টমেটো দিয়ে মুরগির মাংসের নতুন রেসিপি।

in hive-129948 •  4 months ago 

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।

20241016_135504.jpg

মুরগির মাংস খেতে অনেকে পছন্দ করে আবার অনেকেই একঘেয়ে রান্না খেতে খেতে আর পছন্দ করে না।আর আমার কাছেও একঘেয়ে রান্না পছন্দ না।তাই আমি চেষ্টা করি একেক বার একেক রকম করে রান্না করতে। আর মাঝে মাঝে সেই রেসিপিগুলো আপনাদের মাঝে শেয়ার করা হয়। ঠিক তেমনি আজকেও নতুন ভাবে রান্না করা চিকেনের রেসিপি নিয়ে হাজির হলাম। আজকের মুরগির মাংস রান্না হয়েছে টমেটো দিয়ে এবং কাঁচা পেঁয়াজ ছাড়া। যেটা খেতে অসম্ভব মজার ছিল। তবে বোঝাই যায় না যে পেঁয়াজ ব্যবহার করিনি। শুধুমাত্র শেষের দিকে পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করেছি।সেটা না দিলেও হয়। পেঁয়াজ ছাড়াই রান্নাটা অসাধারণ খেতে হয়। আপনারা একদিন ট্রাই করতে পারেন।

20241016_135517.jpg

আমি চিকেনের নতুন নতুন রেসিপি গুলো ট্রাই করি। খেতে আমার কাছে খুব ভালো লাগে। এভাবে প্রতিনিয়ত নতুন নতুন কিছু রেসিপি আপনাদের মাঝে নিয়ে আসব আশা করি। তবে আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতের মাধ্যমে জানাবেন।

আজকের রেসিপির জন্য প্রয়োজনীয় উপকরণসমূহ

উপকরণপরিমাণ
মুরগি১০পিস
টমেটো৩টি
আদাবাটা১ চা চামচ
রসুনবাটা১ চা চামচ
আদা কুচি১ চা চামচ
লবণ১ চা চামচ
মরিচগুড়ো১ চা চামচ
জিরাগুড়া১ চা চামচ
গরম মসলা গুড়ো১ চা চামচ
গোলমরিচ গুড়ো১ চা চামচ
টকদই১/৩ কাপ
পেঁয়াজ বেরেস্তা২টেবিল চামচ
চিনি১ চা চামচ
তেল১/৩ কাপ

VideoCapture_20241022-000444.jpg

প্রথম ধাপ

প্রথমেই একটি কড়াইতে পরিমাণমত তেল দিয়ে দিলাম।তারপর ধুয়ে রাখা পানি ঝরানো চিকেন দিয়ে দিলাম।২-৩ মিনিট ভেজে নিলাম।

20241024_194811.jpg

দ্বিতীয় ধাপ

এখন কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম চিকেনের মধ্যে। তারপর আবারো ভেজে নিলাম বেশ কিছুক্ষণ ধরে।ভাজার এক পর্যায়ে টমেটোর খোসা তুলে নিলাম।

20241024_194829.jpg

তৃতীয় ধাপ

এই ধাপে আদা বাটা আর রসুনবাটা দিয়ে আবারো চিকেন ভেজে নিলাম।৫মিনিট মসলাসহ চিকেন কষিয়ে নিলাম।

20241024_194847.jpg

চতুর্থ ধাপ

এখন দিয়ে দিলাম গুড়ো মসলা। মরিচগুড়ো, জিরাগুড়ো,গরম মসলা গুড়ো, গোলমরিচ গুড়ো,লবণ দিলাম।

20241024_194858.jpg

পঞ্চম ধাপ

এখন এরমধ্যে ফ্যাটানো টক দই দিয়ে ভালোভাবে মিক্স করে রান্না করলাম কিছুক্ষণ।

20241024_194923.jpg

ষষ্ঠ ধাপ

এই ধাপে ১ কাপ পরিমাণে পানি দিয়ে রান্না করতে থাকলাম। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলাম ১০মিনিট।

20241024_194934.jpg

সপ্তম ধাপ

ঝোল ঘন হয়ে এলে ২টা কাচামরিচ আর পেয়াজ বেরেস্তা দিলাম তারপর আবার ১০মিনিট দমে রেখে রান্না করলাম।রান্নার শেষ করার ২মিনিট আগে আদা কুচি আর চিনি দিয়ে দিলাম। ব্যাস রান্না শেষ।

20241024_194953.jpg

পরিবেশন

পোলাও, ভাত বা রুটি -পরোটা যেকোনো কিছুর সাথেই এটা জমে যাবে। যদিও আমি গরম ভাত দিয়ে খেয়েছিলাম।অসম্ভব মজার হয়েছিল এইভাবে চিকেন রান্না করায়। আপনারাও অল্প উপকরণে এটা ট্রাই করতে পারেন।

VideoCapture_20241022-000736.jpg

VideoCapture_20241022-000740.jpg

VideoCapture_20241022-000741.jpg

20241016_135504.jpg

20241016_135507.jpg

20241016_135517.jpg

আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা জানাতে ভুলবেন না কিন্তু।সবার মন্তব্যের অপেক্ষায় রইলাম।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

images (4).png

20221126_200743.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে টমেটো দিয়ে মুরগির মাংসের নতুন রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা রেসিপি টি অসাধারণ হয়েছে। মুরগির মাংস রেসিপি বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে তৈরি করা যায়। আপনি ভিন্ন একটি পদ্ধতি অবলম্বন করে রেসিপি টি সম্পন্ন করেছেন। বেশ দারুন হয়েছে আপনার তৈরি করা রেসিপি টি।

টমেটো দিয়ে যদি এটা এভাবে করেন তাহলে মুখে লেগে থাকার মত একটা রেসিপি হবে। ট্রাই করে দেখতে পারেন।

Upvoted! Thank you for supporting witness @jswit.

আপু আপনি অনেক যত্ন সহকারে সম্পূর্ণ্য নতুন আঙ্গিকে টমেটো দিয়ে মুরগির মাংসের নতুন রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনার প্রত্যেকটা পোস্ট যতই দেখি ততই আমি অবাক হয়ে যাই। কারণ আপনার পোস্ট মানেই কোন কিছুর নতুনত্ব। মুরগির মাংস এমনিতেই আমার অনেক পছন্দের একটি মাংস সাথে আবার টমেটো দিয়েছেন যা সবকিছু মিলে একটি অসাধারণ সুস্বাদু খাবারে পরিণত হয়েছে। তাছাড়া আপনার রন্ধন প্রণালী এবং পরিবেশন দেখে মনে হচ্ছে রেসিপিটা আসলেই অনেক সুস্বাদু হয়েছিল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু এরকম একটি ইউনিক রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য ।

নতুন কিছু শেয়ার করতেই ভালো লাগে ভাইয়া এজন্য চেষ্টা করি ইউনিক কিছু আপনাদের মাঝে শেয়ার করার জন্য। ধন্যবাদ আপনাকে।

টমেটো দিয়ে মুরগির মাংসের নতুন রেসিপি দেখে খুবই সুস্বাদু মনে হচ্ছে। এত মজাদার রেসিপি আপনি তৈরি করেছেন। রেসিপিটা একদম ইউনিট লেগেছে আমার কাছে। এভাবে কখনো তৈরি করা হয়নি। তাই রেসিপি পরিবেশনটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ধাপগুলো দেখে শেখার চেষ্টা করলাম।

এভাবে একদিন তৈরি করে দেখবেন ভালো লাগবে,ধন্যবাদ আপনাকে।

এ তো বাঙালির চিরাচরিত পছন্দের রান্না। ছুটির দিন হলেই এমন মাংসের ঝোল বরাদ্দ বাঙালির পাতে। খুব সুন্দর করে রান্নাটি করেছেন এবং পোস্টে উপস্থাপনা করেছেন। খাবার দেখেই মনে হচ্ছে বেশ সুস্বাদু হয়েছে। এখন সকলে মিলে জমিয়ে খাওয়া দাওয়া করুন। আর আমরা দূর থেকে পোস্টের আনন্দ উপভোগ করি। হা হা হা।

ছুটির দিনে মাংসের ঝোল না হলে কি আর চলে। ধন্যবাদ এত সুন্দর মন্তব্য ভাগ করে নেয়ার জন্য

আলু দিয়ে মুরগির মাংসের রেসিপি তৈরি করে খেয়েছি কিন্তু টমেটো দিয়ে কখনো মুরগির মাংসের রেসিপি তৈরি করে খাওয়া হয়নি। রেসিপির ছবি দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হবে ভিন্ন ধরনের রেসিপিটি কিভাবে তৈরি করতে হয় সেটা আমাদের মাঝে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

মাংসগুলোকে সবসময় ভিন্ন আঙ্গিকে রান্না করার চেষ্টা করি। কারণ একই স্বাদ সবসময় ভালো লাগে না এজন্য।

বাড়িতে একদিন পেঁয়াজ ছিল না সেদিন এই রেসিপিটা রান্না করেছিলাম। তা অনেক বছর আগে৷ আপনার রেসিপিটা দেখে মনে পড়ল৷

রংটা একদম পারফেক্ট হয়েছে৷ রেসিপিটাও যথাযথ৷ এই ধরণের রান্নাগুলো একটু অন্যরকম হয় বলে মাংসের একঘেঁয়ে ঝোল থেকে খানিক বিরত পাওয়া যায়। চমৎকার রেসিপি শেয়ার করলেন আপু।

পেঁয়াজ ছাড়া এই রেসিপি অসাধারণ ছিল। বোঝাই যায় না এটা যে পেঁয়াজ ছাড়া তৈরি করা হয়েছে।

খুবই মজাদার একটি রেসিপি তুলে ধরেছেন আপু।আপনার রেসিপিটি দেখে ভীষণ লোভ লেগে গেল। দেখতে বেশ আকর্ষণীয় লাগছে। কালারটা ও দারুণ হয়েছে। এভাবে টমেটো দিয়ে মুরগির মাংস রান্না করে খেতে আমারও ভীষণ ভালো লাগে। তবে আপনার রেসিপিটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

ঠিক বলেছেন আপু,এভাবে খুব মজা হয়।ধন্যবাদ আপনাকে।।

টমেটো দি মুরগির মাংসের চমৎকার সুন্দর রেসিপি করেছেন। আপনার রেসিপিটি দেখেই খেতে মন চাচ্ছে। খুব লোভনীয় হয়েছে আপনার রেসিপিটি। ধাপে ধাপে রন্ধন প্রনালী চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নেয়ার। ধন্যবাদ আপনাকে সুস্বাদু রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

দেখতে যেমন সুন্দর খেতেও তেমন অনেক বেশি সুস্বাদু ছিল আপু। ধন্যবাদ আপনাকে।

মুরগির মাংস মাঝে মাঝেই বাসায় রান্না হয়। তবে টমেটো দিয়ে কখনো রান্না করে খাওয়া হয়নি। মনে হচ্ছে এভাবে রান্না করলে খেতে খুবই টেস্ট হবে। অসাধারণ একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

একদম ঠিক বলেছেন ভাইয়া। এভাবে খুব মজা হয়েছিল। ধন্যবাদ সুন্দর মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।

টক দই এবং টমেটো দুটোর কম্বিনেশনে দারুন ভাবে মুরগির মাংস রান্না করেছেন আপু। মনে তো হচ্ছে খেতে দারুণ হয়েছিল। আর কালারটা অনেক সুন্দর এসেছে। অসাধারণ একটি রেসিপি শেয়ার করেছেন আপু।

মাংস রান্নায় টকদই দিলে আলাদা একটা ফ্লেভার যোগ হয় এজন্য আমি ভালো লাগে।

মুরগির মাংস খেতে পছন্দ করে না এরকম মানুষ একেবারে কম রয়েছে। আজকে আপনি টমেটো দিয়ে মুরগির মাংসের মজাদার একটা রেসিপি তৈরি করেছেন দেখেই জিভে জল চলে আসলো। আপনার রেসিপিটা আমার অনেক পছন্দ হয়েছে। সাদা পোলাও এর সাথে এই রেসিপিটা একটু বেশি মজা করে খাওয়া যাবে। এরকম মাঝে তার রেসিপি গুলো খেতে সবাই খুব পছন্দ করে।

অনেক মজাদার একটা রেসিপি এটা, ধন্যবাদ আপনাকে। ভালো লাগলো মন্তব্য দেখে।

মুরগির মাংস আমার খুব পছন্দের। মুরগি মাংসের মধ্যে টমেটো দিলে খেতে বেশ ভালো লাগে। আপনার টমেটো দিয়ে মুরগির মাংসের রন্ধন প্রক্রিয়া দেখে মুগ্ধ হলাম। আপনার উপস্থাপন দেখে খেতে খুব ইচ্ছে করতেছে। দেখে মনে হচ্ছে বেশ মজাদার এবং সুস্বাদু হয়েছে। এতো সুন্দর মুরগির মাংসের রেসিপি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

ভিন্ন ভিন্নভাবে রান্না করলে মুরগির মাংসের স্বাদ অনেক বেড়ে যায়। এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন ভাইয়া, ধন্যবাদ।

এরকম মুরগির মাংস রান্না দেখলে কার না খেতে ইচ্ছা করবে!! দেখেই তো আমার মুখে জল চলে এসেছে।দেখেই বোঝা যাচ্ছে কত্ত মজা হয়েছে।এছাড়াও রেসিপিটি আপনি আমাদের মাঝে খুবই সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।আপনার উপস্থাপনা দেখে আমি মুগ্ধ।মজাদার স্পেশাল মুরগির মাংসের রেসিপি আমাদের মাঝে এত সুন্দরভাবে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

জি ভাই এটা খুব মজার হয়েছিল।। ভালো লাগলো আপনার মন্তব্য দেখে। ভালো থাকবেন ধন্যবাদ আপনাকেও।

রেসিপি তে নতুন কিছু দেখলে ভালোই লাগে। আর খেলে তো আরও ভালো ব‍্যাপার। নতুন একটা স্বাদ পাওয়া যায়। টমেটো দিয়ে মুরগির মাংসের রেসিপি টা দারুণ তৈরি করেছেন আপু। চমৎকার লাগছে দেখতে আপনার রেসিপি টা। পাশাপাশি চমৎকার উপস্থাপন করেছেন আপনি। ধন্যবাদ আপনাকে।।

এটার স্বাদ ছিল অতুলনীয়।আমি বিশেষত রান্না গুলো সুস্বাদু করে তোলার চেষ্টা করি । ধন্যবাদ ভাইয়া।

টমেটো দিয়ে মুরগি তৈরির এই রেসিপিটা আমার কাছে একটা সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি। যদিও এর আগে ফেসবুকে আমি এই ধরনের রেসিপি দেখেছি। ঠিক সেরকম একটা রেসিপি আজ আপনি আমাদের মাঝে তৈরি করে দেখালেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আমি নতুন রেসিপি দেখলেই চেষ্টা করি তৈরি করার জন্য।এই রেসিপিটাও আমার একটা এক্সপেরিমেন্টাল ছিল,কিন্তু খেতে দারুণ লেগেছিল।

মুরগির মাংস খেতে কম বেশি সবাই খুব পছন্দ করে। আজকে আপনি টমেটো দিয়ে খুব সুন্দর করে মুরগির মাংস রেসিপি করেছেন। যদিও রেসিপিতে কাঁচা পেঁয়াজ দেন নাই। আর পেঁয়াজ বেরেস্তা দেওয়ার কারণে রেসিপিটি মনে হয় খেতে বেশি মজা হয়েছে। সত্যিই মজার রেসিপিটি খুব সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

জি আপু,কাচা পেঁয়াজ ছাড়া দারুণ একটা রেসিপি ছিল এটা।