ভেজিটেবল স্টিক স্যান্ডউইচ ও চিকেন সালাদ এর সাথে মিক্স স্যান্ডউইচ এবং বিটরুটের মিল্কশেক।

in hive-129948 •  9 months ago 

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।

20240325_163651.jpg

20240325_164851.jpg

আজ চলে এলাম আপনাদের মাঝে কয়েকটা রেসিপি নিয়ে।সচরাচর একটা করে রেসিপি শেয়ার করা হয়। কিন্তু আমার বাংলা ব্লগের নতুন একটা কনটেস্টের থিম অনুযায়ী ইফতারের আইটেম তৈরি করার জন্যই মূলত এই রেসিপি তৈরি করা। যাইহোক বাংলা ব্লগে অনেকেই কিন্তু দারুন দারুন রেসিপি শেয়ার করেছে। তার মধ্যে আমি আপনাদের মাঝে চারটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর আমার চারটি রেসিপি ডিটেলসে নিচের দিকে দেখানো আছে। তবে উপরে সংক্ষেপ আকারে কিছু কথা বলে যাই।
20240325_163545.jpg

20240325_164021.jpg

মূলত ইফতারের সময় রেগুলার যে আইটেমগুলো থাকে সেগুলো বাদ দিয়েই আমি আজকের আইটেম গুলো তৈরি করলাম। আমার মেইন দুটো রেসিপি হলো ভেজিটেবল স্টিক স্যান্ডউইচ এবং হেলদি চিকেন সালাদ।তার পাশাপাশি একটা মিক্সা স্যান্ডউইচ এবং বিটরুটের মিল্কশেক তৈরি করলাম।

20240325_164340.jpg

20240325_164642.jpg
সবগুলো রেসিপি করতে বেশ সময় লেগেছে। সারাদিন ধরে এভাবে রেসিপিগুলো একের পর এক করে গিয়েছি। বাবুকে নিয়ে অনেক কষ্ট করে এগুলো করা লাগে। তবুও চেষ্টা করেছি এই ভিন্ন ভিন্ন আইটেমের ইফতারের মেনু সাজাতে। এখানে যে মেয়োনিজ ব্যবহার করেছি সেটা কিন্তু আমি নিজেই তৈরি করেছি। যদিও সেটার রেসিপি আপনাদের মাঝে শেয়ার করিনি। তবে ডেকোরেশন এর ক্ষেত্রে সবকিছু ভিন্নভাবে সাজিয়ে আপনাদের মাঝে উপস্থাপন করেছি। আশা করি আমার প্রত্যেকটা রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে।

ভেজিটেবল স্টিক স্যান্ডউইচ

20240325_165117.jpg

আজকের রেসিপির জন্য প্রয়োজনীয় উপকরণসমূহ

উপকরণপরিমাণ
পাউরুটি১ প্যাকেট
সেদ্ধ আলু১০টি
গাজরকুচি১/২ কাপ
পেঁয়াজকুচি১/২কাপ
কাঁচামরিচ কুচি৪টি
টমেটো কুচি১/২ কাপ
পাতাকপি কুচি১/২ কাপ
চিজ গ্রেট১/৩ কাপ
স্লাইস চিজ৬টি
লবণ২চা চামচ
মরিচ গুড়া১ চা চামচ
রসুনবাটা১চা চামচ
আদাবাটা১চা চামচ
টমেটো সস১টেবিল চামচ
সয়াসস১/২ চা চামচ
সয়াবিন তেলভাজার জন্য
ঘি১ চা চামচ
ডিম২টি
ব্রেডক্রাম্বস২ কাপ
মেয়োনিজ১ কাপ
ধনেপাতা কুচিপ্রয়োজন মত
লেবু১ ফালি

IMG-20240327-WA0035.jpg

প্রথম ধাপ

প্রথমেই সেদ্ধ আলু গুলোকে আমি হাত দিয়ে ভালোভাবে স্ম্যাশ করে নিলাম। তারপর এরমধ্যে একটা চামচ লবণ, এক চা চামচ মরিচ গুড়া এবং গ্রেট করা গাজর দিয়ে দিলাম।

IMG-20240327-WA0032.jpg

দ্বিতীয় ধাপ

এই ধাপে বাঁধাকপি কুচি, পেঁয়াজকুচি, টমেটো কুচি, ধনেপাতা ও কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম।

IMG-20240327-WA0006.jpg

তৃতীয় ধাপ

এখন রসুন বাটা, আদা বাটা,টমেটো সস,সয়াসস এবং গ্রেট করা চিজ দিয়ে সবকিছু ভালোভাবে হাত দিয়ে মেখে খুব সুন্দর একটা মিশ্রন তৈরি করলাম।

IMG-20240327-WA0004.jpg

চতুর্থ ধাপ

তারপর আমি পাউরুটি গুলো নিয়ে পাউরুটির কিনারার অংশগুলো ফেলে দিলাম ছুরির সাহায্যে। তারপর এগুলোকে চার ভাগ করে কেটে নিলাম। এভাবে কয়েকটি টুকরো কেটে নিয়েছি।

IMG-20240327-WA0030.jpg

পঞ্চম ধাপ

তৈরি করা পুর থেকে ছোট ছোট করে হাতে নিয়ে কাটলেটের শেপ তৈরি করলাম। তারপর ছোট এক টুকরো পাউরুটির উপরে এই পুর দিয়ে তার উপরে আরেকটি স্লাইস দিয়ে দিলাম।

IMG-20240327-WA0031.jpg

ষষ্ঠ ধাপ

এখন স্লাইস করা চিজ গুলো এই পাউরুটির উপরে দিয়ে দিলাম। এভাবে তিনটি পাউরুটির পুরসহ একসাথে নিয়ে নিলাম। একটা অংশের উপর আরেকটা অংশ দিয়ে বড় করে তৈরি করলাম।

IMG-20240327-WA0007.jpg

সপ্তম ধাপ

এখন প্রত্যেকটাতে একটি করে স্টিক ঢুকিয়ে দিলাম যাতে এগুলো খুলে না যায়। এভাবে আমি এই চারটি স্টিক তৈরি করে নিলাম।

IMG-20240327-WA0028.jpg

অষ্টম ধাপ

এই ধাপে দুটো ডিম ভেঙে নিলাম। তারপর অল্প একটু লবণ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিলাম।

IMG-20240327-WA0029.jpg

নবম ধাপ

এই ধাপে ডিমের মধ্যে পূর্বে তৈরি করে রাখা পাউরুটির স্ট্রিক গুলো চুবিয়ে তারপর ব্রেডক্রাম্বসে একবার গড়িয়ে নিলাম।

IMG-20240327-WA0005.jpg

দশম ধাপ

তারপর আবারো ডিমের মধ্যে গড়িয়ে নিয়ে ব্রেডক্রাম্বসে দিয়ে ভালোভাবে কোট করে নিয়েছি। এভাবে আমি সবগুলো তৈরি করে নিলাম।দুইবার কোট করার কারণ হলো এগুলো যাতে খুলে না যায় এবং অনেক পুরু এবং ক্রিসপি একটা ভাব তৈরি হয়। এরপর এক ঘণ্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিলাম।

IMG-20240327-WA0025.jpg

একাদশ ধাপ

ফ্রাইপ্যানে ডুবো তেল দিয়ে গরম করে নিলাম। তারপর ফ্রিজ থেকে বের করে সাথে সাথেই এই পাউরুটির স্টিক গুলো দিয়ে অল্প আঁচে ভালোভাবে ভেজে নিতে থাকলাম। একদম মুচমুচে হওয়া পর্যন্তই ভেজে নিতে হবে। ব্রাউন কালার হলে তেল ছাড়িয়ে উঠিয়ে নিলাম এবং পেপারের মধ্যে রেখে দিলাম। এভাবেই সবগুলো ধীরে ধীরে ভেজে নিলাম।

IMG-20240327-WA0016.jpg

20240325_163429.jpg

20240325_163805.jpg

হেলদি চিকেন-ভেজিটেবল সালাদ।

20240325_165417.jpg

আজকের রেসিপির জন্য প্রয়োজনীয় উপকরণসমূহ

উপকরণপরিমাণ
পাতাকপি১ ফালি
চিকেন২পিস(হাড়বিহীন বুকের মাংস)
আপেল১টি
গাজরকুচি১/২ কাপ
পেঁয়াজকুচি১/২কাপ
কাঁচামরিচ কুচি৪টি
টমেটো কুচি১/২ কাপ
লবণ২চা চামচ
মরিচ গুড়া১ চা চামচ
রসুনবাটা১চা চামচ
আদাবাটা১চা চামচ
টমেটো সস১টেবিল চামচ
সয়াসস১/২ চা চামচ
গোলমরিচ গুড়ো১/২ চা চামচ
সয়াবিন তেলভাজার জন্য
মেয়োনিজ১ কাপ
ধনেপাতা কুচিপ্রয়োজন মত
লেবু১ ফালি

IMG-20240327-WA0026.jpg

প্রথম ধাপ

প্রথমে চিকেনের পিসগুলোর মধ্যে রসুন বাটা এবং আদা বাটা দিয়ে দিলাম। এরপর হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবন এবং গোলমরিচ গুড়ো দিয়ে দিলাম। তারপর টমেটো সস এবং সয়াসস দিয়ে ভালোভাবে মেখে নিলাম। মেরিনেট করে রাখলাম ৩০ মিনিটের জন্য।

IMG-20240327-WA0008.jpg

দ্বিতীয় ধাপ

ফ্রাই প্যানে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। তারপর মেরিনেট করে রাখা চিকেন গুলো দিয়ে প্রায় ১৫ মিনিটের মত একদম লো আঁচে ভেজে নিলাম।

IMG-20240327-WA0027.jpg

তৃতীয় ধাপ

একটি গ্রিন আপেল ভালোভাবে ধুয়ে ছোট ছোট করে কেটে নিলাম।

IMG-20240327-WA0024.jpg

চতুর্থ ধাপ

এই ধাপে পাতাকপিকে বড় বড় সাইজ করে কেটে নিয়েছি।

IMG-20240327-WA0009.jpg

পঞ্চম ধাপ

পূর্বে ভেজে রাখা চিকেনের এক পিস নিয়ে এগুলোকে ছোট ছোট টুকরো করে নিলাম। তারপর এর মধ্যে কেটে রাখা পাতাকপি এবং আপেলের টুকরোগুলো দিয়ে দিলাম।

IMG-20240327-WA0021.jpg

ষষ্ঠ ধাপ

এবার পেয়াজকুচি, কাঁচা মরিচ কুচি,টমেটো কুচি, গাজর কুচি এবং ধনেপাতা এর মধ্যে দিয়ে দিয়েছি।

IMG-20240327-WA0022.jpg

সপ্তম ধাপ

তারপর লবণ এবং গোলমরিচ গুঁড়ো দিলাম।তার পাশাপাশি ১ফালি লেবু চিপে দিলাম। এরপর টমেটো সস এবং মেয়োনিজ দিয়ে দিলাম।

IMG-20240327-WA0010.jpg

অষ্টম ধাপ

তারপর সবকিছু ভালোভাবে মেখে নিলাম। যাতে করে প্রত্যেকটা সবজি এবং চিকেনের গায়ে মেয়োনিজ লেগে যায়। আর এভাবেই সুস্বাদু হেলদি সালাদ তৈরি হয়ে গেল।

IMG-20240327-WA0023.jpg

20240325_163416.jpg

স্পেশাল মিক্স স্যান্ডউইচ ।

20240325_165332.jpg

আজকের রেসিপির জন্য প্রয়োজনীয় উপকরণসমূহ

উপকরণপরিমাণ
পাউরুটি৬পিস
চিকেন ফ্রাই১পিস(হাড়বিহীন বুকের মাংস)
গাজরকুচি১/২ কাপ
পেঁয়াজকুচি১/২কাপ
কাঁচামরিচ কুচি৪টি
টমেটো কুচি১/২ কাপ
লবণ১/২চা চামচ
টমেটো সস১টেবিল চামচ
গোলমরিচ গুড়ো১/২ চা চামচ
মেয়োনিজ১ কাপ
ধনেপাতা কুচিপ্রয়োজন মত
লেবু১ ফালি

