আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৬২ || $PUSS কয়েন নিয়ে ব্যানার তৈরি।

in hive-129948 •  23 days ago 

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।

PUSS--finall.jpg

আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব ব্যানার তৈরি করা নিয়ে একটি পোস্ট। যেটা আসলে আমার বাংলা ব্লগে চলমান একটা কন্টেস্ট নিয়ে। আমাদের সকলের প্রিয় দাদা আমাদের সবার জন্য এক অভিনব কয়েন নিয়ে এসেছেন। যেটা শুরু থেকেই চাঁদের দিকে এগিয়ে যাচ্ছে।আমরা সবাই তো এক কথায় বলি পুশ টু দ্যা মুন।এই লাইনটা যেন সারাক্ষণই কানে বাজে। আর আমাদের সবারই এই একটা আশা। আমরা আমাদের এই কয়েনকে চাঁদের উচ্চতায় দেখতে চাই। ফান যেমন আর্ন তেমন পুশ হবে আমাদের স্বপ্ন।

যাইহোক আমি তো আজকে এই পুশ কয়েনের ভিত্তিতে একটা ব্যানার তৈরি করে হাজির হলাম।আসলে আমি যেকোনো কাজ নিজের সাধ্যমত করার চেষ্টা করি।আর গ্রাফিক্স ডিজাইন শেখার ইচ্ছা থাকলেও পুরোপুরি কিছু করতে পারিনি। তবে আমার হাজব্যন্ড এর সহায়তায় টুকটাক কিছু কাজ করি মাঝে মাঝে।আসলে প্র্যাকটিস না থাকলে এসব কাজ করা কঠিন হয়ে পড়ে। যাইহোক একদম এক্সপার্টদের মত এই কাজ আমার দ্বারা হবে না। তবুও চেষ্টা করতে বাধা কে দিচ্ছে, তাই না।আমি আমার সামান্যতম চেষ্টা থেকে এই ব্যানারটা তৈরি করলাম।আশা করি আমার ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।আমি সিরিয়াল করেই কাজটা সম্পাদন করলাম।যদিও ধাপ আলাদা ভাবে দি নাই,তবে ধাপ অনুযায়ী শেয়ার করলাম।

Screenshot 2024-08-31 194717.jpg

Screenshot 2024-08-31 201207.jpg

প্রথমে ফটোশপ ওপেন করে নিলাম। এরপর একটি পেজ নিয়ে নিলাম।এর মধ্যে পেন টুল দিয়ে একটি ল্যান্ডস্কেপ এঁকে নিলাম।

Screenshot 2024-08-31 202918.jpg

Screenshot 2024-08-31 203155.jpg

এর মধ্যে একটি কালার দিয়ে দিলাম।এর পিছনে আরো একটি এঁকে নিয়ে এর মধ্যে অন্য একটি রঙ করে দিলাম। এরপর এর মধ্যে ব্যাকগ্রাউন্ডে একটি কালার দিয়ে দিলাম।

Screenshot 2024-08-31 203722.jpg

Screenshot 2024-08-31 203825.jpg

এরপর একটি চাঁদ নিয়ে নিলাম।এই চাঁদের মধ্যে একটি শেডো দিয়ে দিলাম।এরপর আমাদের প্রিয় $PUSS এর লোগো মাঝখানে বসিয়ে দিলাম।

Screenshot 2024-08-31 204049.jpg

Screenshot 2024-08-31 204315.jpg

এর আশেপাশে আরো কিছু $PUSS এর লোগো বসিয়ে দিলাম। এরপর এই লোগোকে ফুটিয়ে তোলার জন্য এর মধ্যে ড্রপ শেডো দিয়ে দিলাম।

Screenshot 2024-08-31 204520.jpg

Screenshot 2024-08-31 204652.jpg

এরপর এক এক করে সবকিছুর মধ্যেই ড্রপ শেডো দিয়ে দিলাম। এরপর নিচের দিকে আরো কিছু কালার শেডো দিয়ে দিলাম। এরপর চাঁদের পিছনে কিছু ব্লার করা ব্রাশ এর মাধ্যমে চাঁদকে আরো আকর্ষণীয় করে তুললাম।একইসাথে বিভিন্ন লোগো যুক্ত করে দিলাম।

PUSS--finall.jpg

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

মোবাইল ও পোস্টের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণকন্টেস্ট
ক্যামেরা.মডেলজে৫ প্রাইম
ফটোগ্রাফার@bristy1
লোকেশনফেনী

images (4).png

20211121_200134.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

প্রথমে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আপু প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য। Puss কয়েন নিয়ে খুবই চমৎকার একটি ব্যানার তৈরি করেছেন। আপনার তৈরি করা ব্যানার টি দেখতে ভীষণ সুন্দর হয়েছে। খুবই চমৎকার ভাবে ব্যানারটি তৈরি করে উপস্থাপন করেছেন। যা দেখে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটা মন্তব্য ভাগ করে নেয়ার জন্য। ভালো থাকবেন।

PUSS কয়েন নিয়ে খুব সুন্দর একটি ব্যানার তৈরি করেছেন। ব্যানার টা আসলেই ভালো লাগছে দেখতে। বিশেষ করে চাঁদের মধ্যে puss কে রাখার ব্যাপারটা অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটি ব্যানার তৈরি করে শেয়ার করার জন্য।

জি আপু সেটা একদম ঠিক বলেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

বাহ বেশ সুন্দর লাগছে তো। চমৎকার করেছেন পুশ কয়েনের ব‍্যানার টা। পুশ এর বেশ কয়েকটি ছবি পাশাপাশি স্টিমট ট্রন এবং সান পাম্প এর লোগো। সর্বসমেয় চমৎকার তৈরি করেছেন লোগো টা। সবমিলিয়ে দারুণ ছিল। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।

আপু প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনি $puss এর জন্য খুব সুন্দর একটি ব্যানার তৈরি করেছেন। আপনার এই ব্যানার আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনি ব্যানার কে খুব সুন্দর ভাবে সাজিয়ে তুলেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর একটি ব্যানার আমাদের সাথে শেয়ার করার জন্য।