♥️আসসালামুআলাইকুম♥️
আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।
আজকের রেসিপিটি শুধুমাত্র কন্টেস্টের উপর ভিত্তি করেই তৈরি করা। তা না হলে এত কষ্ট করে পিঠা তৈরি করার কথা মাথায়ও আসতো না।নকশি পিঠার মাঝেই রয়েছে কাজ। বিভিন্ন রকম কারুকাজ খচিত নকশা করাই হলো এই নকশি পিঠার প্রধান আকর্ষণ। আপনারা সবাই লক্ষ্য করলেই দেখতে পাবেন এখানে প্রত্যেকটি পিঠাকে আলাদা আলাদা ভাবে রূপ দিতে হয়েছে।এটাকে একটা বড় প্রজেক্ট বলা যেতে পারে। প্রত্যেকটা পিঠাতেই কারুকাজ খচিত কাজ করা হয়েছে। (AMAR BANGLA BLOG) ইংরেজিতে লিখার পর মোট ১৪ টি অক্ষর হয়েছে। আর এই ১৪টি অক্ষরের জন্য আমাকে ১৪ টি পিঠায়ই ভিন্নভাবে কাজ করতে হয়েছে।
নকশী পিঠা শুধুমাত্র দেখলেই মনে হবে এটি খুব সহজে তৈরি করা যায়। তবে এই পিঠা আমি দুই দিনে তৈরি করেছি। কারণ এই পিঠাগুলো দুইদিনে তৈরি করলে খেতে ভালো লাগে। তার পাশাপাশি প্রথম দিন যখন কাজ শুরু করলাম আমি মোট পাঁচ ঘন্টা ধরে টানা এই কাজগুলো করতে হয়েছে। কারণ প্রতিটি পিঠার পিছনে ১৫ থেকে ২০ মিনিট সময় দিতে হয়েছে শুধুমাত্র কারুকাজ করার ক্ষেত্রে। কারণ এই পিঠাগুলো তৈরি করার ক্ষেত্রে তাড়াহুড়ো করলেই পিঠার ডিজাইন ভেঙ্গে যেতে পারে। আর সেখানেই কাজের শেষ হয়ে যাবে।সেজন্যই মূলত ধীরে ধীরে সময় নিয়ে প্রত্যেকটি অক্ষরে আমি কাজ করলাম। সত্যি কথা হল এই পিঠার তৈরির প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো কাজ আমাকে একাই করতে হয়েছে। অন্যান্যরা সবাই কাজে ব্যস্ত থাকার কারণে কেউ আমাকে হেল্প করতে পারেনি। আর বাবুকে রাখার জন্য একজন দরকার ছিল,তাই ছোট বোন তাকে রেখেছে।
নকশি পিঠা শীতকালের একটি ঐতিহ্যবাহী পিঠা। এই পিঠা এতটাই মজার হয় যেটা সুক্ষ্মতার সাথে তৈরি করতে হয়। ডিজাইন যতো বেশি হবে খেতে তত বেশি মুচমুচে আর সুস্বাদু হবে। এটি কয়েক ভাবেই তৈরি করা যায়। কেউ চালের আটা সিদ্ধ করে আটা দিয়ে তৈরি করে আবার কেউ এভাবে কাঁচা আটা দিয়েও তৈরি করে। আমি এবার কাঁচা আটা দিয়েই তৈরি করলাম। প্রথমে পিঠাগুলো তৈরি করার পর একবার হালকা করে ভেজে রেখে দিয়েছিলাম। তার চার থেকে পাঁচ ঘন্টা পর ভেজে নেয়া যায়। যেহেতু আমার পিঠাগুলো তৈরি করতে করতে বিকেল হয়ে গিয়েছে তাই আমি পরদিন সকালবেলা পিঠাগুলো আবার ভেজে শিরা তৈরি করে সে শিরার মধ্যে দিয়েছি।এভাবে আমি পিঠাগুলো তৈরি করেছি প্রায় দুই দিন সময় নিয়েই। যাইহোক অনেক কথাই তো বললাম এবার চলুন আমার পিঠার রেসিপিটি দেখে নেয়া যাক।
আজকের রেসিপির জন্য প্রয়োজনীয় উপকরণসমূহ |
---|
উপকরণ | পরিমাণ |
---|---|
চালের গুড়ো | ২ কাপ |
বাটালী গুড় | দেড় কাপ |
লবণ | দেড় চা চামচ |
দারচিনি | ১ টুকরো |
তেজপাতা | ২ টি |
পানি | পরিমাণ মত |
সয়াবিন তেল | ভাজার জন্য |
টুথপিক, গ্লাস,ঢাকনা | ডিজাইনের জন্য |
প্রথম ধাপ
