♥️আসসালামুআলাইকুম♥️
আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷ সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।
আজ আপনাদের মাঝে দারুণ একটা নাটক রিভিউ নিয়ে এসেছি। আজকের এই নাটকটা দেখেছিলাম গত কয়েকদিন আগেই। তবে এটা দেখার শুরুতে বুঝলাম নাটকটা সুন্দরই হবে।আর এই নাটকটা পরিচালনা করা হয়েছে খুব সুন্দরভাবে।শহর আর গ্রাম দুটো জীবনকে এখানে জড়ানো হয়েছে।আর আশা করি আপনারা নাটকটা দেখলে মজা পাবেন।যাইহোক শুরু করা যাক তাহলে।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।
নাটকের গুরুত্বপূর্ণ কিছু তথ্য |
---|
নাটকের নাম | ফিদা |
---|---|
পরিচালক | রুবেল আনস |
অভিনয় | মুশফিক আর ফারহান, সাফা কবির সহ আরো অনেকে |
ভাষা | বাংলা |
মুক্তির তারিখ | ২২ জুন ২০২৪ |
নাটকটার শুরুতেই আবিরকে দেখানো হয় এবং আবিরের মাও সেখানে ছিলেন৷ আবির যখন তার অফিসের একটি ফাইল খুঁজে পাচ্ছিল না তখন সেখানে তার মা এসে তার ফাইল খুঁজে দিচ্ছিল৷ তবে উনি যখন ওই ফাইলটি পেলেন তখন সেখানে তার উপরে একটি ছবি দেখতে পেলেন৷ সেই ছবি দেখে তিনি আবিরকে জিজ্ঞাসা করেন এই ছবি তার কাছে কেন৷ সে যদি পুষ্পকে পছন্দ করে তাহলে সে তার মাকে বললে তিনি অবশ্যই পুষ্পের সাথে তার বিয়ের ব্যবস্থা করে দিতেন৷ তখন তিনি বলেন যে এখন আবির যেন পুষ্পের সাথে দেখা করে আসে এবং পুষ্পের কাছে চলে যায়৷ তাকে যেন নিয়ে আসে৷ এরপর আবির বাসা থেকে বের হয়ে যায় পুষ্পদের বাসার উদ্দেশ্যে৷ আবিরের মা এবং পুষ্পর মা ভালো বান্ধবী ছিলেন৷ তবে হঠাৎ কোনো একটি সমস্যার কারণে তাদের বন্ধুত্ব ভেঙে যায় ।
আবির এবং পুষ্পের আর কখনো যোগাযোগ হয়নি৷ তবে এখন যখন আবির পুষ্পদের বাড়িতে আসে তখন পুষ্পের মা তাকে খুব ভালোভাবে চিনতে পারেন৷ পরবর্তীতে আবির দেখে যে একটি ছেলে এসেছে পুষ্পকে বিয়ে করার জন্য৷ তার সাথে সবকিছুই কথাবার্তা ঠিক হয়ে গিয়েছিল৷ আবির যখন এই বিষয়টি দেখতে পায় তখন সে অনেক দুঃখ পায়৷ পুষ্পের বাবাও আবিরকে এখানে দেখতে পেয়ে অনেকটাই রাগান্বিত হয়ে যান৷ কারণ এখন যদি সে এখানে কোন ঝামেলা করে তাহলে পুষ্পের বিয়ে হবে না৷ এরপর আবির এবং পুষ্প একদিন দেখা করে৷ তারা দুজনে বিভিন্ন কথাবার্তা বলতে থাকে৷ তবে পুষ্প তার সাথে কথা বলতে তেমন একটা ইচ্ছুক ছিল না৷ কারণ সে এত বছর তার সাথে কোন ধরনের যোগাযোগ করেনি৷ সে অনেকটা রাগান্বিত ছিল৷
এরপর পুষ্পের বাবা পুষ্পের মাকে খুব ভালোভাবে বুঝিয়ে দেন যাতে করে আবির যেন এখানে কোন ধরনের সমস্যা না করে৷ সে যেন আর বাড়িতে অবস্থান না করে৷ সে যেন এখনি এখান থেকে চলে যায়৷ তখন পুষ্পের মা বলে যে ছেলে অনেক ভালো৷ এই বাড়িতে থাকলে কোন সমস্যা হবে না৷ সে কিছুই করবে না৷ সে শুধুমাত্র এসেছে তাদের সাথে দেখা করার জন্য৷ তখন তিনি বারবার পুষ্পের মাকে সাবধান করে দিচ্ছিলেন যাতে করে পুষ্পের যেন কোন কিছু না হয় এবং পুষ্প যাতে বাসায় থাকে৷ তার ওই ছেলের সাথেই বিয়ে হবে৷ আবির যেন কোন কিছুই না করে৷
