♥️আসসালামুআলাইকুম♥️
আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।
দীর্ঘ ২ মাস যাবৎ শরীরের অবস্থা ভালো নেই। দিন দিন যেন বেশ অনেকটাই নাজুক হয়ে যাচ্ছে শরীর।অনেকদিন যাবৎ শরীরের বিভিন্ন অংশে ব্যথা হচ্ছে।ব্যথা একবার এক রকমই লাগে।কিন্তু এই মাসের শুরু থেকে ব্যথার স্থায়ীত্ব বেশি বেড়ে গেল। তাছাড়া বিভিন্ন রকম টেনশন এর কারণে মাথার অবস্থাও ভালো না।ঘুম হয় না ঠিকমত।এত এত চাপ সহ্য করতে হচ্ছে এই ব্রেইন দ্বারা।একটা মানুষ কতটুকু মানসিক চাপ সহ্য করতে পারে তা জানা নেই। তবে আমি গত কয়েকবছর যাবতই বিভিন্ন রকম চিন্তার মধ্য দিয়ে পার করছি।
যাইহোক এসব নিয়ে না হয় বিস্তারিতভাবে আপনাদের সাথে অন্য কোনোদিন আলোচনা করব।তবে আজকে এই অশান্তির অবসান ঘটানোর জন্য ডাক্তারের কাছে যাওয়ার অনুভূতি শেয়ার করব।গত সপ্তাহে শরীর এতটা ক্লান্ত আর অসুস্থ যা সহ্যের বাইরে। তাই গত ৩ দিন আগেই ডাক্তারের সিরিয়াল দিয়েছিলাম।যেহেতু দাগনভূঞাতেই ঢাকার ডাক্তার আসে তাই এখানেই দেখালাম।একজন মেডিসিন বিশেষজ্ঞ উনি। ৩ দিন আগে সিরিয়াল দিলেও ডাক্তার কালকেই দেখিয়েছিলাম।কারণ উনি শুধুমাত্র শুক্রবারেই বসেন।
বিকেল ৪টার সময় আমরা গেলাম।আধা ঘন্টা সময় পর ডাক্তার এলো। তার পাশাপাশি আমাদের এক বড় আপুর ছেলেও ডাক্তার দেখাতে এসেছিল।আমি যেই ডাক্তার দেখিয়েছিলাম তাকেই দেখাবে। সেজন্য আমরা দুজনে অপেক্ষা করছিলাম। যেহেতু তোমরা সিরিয়াল আগে দিয়েছিলাম আর আমাদের পরিচিত লোক ছিল সেজন্যই মূলত ডাক্তার আসার সাথে সাথেই আমাদেরকে ডাক দিয়েছিল। আর সেজন্যই আমরা সিরিয়ালের জন্য বসে থাকতে হয়নি। শুধুমাত্র ডাক্তারের জন্য কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম।
যাইহোক আমার সমস্যাগুলোর কথা বলার পর তিনি কিছু ওষুধ দিলেন। তার পাশাপাশি কিছু টেস্ট দিয়েছিলেন। যেটা করিয়ে আগামী শুক্রবার দেখাতে হবে। আমার ডাক্তার দেখানো শেষ হয়ে যাওয়ার পর আমি বের হয়ে গিয়েছিলাম। তবুও আমার আপু তার ছেলে সহ সেখানে ছিল। তারা ডাক্তার দেখিয়ে বের হয়েছে কিছুক্ষণের মধ্যেই। তবে একটা বিষয় আমার কাছে একটু বিরক্তিকর লেগেছিল। সেটা হলো হসপিটাল অনুযায়ী বসার স্পেসটা একদম কম ছিল। আগে এই হসপিটালটা যেখানে ছিল সেখানে বেশ ভালো জায়গা ছিল। কিন্তু বর্তমানে এটা নতুন করে অন্য জায়গায় স্থানান্তরিত করার কারণে জায়গাটা অনেক ছোট হয়ে গিয়েছে। রোগী বসার জায়গাও ছিল না। অনেক মানুষের ভিড় সেখানে। তাছাড়া চার জন ডাক্তার সেখানে ভিজিট করে।
যাইহোক আমরা এরপর চলে গেলাম টেস্ট করার জন্য। আমরা অবশ্য অন্য একটা হসপিটালে টেস্ট করিয়েছিলাম। বাংলাদেশে তো এরকমই অবস্থা। বিভিন্ন রকম টেস্ট দেয়,তবে একেক জায়গায় একেক রকমের এমাউন্ট লাগে। পরিচিত লোক থাকলে কিছুটা সুবিধা পাওয়া যায়। যাইহোক এরপর ব্লাড দিলাম, যেটা আমার কাছে সব সময় একটা ভয়ংকর অভিজ্ঞতা হয়ে ওঠে। এরপর আমরা রিপোর্ট নিতে পারেনি কারণ আজকে ব্লাড মাইজদী পাঠানো হবে তারপর আগামীকাল মানে রবিবারে রিপোর্ট হাতে পাবো। আগামী শুক্রবার দেখাতে হবে।সেটা নিয়ে আরো কিছু অভিজ্ঞতা আপনাদের মাঝে পরবর্তীতে শেয়ার করব। আজকে এতটুকুই ছিল দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
---|
♥️আল্লাহ হাফেজ♥️ |
---|
পোস্টের বিবরণ
ধরন | লাইফস্টাইল |
---|---|
ফটোগ্রাফার | @bristy1 |
ডিভাইস | Samsung Galaxy M12 |
লোকেশন | ফেনী |
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার সমস্ত সমস্যার তাড়াতাড়ি অবসান হোক এবং সম্পূর্ণ সুস্থ হয়ে উঠুন সেই প্রার্থনাই করি। ডাক্তারের কাছে গেলে আজকাল প্রচুর খরচ হয়ে যায়। তার উপর অসুস্থতা। সব মিলিয়ে ভীষণ কঠিন একটি সময় চলে। আপনি সেই সময় থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে আসুন তাই চাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সমস্যার শুরু হয়েছে ভাইয়া এখন থেকে প্রতিনিয়ত লাগাতার ওষুধ খেতেই হবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার সমস্যা তাড়াতাড়ি সমাধান হোক সেই দোয়া করি।আপনার সব রিপোর্ট গুলো ভালো আসবে সেই দোয়া করি।আর ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ খাবেন আশাকরি ঠিক হয়ে যাবে।ধন্যবাদ আপু পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সমস্যাতো বেড়েই যাচ্ছে,এখন থেকে ঔষধ খেতে হবে প্রতিনিয়তই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit