নাটক রিভিউ-: এমন জামাই চাই না।

in hive-129948 •  10 days ago 

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷ সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।

আজ সকাল বেলায় চলে এলাম একটা নাটক রিভিউ শেয়ার করার জন্য।আসলে কিছু কিছু বিষয় আমাদের বাস্তব জীবনে ঘটে যেগুলো নাটকের মাধ্যমে প্রতিফলিত হয়। আর তখন সেই বাস্তববাদী নাটকগুলো দেখলে নিজেদের সেই ফিলিংসগুলো বুঝতে পারি।আজকে এমনই একটি নাটক শেয়ার করব রিভিউয়ের মাধ্যমে। রিভিউটা পড়ে আশা করি আপনারা উপভোগ করবেন নাটকটা।

এমন জামাই চাই না নাটকের রিভিউ।

maxresdefault.jpg

নাটকের নামএমন জামাই চাই না
পরিচালকহাসিব হোসাইন রাখি
অভিনয়নীলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া হিমি সহ আরো অনেকে
ভাষাবাংলা
মুক্তির তারিখ১১ অক্টোবর ২০২৪

Screenshot_20241102_162933_YouTube.jpg

Screenshot_20241102_162948_YouTube.jpg

Screenshot_20241102_163013_YouTube.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

নাটকটির শুরুতেই নায়ককে দেখানো হয়৷ সে অনেক কৃপণ ছিল৷ সে সবসময় এমন কিছু কাজ করতো যে কোন ধরনের টাকা ব্যয় করতে না হয়। সব সময় সে টাকাগুলো নিজের কাছে রেখে দিত৷ সব সময় সে টাকা এমন ভাবে তার নিজের কাছে রাখে যে কোন কিছু প্রয়োজন হবে অথবা তার যদি কোন কিছুরও দরকার হতো বাজার থেকে কিনে আনার জন্য তখন সে কৃপণতার পরিচয় দিত৷ সে সবক্ষেত্রে এরকম কৃপণতা করে থাকে। সে কোনোভাবেই কোন ধরনের কাজ এর ক্ষেত্রে টাকা ব্যয় করতো না৷

তার যে লুঙ্গি ছিল সেটার ক্ষেত্রেও সে পুরো লুঙ্গি কেটে ফেলে৷ সেটাকে অর্ধেক করে ফেলে৷ সে বলে যে এটি অর্ধেক হওয়ার ফলে সে এটি দুইবার পড়তে পারবে৷ তবে সে কেটে ফেলার পরে দেখে আর কোন অস্তিত্বই নেই৷ সে ভাবে যে এটি তার পড়া যাবে না৷ তখন নায়িকা তাকে অনেক বকাবকি করতে থাকে৷ এর পরবর্তীতে সব সময় সবাই তাকে অনেক বকাবকি করতে থাকে৷ কারণ তার কাছে টাকা থাকার পরেও সে কোন ধরনের টাকা খরচ করার ক্ষেত্রে আগ্রহী ছিল না৷ এর পরবর্তীতে নায়ক সেলুনে যায়৷ সেখানে গিয়েও সে টাকা দেয় না এবং সেখানেও সে বিভিন্ন ধরনের ঝামেলা করতে থাকে৷ এর পরবর্তীতে সে বিভিন্ন জায়গায় চা খাওয়ার জন্য গেলেও সেখানে সে কৃপণতার পরিচয় দেয়৷

Screenshot_20241102_163032_YouTube.jpg

Screenshot_20241102_163047_YouTube.jpg

Screenshot_20241102_163101_YouTube.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

এর পরবর্তীতে নায়িকা একটি বাসায় যায় এবং সেখানে গিয়ে সে যখন কথাবার্তা বলে তখন সেখানে সেই মহিলাটি নায়িকাকে অনেক ধরনের কথা বলে। সে বলে যে তার স্বামী টাকাগুলো বাচিয়ে রেখেছে অন্য কোন মেয়েকে বিয়ে করার জন্য এবং অন্য কোন কিছু করার জন্য৷ এরকম অনেক ধরনের কথাই তিনি নায়িকাকে বলছিলেন৷ নায়িকাকে যখন তিনি কোন ধরনের নাস্তা দিলেন সেগুলো নায়িকা নিয়ে চলে আসে৷ পরবর্তীতে যখন নায়ক শুনতে পায় যে নায়িকার কানের মধ্যে এই মহিলা বিষ ঢুকিয়ে দিয়েছে৷