IMG-20240327-WA0037.jpg

IMG-20240327-WA0038.jpg

প্রথম ধাপ


প্রথমে ফ্রাই করা চিকেনটাকে একদম ঝুরঝুরে করে নিলাম। তারপর এর মধ্যে গাজর কুচি এবং টমেটো কুচি দিয়ে দিলাম।

IMG-20240327-WA0011.jpg

দ্বিতীয় ধাপ

এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি বাঁধাকপি কুচি এবং টমেটো সস।
IMG-20240327-WA0018.jpg

তৃতীয় ধাপ

এই ধাপে দিয়ে দিলাম মেয়োনিজ, লেবুর রস, গোল মরিচ গুঁড়ো আর লবণ।

IMG-20240327-WA0012.jpg

চতুর্থ ধাপ

এখন সবকিছু একসাথে মিক্স করে নিলাম ভালোভাবে। রেডি হয়ে গেল স্যান্ডউইচ এর জন্য চিকেন-ভেজিটেবল পুর।
IMG-20240327-WA0019.jpg

পঞ্চম ধাপ

এখন প্রথমে একটি পাউরুটি নিলাম।তার মধ্যে টমেটো সস দিয়ে চারদিকে ছড়িয়ে দিয়ে তারপর এই পুর দিয়ে আবারো ছড়িয়ে দিলাম।

IMG-20240327-WA0020.jpg

ষষ্ঠ ধাপ

এবার আরেকটি পাউরুটি নিয়ে এই পুরের উপরে দিয়ে কিনারার অংশগুলো কেটে ফেলে দিলাম এবং মাঝ বরাবর কেটে নিলাম। ব্যাস, মজাদার চিকেন ভেজিটেবল স্যান্ডউইচ তৈরি হয়ে গেল।

IMG-20240327-WA0015.jpg

20240325_163409.jpg

বিটরুট মিল্কশেক।

আজকের রেসিপির জন্য প্রয়োজনীয় উপকরণসমূহ

উপকরণপরিমাণ
বিটরুট১টি
তরল দুধহাফ কাপ
চিনিহাফ কাপ
ঠান্ডা পানি১ গ্লাস
লবণ১চিমটি

IMG-20240327-WA0017.jpg

প্রথম ধাপ


প্রথমে বিটরুটের খোসা ছাড়িয়ে নিলাম। তারপর ছোট ছোট টুকরো করে নিলাম।

IMG-20240327-WA0013.jpg

দ্বিতীয় ধাপ

এখন ব্লেন্ডারে দিয়ে প্রথমেই ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। তারপর দুধ চিনি এবং এক চিমটি লবন দিয়ে আবার কিছুক্ষণ ব্লেন্ড করে ঠান্ডা পানি যোগ করেছি। তারপর ছেঁকে নিলেই রেডি হয়ে গেল বিট রুটের শরবত।

IMG-20240327-WA0014.jpg

পরিবেশন।

20240325_164843.jpg

20240325_163503.jpg

20240325_162920.jpg

20240325_163910.jpg

20240325_165113.jpg

আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা জানাতে ভুলবেন না কিন্তু।সবার মন্তব্যের অপেক্ষায় রইলাম।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

images (4).png

20221126_200743.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

আপু ভাইয়ের পোষ্টেও দেখলাম বেশ কয়েকটা আইটেম সাথে দেখি আপনিও করেছেন ৷ আপনারা দুজনে মিলে যত আইটেম ইফতার রেসেপি করেছেন ৷ যা দিয়ে আমার বা়ংলা ব্লগের সবাইকে দাওয়াত দিতে পারতেন ৷ দারুন ছিল সত্যি এতো এতো আইটেম দেখে জিভে জল এসে গেছে ৷ দেখার মতো ছিল সত্যি বলতে এতকিছু করতে তো প্রচুর সময় ব্যায় করেছেন ৷ যা হোক অনেক ভালো লাগলো ৷ আশা করি এই প্রতিযোগিতায় ভালো কিছু হবে ৷

