♥️আসসালামুআলাইকুম♥️
আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।আজকে আমি আপনাদের সাথে একটি কবিতা শেয়ার করার জন্য এলাম।
কবিতা মানে মনের অনুভূতির প্রকাশ। আর কবিতার মাধ্যমে অনেক কিছু প্রকাশ করা যায়। যেগুলো মনের মাঝে গাঁথা হয়ে থাকে। আজকে কল্পিত কল্পনার কিছু কল্পকথা শেয়ার করব। আসলে কম বেশি অনেকেই কাউকে না কাউকে ভালোবাসি। আর সবার ভালোবাসা যে পূর্ণতা পায় এমনটাও নয়। অনেকের ভালোবাসা পূর্ণতা পায় না আর এজন্যই মূলত অনেক কষ্টে দিন যাপন করে। যেখানে ভালোবাসা পূর্ণতা পায় না সেখানে অনেক রকম যন্ত্রনা থাকে যেটা ভাষায় প্রকাশ করা যায় না।
আজকে আবারো আপনাদের মাঝে একটা কবিতা শেয়ার করার জন্য চলে এলাম।কবিতাটা লিখছি আজকে সকালে।আসলে কাল রাতে কিছুটা লিখেছিলাম।পুরোপুরি শেষ করতে পারিনি। তাই আজ সকালেই শেষ করলাম।আর ভাবলাম আজকেই কবিতাটা আপনাদের মাঝে শেয়ার করে ফেলি৷
♥️নিরব যাতনা♥️
অনুভূতির ছোঁয়ায় বিষন্ন মনে আজ,
নিরবতারা নির্বাক হয়ে বসে আছে,
হৃদয়ের গভীরে ক্ষতরা নিশ্চিন্তে ঘুমাচ্ছে,
কষ্টগুলো মুছার সম্ভাবনা হারিয়ে গেছে।
নিরব যতনে কাঁদে মন তোমার অপেক্ষাতে,
তুমি নেই এ জীবনে হারিয়েছো অজানাতে,
নিরবতা আজ সঙ্গী হলো নিসঙ্গতার মত,
সুখেরা গিয়ে দিয়ে গেল শত যাতনার ক্ষত।
বেদনার হাসি হেসেছি আমি বহুবার,
দাওনি তুমি সুখের কোনো অঙ্গীকার,
দিয়েছো শুধু মনের যত তিরস্কার,
হারিয়ে গিয়েছি আমি নিসঙ্গতায় হাজারবার।
তোমাতে বিলীন করে নিজেকে হারিয়েছি,
নিজেতেই নিজে অপরাধী মেনেছি,
জীবন আমার ঠুনকো হলো তোমায় ভালোবেসে,
অপেক্ষায় রেখে হারিয়ে গেলে আবেশে।
মন মানেনা এই যাতনা ফেলে গেলে একা,
নিরবতাই সঙ্গী হলো তোমার নেই দেখা,
জীবনের যত রঙ ছিল সব ধুয়ে মুছে গেল,
আমার রঙিন জীবনের সবই হারালো।
আমার অনুভূতি |
---|
ভালোবাসার মানুষ যদি জীবন থেকে হারিয়ে যায় তখন জীবনটা যেন রঙহীন হয়ে যায়। অনুভূতিগুলো কষ্ট ছাড়া আর কিছুই প্রকাশ করতে পারেনা।ভালোবাসা পূর্ণতা না ফেলে জীবনে শুধু কষ্টগুলো বাড়তে থাকে।যাকে পাওয়া হয়নি,যে অভিনয় করে সরে গিয়েছে তার জন্য জীবনটা নষ্ট হয়ে গিয়েছে।ভালোবাসার মানুষ পাশে না থেকে যদি চলে যায় তখন কষ্টগুলো মনের মাঝে স্থায়ী হয়ে যায়।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
---|
♥️আল্লাহ হাফেজ♥️ |
---|
মোবাইল ও পোস্টের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | কবিতা |
ক্যামেরা.মডেল | জে৫ প্রাইম |
ফটোগ্রাফার | @bristy1 |
লোকেশন | ফেনী |
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://x.com/bristy110/status/1895713436962865192