তখন আবির এবং পুষ্প দেখা করে এবং পুষ্প বলে যে সে আবিরকে ভালোবাসে৷ সে অন্য কাউকে বিয়ে করতে পারবে না৷ সে যদি অন্য কাউকে বিয়ে করে তাহলে সে কোনভাবে সুখী হতে পারবে না, সে তার জীবন দিয়ে দিবে৷ তখন আবির বলে যে কিছুই হবে না৷ তাকে সে নিয়ে যাবে৷ সে ভালোভাবেই তাকে রাখবে৷ তখন আবির পুষ্পকে সেখান থেকে নিয়ে চলে যায়৷ যখন আবির এবং পুষ্প একসাথে আবিরের মায়ের কাছে চলে যায় তখন আবিরের মা ওদেরকে দেখে অনেক খুশি হয়ে যান৷ তবে তিনি জিজ্ঞাসা করেন যে তারা পালিয়ে এসেছে কিনা৷ তখন তিনি বলেন যে পালিয়ে আসলে কোন ভাবেই হবে না৷ তাদের কাছ থেকে অনুমতি নিয়ে তাকে নিয়ে আসবে৷ তখন তিনি আবিরকে বলেন যে পরদিন তিনি পুষ্পের বাসায় আবার তাকে ফিরিয়ে দিতে৷
এরপর দিন আবির, আবিরের মা এবং পুষ্প সবাই মিলে পুষ্পদের বাসায় চলে আসে৷ যখন পুষ্পদের বাসায় আসে তখন আবিরের মা তাদেরকে দেখে অনেক খুশি হয়ে যান৷ তিনি তার বান্ধবীকে এতদিন পরে দেখতে পেয়ে অনেক খুশি ছিলেন৷ যখন পুষ্পের মা পুষ্পকে দেখতে পায় তখন তিনি অনেক খুশি হয়ে যান। তবে পুষ্পের বাবা তাকে বলেন যে বাসার ভিতরে যাওয়ার জন্য৷ আবিরের মাও বলে যে তিনি তাকে বাড়িতে ফিরিয়ে দেওয়ার জন্য এসেছেন। তারা ছোট মানুষ একটি ভুল করে ফেলেছে এখন যেন তাদেরকে ক্ষমা করে দেওয়া হয়৷ তখন পুষ্প বাসার ভিতরে চলে যায় এবং আবিরের মা এবং পুষ্পের মা কথাবার্তা বলতে থাকেন৷
এরপর দিন যখন আবিরের মা বাসা থেকে চলে যাবেন তখন তিনি পুষ্পের বাবাকে বলেন যাতে করে পুষ্পের হাতটা তার ছেলের হাতে তুলে দেয়৷ এতদিন ধরে তাদের যে সম্পর্কের বিচ্ছিন্নতা ছিল তা যেন তাদের মাধ্যমে আবারও জোড়া লেগে যায়। ছোটবেলা থেকে তারা তাকে দেখে আসছে৷ পুষ্পকে তারা অনেক পছন্দ করে এবং পুষ্পকেই তারা তাদের বাড়ির বউ হিসেবে নিয়ে যেতে চায়। তখন অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে যখন পুষ্পের বাবা কিছুই বললেন না তিনি চুপচাপ বসে ছিলেন৷ তখন আবিরের মা বাসা থেকে বের হতে যাচ্ছেন,তখনই পুষ্পের বাবা কথা বলেন এবং তিনি সবকিছুই মেনে নেন। এভাবেই তাদের দুজনের মিল হয়ে যায় এবং দুই পরিবার আবারও একসাথে হয়ে যায়৷ এভাবেই নাটক শেষ হয়ে যায়৷
আমার ব্যক্তিগত মতামত।
আসলে নাটক রিভিউতে যদি সবটাই উপস্থাপন করে ফেলি তাহলে তো আপনারা মজা পাবেন না।তবুও মোটামুটি একটা ধারণা দিলাম।আমি মনে করি যে নাটকটি দেখলেই মূলত এর সম্পর্কে আপনারা অনেক বিস্তারিত জানতে পারবেন৷ যখন আমি দেখছিলাম তখন আমার নিজের কাছেও অনেক ভালো লাগছিল। আসলে এরকম রোমান্টিক নাটক দেখলে কার না ভালো লাগে৷ এরকম ঘটনা বাস্তবিক জীবনেও আমরা দেখতে পাই৷ বিষয়টা এমন যে দুজন ভালোবাসার মানুষকে এক করতে আরও দুজন চায়।কিন্তু প্রধান ব্যক্তিটাই চায় না।এমন অনেক অনেক ঘটনা বাস্তবেও ঘটে।এভাবে কখনো কখনো ভালোবাসা পূর্ণতা পায় না আবার কখনো কখনো ভালোবাসার জয় হয়। আর আজকের নাটকটায় শেষমেষ ভালোবাসা জিতে গেল দম্ভের কাছে
আমার ব্যক্তিগত মতামত অনুসারে নাটকের রেটিংঃ |
---|
৯.৯/১০
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
---|
♥️আল্লাহ হাফেজ♥️ |
---|
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
https://x.com/bristy110/status/1823632018548375985