আপনিও আর সবার মত খুবই লোভনীয় রেসিপি শেয়ার করেছেন। প্রত্যেকটা রেসিপি একেবারে অসাধারণ হয়েছে।কোনটা ছেড়ে কোনটার প্রশংসা করবো তা বলা মুশকিল।সব গুলোই দারুন,দেখে যেমন সুন্দর লাগছে খেতেও নিশ্চই ততটাই সুস্বাদু হয়েছে।দারুন সব রেসিপি শেয়ার করেছেন।আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর সুন্দর রেসিপি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভ কামনা রইলো আপনার জন্য,আশা করি সেরাদের একজন হবেন।

বাহ আপু প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছেন দেখে বেশ ভালো লেগেছে। আসলে এতো গুলো মজার মজার রেসিপি এক সাথে দেখলে কোনটা ছেড়ে কোনটার প্রসংশা করবো বলেন তো। প্রতিটি রেসিপি সুপার হয়েছে। একটা থেকে একটা রেসিপি টেস্ট করতে পারলে কিন্তু ভালোই হতো।

Posted using SteemPro Mobile

প্রথমেই আপনাকে অভিনন্দন জানাচ্ছি চলমান প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। রেসিপি গুলো এতটাই চমৎকার হয়েছে যে,দেখে চোখ ফেরানো যাচ্ছে না। ইফতারের সময় এমন মজাদার রেসিপি গুলো থাকলে তো আর কোনো কথাই নেই। আমার কাছে ভেজিটেবল স্টিক স্যান্ডউইচ রেসিপিটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। যাইহোক এতো লোভনীয় রেসিপি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভকামনা রইল আপু।

Posted using SteemPro Mobile

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপু। অসাধারণ কিছু রেসিপি শেয়ার করেছেন আপনি। সবগুলো রেসিপিই দেখতে অনেক লোভনীয়। আপনাকে আবার অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর কিছু রেসিপি শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

প্রথমেই আপনাকে প্রতিযোগীতায় অংশ গ্ৰহন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সত্যি বলতে রেসিপি গুলো দেখে যে কারো লোভ লেগে যাবে। তাছাড়া ইফতারের সময় এমন মজাদার আইটেম গুলো থাকলে আর কোনো কথাই নেই। যাইহোক আপনার উপস্থাপনা দুর্দান্ত ছিলো। প্রতিটা খাবার অনেক বেশি লোভনীয় ছিলো। ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইলো।

বেশ সুস্বাদু কয়েকটি রেসিপি নিয়ে আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেন। দেখে তো বোঝা যাচ্ছে অনেক লোভনীয় ছিল আপনার প্রতিটি রেসিপি। আশা করি খেতে খুব ভালোই লাগবে আপু। এত সুস্বাদু খাবার দিয়ে যদি ইফতারি করা হয় তাহলে তো বেশ ভালই লাগবে। অসংখ্য ধন্যবাদ জানাই প্রতিযোগিতাইয় গ্রহণ করার জন্য।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ আপনাকে আপু।বেশ সুস্বাদু কয়েকটি রেসিপি নিয়ে আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। প্রত্যেকটি রেসিপি অনেক লোভনীয় ছিল। দেখেই লোভ লেগে গেল। আর রেসিপিগুলো ইউনিক ছিল। আপনার মাধ্যমে দারুন কিছু রেসিপি শেখাও হয়ে গেল। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

প্রথমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ আপু। প্রতিটা রেসিপি যেমন ইউনিক হয়েছে তেমন দেখতেও লোভনীয় লাগছে। খেতে অনেক সুস্বাদু হয়েছে তা ফটোগ্রাফি গুলো দেখেই বোঝা যাচ্ছে। খুব সুন্দর ভাবে সবগুলো রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ডেকোরেশনটা অনেক সুন্দর হয়েছে। ইফতারে এরকম ভিন্ন কিছু ভালই লাগবে খেতে। ধন্যবাদ আপু ইউনিক কিছু রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।