নিজ হাতে সিম্পল মেহেদী ডিজাইন।

in hive-129948 •  3 months ago 

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।

20241114_120104.jpg

আজ চলে এলাম ভিন্নরকম একটা পোস্ট নিয়ে। আপনাদের মাঝে অল্প কিছুদিন আগেই একটা পোস্ট শেয়ার করেছিলাম হাতে মেহেদী ডিজাইন দিয়ে।আসলে তার পরদিন আরও একটা ডিজাইন এঁকেছিলাম হাতে।গত কয়েকদিনে এটা আর চোখে পড়েনি। আজ হঠাৎ কি পোস্ট করব ভাবতে ভাবতে এটা চোখে পড়ল। ভাবলাম এটাই করে ফেলি।

20241114_120101.jpg

হয়তোবা খুব বেশি ভালো হয়নি এই ডিজাইন কারণ নিভৃত এসে অনেকবার ডিস্টার্ব করছিল, তাছাড়া আমি নিজেও বেশ অনেকটা সময় পরে হাতে মেহেদী পরেছি। আগে যেমন খুব ভালো মেহেদী দিতে পারতাম এখন তেমন পারিনা।মূলত সুযোগ হয়না এজন্যই। আগে তো নিজের হাতে লাগাতাম আবার অন্যদের হাতেও লাগিয়ে দিতাম। এখন নিজেই সুযোগ করতে পারি না।তা যাইহোক আজকের এই মেহেদী ডিজাইন আপনাদের কেমন লেগেছে তা জানাবেন আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমে।

উপকরণসমূহ

  • মেহেদী

প্রথম ধাপ

প্রথমে বাম হাতের নিচের কোণায় গোল করে পেচিয়ে বৃত্ত এঁকে নিলাম।তারপর চারপাশে ছোট করে ডিজাইন করলাম।

20241114_114432.jpg

20241114_114544.jpg

দ্বিতীয় ধাপ

এই ধাপে নিচের দিকে পেচিয়ে আরও কয়েকটা ডিজাইন করলাম।এর উপরে আবার গোল করে এঁকে ভরাট দিলাম।

20241114_114645.jpg

20241114_114802.jpg

তৃতীয় ধাপ

এখন বাম পাশের দিকে একটা ডিজাইন করে নিলাম।সেটাতে আবার অর্ধবৃত্তাকারে ডিজাইন করলাম। কিছু ডট দিয়ে দিলাম।

20241114_114907.jpg

20241114_115032.jpg

চতুর্থ ধাপ

এখন বিপরীত পাশে আড়া আড়ি রেখা এঁকে নিলাম।এরপর কিছু ফুলের ডিজাইন করে নিলাম।

20241114_115203.jpg

20241114_115419.jpg

পঞ্চম ধাপ

মাঝখানের অংশে কিছু পেচানো ডিজাইন এঁকে এটাকে ভরাট করে দিলাম।তারপর ডিজাইনটাকে আঙুলের দিকে নিয়ে গেলাম।

20241114_115556.jpg

20241114_115826.jpg

ষষ্ঠ ধাপ

এখন কিছু আড়া আড়ি রেখা টেনে এবং ফুলের ডিজাইন দিয়ে আঙুলের ডিজাইনের কাজ শেষ করলাম।

20241114_120041.jpg

20241114_120045.jpg

ফাইনাল আউটলুক

20241114_120051.jpg

20241114_120057.jpg

20241114_120101.jpg

20241114_120104.jpg

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

images (4).png

20221126_200743.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

সিম্পলের মধ্যে ডিজাইনটি বেশ সুন্দর হয়েছে। আসলে চর্চা না থাকলে জানা কাজও সুন্দর হয় না। অনেকদিন পর মেহেদি দিলেও ডিজাইনটি বেশ ভালই এঁকেছেন।

একদম ঠিক বলেছেন আপু চর্চা না থাকার কারণে খুব ভালোভাবে করতে পারিনি।

অনেকদিন হলো আমিও হাতে মেহেদি লাগাইনি প্রায় পাঁচ বছরেরও বেশি হবে। তবে ভাবতেছি মেহেদী হাতে দিব এবার। তবে আপনার এই মেহেদি ডিজাইন টি আর্ট করার চেষ্টা করব নিজের হাতে। কেননা আপনার করা মেহেদি ডিজাইনটি আমার ভীষণ পছন্দ হয়েছে। অত্যন্ত চমৎকারভাবে ডিজাইনটি করেছেন। অবশ্যই চেষ্টা করব আপনার মেহেদি ডিজাইনটি তৈরি করার প্রসেস গুলি অনুসরণ করে নিজের হাতে ডিজাইন দেওয়ার। ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

খুব ভালো লাগলো আপনার মন্তব্যটা পড়ে। আপনি চেষ্টা করবেন জেনেও বেশ ভালো লাগলো ভাইয়া।

নিজ হাতের ওপরে চমৎকার মেহেদি ডিজাইন অংকন করে আমাদের মাঝে তুলে ধরেছেন দেখতে খুবই সুন্দর লাগছে আপু। বিশেষ করে ফুলের ডিজাইনটা সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছে।

মাঝে মাঝে এভাবে মেহেদি দেওয়ার চেষ্টা করব।আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব ভাইয়া।

অনেক সুন্দর মেহেদি ডিজাইন তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার অংকন করা এই মেহেদির ডিজাইন আমার কাছে খুবই ভালো লেগেছে। এই ধরনের ডিজাইন হাতে দিলে দেখতে অনেক বেশি সুন্দর হয়ে যায়।

আমার আঁকা ডিজাইনটা আপনার কাছে ভালো লেগেছে শুনে আমার ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

এইরকম সুন্দর সুন্দর মেহেদী ডিজাইন গুলো হাতে দিলে হাতের সৌন্দর্য বৃদ্ধি পায়।আপনার মেহেদী ডিজাইন টি আমার কাছে ভীষণ ভালো লেগেছে আপু। আপনি দারুণ ভাবে ধাপে ধাপে পোস্ট টি শেয়ার করছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

আমার কাজগুলো আপনাদের ভাল লাগলে সেটাই আমি সার্থকতা আপু।

অনেকদিন পরে নিজের হাতে মেহেদী আর্ট করে সেটা আমাদের সাথে শেয়ার করেছেন দেখে অনেক ভালো লাগলো আপু। আসলে সময়ের সাথে সাথে ব্যস্ততাও বাড়তে থাকে তাই এসব হয়ে ওঠে না। সিম্পল মেহেদী আর্ট গুলো দেখতে আমার কাছেও ভালো লাগে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ব্যস্ততার কারণে অনেকগুলো কাজ করা হয়ে ওঠেনা।

মেহেদির ডিজাইনটি খুবই সুন্দর হয়েছে আপু। আর দেখতে অনেক সুন্দর লাগছে। আসলে একটা সময় হাতে অনেক মেহেদি পরা হতো। এখন আর তেমন পড়াই হয় না।

ঠিক বলেছেন আপু এখন আর আগের মত সময় হয় না।

আপনি খুব সুন্দর একটা মেহেদী ডিজাইন শেয়ার করেছেন আপু। হাতের তালুতে সিম্পল মেহেদি ডিজাইনগুলো বেশ ভালো লাগে। আপনি খুব সুন্দর ভাবে মেহেদী ডিজাইন আর্ট করেছেন। ভালো লাগলো আপনার আজকের এই ডিজাইনটা। ধন্যবাদ আপনাকে এত সুন্দর মেহেদী ডিজাইন শেয়ার করার জন্য।

আপনাকেও অনেক ধন্যবাদ আপু এত সুন্দর মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।

আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে নিজের হাতের মধ্যে একটি অসাধারণ মেহেদী ডিজাইন অ্যাপলাই করেছেন। আপনার হাতের মেহেদী ডিজাইন টি অসাধারণ হয়েছে। মেহেদী ডিজাইন টি সিম্পল হলেও অনেক বেশি সুন্দর লাগছে।সব মিলিয়ে বেশ দারুন হয়েছে মেহেদী ডিজাইন টি।

অনেক ধন্যবাদ ভাইয়া। অনেকদিন পর এই ডিজাইনটা হাতে লাগাতে পেরে বেশ ভালো লেগেছিল।

20241126_220216.jpg

আপনি হাতে অসাধারণ একটি মেহেদী ডিজাইন দেখেছেন। ডিজাইনটি একেবারে নিখুঁত এবং যথোপযুক্ত হয়েছে। এত সুন্দর একটি আর্ট আমাদের সঙ্গে শেয়ার করলেন বলে অনেক কিছু জানতে পারলাম। সম্পূর্ণ প্রক্রিয়াটি ধাপে ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করলেন।

আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে নেয়ার জন্য।

নিজ হাতে মেহেদী ডিজাইন খুবই খুবই সুন্দর হয়েছে। দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। এত সুন্দর ভাবে আপনি শেয়ার করলেন দেখে শিখে নিলাম।

মন্তব্য দেখে খুব ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।

হাতে মেহেদি দিলে মেয়েদের হাতের সৌন্দর্য অনেক বৃদ্ধি পেয়ে যায়।আজকে আপনি অনেক সুন্দর একটি মেহেদী ডিজাইন করেছেন। নিজের হাতে নিজেই এরকম মেহেদি দেওয়া দক্ষতার পরিচয়।দক্ষ লোক ছাড়া কেউ নিজের হাতে নিজে এত সুন্দর করে মেহেদি দিতে পারেনা।আপনার মেহেদি ডিজাইনটা আমার অনেক ভালো লেগেছে।

মেহেদী দিতে ভালো লাগে কিন্তু সময় পাইনা ভাইয়া। যাইহোক অসংখ্য ধন্যবাদ আপনাকে।

আপু ছোট বড় সবাই মেহেদী দিতে খুব পছন্দ করে। আজকে আপনি খুব সুন্দর করে সিম্পল মেহেদী ডিজাইন করেছেন। তবে মেহেদী দিতে আমি নিজেও খুব পছন্দ করি। আপনার মেহেদী ডিজাইনের নকশা গুলো ছোটোর কারণে দেখতে বেশ ভালো লাগতেছে। ধন্যবাদ এত সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত মেহেদী ডিজাইন আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ছোট বড় সকলে মেহেদীতে পছন্দ করি কিন্তু এখন সময় হয়না বিধায় দেয়া হয় না আপু। ধন্যবাদ আপনাকে।

নিজ হাতে সিম্পল মেহেদী ডিজাইন করেছেন। দারুণ হয়েছে আপনার মেহেদী ডিজাইন টি।মেহেদী ডিজাইন করতে অনেক সময় লাগে।সময় নিয়ে মেহেদী ডিজাইন করলে তা খুব সুন্দর হয়।ধাপে ধাপে মেহেদীর ডিজাইন পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর মেহেদী ডিজাইন টি।

আপনাকেও অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য ।

সিম্পল এর মধ্যে অনেক দারুন একটি মেহেদী আর্ট করে শেয়ার করেছেন আপু। মেহেদি হাতে পড়তে আমিও অনেক পছন্দ করি। যখনই সময় সুযোগ পায় তখনি হাতে মেহেদী পড়ি আমি। তবে আপনি কিন্তু চমৎকার আর্ট করেছেন। আমার কাছে অনেক ভালো লেগেছে আর্টটি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।