♥️আসসালামুআলাইকুম♥️
আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।আজকে আমি আপনাদের সাথে একটি কবিতা শেয়ার করার জন্য এলাম।
অলসতা মানুষকে পিছিয়ে নেয় আর কর্ম ক্ষমতা মানুষকে এগিয়ে নিতে সাহায্য করে। আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরব খুব সুন্দর একটি টপিক যেটা আমি নিজে সচরাচর দেখে থাকি এবং অনুভব করি। বাঙালি জাতি হিসেবে আমরা আলস্য প্রিয়। যে কোন কাজ করতে গেলে অলসতা যেন আমাদের ঘিরে ফেলে। তবে এই অলসতাকে দূরে ঠেলে যখন কোন কাজ মনোবল নিয়ে করা যায় তখন প্রত্যেকটা কাজে সফলতা পাওয়া যায়। কথায় আছে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। যে ব্যক্তি বসে বসে অলসভাবে সময় কাটায় তার মাঝে সব সময় শয়তানি বুদ্ধি কাজ করে।
স্বাভাবিকভাবে ব্যক্তি জীবনে যে ব্যক্তি অলসতা নিয়ে নিজের সময় পার করতে ব্যস্ত থাকে সেই ব্যক্তি কখনোই জীবনে উন্নতি করতে পারে না। সব সময় সে পিছিয়েই থাকে।মনে করুন, আজকে আপনার একটা কাজ আছে যেটা আপনাকে আজকেই শেষ করতে হবে। আপনি যদি এই কাজটা অলসতা নিয়ে শেষ না করেন কালকের জন্য রেখে দেন তাহলে আগামীকালকের কাজের সাথে এই কাজটা যোগ হবে। আপনার কাজটা আরো বেড়ে যাবে। আমি যদি অবসর থেকেও সেই কাজটা যথা সময় সম্পূর্ণ না করি তাহলে আমার এই কাজটা জমার খাতায় এন্ট্রি হয়ে যাবে। এক এক করে এভাবে প্রতিনিয়তই প্রত্যেকটা কাজ জমা হয়ে যাবে।
পরবর্তীতে যখন সবগুলো কাজ জমা হয়ে যায় তখন একসাথে করা হয়ে ওঠে না আর। তবে এভাবেই জমে যায় অনেকগুলো কাজ। অলসতা আমাদের এমনভাবে ঘিরে ফেলে যে আমরা সব সময় শুয়ে বসে কাটাতে পছন্দ করি। কিন্তু এই শুয়ে বসে কাটানো সময়টা একসময় নিজের শরীরে রোগের বাসা বাঁধে। কর্মঠ মানুষ সব সময় সুস্থ থাকে।আর অলসতা প্রিয় মানুষ সব সময় অলসভাবে সময় কাটিয়ে নিজের ক্ষতি করে। তাছাড়াও নিজেকে অন্যদের থেকে আলাদাভাবে গুটিয়ে নিতে পছন্দ করে যেটা স্বাভাবিকভাবে কখনোই সুনজরে নেয়ার মত নয়।
তাই আমরা যদি আমাদের প্রত্যেক দিনের কাজ সময়মতো শেষ না করি তাহলে সে কাজটা কখনোই শেষ হবে না। ঠিক তেমনি অলসতা গুলো আমাদের শরীরের বাসা বেঁধে যাবে। আর এ অলসতাকে কেন্দ্র করে অনেকে নিজের দায়িত্ব ও কর্তব্য থেকে বিরত থাকে। দায়িত্ব কর্তব্যবোধহীন লোক অলসভাবে সুখী দিন যাপন করতে পছন্দ করে।তারা এটা জানে না এই অলসতা কখনোই ভালো কিছু বয়ে আনে না।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
---|
♥️আল্লাহ হাফেজ♥️ |
---|
মোবাইল ও পোস্টের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | রাইটিং |
ক্যামেরা.মডেল | জে৫ প্রাইম |
ফটোগ্রাফার | @bristy1 |
লোকেশন | ফেনী |
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
আসলে এই ধরনের প্রবাদ বাক্যগুলো আমাদের জীবনের সাথে খুব চমৎকারভাবে মিলে যায়। যেসব মানুষরা আসলে অলস তাদের জীবনে উন্নতি খুবই কম। কোন কাজকেই ফেলে রাখা উচিত নয় ।যতটুকু সম্ভব প্রতিটি কাজ আমরা সময়মতো করে ফেললে কোন সমস্যা থাকে না ।আর অলস ব্যক্তিরা যেসব কাজ ফেলে রাখে তা একসময় পাহাড় সমান হয়ে যায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসংখ্য ধন্যবাদ সবসময় সাপোর্ট করে যাওয়ার জন্য। ৃ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অলসতা মানুষের শুধু পিছিয়েই দেয় না বরং মানুষকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়। অলসতার মতো খারাপ অভ্যাস যাদের আছে তাদের উচিত এই খারাপ অভ্যাসটি এখনই ত্যাগ করা। একই সাথে আমাদের সকলের উচিত সময়ের কাজ সময় সম্পন্ন করা। দারুন একটি বিষয় নিয়ে অনেক সুন্দর ভাবে লিখেছেন আপনি। অনেক সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসংখ্য ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য ভালো থাকবেন ্।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনার এই কথাটা আমি হারে হারে বিশ্বাস করি একদম। কোন কাজের মধ্যে না থেকে যেদিনই অলস ভাবে বসে থাকি সেদিনই নানান ধরনের আজেবাজে চিন্তা মাথায় ভর করে বসে। আর আমি লক্ষ্য করে দেখেছি এই জিনিসগুলো আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে ভীষণ পরিমাণে বাধা দেয়। লেখাগুলো পড়ে ভীষণ ভালো লাগলো আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক অনেক ধন্যবাদ চমৎকার একটি মন্তব্য করার জন্য।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit