মজাদার সরষে ইলিশ রেসিপি।১০% লাজুক-শিয়াল এর জন্য।

in hive-129948 •  3 years ago 

♥️আসসালামুআলাইকুম♥️

আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুগণ, সবাই আশাকরি খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি।আমার এই প্রিয় ব্লগের সাথে প্রতিনিয়ত কাজ করে আমি খুব আনন্দ পাই।তাই সবসময় নতুন কিছু নিয়ে হাজির হয়ে যাই।

CollageMaker_202281394039141.jpg

আজকে আমি আপনাদের সাথে মজাদার একটি রেসিপি শেয়ার করব।হয়ত অনেকেই এই রেসিপিটি খেয়েছেন আর তারাই জানেন এর মজা কেমন।ইলিশ মাছ আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর এই মাছের এই রেসিপিটি বেশ মজার। আজকের রেসিপি হলো সরিষা ইলিশ, যা সত্যিই খুব মজার।

চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের রেসিপিটি

আজকের রেসিপির জন্য প্রয়োজনীয় উপকরণসমূহ

CollageMaker_202281223485749.jpg

উপকরণ
পরিমাণ
ইলিশ মাছ১টি
সরিষাবাটাআধা কাপ
পেয়াজ কুচিদেড় কাপ
কাচামরিচ৭/৮ টি
হলুদ গুড়ো২ চা চামচ
মরিচ গুড়ো২ চা চামচ
রসুনবাটা১ টেবিল চামচ
লবণপরিমাণ মত
পানিপরিমাণ মত
সরিষার তেল২ টেবিল চামচ

প্রথম ধাপ

প্রথমত আমি ইলিশ মাছটিকে কেটে ভালোভাবে ধুয়ে নিলাম। এটিকে ছোট ছোট টুকরো করে নিলাম।

IMG_20220812_221328.jpg

দ্বিতীয় ধাপ

এরপরে আমি একটি কড়াই চুলায় বসিয়ে দিলাম। এরমধ্যে ২টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম।

IMG_20220805_122916.jpg

তৃতীয় ধাপ

তেল গরম হয়ে এলে এরমধ্যে আমি পেয়াজ কুচি দিয়ে ভাজতে থাকলাম। কিছুক্ষণ ভাজার পর এরমধ্যে রসুনবাটা দিয়ে দিলাম। আবারও ভাজতে থাকলাম কিছুক্ষণ।

IMG_20220805_123024.jpgIMG_20220805_123323.jpg

চতুর্থ ধাপ

হালকা বাদামী করে ভেজে নেয়ার পর এরমধ্যে সরিষাবাটা দিয়ে দিলাম। সবকিছুকে ভালো ভাবে নেড়ে ভাজতে থাকলাম যাতে পুড়ে না যায়।

IMG_20220805_123614.jpgIMG_20220812_221044.jpg

পঞ্চম ধাপ

এখন এরমধ্যে আমি পরিমাণ মত হলুদ গুড়ো, মরিচ গুড়ো এবং লবণ দিয়ে দিলাম। সাথে ফালি করা কাচামরিচও দিয়ে দিলাম।

IMG_20220805_123844.jpg

ষষ্ঠ ধাপ

এগুলোকে নাড়তে নাড়তে সবকিছু মিশিয়ে নিলাম এবং সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম যাতে মসলাগুলো কড়াইতে না লাগে।

IMG_20220812_221025.jpg

সপ্তম ধাপ

এখন এরমধ্যে আমি ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে দিলাম। এভাবে রান্না করতে থাকলাম। আর কিছুক্ষণ পর আমি মাছগুলোকে উলটে দিলাম।

IMG_20220812_220930.jpgIMG_20220812_221144.jpg

অষ্টম ধাপ

কিছুক্ষন এভাবে রান্না করার পর আমি পরিমাণ মত পানি দিয়ে ১৫মিনিটের মত মিডিয়াম আঁচে রান্না করতে থাকলাম।