এরপর নায়ক সে মহিলার বাড়িতে যায়৷ ওই মহিলাকে অনেক ধরনের কথা বলে এবং সে বলে যে নায়িকাকে এত খারাপ কথা বলে তার মাথা নষ্ট করে দিয়েছে কেন৷ এরকম অনেক ধরনের কথা সে বলতে থাকেন৷ এর পরবর্তীতে নায়কের শ্বশুর আসে তাদের বাড়িতে বেড়ানোর জন্য৷ যখন সে শুনে যে তার বাসায় বেড়াতে আসবে তখন সে আরো অনেকটাই কৃপণ হয়ে যায়৷ সে বলে যে তার বাবা যখন এখানে আসবে৷ তাই যেন তিনিই বাজার করে নিয়ে আসে৷ সবকিছু যেন সে নিয়ে আসে৷ যাতে করে তারা শুধু রান্না করে খাবে৷ এরপর নায়িকার বাবা যা কিছু নিয়ে এসেছিল সেগুলো নায়ক বিক্রি করার জন্য রাস্তায় বসে পড়ে ৷ সেগুলো বিক্রি করতে করতে সবকিছুই সে বিক্রি করতে সক্ষম হয়৷

Screenshot_20241102_163113_YouTube.jpg

Screenshot_20241102_163157_YouTube.jpg

Screenshot_20241102_163217_YouTube.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

এরপর নায়ক এভাবেই তার কৃপণতার পরিচয় দিতে থাকে৷ সে সবসময়ই এভাবেই তার টাকাগুলো বাঁচিয়ে রাখত৷ কোনভাবে সে কোন ধরনের টাকা কোথাও দিত না৷ সে সবসময় মানুষের কাছ থেকে টাকা নেওয়ার জন্য চেষ্টা করত৷ সে কোনভাবেই মানুষকে টাকা দিবে অথবা কোন জায়গায় সে টাকা খরচ করবে এরকম কোন মানসিকতা তার মধ্যে ছিল না৷ সে সবসময় তার নিজের টাকাগুলোকে বাঁচিয়ে রাখত৷ সে সবসময় তার নিজের টাকাগুলো কোথাও খরচ করার জন্য আগ্রহী ছিল না৷ সেই সব সময় তার নিজের টাকাগুলোকে নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চেয়েছিল৷ তবে তার এই কৃপণতার কারণে নায়িকা তাকে সহ্য করতে পারত না৷ সে সবসময় নায়ককে বিভিন্ন ধরনের কথা বলত।

তবে একদিন নায়কের শ্বশুর অসুস্থ হয়ে যায়৷ তার শ্বশুর অসুস্থ হওয়ার ফলে তিনি অনেক বেশি কষ্ট পেতে থাকে৷ নায়ক সাথে সাথে তাদের বাসায় চলে যায়৷ সেখানে দেখা যায় তার বাবার অবস্থা বেশি ভালো না৷ তাকে যদি ভালো চিকিৎসা করা না হয় তাহলে তিনি মারা যাবেন৷ তখন নায়িকা নায়ককে বলে যে তার বাবার অবস্থা একেবারে খারাপ হয়ে গিয়েছে এবং তিনি আর বাঁচবে না৷ তখন নায়ক দৌড়ে তার টাকাগুলো নিয়ে চলে আসে এবং সেই টাকা যখন নিয়ে আসে তখন সে তাকে হাসপাতালে ভর্তি করে দেয়৷ সেখানে হাসপাতালে ভর্তি করে দেওয়ার পরে সেখানে সবকিছুই ঠিক হয়ে যায় এবং এই টাকাগুলো থাকার কারণে আজকে নায়িকার বাবা সুস্থ হতে পেরেছেন এবং এভাবে নাটকটি শেষ হয়ে যায়৷

আমার ব্যক্তিগত মতামত।

নামটা হাস্যকর হলেও খুব সুন্দর একটি নাটক এটি৷ এখানে সুন্দর কিছু বিষয়কে শেয়ার করা হয়েছে ৷ এখানে কৃপণ হওয়াটা যেরকম খারাপ ছিল৷ তার থেকেও বেশি ভালো ছিল যে সেই কৃপণতার কারণে যে টাকাগুলো তার নিজের মধ্যে রেখেছিল সেগুলো সে এখানে তার শ্বশুরের চিকিৎসার ক্ষেত্রে ব্যয় করতে পেরেছে৷ তার শ্বশুরের চিকিৎসার ক্ষেত্রে ব্যয় করার কারণে তার শ্বশুর ভালো হয়ে গিয়েছে৷ তার শ্বশুরের এই অসুস্থতার ফলে যদি তিনি মারা যেতেন তাহলে নায়িকা যেরকম নায়ককে কোনদিন ক্ষমা করতে পারতোনা নায়ক তার নিজেকেও কোনদিন ক্ষমা করতে পারত না৷ কারণ তার বাবা একদিন এরকম অসুস্থ হয়ে যাওয়ার ফলে যখন টাকা ছিল না তখন তিনি এভাবে মারা গিয়েছেন৷ তিনি যখন মারা গিয়েছিলেন তখন নায়ক কোন ভাবে কিছু করতে পারেনি ৷ তার বাবাকে চিকিৎসা করাতে পারেনি৷ তাই সেই থেকে সে শিক্ষা নিয়ে এখনো পর্যন্ত কৃপণতার মধ্য দিয়ে তার টাকাগুলো নিজের কাছে জমিয়ে রেখেছে৷ সে টাকাগুলো যখন তার শ্বশুরের চিকিৎসার কাজে লেগে গিয়েছে তখন সে নিজেকে অনেক ধন্য মনে করছে৷ নায়িকাও তার ভুল বোঝাবুঝি উপলব্ধি করতে পারে৷ আসলে আমাদের বাস্তব জীবনে অনেক কিছুই দেখতে পাই৷ অনেক মানুষ থাকে যারা কৃপণ হয়ে থাকে৷ তবে সেই কৃপণতার পিছনে অনেক কারণ থাকে৷ তবে তা আমরা বোঝার চেষ্টা করি না৷ সেগুলো যখন কাজে লাগে তখনই আমরা এর আসল সত্যতা বুঝতে পারি৷

আমার ব্যক্তিগত মতামত অনুসারে নাটকের রেটিংঃ

৯.৮/১০

নাটকটির লিংক এখানে দেয়া আছে।চাইলে দেখে নিতে পারেন।👇

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

images (4).png

20221126_200743.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

ধন্যবাদ।

নাটকটি খুব সুন্দর ফুটিয়ে তুলেছে। আসলে এ ধরনের নাটক দেখতে ভালো লাগে। তবে নাটকটি এর আগে দেখা হয়নি রিভিউ পড়ে বুঝলাম যে নাটকটি খুব চমৎকার। ধন্যবাদ সবার মাঝে শেয়ার করার জন্য।

নাটকটি খুব হাস্যকর এবং শিক্ষনীয় ছিল। সবাইকেই সংযত থাকতে হবে খরচ করার ক্ষেত্রে ধন্যবাদ।

বাংলাদেশের এসব নাটক দেখতে আমার বেশ ভালো লাগে। বাংলাদেশের এই নাটকগুলি অনেক বেশি হাস্যকর হয়ে থাকে। আমাদের এখানে এমন হাস্যকর নাটক তৈরি করে না তাই আমি দেখেছি ভারতবর্ষের অনেক মানুষই বাংলাদেশের এসব নাটক দেখে থাকে। আপনার পোষ্টের মাধ্যমে এই নাটকটি সম্পর্কে জানতে পেরে অনেক ভালো লাগলো।

জি ভাইয়া এই নাটকগুলো ভীষণ সুন্দর হয়ে থাকে।অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা মন্তব্য করার জন্য।

নিলয় এবং হিমি অনেক নাটক করেছে আর এদের নাটক আমার বেশ ভালো লাগে। আর এদের জুটি অনেক সুন্দর। এমন জামাই চাই না নাটকটি দারুন ভাবে রিভিউ করেছেন। আপনার রিভিউ পড়ে বেশ ভালো লাগলো। সময় পেলে অবশ্যই নাটকটি দেখার চেষ্টা করব। ধন্যবাদ আপু।