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনি আজকে আমাদের মাঝে মুশফিক ফারহানের ফিদা নাটকটি রিভিউ করে শেয়ার করেছেন। আসলে নাটক দেখতে আমি বেশ পছন্দ করি অবসর সময় পেলে নাটক দেখার জন্য বসে যায়। আসলে এই নাটকটা এখনো দেখা হয়নি চেষ্টা করব অতি দ্রুত সময়ের মধ্যে দেখে নেওয়ার জন্য। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নাটকটা দেখবেন ভাইয়া,মজা লাগবে।বিশেষত কিছু বাস্তবিক দিক ফুটে তোলা হয়েছে এটাতে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মুশফিক আর ফারহান আমার খুবই পছন্দের একজন অভিনয়শিল্পী। আর আপনি এত সুন্দর করে নাটক তুলে ধরেছেন দেখে অনেক ভালো লাগলো আপু। এই নাটকটি দেখা হয়নি। সময় পেলে দেখবো আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যা আপু,মুশফিক ফারহানের নাটক খুব সুন্দর হয় । আর অনেক নাটকই দেখেছি।এই নাটকটাও খুব সুন্দর হয়েছিল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ফিদা নাটকটি বেশ সুন্দর আপু যদিও কখনো দেখিনি। কিন্তু অনেকের কাছ থেকে নাম শুনেছি ফিদা নাটকের। সুন্দর নাটকটির রিভিউ শেয়ার করলেন আজকে। সত্যিই এই ধরনের নাটক দেখতে বেশ ভালো লাগে। আপনি নাটক দেখলেন রিভিউ শেয়ার করলেন স্ক্রিনশটের মাধ্যমে সুন্দর বর্ণনার মাধ্যমে। অনেক ধন্যবাদ আপু বিস্তারিত দেখে ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মাঝে মাঝে কিছু ক্লিপ ফেইসবুকে দেখলে নাটক ভালো লাগে তখন ইউটিউবে দেখতে চলে যাই আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুব সুন্দর একটা নাটকের রিভিউ শেয়ার করেছেন আপু। যদিও নাটকটা দেখা হয়নি তবে গল্পটা খুব সুন্দর। তাদের সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার পর আবারো তারা এক হয়ে যায়। বেশ ভালো লাগলো আপনার নাটক রিভিউ টা দেখে। খুব সুন্দরভাবে পুরো নাটকটা উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যা আপু,বিচ্ছিন্নতার কারণ হলো তাদের বাবারা।যদিও পর আবিরের বাবা মারা গিয়েছিল কিন্তু তাও কিছু ঠিক হয় নি। শুধুমাত্র ভালোবাসার জন্যই সবকিছু ঠিক হলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার প্রিয় অভিনেতা এবং অভিনেত্রীর খুব সুন্দর একটি নাটকের রিভিউ আজকে আমাদের মাঝে উপস্থাপন করলেন।নাটকটি এখনো আমার দেখা হয়নি। কিন্তু আজকে আপনার রিভিউ দেখে মনে হচ্ছে নাটকটি আমার দেখা উচিত।খুব সুন্দর এই নাটকটি হবে।বাস্তবিক এবং রোমান্টিক সবকিছু মিলিয়ে এত সুন্দর একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া।নাটকটা দেখলে আশা করি ভালো লাগবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দারুন লাগলো তো এই নাটকটার রিভিউ। এই নায়ক নায়িকাগুলো আমার অনেক বেশি পছন্দের। তাদের নাটকগুলো আমার কাছে অনেক ভালো লাগে দেখতে। তাদের অভিনয় অনেক দারুন হয়ে থাকে। এই নাটকটা অসম্ভব ভালো লেগেছে কিন্তু আমার কাছে। এই নাটকের কাহিনী একটু বেশি সুন্দর। এই নাটকটা দেখা না হলেও রিভিউ পড়ে কাহিনীটা জেনে নিতে পারলাম। আর আমি নাটকটা দেখার জন্য ও চেষ্টা করবো। খুব সুন্দর করে তুলে ধরেছেন পুরোটা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অভিনয় যাদের সুন্দর হয় তাদের নাটক দেখতেও ভালো লাগে। ধন্যবাদ আপনাকে ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনি আমাদের মাঝে আজ খুব সুন্দর একটি নাটক রিভিউ করেছেন। আপনার শেয়ার করা নাটক রিভিউটি পড়ে আমার কাছে বেশ ভালো লাগলো। আমি মুশফিক ফারহানের নাটক দেখতে অনেক পছন্দ করি। যদিও ফিদা নাটকটি দেখা হয়নি তবে আপনার রিভিউ পড়ে নাটকটি দেখতে খুব ইচ্ছে করছে। সময় করে নাটকটি দেখে নিব।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit