DIY-(এসো নিজে করি) চাল দিয়ে ওয়ালমেট তৈরি। ১০% বেনিফিশিয়ারী প্রিয় @লাজুক-শিয়াল এর জন্য

in hive-129948 •  3 years ago 

আসসালামুআলাইকুম

আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুগণকে আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা জানাই। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ।

প্রতিদিনের মত আজকেও আমি আপনাদের সাথে আমার তৈরি করা হাতের কাজ শেয়ার করার জন্য।

নতুন নিপুণতা নিয়ে ক্রাফট এর কাজ করলাম আজকে৷ আজ আমি কিছুটা ভিন্নভাবে একটি ওয়ালমেট তৈরি করার চেষ্টা করলাম।

আজকের এই ওয়ালমেট তৈরি করার ক্ষেত্রে আমি কিছু নতুনত্ব আনার চেষ্টা করেছি। আশাকরি আমার আজকের তৈরি ওয়ালমেট আপনাদের সবার কাছেই ভালো লাগবে।

20211114113335.jpg

কথা আর না বাড়িয়ে আমি প্রথমেই সবগুলো উপকরণ দেখিয়ে নেবো।

  • কার্ডবোর্ড
  • চাল
  • জলরং
  • পানি
  • আঠা
  • তুলি
  • কাটার
  • সুতা

20211113203240.jpg

প্রথম ধাপ

প্রথমে আমি কার্ডবোর্ড নিলাম। এরপরে আমি কাটারের সাহায্যে কার্ডবোর্ডটিকে সুন্দর করে নিন্মের আকারে কেটে নিলাম।

20211113203357.jpg

দ্বিতীয় ধাপ

এরপরে আমি একটি বাটিতে চাল নিলাম আলাদা আলাদাভাবে চালগুলোকে রঙ করার জন্য আমি ভাগে করে চাল নিয়েছি।

চতুর্থ ধাপ

এরপরে আমি একভাগে লাল রঙ এর সাথে কিছুটা পরিমাণ পানি দিয়ে চালের সাথে মিশিয়ে রঙ করে নিলাম।

20211113215357.jpg

পঞ্চম ধাপ

এরপরে দিলাম নীল রঙ। একইভাবে নীল রঙ আর পানি চালের সাথে মিশিয়ে চালগুলোকে নীল রঙ করে নিলাম।

20211113215504.jpg

ষষ্ঠ ধাপ

এরপরে চালগুলোকে কালো রঙ করার জন্য আমি চালের মধ্যে কালো রঙ আর পানি মিশিয়ে নিলাম। এগুলো শুকিয়ে কালো রঙ হয়ে গেল।

20211113215601.jpg

সপ্তম ধাপ

এরপরে আমি কেটে রাখা কার্ডবোর্ড নিলাম। তারপরে এর মধ্যে একপাশ করে আঠা লাগিয়ে নিলাম।

IMG_20211113_175613.jpg

তারপরে আমি এক এক করে লাল আর নীল রঙের চালগুলো ধাপে ধাপে বসালাম। আমি চারকোনা কার্ডবোর্ড এ লাল আর নীল রঙের চাল দিয়ে বসিয়ে দিলাম।

20211113215654.jpg

20211113215750.jpg

একধাপ শেষ করে অন্য ধাপে আবারও এক এক করে লাল আর নীল রঙের চাল বসাতে থাকলাম।

20211113220112.jpg

20211113220250.jpg

অষ্টম ধাপ

এরপরে গোল অংশে আমি চালগুলো মিশ্রিতভাবে বসিয়ে দিব। এজন্য আমি কালো,লাল আর নীল রঙের চালগুলো একসাথে মিশিয়ে নিলাম।

20211113220409.jpg

তারপরে গোল অংশে আঠা লাগিয়ে এরমধ্যে উপর থেকে চাল ছড়িয়ে দিয়ে বসিয়ে দিলাম।

20211113220345.jpg

20211113220500.jpg

নবম ধাপ

এই ধাপে আমি একটি সুতা নিলাম৷ তারপরে এটি কার্ডবোর্ড এর পিছনের অংশে আঠা দিয়ে লাগিয়ে নিলাম।

IMG_20211113_202302.jpg

এটি তৈরি করার পর আমি কিছুক্ষণ রেখে দিলাম যাতে আঠা শুকিয়ে যায়।

IMG_20211114_092749.jpg

তারপরে এটিকে আমি দেয়ালে ঝুলিয়ে দিলাম।

IMG_20211114_102936.jpg

IMG_20211114_102908.jpg

আমার তৈরি করা ওয়ালমেট এর সাথে আমার সেল্ফি।

20211114113419.jpg

সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার আজকের এই ওয়ালমেট এর কাজটি দেখার জন্য। সবার জন্য ভালোবাসা রইল।

♥️ আল্লাহ হাফেজ ♥️

ফটোগ্রাফার@bristy1
ডিভাইসস্যামসাং গ্যালাক্সি জে৫ প্রাইম
লোকেশনhttps://maps.app.goo.gl/hip5r7Lqpsxc6tF38

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

চমৎকার একটি জিনিস বানিয়েছেন। এটা আমার কাছে সম্পূর্ণ অন্যরকম লাগছে। চাল দিয়ে কত সুন্দর একটি জিনিস বানিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে।

অসংখ্য ধন্যবাদ রইল ভাইয়া।

চাল দিয়ে যে এত সুন্দর ওয়ালমেট তৈরি করা যায় তা এখনও জানা ছিলনা। আপনার তৈরি করা ওয়ালমেট আমার কাছে খুব সুন্দর লেগেছে। প্রতিটি ধাপ সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আর কাজটি বেশ সময় সাপেক্ষ ছিল। সব মিলে আপনার পোস্টে অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে।

অনেক ধন্যবাদ ভাইয়া, খুব সুন্দর মতামত দিয়েছেন।

আপনার ওয়ালমেট টি অনেক সুন্দর হয়েছে। কয়েকদিন আগে আমিও চাল দিয়ে একটি ওয়ালমেট তৈরি করেছিলাম। আপনারটিও অনেক সুন্দর হয়েছে। ওয়ালমেট এর কালার কম্বিনেশন টা অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি জিনিস শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

অনেক ধন্যবাদ আপনাকে আপু। যথার্থ মতামত দেখে খুব ভালো লাগে

ইউনিক এর থেকেও ইউনিক আমার কাছে মনে হয়েছে।মানুষ এর সৃজনশিলতা কতো কিছু হতে পারে তা আপনার পোস্ট দেখেই বোঝা যাচ্ছে।অত্যান নিখুত ভাবে আপনি কাজ টি করেছেন।স্টেপ বাই স্টেপগুছিয়ে উপস্থাপন করেছেন।শুভ কামনা রইল।

অনেক অনেক ধন্যবাদ আপনাকে

বাহ আপু অনেক সুন্দর ওয়ালমেট তৈরি করেছেন আপনি। আমার কাছে সত্যি অনেক ভালো লেগেছে। বিশেষ করে ঝুলন্ত ওয়ালমেট আমার অনেক পছন্দের।প্রত্যেকটা ধাপ সুন্দরভাবে সাজিয়ে আমাদের সাথে শেয়ার করেছেন।ধন্যবাদ আপু আমাদের সাথে শেয়ার করার জন্য।

সুন্দর মন্তব্য করার জন্য আমি ধন্যবাদ জানাই

বাহ আপু অনেক সুন্দর একটি ওয়ালমেট আমাদের মাঝে শেষ করেছেন। আসলে চাল দিয়ে যে এত সুন্দর ওয়ালমেট তৈরি করা যায় আগে কখনো দেখিনি। চাল দিয়ে বানানো এত সুন্দর একটি ওয়ালমেট দেখে অনেক ভালো লাগলো।

অনেক ধন্যবাদ ভাইয়া

বৃষ্টি আপু চাল দিয়ে খুবই সুন্দর ওয়ালমেট বানিয়েছেন আমার কাছে খুবই ভালো লেগেছে অসাধারণ হয়েছে আপনার এই চালের ওয়ালমেট টি এবং খুবই চমৎকার কালার গুলো করেছেন আপনি ধন্যবাদ আপনাকে♥♥

অনেক ধন্যবাদ আপু, ভালো লেগেছে আপনার মতামত পেয়ে

চাল দিয়ে ওয়ালমেট তৈরি এটা অনেক ধৈর্যের ব্যাপার আপনার মধ্যে তা বিদ্যমান।আপনি চাল কার্ডবোর্ড এবং অন্যান্য জিনিস গুলা দিয়ে অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। যা আমার খুব ভালো লেগেছে। শুভকামনা রইলো আপনার জন্য।

অসংখ্য ধন্যবাদ রইল ভাইয়া

আপু আপনি চাল দিয়ে খুবই ইউনিক একটি ওয়ালমেট তৈরি করেছেন। চাল দিয়ে ওয়ালমেট তৈরি আমার কাছে মনে হয়েছে খুবই কষ্টসাধ্য বিষয় । কিন্তু আপনি খুবই নিখুঁতভাবে সেই কাজটি সম্পন্ন করেছে। যার ফলে আপনার ওয়ালমেটটি অনেক সুন্দর লাগছে দেখতে। শুভকামনা রইল আপনার জন্য।

অনেক ধন্যবাদ আপু

আপু এককথায় অসাধারণ ছিল দেখে বোঝা যাচ্ছে আপনি অনেক পরিশ্রম করে এটি তৈরি করেছেন যদিও ছবিটা দেখে অনেক কিছুই খুব সহজ মনে হয় কিন্তু বাস্তবে সেটা এতটা সহজে করা যায় না আপনার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো প্রিয় বোন।

অনেক ধন্যবাদ ভাইয়া, আপনার মতামত পেয়ে খুব খুশি হয়েছি

আপনি চাল দিয়ে অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। আপনি সৃজনশীল একটি কাজ করেছেন। আপনার সৃজনশীলতা কোন তুলনা হয় না। সাধারণত এমন কিছু কাজের চিন্তা ও আসেনা যেটি আপনি করে দেখিয়েছেন। অসম্ভব সুন্দর হয়েছে এটি। একাজ দিয়ে বোঝা যাচ্ছে আপনি সৃজনশীল অনেক কিছুই করতে পারেন। আমি আশা করি সামনের দিনগুলোতে আরো নতুন কিছু শেয়ার করবেন। আপনার ধাপগুলো খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মতামত দেয়ার জন্য

চাল দিয়ে যে এত সুন্দর ওয়ালমেট বানানো যায় তা না দেখলে কোনদিন বুঝতেই পারতাম না খুবই সুন্দর হয়েছে আপনার ওয়ালমেটটি। কত সুন্দর কালার করেছেন বোঝা যাচ্ছে না যে এগুলো চাল দিয়ে বানানো। কালার কম্বিনেশন গুলো দারুন হয়েছে। মনে হচ্ছে ছোট ছোট পাথর দিয়ে বানিয়েছেন ।আমার কাছে খুবই ভালো লেগেছে। ধন্যবাদ আপু।

অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা রইল আপুনি।

চাল দিয়ে যে এত সুন্দর একটা শিল্প তৈরি করা যায় ভাবায় যাচ্ছেনা আপনার কাজটি খুব ইউনিক হয়েছে।এবং খুব দক্ষতার সাথে আপনি কাজটি করেছেন যা দেখে আমার ভীষণ ভালো লাগছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা শিল্পকর্ম আমাদের সাথে শেয়ার করার জন্য।অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য

অনেক ধন্যবাদ রইল,আপনার মতামত এর জন্য।

চাল দিয়ে ওয়ালমেট তৈরি। সত্যিই আপুআপনি চরম দক্ষতার অধিকারী। আমরা সত্যিই এগুলো আমরা জানতে পারতাম না।।আপনারা এত সুন্দরভাবে প্রতিটি ধাপ আমাদের মাঝে বুঝিয়ে দিয়েছেন এবং এত সুন্দর সুন্দর ইউনিক প্রতিভা প্রকাশ করছেন যা সত্যি অতুলনীয় চাল দিয়ে সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন এবং কালার কম্বিনেশন আমার খুবই ভালো লেগেছে। যখন দেওয়ালে আপনি ঝুলিয়ে রাখলে আরো সুন্দরভাবে ফুটে উঠেছে

অসংখ্য ধন্যবাদ ভাইয়া, সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য

আপনি চাল দিয়ে অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। যা দেখে অনেক ভালো লাগলো। আর এইরকম পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপু।

অনেক ধন্যবাদ আপনাকে

চাল দিয়ে তৈরি ওয়ালমেট টি অসাধারণ হয়েছে ।দেখে বোঝাই যাচ্ছে না যে এটি আপনি চাল দিয়ে তৈরি করেছেন ।আমার কাছে আপনার চাল দিয়ে তৈরি করা ওয়ালমেট টি খুবই সুন্দর লেগেছে ।প্রতিটি ধাপ আপনি চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন। যা দেখে বুঝতে পারছি কিভাবে আপনি ওয়ালমেট টি তৈরি করেছেন ।ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ওয়ালমেট আমাদের সঙ্গে শেয়ার করার জন্য ।আপনার জন্য শুভকামনা রইল।

খুব সুন্দর মতামত দিয়েছেন আপু,অনেক ধন্যবাদ আপনাকে

চাউল দিয়ে আপনি অনেক সুন্দর ভাবে একটি ওয়ালমেট তৈরি করেছেন দেখে খুবই ভালো লাগলো আপনি তাতের রং লাগিয়েছেন আপনার মধ্যে অনেক সুন্দর প্রতিভা আছে দেখেই বোঝা যাচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন শুভকামনা রইল আপনার জন্য

অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য দেয়ার জন্য

চাল দিয়ে তৈরি ওয়ালমেট টি সত্যি খুব অসাধারণ হয়েছে। কালারগুলো খুব সুন্দর করে ফুটে উঠেছে। সত্যিই আপনি অসাধারণ একটি ওয়ালমেট তৈরি করেছেন যা আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনার উপস্থাপনা টাও খুব সুন্দর ছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি ওয়ালমেট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

অনেক অনেক ধন্যবাদ আপু

অসাধারণ হয়েছে আপু ওয়ালমেটটি।এটি খুবই সময়সাপেক্ষ কাজ।এছাড়া আপনি চালগুলো খুব নিখুঁতভাবে সাজিয়েছেন।আমার কাছে বেশ লেগেছে।ধন্যবাদ আপু।

অনেক ধন্যবাদ আপনাকে আপু।

আপনার আজকের কাজটি অনেক বেশি ইউনিক ছিলো। এমন ইউনিক কাজ দেখতেই সবসময় ভালো লাগে। এইভাবে চাউল দিয়ে আরো অনেক কিছুই করা সম্ভব। খুব সুন্দর হয়েছে ওয়ালমেটটি।

হ্যাঁ আপু, ইউনিক কাজগুলো করতে নিজের কাছেও খুব ভালো লাগে। অনেক ধন্যবাদ আপনাকে

আপু চাল দিয়ে ওয়ালমেট তৈরি করেছেন। আমার কাছে একদম ইউনিক লেগেছে। এক কথায় অনবদ্য। শুভেচ্ছা নিবেন।

অনেক ধন্যবাদ ভাইয়া

চাল দিয়ে ওয়ালমেট তৈরি আইডিয়া টা বেশ ভালো লেগেছে আমার কাছে। চালগুলো কালার করাতে ওয়ালমেট বেশি ফুটে উঠেছে আপু। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ওয়ালমেট আমাদের সাথে শেয়ার করার জন্য। এভাবে ভালো ভালো কাজগুলো নিয়ে এগিয়ে যান। অনেক শুভেচ্ছা রইল আপনার জন্য।

অসংখ্য ধন্যবাদ রইল আপু