ভিন্ন ভিন্ন ছবিতে আজকের ব্লগ||৭টি ফুলের রেনডম ফটোগ্রাফি।

in hive-129948 •  10 months ago 

♥️আসসালামুআলাইকুম♥️

আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আজকে বেশ আনন্দ নিয়েই এই পোস্টটি শেয়ার করতে যাচ্ছি।আশা করি ভালো লাগবে।

আজকে আমি আপনাদের সামনে বেশ কিছু ফটোগ্রাফি তুলে ধরব।এখানে বিভিন্ন রকম ফটোগ্রাফি রয়েছে। এখানে সবগুলো ফটোগ্রাফি কিন্তু ডিসি পার্কে থেকে তোলা।শীত প্রায় শেষের দিকে তখন আমরা ডিসি পার্কে গিয়েছিলাম সবাই মিলে। যদিও আপনাদের সাথে সেই পোস্ট শেয়ার করা হয়নি তবে ফটোগ্রাফি গুলো আজকে শেয়ার করলাম। আমরা কক্সবাজার থেকে আসার পর ডিসি পার্কে গিয়েছিলাম। মূলত এখন পর্যন্ত কক্সবাজারের পর্বগুলো শেষ করতে পারিনি সেজন্যই ডিসি পার্কের পর্বটা আপনাদের মাঝে শেয়ার করতে পারছি না। যাই হোক এক কথায় চট্টগ্রামের ডিসি পার্ক মানেই হল ফুলের রাজ্য। আর এখানে এত এত ফুল যেগুলোর নাম জানা নেই। আজকে প্রায় অনেকগুলো ফুলের নাম আমার জানা নেই। তবুও আপনাদের মাঝে শেয়ার করলাম ফুল গুলো। আসলে দেখতে খুব সুন্দর ছিল সবগুলো ফুল।

🌸রেনডম ছবি নিয়ে একটি অ্যালবাম🌸

ফোটোগ্রাফি নং:- ১

IMG-20240422-WA0025.jpg

Device : Samsung galaxy m12

Location


এ ধাপে যে ফুলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হাজারি গোলাপ। গোলাপ ফুলের কত জাত রয়েছে তার সব জাত কিন্তু আমরা দেখিনি। কারণ এখানে দেশি-বিদেশে অনেক ধরনের গোলাপ ফুল রয়েছে। আজকে যে গোলাপ ফুলটি দেখছেন এটি হাজারী গোলাপ নামে পরিচিত। দেখতেও কিন্তু ভারী সুন্দর। একদম গোলাপি রঙের এবং অনেকগুলো গোলাপ ফুল একগুচ্ছ আকারে ফুটে আছে। দেখতেই খুব মায়া লাগে।

b6adf5e19c0f0d951b385172f7bb1e20a81886be.png

ফোটোগ্রাফি নং:- ২

IMG-20240422-WA0007.jpg

Device : Samsung galaxy m12

Location


এই ফুলটার নাম স্ন্যাপড্রাগন। যদিও গুগল সার্চ করে এই নামটা পেয়েছি। তবে আমি এই ফুলের নাম জানিনা। ফুলটার নাম যেটাই হোক না কেন দেখতে খুবই সুন্দর দেখা যাচ্ছে। হলুদ রঙের যে কোন ফুল দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। আর এই ফুলটা একদম কচুরিপানার ফুলের মত লম্বালম্বি ভাবে দাঁড়িয়ে আছে এবং দেখতে অনেকটা সেরকমই মনে হচ্ছে। যদিও রংয়ের দিক থেকে একদমই ভিন্ন।

b6adf5e19c0f0d951b385172f7bb1e20a81886be.png

ফোটোগ্রাফি নং:- ৩

IMG-20240422-WA0008.jpg

Device : Samsung galaxy m12

Location


এই জাতের গোলাপ ফুলটা আমি সর্বপ্রথম দেখেছি ডিসি পার্কে। আসলে অনেকগুলো ফুলের মাঝে এই গোলাপ ফুলটা একদম ভিন্ন রকম মনে হয়েছে। সচরাচর যেগুলো দেখি সেগুলোতে অনেকগুলো পাপড়ি থাকে। কিন্তু এই গোলাপ ফুলটাতে একদম অল্প কয়েকটা পাপড়ি নিয়ে গঠিত। তবে দুই রঙের সমন্বয়ে এই ফুলটা অনেক বেশি সৌন্দর্য ফুটিয়ে তুলেছে। লাল এবং হলুদের সঙ্গে মিশ্রণে জাস্ট অসাধারণ এক কথায়।

b6adf5e19c0f0d951b385172f7bb1e20a81886be.png

ফোটোগ্রাফি নং:- ৪

IMG-20240422-WA0055.jpg

Device : Samsung galaxy m12

Location


এই ফুলটাকে দেখতে অনেকটা বন্যফুলের মত মনে হচ্ছে তাই না। কিন্তু এটাও যে একরকম ফুলের গাছ সেটা দেখে অবাক হয়ে গেলাম। ডিসি পার্কের অনেকগুলো জায়গা জুড়ে কিন্তু এই ফুলগুলো বিদ্যমান। আর এগুলো দেখতে অসাধারণ ছিল। ছোট ছোট ঘাসের মতো পাতার মাঝখানে ছোট ছোট ফুলগুলো। পুরো জায়গাটাকে একদম আকর্ষণীয় করে তুলেছে। আপনাদের কারো যদি নামটা জানা থাকে তাহলে অবশ্যই জানাবেন।

b6adf5e19c0f0d951b385172f7bb1e20a81886be.png

ফোটোগ্রাফি নং:- ৫

IMG-20240422-WA0054.jpg

Device : Samsung galaxy m12

Location


এই ফুলগুলো রংধনু গোলাপি বা চায়না পিঙ্ক নামে পরিচিত। যদিও সচরাচর বাগান গুলোতে এগুলো দেখা যায় না। তবে কয়েকটা নার্সারিতে আমি এই ফুল গাছগুলো দেখেছি। আসলে এগুলোর গঠনগত দিক আর সৌন্দর্যের কারণে অনেক বেশি ভালো লাগে দেখতে। এই ফুলগুলো কয়েক কালার হয়ে থাকে। আমি কয়েকটা কালারের এই ফুল গুলো দেখেছিলাম।

b6adf5e19c0f0d951b385172f7bb1e20a81886be.png

ফোটোগ্রাফি নং:- ৬

IMG-20240422-WA0000.jpg

Device : Samsung galaxy m12

Location


এগুলোকে দেখতে অনেকটা ছোট ছোট মুলোর ফুলের মত লাগছে। যদিও এই জাতের আরেকটা রঙের ফুল আপনাদের মাঝে উপরেই শেয়ার করেছিলাম। ওই যে বললাম ঘাসের মতো দেখতে গাছগুলোর মাঝে ছোট ছোট ফুল। এগুলো কিন্তু সে রকম। সেখানে দুই জাতের ফুল ছিল অর্থাৎ দুই রঙে এই ফুলগুলো ছড়িয়ে ছিটিয়ে কয়েকটা জায়গায় লাগানো ছিল। এগুলো কিন্তু বাগানের সৌন্দর্যটা আরো বেশি বাড়িয়ে দিয়েছিল।

b6adf5e19c0f0d951b385172f7bb1e20a81886be.png

ফোটোগ্রাফি নং:- ৭

IMG-20240422-WA0026.jpg

Device : Samsung galaxy m12

Location


এই ফটোগ্রাফি তে আপনাদের মাঝে শেয়ার করলাম বেগুনি রঙের পিটুনিয়া ফুল। পিটুনিয়া ফুলগুলো যদিও অনেকবার দেখা হয়েছে। কারণ আমাদের দুধমুখা নার্সারিতে খুব সুন্দর ভাবে এবং সারিবদ্ধ ভাবে বাঁশের মাঝে টপ দিয়ে ঝোলানো ছিল এই পিটুনিয়া ফুলগুলো। রঙিন ভেলায় যেন সেগুলো খুব সুন্দর করে দুলছিল। এই ফটোগ্রাফিটাও কিন্তু ডিসি পার্কেই তোলা।

b6adf5e19c0f0d951b385172f7bb1e20a81886be.png

এই ছিল সাতটি ছবি নিয়ে রেনডম ফটোগ্রাফি। আশা করি আপনাদের ভালো লাগবে।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
♥️আল্লাহ হাফেজ♥️
ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণরেনডম ফটোগ্রাফি
ক্যামেরা.মডেলM12
ফটোগ্রাফার@bristy1

images (4).png

20221126_200743.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

খুবই সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি দেখতে পেলাম। আসলে ফুল আমার খুবই প্রিয়। যার কারণে ফুলের ফটোগ্রাফি দেখলেই ভালো লাগে। আজকে আপনার হাজার গোলাপ ফুলের ফটোগ্রাফিটি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে।

অনেক ধন্যবাদ ভাইয়া, সুন্দর মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

আমিও কিছুদিন আগে একটি ভিডিওতে শুনেছিলাম চট্টগ্রাম ডিসি পার্কে নাকি অনেক ফুল থাকে। আজকে আপনি সেখান তোলা কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। আপনার শেয়ার করা প্রতিটা ফটোগ্রাফি মোটামুটি ভালো লেগেছে আমার কাছে। যাই হোক ধন্যবাদ আপনাকে এই সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

হ্যাঁ ভাইয়া এবার গিয়ে তো আমরা অবাক হয়ে গেলাম। অসাধারণ ফুল ছিল।

ফুলকে ভালোবাসা না এমন মানুষ খুঁজে পাওয়াই দুষ্কর। আর তাইতো ফুল দেখলেই ফুলের প্রেমে পড়ে যাই আপু। চট্টগ্রামের ডিসি পার্ক হতে আপনি কিন্তু বেশ সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। যা কিনা সত্যিই অসাধারণ। ধন্যবাদ এমন সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

ফুলগুলো আসলেই অনেক বেশি সুন্দর ছিল। অনেক ধন্যবাদ আপু আপনাকে।

আপু চট্টগ্রামের ডিসি পার্ক ফুলের রাজ্য তা আপনার ফটোগ্রাফি গুলো দেখে বেশ বুঝতে পারছি। কেননা প্রতিটি ফুল এতটাই মনমুগ্ধকর যা দেখে ভীষণ ভালো লাগলো। এমন ফুলের রাজ্যে হারিয়ে যেতে ভীষণ ইচ্ছে করে। আর সে দিক থেকে চট্টগ্রামের ডিসি পার্ক খুবই উল্লেখযোগ্য জায়গা। যাইহোক আপু অসাধারণ কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

সেখানে সরাসরি গেলে একদম থেকে যেতেই ইচ্ছে করে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।

শুনেছি চট্টগ্রামের ডিসি পার্ক নাকি খুবই সুন্দর। সেটা আপনার ফটোগ্রাফির মাধ্যমে বোঝা যাচ্ছে। সত্যি আপু দেখে মুগ্ধ হয়ে গেলাম আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো। আপনার শেয়ার করা বেশ কয়েকটি পর্ব দেখেছি কক্সবাজারের। আশা করি বাকি পর্ব গুলো আমরা সামনে দেখতে পারব। তবে আপনার আজকের শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেছি।

ফটোগ্রাফিতে শুধুমাত্র ফুলই তো দেখলেন আপু। পুরো এরিয়াটা দেখলে তো একদম চমকে যেতেন।

আপু ফটোগ্রাফির তুলনা হয় না। আপনার বিভিন্ন ধরনের ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো। আসলে আপু ফুলের অনেক গুলো নাম রয়েছে যা আমাদের জানা নেই। আপনি প্রতিটি ফটোগ্রাফি এর পাশাপাশি সুন্দর বর্ণনা দিয়েছেন। ধন্যবাদ আপনাকে।

সেখানে অনেক ধরনের ফুল ছিল যেগুলোর নাম আসলে কখনো শুনিনি বা ফুলগুলো প্রথম দেখেছিলাম।

আজকে আপনি আমাদের মাঝে সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আমি যখন চট্টগ্রামে চাকুরি রত ছিলাম তখন আমিও ডিসি পার্কে গিয়েছিলাম। ওইখানে শীতকালে খুব সুন্দর সুন্দর ফুল দেখতে পাওয়া যায়। যাই হোক আপনার ফটোগ্রাফির মধ্যে হাজারী গোলাপ এবং স্ন্যাপড্রাগন ফুলগুলো আমার কাছে খুব সুন্দর লেগেছে। এত সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।

জি ভাইয়া পার্কটা আসলে খুব সুন্দর ছিল। এবার গিয়েছি, খুব ভালো লেগেছে, ধন্যবাদ আপনাকে।

অনেক পোষ্টের মাঝে কিছু কিছু পোস্ট শেয়ার করা হয়ে ওঠেনা। যাইহোক আপু শীতের সময় এরকম চমৎকার ফুল দেখা যায়। আপনি ওই সময়ে ডিসি পার্কে গিয়ে খুব সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন। সবগুলো ফুল অনেক বেশি কালারফুল। বেগুনি রংয়ের পিটুনিয়া গুলো চমৎকার লাগছে দেখতে। মুলার মতো যে ফুলটির ফটোগ্রাফি করেছেন ফুলগুলো নতুন দেখলাম। ভালো লাগছে।

মুলোর ফুলের মত ফুলগুলো আমিও নতুন দেখেছি। আর এগুলোই বেশি সুন্দর ছিল সেখানে।

আপনি আজকে খুবই চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার তোলা ফটোগ্রাফি গুলো অসম্ভব সুন্দর হয়েছে। বিশেষ করে প্রথম ফটোগ্রাফি টা দেখে আমিও হতবাক হয়েছি। যদিও এটি গোলাপ ফুল কিন্তুু সৌন্দর্য আমাকে বিমোহিত করেছে। এত সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

হাজারী গোলাপ গুলা আমার কাছে খুব বেশি ভালো লেগেছিল। কখনো চারা পেলে এটা রোপন করব। অনেক ধন্যবাদ ভাইয়া।

ফুলের ফটোগ্রাফি গুলো দেখে মনে হচ্ছিলো। আমি কোন ফুলের বাগানের ভিতরে ঢুকে পরেছি। আপনার ফটোগ্রাফি পোস্ট এর মাধ্যমে আজকে নতুন কিছু ফুলের ফটোগ্রাফি দেখতে পেলাম। ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। অনেক ধন্যবাদ আপনাকে আপু।

অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর মতামত সব সময় ভালো লাগে।।

ফুলের ফটোগ্রাফি গুলো তাহলে বেশ কিছুদিন আগে করা। স্ন্যাপড্রাগন হলো ফোনের প্রসেসর এর নাম। আজ ফুলটা দেখে জানতে পারলাম ফুলের নামও স্ন্যাপড্রাগন হয় । হাজারি গোলাপ টা দারুণ লাগছে। বেগুনি কালারের পিটুনিয়া ফুলটা বেশ দারুণ লাগছে। সবমিলিয়ে চমৎকার করেছেন ফটোগ্রাফি গুলো ভাই। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

কত শত নাম যে আছে তা তো আর জানা নেই সেজন্যই মাঝে মাঝে সার্চ করে নিতে হয়। যাই হোক ফুলগুলো আসলেই খুব মায়াবী ছিল, ধন্যবাদ ভাইয়া।

আপু আপনার ফটোগ্রাফি গুলো সব সময় অনেক সুন্দর হয়ে থাকে। আজকেও তার ব্যতিক্রম নায়। আপনার তোলা সবগুলো ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লাগলো। বিশেষ করে বেগুনি রংয়ের পিটুনিয়া ফুল আমার কাছে অসাধারণ লাগছে। হাজারী গোলাপী ফুলটি দেখতে অসাধারণ লাগছে। এই হাজারী গোলাপ ফুলটি আমি এর আগে কখনো দেখিনি বা নামও শুনিনি আপনার এ পোষ্টের মাধ্যমে নতুন নতুন ফুলের নাম ও ফুল দেখে থাকি অনেক ভালো লাগলো আপনার সুন্দর সুন্দর ফুল দেখে।

সব সময়ের মতো এতো সুন্দর মন্তব্য ভাগ করে নেয়ার জন্য অনেক ধন্যবাদ আপু ভালো থাকবেন।

ডিসি পার্কের সৌন্দর্য দেখে আমি সত্যি মুগ্ধ হয়েছিলাম। কারণ আমার তো মনে হচ্ছিল আমি যেন ফুলের রাজ্যের ভিতরে ঢুকেছি। এত এত ফুল ছিল, আমার নিজেরও সব ফুলের নাম জানা ছিল না। ডিসি পার্ক থেকে অনেক সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছিলেন। আজকে সেগুলো আমাদের মাঝে ভাগ করে নিয়েছেন দেখে অনেক ভালো লাগলো। প্রত্যেকটা ফুলের সৌন্দর্য ছিল অসাধারণ। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি ছিল প্রশংসারযোগ্য। তাই কোনটা রেখে কোনটার প্রশংসা করব বুঝতেই পারছিলাম না। ছোট ফুল গুলোর ফটোগ্রাফি এবং গোলাপের ফটোগ্রাফি বেশি সুন্দর লেগেছে আমার কাছে।

তবে সেদিন এত রোদের মধ্যে নিভৃতকে নিয়ে হাটা অনেক বেশি কষ্টকর হয়েছিল। এজন্য আমি ভালোভাবে ফটোগ্রাফি করতে পারিনি।