জি আপু এই জুটির নাটকগুলো খুবই সুন্দর হয়। ধন্যবাদ মন্তব্যের জন্য।

নিলয় এবং হিমির নাটক গুলো আমার কাছে দেখতে খুবই ভালো লাগে। আপনি আজকে অনেক সুন্দর করে তাদের একটা নাটকের রিভিউ শেয়ার করেছেন সবার মাঝে। তারা দুজনেই অনেক সুন্দর অভিনয় করে থাকে তাদের নাটক গুলোতে। এই নাটকের কাহিনী অনেক সুন্দর। তাই জন্য ভাবছি সময় পেলে নাটকটা দেখব।

জি আপু তাদের অভিনয় গুলো খুবই সুন্দর হয়ে থাকে। খুব ভালো লাগলো মন্তব্য দেখে, ধন্যবাদ।

Screenshot_20250312-102607_Chrome.jpg

Screenshot_20250312-102526_Chrome.jpg

এরকম সুন্দর সুন্দর নাটকগুলোর রিভিউ যত পড়ি ততই খুব ভালো লাগে। আপনার শেয়ার করা এই নাটকটির রিভিউ পোস্ট পড়তে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। নাটক রিভিউর মাধ্যমে সহজে নাটকের সম্পূর্ণ কাহিনী জেনে নেওয়া যায়, এই বিষয়টা আমার কাছে বেশি ভালো লাগে। এই কাহিনীটাকে আপনি আজকে এত সুন্দর করে সবার মাঝে উপস্থাপন করেছেন, সবাই রিভিউ পড়লে আর নাটকটা দেখা লাগবেনা।

একদম ঠিক বলেছেন ভাইয়া খুব শর্টভাবে নাটকের পুরো বিষয়টা জানা যায়। ধন্যবাদ আপনাকে।

নিলয় আলমগীরের অভিনয় আমার কাছে ভীষণ ভালো লাগে।তবে তার সাথে যদি জান্নাতুল সুমাইয়া হিমি থাকে তাহলে আরো বেশি ভালো লাগে। যাইহোক আপনি খুব সুন্দর একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করছেন।নাটকটি যদিও দেখি নাই তবে রিভিউ পড়ে অনেক ভালো লাগলো।ধন্যবাদ আপু পোস্টটি শেয়ার করার জন্য।

এ দুজনের নাটক খুবই সুন্দর হয়ে থাকে ভাইয়া। ধন্যবাদ রিভিউ পড়ার জন্য।

নিলয় আলমগীর ও হিমির নাটক দেখতে খুব ভালো লাগে। আপনি আজ খুব সুন্দর একটি নাটক রিভিউ দিয়েছেন। আপনার রিভিউ পড়ে অনেক ভালো লাগলো। তাদের দু'জনের অভিনয় খুব সুন্দর হয়েছে। সময়ের অভাবে অনেক দিন ধরে নাটক দেখা হয় না। তবে আপনাদের রিভিউ পড়লে অনেকটা দেখা হয়ে যায়। আপনি খুব সুন্দর ভাবে সম্পূর্ণ নাটকের রিভিউ তুলে ধরেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর একটি নাটক রিভিউ দেওয়ার জন্য।

জ্বী আপু এদের অভিনয় খুবই সুন্দর হয়। আর এই নাটকটাও ভীষণ সুন্দর ছিল। ধন্যবাদ আপনাকে।

আজকে দেখছি আপনি খুবই সুন্দর একটি নাটক এর রিভিউ শেয়ার করেছেন৷ আজকে আপনার কাছ থেকে এত সুন্দর একটি নাটকের রিভিউ পড়ে খুব ভালো লাগলো৷ যেভাবে আপনি আজকের এই সুন্দর নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করেছেন তা যেরকম সুন্দর হয়েছে এটি পড়ে মনে হচ্ছে যে নাটকটি দেখে নিলাম৷ তবে অবশ্যই আমি সময় করে নাটকটি দেখে নেওয়ার চেষ্টা করব৷

নাটকটি খুবই সুন্দর ছিল। সময় থাকলে দেখতে পারো ধন্যবাদ।

দারুন হাঁসির নাটক তো। শ্বশুর কিছু জিনিস পত্র নিয়ে মেয়ের জামাইয়ের বাড়িতে বেড়াতে এসেছে, সেই বাজার সদাই সে বিক্রি করে দেয় হা হা হা। নাটকটি দেখতে হবে। ধন্যবাদ।

জি ভাইয়া এই বিষয়টা আসলেই অনেক বেশি হাস্যকর ছিল। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।