IMG_20220812_221127.jpgIMG_20220812_221201.jpg

এভাবে রান্না করার পর চুলা থেকে নামিয়ে নিলাম।পরিবেশন করার জন্য একটি বাটিতে নিয়ে নিলাম।

IMG_20220812_235808.jpg

IMG_20220812_235850.jpg

IMG_20220812_235832.jpg

IMG_20220812_235924.jpg

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

images (4).png

20211121_200134.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ইলিশ আমাদের জাতীয় মাছ । ইলিশের যদিও একটু কাঁটা বেশি তারপরও খেতে খারাপ লাগে না । আমি কাটাওয়ালা মাছ খেতে খুব বেশি একটা পছন্দ না করলেও ইলিশ আমার কাছে বেশ ভালো লাগে । আমি একবার বাসায় সরশে বাটা দিয়ে ইলিশ রান্না করেছিলাম। আজকে আপনার সরষে ইলিশ রেসিপি দেখে সে পুরনো কথা মনে পড়ে গেল ।
ধন্যবাদ আপু আপনাকে।

যেমন কাটা তেমন মজা ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য

সরষে ইলিশ শুনলেই মুখে পানি চলে আসে, খুব চমৎকারভাবে সরষে ইলিশের রেসিপি আমাদের সাথে তুলে ধরেছেন সেই জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

আশা করি খেতেও ভালো লেগেছে ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য

জি অবশ্যই খেতে খুব সুস্বাদু হয়েছে ধন্যবাদ আপনাকে ফিডব্যাক দেওয়ার জন্য

যাক আপনার কাছে সুস্বাদু মনে হয়েছে এটাই অনেক বড় সার্থকতা ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন

আপনিও ভালো থাকবেন এবং ভালো ভালো আরো খাবার বানিয়ে খাওয়াবেন সে কামনা করি ধন্যবাদ

মজাদার সরষে ইলিশ রেসিপি। দেখে তো জিভে জল চলে এলো। অসাধারণ হয়েছে দেখে মনে হচ্ছে যেনো কতটা টেস্টি হয়েছে লোভনীয় খাবার আমার ভীষণ ভালো লাগে। ইলিশ মাছ আমার খুবই পছন্দ একটা মাছ আপনার রেসিপিটি দেখতে চমৎকার হয়েছে আমার কাছে খুবই ভালো লেগেছে। প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে সাজিয়ে উপস্থাপনা করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনার জন্য শুভকামনা রইলো।

  ·  3 years ago (edited)

অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর মন্তব্যের মতামত প্রধানের জন্য ভালো থাকুন ফ্যামিলি সবাইকে নিয়ে

ইলিশ মাছ দেখলে তো জিহ্বা দিয়ে পানি চলে আসে। খুবই প্রিয় একটি খাবার।সরষে ইলিশ রেসিপি তো কথাই নেই অসাধারণ মজা লাগে আমার কাছে। আপনার পরিবেশনা টা অনেক সুন্দর ছিল। প্রথম থেকে শেষ পর্যন্ত খুবই সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু আপনাকে সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য। দোয়া রইলো আপনার জন্য।

আমার ও অনেক প্রিয় ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে উৎসাহ প্রদানের জন্য ভালো থাকবেন

ইলিশ মাছের খুবই লোভনীয় এবং মজাদার রেসিপি প্রস্তুত করেছেন দেখেই লোভ হচ্ছে সকাল সকাল দিলেন তো ক্ষুধার তীব্রতা বাড়িয়ে।। সুন্দর উপস্থাপনা করেছেন রেসিপি শুভেচ্ছা রইল আপনার জন্য

তাই নাকি ভাইয়া তাহলে এখান থেকে নিয়ে খেয়ে ফেলুন ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

সরষে ইলিশ অনেক খেয়েছি কিন্তু আপনার সরষে ইলিশের কালার দেখে মুখে পানি চলে আসলো। একেবারে দোকানের সরষে ইলিশের মত কালার হয়েছে। খেতে নিশ্চয়ই অনেক সুস্বাদু হয়েছিল।

তাই নাকি আপু অনেক ধন্যবাদ এত সুন্দর ভাবে প্রশংসা করার জন্য ভালো থাকবেন

সর্ষে ইলিশ এই রেসিপিটা সর্বজন পরিচিত হলেও কেন জানি আমি এটা কখনো খেয়েছি কিনা মনে করতে পারছি না । আজকে আপনার রেসিপিটা দেখে খাওয়ার প্রতি বিশেষ আগ্রহ বোধ করছি । রান্নাটা যেমন সুচারু ভাবে করেছেন । পরিবেশনটা ও ছিল চমৎকার । ধন্যবাদ আপু শেয়ার করার জন্য ।

তাহলে একদিন রান্না করে খেয়ে ফেলুন ধন্যবাদ আপনাকে ভালো থাকুন,🌱

ইলিশ কার না পছন্দ। তার উপর যদি হয় সড়ষে ইলিশ তাহলেত কথাই নেই। আপনার সড়ষে ইলিশ রান্নার রেসিপিটি চমৎকার হয়েছে। রান্নার প্রতিটি ধাপ খুব সহজভাবে দেখিয়েছেন। পেয়াজ আর মরিচের ডেকোরেশন টা ভাল লেগেছে। এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

ঠিক বলেছেন ইলিশ মাছ সবারই পছন্দ এবং সবাই খুব ভালোবাসে ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য

অনেক সুন্দর ভাবে লোভনীয় একটি রেসিপি, সরিষা বাটা দিয়ে ইলিশ মাছের রেসিপি, আমাদের মাঝে শেয়ার করেছেন। এটি দেখতে অত্যন্ত আকর্ষণীয় হয়েছে এবং এই রেসিপিটির কালার অনেক সুন্দর হয়েছে। এই রেসিপির প্রতিটি কাজ আপনি ধাপে ধাপে দেখিয়েছেন তাই রেসিপিটির প্রস্তুত প্রণালী সহজেই বুঝতে পেরেছি। ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন এবং আপনার সুস্বাস্থ্য কামনা করি

মজাদার একটি সরষে ইলিশ রান্নার রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন এ ধরনের ইলিশ রান্নার রেসিপি দেখলে নিজেকে কন্ট্রোল করা দুষ্কর। ধন্যবাদ আপনাকে এত মজাদার একটি সরষে ইলিশ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর ভাবে উৎসাহের মাধ্যমে মন্তব্য করার জন্য ভালো থাকবেন

মজাদার সরষে ইলিশ রেসিপি দেখে খেতে ইচ্ছা করছে। সত্যিই আপনি খুবই সুস্বাদু রেসিপি তৈরি করলেন। আপনার রেসিপি পরিবেশন আমার অনেক ভালো লেগেছে, শুভকামনা রইল।

সত্যি খেতে অনেক সুস্বাদু হয়েছিল ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন

বরাবরই ইলিশ অত্যন্ত সুস্বাদু একটি মাছ। ইলিশ মাছ খেতে আমরা সবাই খুব ভালোবাসি। আবার যদি সরিষা বাটা দিয়ে ইলিশ মাছ করা যায় তাহলে এর স্বাদের মাত্রা অনেক গুনে বেড়ে যায়। আপনি অত্যন্ত চমৎকার করে সরিষা দিয়ে ইলিশ মাছের রেসিপি শেয়ার করেছেন। সরষে ইলিশ রেসিপিটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

ধন্যবাদ ভাইয়া সবসময় সাপোর্ট করে জানার জন্য আপনার সুস্বাস্থ্য কামনা করি

আপু কী বলবো আপনি আজকের সেরা রেসেপি শেয়ার করেছেন ৷আমি প্রায় অনেক দিন আগে সরষে ইলিশ দিয়ে খেয়েছিলাম ৷সত্যি কি যে সুস্বাদু ছিল ৷আজ আপনার রেসিপি টা দেখে মনে পড়লো ৷ধাপগুলো বেশ চমৎকার করে উপস্থাপন করেছেন ৷দেখে অনেক ভালো লাগলো ধন্যবাদ আপু এতো সুন্দর করে উপস্থাপন করেছেন

আসলে সরষে ইলিশ অনেকেরই পছন্দ ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন

ইলিশের সব ধরনের রেসিপি চেয়ে সরষে ইলিশ আমার সব থেকে বেশি ভালো লাগে। কিন্তু অনেকদিন হয়েছে এভাবে সরষে ইলিশ রান্না করে খাওয়া হয় না। ধন্যবাদ আপনাকে আপু এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

  ·  3 years ago (edited)

তাহলে খুব শীঘ্রই বানিয়ে খেয়ে ফেলুন ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন

সরষে ইলিশ রেসিপি খেতে অনেক সুস্বাদু হয়। আপনি অনেক সুন্দর ভাবে রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে আমার জিভে জল চলে এসেছে। রেসিপি প্রতিটি ধাপ আপনি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

ধন্যবাদ ভাইয়ার সব সময় সুন্দর মন্তব্য করে সাপোর্ট করে যাওয়ার জন্য ভালো থাকুন

সরষে ইলিশ মাছের রেসিপিটি দেখে জিভে জল চলে আসলো। মনে হচ্ছে খেতে অনেক মজা হয়েছে আপনার আজকে সরষে ইলিশ মাছের রেসিপি। অনেক অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

অনেক অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের পাশাপাশি সাপোর্ট করে যাওয়ার জন্য ভালো থাকবেন⚡

রেসিপি দেখে তো জিভে জল চলে এসেছে আপু। ইলিশ মাছ আমার খুবই পছন্দ। আর ইলিশ মাছ দিয়ে যেকোনো রেসিপি তৈরি করলে অনেক বেশি সুস্বাদু লাগে আমার কাছে। আর সরষে ইলিশ হলে তো কথাই নেই। খুবই লোভনীয় লাগছে আপনার রেসিপিটি। আপনার পরিবেশনা খুব সুন্দর হয়েছে। সুস্বাদু এবং লোভনীয় রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করার জন্য ভালো থাকবেন🌱

অনেকদিন পরে সরষে ইলিশ রেসিপি দেখতে পেলাম আপু । আপনি খুব সুন্দর করে রেসিপিটি দেখিয়েছেন । যেভাবে রান্না করেছেন দেখেই তো লোভ লেগে গেল । ধন্যবাদ আপনাকে ❤️

বাসায় আসেন একদিন রান্না করে খাওয়াবো ধন্যবাদ আপনাকে

ওয়াও সরষে ইলিশ নাম শুনেই তো খেতে ইচ্ছে করছে সরষে ইলিশ আমার অনেক পছন্দ। ইলিশ মাছ খুবই সুস্বাদু একটি মাছ সরষে দিয়ে রান্না করলি তো খেতে ভীষণ ভালো লাগে খুবই সুস্বাদু।

ঠিক বলেছেন আপু আসলে আমার অনেক প্রিয় ধন্যবাদ আপনাকে

সরষে ইলিশ আমার খুবই পছন্দের একটি রেসিপি। ইলিশ মাছ সর্ষে দিয়ে এভাবে রান্না করলে খেতে সবথেকে বেশি সুস্বাদু হয়। আপনি খুবই সুস্বাদু করে রেসিপিটি তৈরি করেছেন, রেসিপির কালার টা দেখেই বোঝা যাচ্ছে সরষে ইলিশ খেতে খুবই সুস্বাদু হয়েছে। ধন্যবাদ আপনাকে রেসিপিটি শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

আমার অনেক পছন্দের ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন ভাইয়া

আপনি খুব সুন্দর করে মজাদার সরষে ইলিশ রেসিপি বানিয়েছেন। আপনার রেসিপি দেখে আমার জিভে জল এসে গেলো খাবার জন্য।সরষে ইলিশ গরম ভাত দিয়ে খেতে আমার খুব ভালো লাগে। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

তাহলে একদিন বাসায় রান্না করে খেয়ে ফেলুন ধন্যবাদ আপনাকে