প্রথম ধাপে একটি পাতিলে ৩ কাপ পানি গরম করার জন্য দিলাম।মূলত পানিতে ভালোভাবে বলক আনা পর্যন্ত জ্বাল দিলাম।ছড়ানো একটি ডিসের মধ্যে ২ কাপ চালের গুড়ো নিলাম।সামান্য পরিমাণ লবণ দিলাম।তারপর গরম পানি অল্প অল্প করে ঢেলে চালের গুড়োর সাথে মেশাতে থাকলাম। তারপর ভালোভাবে মেখে একটা শক্ত ডো তৈরি করে নিলাম।
দ্বিতীয় ধাপ
ছোট্ট একটা ডো নিয়ে ছোট করে রুটি বেলে নিলাম।রুটিতে তেল ছড়িয়ে দিতে হবে ডিজাইনের আগে। এবার একটি গ্লাস নিলাম, গ্লাসের সাহায্যে মাঝ বরাবর গোল করে বৃত্তের দাগ দিয়ে দিলাম। তারপর বড় একটি ঢাকনা দিয়ে বড় বৃত্তাকারে পিঠাটিতে দাগ দিলাম। তারপরে A এঁকে নিলাম টুথপিকের সাহায্যে।
তৃতীয় ধাপ
এই ধাপে A এর দাগের মধ্যে টুথপিক দিয়ে কেটে কেটে ডিজাইন করে সেটা আবার উপরের দিকে তুলে দিতে থাকলাম।এভাবে কিন্তু পুরো ডিজাইন উপরের দিকে তুলতে হবে।একইভাবে ৪ টি A তৈরি করে নিলাম।
চতুর্থ ধাপ
এই ধাপে পূর্বের মত একটু মোটা করে রুটি বেলে নিলাম।তারপর আবার গ্লাসের সাহায্যে গোল বৃত্তের মত আকলাম।তারপর চারদিকে ফুলের পাপড়ির মত এঁকে নিলাম। বৃত্তের মধ্যে B-এর ডিজাইন লিখে তারপর ডিজাইনগুলো উঠিয়ে নিলাম। চারপাশের পাপড়িগুলোর মধ্যেও ডিজাইন করে সাইডের রুটির অংশ কেটে নিলাম। তবে এই কাজটা ধীরে ধীরে করতে হবে,এদিক সেদিক হলেই পিঠার ডিজাইন নষ্ট হয়ে যাবে।B এর ডিজাইন বাদে বাকি অংশ ধীরে ধীরে কেটে উঠিয়ে নিলাম।এভাবে দুটি B তৈরি করলাম।
পঞ্চম ধাপ
এবার আরেকটি রুটি আগের মতই তৈরি করলাম।তারপর গোল ডিজাইন করে বৃত্তের মধ্যে M লিখলাম। আর বাইরের দিকে লম্বা পাতার মত ডিজাইন এঁকে নিলাম। M এর মধ্যে সেই টুথপিকের ডিজাইন করলাম।তারপর পাতাগুলোতে একটু ভিন্ন ভাবে ডিজাইন করলাম।তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে যাতে কোনো ভাবে ডিজাইন করতে গিয়ে পিঠা না ভাঙে।ডিজাইনের পর বাড়তি অংশ টুথপিকের সাহায্যেই কেটে নিলাম।
ষষ্ঠ ধাপ
এইধাপে আমি R এর ডিজাইন করবো।সেজন্য আগের মত রুটিতে ডিজাইন করে R এঁকে নিলাম। চারদিকে পাতার মত করে ডিজাইন করলাম।কারুকাজ এর মতই আমি ডিজাইনগুলো তুললাম।এক এক করে প্রতিটি পাতার ডিজাইন তুললাম।তারপর বাড়তি অংশ কেটে তুলে নিলাম।
সপ্তম ধাপ
এই ধাপে O এর ডিজাইন করব, সেজন্য আগে রুটিতে গোল ডিজাইন করলাম। তারপর একটি কলমের মোটা শিস দিয়ে O এর মধ্যে চাপ দিয়ে ডিজাইন তুললাম।ভিতরের দিকের ফাঁকা অংশ কাটার মাধ্যমে আরেকটা ডিজাইন করলাম।তারপর চারপাশে খাঁচকাটা ডিজাইন করলাম।
অষ্টম ধাপ
এখানে পূর্বের মত N এর ডিজাইন করে নিলাম।এখানেও কলমের শিসের সাহায্যে ডিজাইন করলাম।তারপর বাইরের দিকে খাঁচকাটা করে পাতা এঁকে ডিজাইন করলাম।বাড়তি অংশ ফেলে দিলাম।
নবম ধাপ
আরেকটি রুটিতে আমি G এঁকে নিলাম। তারপর বাকি ডিজাইনগুলো এঁকে নিয়েছি।কলমের শিস দিয়ে G এর মাঝে ডিজাইন করলাম, তারপর চারদিকের অংশে তারার মত ডিজাইন করলাম।বাকি যে অংশ ছিল তা কেটে নিলাম।
দশম ধাপ
এইধাপে গোল রুটিতে চারকোনা করে ডিজাইন করলাম তার মাঝে L এঁকে টুথপিক দিয়ে ডিজাইন করলাম। তারপর কলমের শিস দিয়ে চারপাশে ডিজাইন তুললাম।বাড়তি অংশ কেটে নিলাম।এভাবে দুটো L তৈরি করে নিলাম।
একাদশ ধাপ
এইধাপে আমি এক এক করে প্রত্যেকটা পিঠা ভেজে নিলাম।একটা করে ভেজে নেয়ার কারণ হলো এগুলো উল্টানোর সময় ভেঙে যেতে পারে।তাই ২-৩ মিনিট করে প্রতিটি পিঠা আলাদা আলদা করে ভেজে নিয়েছি। তবে এটি হাফ ভাজি করে নিতে হবে এবং ঠান্ডা করে রেখে দিতে হবে পরদিন ভাজার জন্য।
দ্বাদশ ধাপ
পরদিন সকালে একটি বড় বাটালী গুড় নিয়ে এটিকে শিল দিয়ে ভেঙে গুড়ো করে নিলাম।তারমধ্যে ২ কাপ পানি দিয়ে দিলাম।তেজপাতা আর দারচিনি দিয়ে চুলায় বসিয়ে দিলাম।প্রায় ১০ মিনিট জ্বাল দেয়ার পর এটা আঠালো ভাব আসে। আর তখন চুলা অফ করে রেখে দিলাম।এক্ষেত্রে জ্বাল দেয়ার সময় অনবরত নাড়তে হবে।তাহলেই পারফেক্ট গুড়ের শিরা তৈরি হয়ে যাবে।
ত্রয়োদশ ধাপ
গুড়ের শিরা তৈরি করার পর আলাদা পাত্রে পরিমাণ মত তেল দিয়ে পূর্বে ভেজে রাখা পিঠাগুলো দিলাম। এইবার একটি বড় কড়াইতে ৩টি করে পিঠা ভেজে নিতে থাকলাম।পিঠা পুরোপুরি ভেজে নেব এবার।তারপর আমি সেই শিরার মধ্যে দিয়ে ডুবিয়ে রাখলাম বাকি পিঠা ভেজে নেয়া পর্যন্ত।
এভাবে একে একে প্রতিটি পিঠা ভেজে শিরায় দিয়ে দিলাম সাবধানে।তারপর শিরা থেকে তুলে আলাদাভাবে দিয়ে দিলাম।
সবকাজ শেষ করার পর আমি ডেকোরেশন করলাম।প্রত্যেকটি পিঠা যেহেতু বড় আকারের তাই কোনো ডিসে সাজানো সম্ভব হচ্ছিলো না।তাই মূলত ধাপে ধাপে সাজালাম,তাও দেখি কাভার হচ্ছে না।এজন্য ছোট্ট একটি ভিডিও করলাম যাতে পুরো প্রজেক্ট বোঝানো যায়।ছবি থেকে ভিডিওতে ভালোভাবে বোঝা যায়।
আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আপনাদের মন্তব্যের অপেক্ষায় রইলাম।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
---|
♥️আল্লাহ হাফেজ♥️ |
---|
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
আপু প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের শীতের বিটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। এমন সুন্দর শীতের পিঠার রেসিপি আগে কখনো দেখেছি বলে মনে পড়ে না। অনেক লোভনীয় লাগছে পিঠার রেসিপিটি দেখে। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল আপু আশা করি এই প্রতিযোগিতাই ভালো অবস্থানে থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এটা সচরাচর করা হয় না।ভালো লাগলো মন্তব্য পেয়ে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুবই চমৎকার একটি নকশি পিঠা তৈরি করেছেন আপনি। নকশী পিঠা তৈরি করার পদ্ধতিটা আমার কাছে খুবই ভালো লেগেছে। বিশেষ করে নকশী পিঠার মধ্যে আমার বাংলা ব্লগ লেখাটি দেখতে অসাধারণ সুন্দর লাগছে। নিশ্চয় এ ধরনের নকশি পিঠা খেতে খুবই মজাদার ছিল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি ভাইয়া,এটা অনেক মজার পিঠা, তবে তৈরি করা খুবই কষ্টকর।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুব চমৎকার নকশি পিঠা তৈরি করেছেন। নকশী পিঠার ভিতরে আমার বাংলা ব্লগ লেখায় পিঠাগুলোকে দেখতে আরো বেশি আকর্ষণীয় লাগছে। আপনার রেসিপিটা দেখে বোঝা যাচ্ছে কতটা সময় নিয়ে এই পিঠাগুলো তৈরি করেছেন। এবং পিঠাগুলো দেখে খুব লোভনীয় লাগছে। এরকম পিঠের আগে কখনো খাওয়া হয়নি। খেতে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে। সুস্বাদু পিঠার রেসিপি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসংখ্য ধন্যবাদ আপু।আমি কয়েকবার খেয়েছি এই পিঠা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কি যে সুন্দর আকর্ষণীয় ও লোভনীয় হয়েছে বোঝাতে পারবো না।আমি তো অবাক এতো ধর্য্য পেলেন কি করে আপনি।প্রতিযোগিতার জন্য শুভকামনা রইল।ধন্যবাদ আপু খুব সুন্দর লোভনীয় পিঠা রেসিপিটি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খেতেও ছিল দারুণ আপু,আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এটা দেখে আমি কী বলব বুঝতে পারছি না। একেবারে স্তধ্ব হয়ে গিয়েছি। নকশি পিঠার উপর কারুকাজ করে কী সুন্দর আমার বাংলা ব্লগ লেখাটা ফুটিয়ে তুলেছেন। এটা একেবারে ইউনিক ছিল। পিঠা টা কেমন খেতে হয়েছে সেটা তো জানি না। কিন্তু আপনার ডেকোরেশন একেবারে অসাধারণ ছিল। চমৎকার ছিল আপু। ধন্যবাদ এতো সুন্দর একটা কারুকাজ করা পিঠা আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া।ভালো থাকবেন,,।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমেই অভিনন্দন জানাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনি একদম ইউনিক একটি পিঠা রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। রেসিপি পোস্ট দেখে বোঝা যাচ্ছে তৈরি করতে আপনার অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়েছে। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি ভাইয়া অনেক সময় নিয়ে তৈরি করা লেগেছে।ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://x.com/bristy110/status/1731903106076582330?s=20
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দারুন মজার একটি পিঠার রেসিপি নিয়ে। নকশি পিঠা খুবই চমৎকার হয়েছে। আপনি আমার বাংলা ব্লগ নামটি পিঠায় নকশা করলেন।খেতে ভীষণ মজার হয় এই পিঠাগুলো।আপনার উপস্থাপনা আমার খুবই ভালো লেগেছে।ধন্যবাদ আপু প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি আপু,এগুলো অনেক মজাদার হয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমেই আপনাকে কনটেস্ট ৪৯ এর জন্য শুভকামনা জানাই।আপনার পোস্টের মাধ্যমে শীতকালীন পিঠার ইউনিক একটি রেসিপি দেখতে পেলাম।ডেকোরেশন জাস্ট ওয়াও ছিল আপু।পিঠা দেখতেই এতো সুন্দর লাগছে না জানি খেতে কতো ভালো ছিল।ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ধন্যবাদ আপু,ভালো লাগলো মন্তব্য পেয়ে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক মজার পিঠা তৈরি করেছেন আপু। নকশা পিঠা আমার খুব ভাল লাগে খেতে। আপনি খুব লোভনীয়ভাবে পিঠা তৈরি করেছেন। আপু পিঠার কালার খুব সুন্দর হয়েছে। উপস্থাপনা এবং ধাপ খুব সুন্দর ভাবে শেয়ার করেছেন। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক মজার পিঠা এটি। তৈরি করে দেখবেন আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রতিটি ডিজাইনের পিছনে আলাদা আলাদা করে সময় দিয়ে সুন্দর কারুকাজের সমন্বয়ে খুব চমৎকার করে AMAR BANGLA BLOG এর জন্য নকশি পিঠা বানিয়েছ। যেমন অসাধারণ হয়েছে তেমনি খেতেও অনেক সুস্বাদু হয়েছিল। শুভকামনা রইল তোমার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আবারও তৈরি করব। কারণ এই পিঠার স্বাদ এখনো মুখে লেগে আছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসাধারণ বললেও ভীষণ কম বলা হবে আপু! আপনি একজন সত্যিকার জিনিয়াস! এই যে এত কষ্ট করে নকশী পিঠার মাঝে আমার বাংলা ব্লগ ফুটিয়ে তুলেছেন, কমিউনিটির প্রতি সেই লেভেলের ভালোবাসা আছে জন্যই করেছেন তা তো বলার অপেক্ষা রাখে না। তবে আমি নিশ্চিত, যে কারোর মুখেই আপনার এই পোস্ট দেখে হাসি ফুটে উঠেছে ❤️❤️। এক কথায় মুগ্ধ হওয়ার মতো নকশী পিঠা করেছেন আপু৷ অসাধারণ!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মন ছুঁয়ে গেল আপনার মন্তব্য পড়ে।অনেক ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নকশী পিঠা গুলো দেখতে ভীষণ সুন্দর লাগছে আপু। দেখে মনে হচ্ছে ভীষণ মচমচে হয়েছে পিঠাগুলো। পিঠা তৈরির ধাপ গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন দেখে ভীষণ ভালো লাগলো। আশা করছি প্রতিযোগিতায় অনেক সুন্দর একটি জায়গায় অবস্থান করবেন আপনি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাদের দোয়ায় প্রথম হয়েছি আপু।তবে অবস্থান থেকে অংশগ্রহণটা বড় বিষয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমেই আপনাকে অভিনন্দন জানাচ্ছি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। ওয়াও! এককথায় অসাধারণ একটি রেসিপি শেয়ার করেছেন আপু। ফুল পিঠা আমার ভীষণ পছন্দ। আর আপনি তো ফুল পিঠা গুলোর মধ্যে চমৎকার ভাবে আমাদের প্রাণপ্রিয় কমিউনিটির নাম লিখে ফেলেছেন। আপনার আইডিয়া এককথায় দুর্দান্ত লেগেছে আমার কাছে। পিঠা গুলো দেখেই তো খেতে ইচ্ছে করছে। আশা করি বিজয়ী হতে পারবেন। যাইহোক এতো লোভনীয় একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চলে আসুন ভাইয়া। একদিন খাওয়াবো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার রেসিপিটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। এটা আমার কাছে কতটা ভালো লেগেছে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। এটা দেখে আমি বলার ভাষা হারিয়ে ফেলেছি। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ধন্যবাদ আপু।খুব ভালো লেগেছে আপনার মন্তব্য পেয়ে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit