যাই হোক চমৎকার একটি পেইন্টিং আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

ধন্যবাদ ভাই আপনার মন্তব্যটা দেখে বেশ ভালো লাগলো।। ভালো থাকবেন সব সময়।

ফুল এবং ফুলের টব খুবই সুন্দর হয়েছে আপু। আপনি অনেক সুন্দর করে আর্ট করেছেন। এই ধরনের আর্ট গুলো দেখতে অনেক ভালো লাগে। ক্যানভাসের উপর করা আর্ট অসাধারণ হয়েছে।

আর্ট করতে ভালো লাগলেও সময় পাওয়া হয় না,এই জন্যই করতে পারিনা, ধন্যবাদ।

আজকে আপনি আমাদের মাঝে খুব সুন্দর ভাবে ক্যানভাসের উপস্থিত রমজান করে দেখিয়েছেন। এমন সুন্দর চিত্র অংকন আমার কাছে খুব ভালো লাগে। একদম মন ছুয়ে যাওয়ার মত ছিল আপনার এই চিত্র। এক কথা বলতে গেলে অসাধারণ হয়েছে কিন্তু।

ধন্যবাদ ভাইয়া তবে আপনার মন্তব্যটা একটু দেখবেন কারণ কিছুটা ভুল রয়েছে।

ক্যানভাসের উপর সহজ ভাবেই আপনি সুন্দর দেখতে ফ্লাওয়ার ভাস এঁকে নিয়েছেন। রংয়ের কম্বিনেশন খুব সুন্দর হয়েছে। ব্রাশের স্ট্রোকগুলো সামান্য দেখা গেলেও খারাপ লাগছে না।

শেষের দিকে এসে ছেলেটা ব্যাঘাত ঘটালো তাই এমন হলো।পরে আর কালার ম্যাচ হয়নি।

ফুলসহ ফুলের টব দারুন এসেছে আপনি। আপনার এত সুন্দর ক্যানভাসের চিত্র অংকন আমাকে মুগ্ধ করেছে। এ বিষয়ে আপনার দারুন দক্ষতা দেখে সত্যি ভালো লাগলো।

আগের মতো এখন আর করা হয় না। করলে হয়তো আরো সুন্দর কিছু আপনাদের মাঝে উপস্থাপন করতে পারতাম, ধন্যবাদ আপনাকে।।

ক্যানভাসে আঁকা বিভিন্ন ছবি দেখতে ভীষণ ভালো লাগে। ফুলসহ ফুলের টব দেখতে একদম বাস্তবমুখর। জীবন্ত একটি ছবি উপহার দিয়েছেন আপনি। কালার কম্বিনেশন চমৎকার ভাবে মিলিয়েছে আপনি। আপনার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন আপু।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। এটা আসলেই অনেক সুন্দর লেগেছে যখন আমি অংকন শেষ করেছিলাম।

ক্যানভাসের উপর কখনও পেইন্টিং করা হয়নি। আপনার এই পেইন্টিং দেখে আমারও ক্যানভাসের উপর পেইন্টিং করার ইচ্ছে জেগেছে। আপনি ডাই ইভেন্টের জন্য এই পেইন্টিং করেও শেয়ার করতে পারেননি সত্যিই খুব কষ্টকর বিষয়। তবে আজ আমাদের সাথে শেয়ার করতে পেরে নিশ্চয়ই ভালো লেগেছে। আমার কাছে অনেক ভালো লেগেছে। ফুলের টব যেমন সুন্দর হয়েছে তেমনি টবে থাকা ফুলগুলোও খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পেইন্টিং শেয়ার করার জন্য।

আসলে সময় ছিল না তাই পোস্টটা তৈরি করতে পারিনি সেজন্যই তখন করা হয়নি। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য প্রকাশ করে নেয়ার জন্য।

ফুলসহ ফুলের টব অসাধারণ হয়েছে। দেখে মুগ্ধ হলাম। খুবই দক্ষতার সাথে সৌন্দর্যময় এই ফুলের দৃশ্য ফুটিয়ে তুলেছেন। আমার অনেক ভালো লেগেছে।

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্য দেখে খুব ভালো লাগলো।

জাস্ট ওয়াও আপু আপনি অনেক সময় নিয়ে ধৈর্যের সাথে এক্রলিক পেইন্ট, ক্যানভাস পেপার এর সমন্বয়ে আঁকা ফুলসহ ফুলের টব, আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনার পেইন্টিংগুলো যত দেখি ততই আমি মুগ্ধ হয়ে যাই। আপনার প্রত্যেকটা পেইন্টিং আমার কাছে খুবই ভালো লাগে। তাছাড়া আপনার পেইন্টিংয়ের কালার কম্বিনেশনটাও ছিল অনেক সুন্দর দেখার মত। সবশেষে নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে ক্যানভাসে আঁকা ফুলসহ ফুলের টব আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

সব সময় আপনার সুন্দর কিছু মন্তব্য দেখলে খুব ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া।

বাহ খুবই সুন্দর। দারুণ লাগছে আপনার আর্ট টা আপু। ক‍্যানভাসে ছোট ফুলের টব টা চমৎকার একেছেন। পাশাপাশি দারুণ উপস্থাপন করেছেন পোস্ট টা। আপনার আর্টগুলো বরাবরই বেশ ভালো হয়ে থাকে। সবমিলিয়ে দারুণ ছিল। ধন্যবাদ আমাদের সাথে পোস্ট টা শেয়ার করে নেওয়ার জন্য।।

এখন তো সময় হয় না ভাইয়া সেজন্যই আর্টগুলো করা হয়ে ওঠে না। ধন্যবাদ আপনাকে।

ফুলসহ ফুলের টবের এই পেইন্টিং টা দেখতে আমার কাছে অনেক সুন্দর লেগেছে। ক্যানভাসের মধ্যে আপনি অনেক সুন্দর করে এই পেইন্টিংটা করেছেন। খুব চমৎকার ভাবে আপনি এই পেইন্টিংটা সম্পূর্ণ করেছেন। ফুল গুলো দেখতে অনেক সুন্দর লাগছে। আপনি অনেক সুন্দর পেইন্টিং করেন। এরকম পেইন্টিং করতে এবং দেখতে দুটোই আমার কাছে অনেক ভালো লাগে।

ধন্যবাদ আপনাকে আপু। আসলে পেইন্টিং করার সময় থাকলে হয়তো আরো ভালো কিছু করতে পারতাম।

ক্যানভাসে আর্ট গুলো খুব চমৎকার হয়। আজকে আপনি দেখতেছি ক্যানভাসে চমৎকার ফুলসহ টব আর্ট করেছেন। সত্যি আপু আপনার আর্ট অসাধারণ হয়েছে। এ ধরনের আর্ট গুলো ঘরের মধ্যে সাজিয়ে রাখলে দেখতে বেশ ভালোই লাগে। আর এই আর্ট গুলো করতে অনেক সময় লাগে। ধৈর্য ধরে চমৎকার ক্যাম্পাসে চমৎকার ফুলসহ ফুলের টব আর্ট করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

ঠিক বলেছেন আপু ক্যানভাসে আর্ট গুলো করা হলে দারুন লাগে, ধন্যবাদ আপনাকে।

আপনার কালারফুল ফুলদানি আর্ট পোস্টটি দেখতে জাস্ট চমৎকার লাগছে।এই আর্ট গুলো বেশ সময় নিয়ে করতে হয়।আপনি আর্ট এর ধাপ গুলো বেশ গুছিয়ে উপস্থাপন করেছেন,যেটা দেখে সহজেই আর্ট শিখে নেওয়া সম্ভব।ধন্যবাদ সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

জ্বী আপু ঠিক বলেছেন। এইরকম সিম্পল কাজগুলো করতে অনেক বেশি সময় লেগে যায়।