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চমৎকার কবিতা লিখেছেন আপু লাইনগুলো একদম পারফেক্ট ভাবে তুলে ধরেছেন। কবিতার ভাষায় যেমন আবেগ মনের কষ্ট উভয় তুলে ধরতে পারলে সেটা সার্থকতা পায় ঠিক আপনার কবিতার লাইনগুলো সেই আঙ্গিকেই শেয়ার করেছেন। যাইহোক আপনার কবিতা লেখার দক্ষতা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চেষ্টা করেছি আপনাদের সাথে সুন্দর করে কবিতাটা লিখে শেয়ার করার জন্য। ভালো লাগলো এত সুন্দর মন্তব্য দেখে ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
না পাওয়ার ক্ষত যে কতটা তাই যে না পেয়েছে সে জানে। আপনার এই কবিতাটির মাধ্যমে সেই বিশেষ অনুভূতির কথাই সুন্দরভাবে ফুটে উঠলো। কবিতাটি আমার সার্বিকভাবে ভালো লাগলো। বিভিন্ন চরণে আপনি সেই না পাওয়ার বেদনা গুলোকেই স্পষ্ট হবে ফুটিয়ে তুলেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার এত সুন্দর একটা মন্তব্য দেখে মন ভরে গেল ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নীরব।
সুখের অঙ্গীকার কে আর দেবে আপু নিজের সুখ নিজেকেই খুঁজে নিতে হবে মানুষ তো কোমর বেঁধে রেডি হয়ে থাকে কিভাবে কষ্ট বেদনা এগুলো দেওয়া যায়। আর যারা পায় তারা মুখ বুজে হজম করেই যায় দিনের পর দিন।
বাস্তবিক অনুভূতি নিয়ে আপনি চমৎকার কবিতা লিখেছেন। খুবই ভালো লাগলো আপনার কবিতাটি পড়ে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদম ঠিক বলেছেন আপনি নিজের সুখ নিজেকেই খুঁজে নিতে হয়। ধন্যবাদ সুন্দর মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রত্যেকটা লাইন খুব সহজ এবং সুন্দর ভাষায় লিখেছেন। যার কারণে কবিতার মূলভাবটা বুঝতেও সহজ হয়েছে। এই ধরনের অনুভূতি গুলো আসলে বলে বোঝানো যায় না। খুব সুন্দরভাবে প্রত্যেকটা লাইন সাজিয়ে গুছিয়ে লিখেছেন আপু। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা কবিতা লিখে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুবই সুন্দর একটা টপিক তুলে ধরে আপনি আজকের কবিতাটা লিখেছেন। বিভিন্ন টপিক নিয়ে এরকম কবিতা গুলো লেখা হলে পড়তে খুব ভালো লাগে। আপনার লেখা এই কবিতার সবগুলো লাইন ছিল অনেক বেশি সুন্দর। কবিতার মাধ্যমে বিভিন্ন রকম অনুভূতি প্রকাশ করলে ভালোই লাগে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার নিরব যাতনা কবিতা টি পড়ে খুব ভালো লাগলো। কবিতার ছন্দে হৃদয়ের যন্ত্রণার অনুভূতি গুলো প্রকাশ করেছেন। আসলে প্রিয়জন যদি কাছে না থাকে এবং যন্ত্রণা দিয়ে বহুদূর চলে যায় তাহলে কোন কিছুতে ভালো লাগে না। সব সময় হৃদয়ের মাঝে কষ্টর অনুভূতি সৃষ্টি হয়। ধন্যবাদ আপনাকে আপু এতো সুন্দর কবিতা শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit