জীবনে একবার হলেও খারাপ সময়ের মুখোমুখি হওয়া দরকার।

in hive-129948 •  3 months ago 

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।

White and Purple Watercolor Thank You Card_20240904_090417_0000.png

জীবন চক্র বড়ই অদ্ভুত।এখানে সুখ যেমন আছে তেমনি দুঃখও আছে। পাওয়া, না পাওয়া নিয়েই জীবনের গন্ডী ঘুরপাক খায়। জীবনের প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় একই রকম কাটে না। তেমনি প্রত্যেকটা সময় শুধু সুখে বা দুঃখেও কাটে না।তবে প্রতিটা সময়েই ধৈর্য্য এবং বিচক্ষণতার সাথে পার করতে হয়।জীবনের এই সময়টাতে কত রকমের উত্থান পতন হবে তার ইয়ত্তা নেই। তবে ধৈর্য্য হারা হলে চলবে না।

জীবনে উত্থান পতন আর খারাপ সময় আসা প্রয়োজন। আমার ব্যক্তিগত জীবন বিশ্লেষণ করে দেখলাম অসময়ে পাশে থাকা মানুষগুলো সুসময়ে কোনো দাবী রাখে না।আর এই মানুষগুলোই আমাদের আপন মানুষ।আপন হতে রক্তের সম্পর্কের প্রয়োজন হয় না।তবে এখানে একটা বাস্তব সত্য কথা আছে,কেউ মানুক বা না মানুক। তা হলো আপন জনের সাথেই কিন্তু ভাগাভাগির সৃষ্টি হয়,অন্য কোনো ব্যক্তির সাথে ভাগাভাগির কোনো প্রয়োজন পড়ে না।

চারিদিকে চোখ বুলিয়ে দেখলেই বোঝা যাবে আপন আর রক্তের মানুষগুলোই আলাদা আলাদা।যাইহোক এই আপনদের তখনই চেনা যায় যখন আপনার পরিস্থিতি খারাপ যাবে। আমি খোলাসা করেই বলি, যে ব্যক্তিকে আপনি স্বয়ংসম্পূর্ণ করে তোলার মনভাব রাখছেন সেই আপনাকে পেছন থেকে ছুরিকাঘাত করবে। আর এটাই হয়েছে,হচ্ছে, হবে।যার বা যাদের জন্য এত পরিশ্রম,এত ত্যাগ, এত মায়া তারাই শেষমেষ আপন স্বার্থে আপনাকে বিনা কারণেও ছোট করে।

জীবনে যদি খারাপ সময় আসে তখন আপনার পাশে কে আছে বা কে নেই এটা বুঝতে পারবেন।আর আপনি তখনই মানুষকে বিশ্বাস করবেন যে আপনি আগেই বিশ্বাস করে ভুল করেছেন। এই ভুল শুধরানোর কোনো সুযোগ নেই। এই সময়গুলো আমাদের জীবনকে হয়তো আলোকিত করে নয়তো অন্ধকার করে ফেলে।তবে সেটা আপনাতেই নির্ভরাশীল। আপনি সময়ের এই চক্রটাকে না ভেবে নিজের জায়গাটাকে ঠিক করবেন নাকি সময়ের চক্রের সাথে নিজেও ঘুরপাক খাবেন।

আমি মনে করি এই খারাপ সময়গুলো আমাদেরকে কিছু শিক্ষা দিয়ে যায়। আমাদের অভিজ্ঞ করে তোলে।ঐ যে বলে না, মুরুব্বীরা একটু বেশি অভিজ্ঞ, দক্ষ হোক বা না হোক। দক্ষতার চেয়ে অভিজ্ঞতার ফলাফল মিষ্ট হয়, সুন্দর হয়। যাইহোক, এই মনোভাব আমাদের মাঝে রাখা উচিত যাতে করে কেউ আঘাত করলে সেই আঘাতকে পুঁজি করে নিজে বড় হওয়া যায়। যে যেমন করবে সে তেমনই পাবে।এই কথাগুলো মাথায় রেখেই খারাপ সময়টা লিপিবদ্ধ রেখে দিতে হবে।যাতে জীবনের বাকি সময়ে পস্তাতে না হয়।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

মোবাইল ও পোস্টের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণজেনারেল রাইটিং
লোকেশনফেনী

images (4).png

20211121_200134.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

জীবনকে সঠিক পথে পরিচালনা করতে হলে আমাদের অবশ্যই কষ্টের সম্মুখীন হতে হবে। কারণ যারা কষ্টের সম্মুখীন হয়েছে তার বাস্তবতা বুঝতে পেরেছে। আর সে বাস্তবতা জীবনকে সঠিক পথে পরিচালনা করার জন্য পথ নিদর্শক হয়ে কাজ করবে।

কথাগুলো একদম মন ছুঁয়ে গেল আপু। দারুন কিছু কথা বলেছেন ধন্যবাদ আপনাকে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

জীবনের খারাপ মুহূর্তগুলো মানুষকে শিক্ষা দিয়ে যায়। যার বিবেক রয়েছে সে সেইখান থেকে সুন্দর শিক্ষা গ্রহণ করে সামনের দিকে এগিয়ে যায়। আজ তার জীবনে এমন খারাপ পরিস্থিতি আসে না বা শুধরে নিতে পারে। তাই সবার জীবনে খারাপ মুহুর্তগুলো শিক্ষার বিষয় হিসেবে বুঝে নিতে হবে এবং সেইখান থেকে জ্ঞান অর্জন করেই পথ চলতে হবে যেন জীবনের সাফল্য তা বয়ে আনার সুন্দর একটা পথ নিদর্শন হয়ে যায়।

ভালো খারাপ মিলিয়ে জীবন হলেও খারাপ সময় গুলোই আমাদেরকে আমাদের বন্ধু এবং শত্রু চেনাতে সহায়তা করে। ধন্যবাদ আপনাকে ভাইয়া।

একদম ঠিক, যে যেমন করবে সে তার ফলাফল ভোগ করতে হবে।হতে পারে সেটা আজ বা কাল।আর এটাও বাস্তব কথা যে এই সময়ে কেউ আঘাত করলে সেই আঘাতকে পুঁজি করে এগিয়ে যাওয়া ভালো।ধন্যবাদ সুন্দর ও বাস্তবিক কথা তুলে ধরার জন্য

সব মানুষকে তার কর্মফল ভোগ করতে হবে এটাই হল চরম সত্য কথা। ধন্যবাদ তোমায় অনেক সুন্দর মন্তব্য করার জন্য।

আমাদের এই জীবনে ভালো খারাপ মুহূর্ত সবসময় আসবে। তবে আমরা কেউই চাই না খারাপ মুহূর্ত আমাদের জীবনে আসুক। কারণ এই খারাপ মুহূর্তটা আমাদেরকে অনেক কষ্ট দিয়ে থাকে। খারাপ মুহূর্ত জীবনে আশা আসলেই গুরুত্বপূর্ণ। এর মাধ্যমেই আমরা ভালো মানুষের পেছনে লুকিয়ে থাকা সেই খারাপ মুখোশধারী মানুষদেরকে খুব ভালোভাবে চিনতে পারি। কে আমাদের সত্যিকার অর্থে আপন, আর কে পর এটা আমরা তখন বুঝি। বাস্তবিক একটা বিষয়কে নিয়ে সুন্দর করে লেখাটা লিখেছেন।

একদম ঠিক বলেছেন আপু মুখোশধারী মানুষদেরকে চিনতে হলে খারাপ সময় প্রয়োজন হয়। ধন্যবাদ আপনাকে।

উত্থান পতন আর খারাপ সময় মানুষকে শিক্ষা দিয়ে যায়। খারাপ সময় যে পাশে থাকে সেই হলো আসল মানুষ। স্বার্থের দুনিয়ায় সবাই স্বার্থপর। খারাপ সময় গুলোতে আসল মানুষগুলোর মুখোশ চেনা যায়। তাই জীবনে একবার হলেও খারাপ সময় গুলোর মুখোমুখি হওয়া দরকার। আপনার পোস্ট পড়ে খুবই ভালো লাগলো আপু ধন্যবাদ আপনাকে।

একদম ঠিক বলেছেন আপনি,আপনার কথাগুলো খুব ভালো লাগলো।

জীবনে খারাপ সময় আসা খুবই দরকার কেননা এই খারাপ সময়টা না আসলে আসল মানুষ চেনা যায় না। খারাপ সময়ে একমাত্র যে সব থেকে কাছের সেই মানুষটিকে পাওয়া যায়। যে মানুষটি সব সময় আপনার ভালো চায় তাকে একমাত্র খারাপ সময়েই আপনি চিনতে পারবেন ‌। তার থেকেও বড় বিষয় হচ্ছে খারাপ সময় না আসলে আমরা ভালো সময়টার মর্যাদা বুঝতে পারি না। খুবই ভালো লাগলো আপু আপনার পোস্ট পড়ে ধন্যবাদ।

ভালো সময় এবং খারাপ সময় দুটোই মানুষ চেনাতে সহায়তা করে আপু। তবে খারাপ সময় গুলোই সবচেয়ে বেশি মানুষ চেনাতে সক্ষম।

এটা ঠিক কথা আপু, আপন মানুষ তখনই চেনা যায় যখন আমরা বিপদে পড়ি বা পরিস্থিতি খারাপ যায়। আর এই কারণেই জীবনে খারাপ সময়টা আসা অত্যন্ত দরকারি। খারাপ সময় আমাদের আসলেই শিক্ষা দেয় এবং অনেক বেশি অভিজ্ঞ করে তোলে। যাই হোক, আপনার কথাগুলো সমাজের একদম বাস্তব কিছু কথা। খুব ভালো লাগলো আপনার আজকের পোস্টটা পড়ে আপু।

জি ভাইয়া পরিস্থিতি যখন খারাপ হয় তখনই আসলে নিজের কাছের মানুষদের চেনা যায় ধন্যবাদ আপনাকে।

একদম ঠিক বলেছেন আপু, আমাদের জীবনে একবার হলেও খারাপ অভিজ্ঞতার মুখোমুখি হওয়া উচিত। তাহলে আমরা আমাদের আশেপাশের মানুষগুলোকে চিনতে পারবো। আমাদের আশেপাশে আপন মানুষের তুলনায় স্বার্থপর মানুষ বেশি। ভালো লাগলো আপনার আজকের প্রত্যেকটা লেখা পড়ে। আপনাকে ধন্যবাদ এত সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য।

আপনার মন্তব্য দেখে খুব ভালো লাগলো আপু অসংখ্য ধন্যবাদ ভাল থাকবেন।

ঠিক বলেছেন আপু জীবনে যখন আমরা কোন খারাপ সময় অতিবাহিত করি তখন আমাদের কাছের মানুষগুলো যেন সব থেকে বেশি পর হয়ে যায়। তারাই যেন আমাদের থেকে দশ হাত যায়।খারাপ সময় না আসলে কখনো মুখোশের আড়ালে থাকা বহুরূপী মানুষকে চেনা যায় না। খুব সুন্দর কিছু কথা তুলে ধরেছেন আপু।আপনার লেখাগুলো পড়ে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

বিপদের সময় কাছের মানুষগুলোকে চেনা যায় আপু।কে কখন কেমন আচরণ করে সেটা তখনই দেখতে পাবেন ধন্যবাদ আপনাকে।

একদম ঠিক বলেছেন আপু।খারাপ সময় এলেই মানুষ চেনা যায়। আর সেই সময় এই মুখোশ পরা মানুষ গুলোকে চিনতে পারায় আমাদের জন্য ভালো হয়।খারাপ সময় ঠিকই চলে যায়। কিন্তু মানুষ গুলোকে চিনে রাখলে সুখের সময় এই মুখোশ পরা খারাপ মানুষের থেকে দূরে থেকে ভালো থাকা যায়।

প্রতিটি মানুষের জীবনে খারাপ সময় আশা খুব দরকার। কারণ খারাপ সময় গুলো না আসলে মানুষ চেনা যায় না। আমি মনে করি কিছুদিন পরপর খারাপ সময়ের সম্মুখীন হওয়া উচিত। তাহলে সঠিক মানুষ রূপে আমরা বেঁচে থাকতে পারবো এবং মানুষ চিনতে ভুল করবোনা। লেখা গুলো অনেক অভিজ্ঞতা থেকে লিখলেন আপু ধন্যবাদ।

Loading...