আজ আমি অনেক খুশি। কারণ আজকে আমি আপনাদের সাথে খুব সুন্দর এবং নতুন একটি জিনিস নিয়ে এসেছি। এটি হলো ক্রিসমাস দিবস উপলক্ষে একটি ক্রাফট।এখানে আমি ক্রিসমাস ট্রি, স্যান্টা-ক্লজ এবং তার গিফট এর একটি দৃশ্য তুলে ধরার চেষ্টা করলাম। স্যান্টা-ক্লজ গিফট নিয়ে দাড়িয়ে আছে, আর ক্রিসমাস গাছটি খুব সুন্দর করে সাজানো হলো।
আটা
ফুড কালার
কাচি
রগ সুতা
পানি
কর্কশীট
তার
ক্যালেন্ডার
আঠা
রঙিন পুতি
তুলি
সাদা রঙ
এন্টিকাটার
গাছের পাতা(নাম অজানা)
এরপরে আমি কিছুটা পরিমাণ ডো নিয়ে নিলাম। এরমধ্যে লাল রঙের ফুড কালার দিয়ে আটা মেখে নিলাম। ভালোভাবে মেখে লাল রঙের একটি ডো তৈরি করে নিলাম।
এরপরে আমি একইভাবে কিছুটা পরিমাণ আটা নিয়ে এর মধ্যে সবুজ রঙ দিয়ে ডো তৈরি করে নিলাম।
বাকি আটাগুলো কোনো রঙ ছাড়াই রেখে দিলাম। এই এরপরে রং বিহীন আটা নিয়ে আমি প্রথমত স্যান্টাক্লজ এর শরীর তৈরি করার জন্য কিছুটা পরিমাণ আটা নিয়ে নিলাম।
এরপরে আমি সেই আটা দিয়ে প্রথমত নিচের দিকের পায়ের অংশ এবং হাতের অংশ কেটে আলাদাভাবে তৈরি করে নিলাম। এভাবে সুন্দর করে স্যান্টাক্লজ এর শরীর তৈরী করে পেল্লাম।
এরপরে আমি মাথার অংশ তৈরি করে নিয়েছি। মাথার উপরের দিকের অংশ তৈরি করে নেওয়ার পরে মাথা এবং শরীরের অংশের মাঝ বরাবর জোড়া লাগানোর জন্য একটি মোটা তার দিয়ে মাথা থেকে শরীরের দিকে গেথে দিলাম।
সান্টা-ক্লজের শরীর তৈরি করে নেওয়ার পরে আমি। সান্টা-ক্লজের জামা তৈরি করব। সান্টা-ক্লজের জামা তৈরি করার জন্য আমি প্রথমত লাল রঙের ছোট ডো নিলাম। এটিকে গোল করে চ্যাপ্টা আকারে তৈরি করে নিয়েছি।
এখন এর সাহায্যে আমি ধীরে ধীরে। সান্টা-ক্লজের জামা পরিয়ে দিলাম। প্রথমত আমি হাতার অংশ লাগলাম। তারপরে নিচের অংশে লাগিয়ে নিলাম। এভাবে আমি সুন্দর করে পোশাক পরিয়ে দিলাম।
এরপরে আমি স্যান্টা-ক্লজের মাথার উপরে টুপি তৈরি করে তার মাথার মধ্যে লাগিয়ে দিলাম।
তারপরে সবুজ রংয়ের র থেকে ছোট ছোট দুটো ডো নিয়ে আমি জুতা তৈরি করে নিয়েছি।চিকন তারের সাহায্যে সান্টা-ক্লজের পায়ে সেই জুতা লাগিয়ে দিলাম।
এরপরে আমি সাদা রঙের আটা নিয়ে গোপ-দাড়ি তৈরি করে লাগিয়ে নিলাম। আর জামার মাঝ বরাবর সাদা রঙের একটি লম্বা আটা বসিয়ে দিলাম।মাথার টুপির কিনারার অংশেও চিকন করে সাদা আটা লাগিয়ে নিলাম।
ক্যালেন্ডার থেকে ছোট কাগজ কেটে চোখ নাক তৈরি করে মুখে লাগিয়ে দিয়ে পুরোপুরি ভাবে তৈরী করে নিলাম।
এরপরে লাল রঙের সাহায্যে ছোট করে একটি থলি বানিয়ে নিলাম। স্যান্টাক্লজ এর হাতে যে থলি থাকে সেই থলি বানিয়ে তার হাতে লাগিয়ে দিলাম।
এরপরে আমি ককশিট থেকে চারকোনা করে কিছু ককশিট কেটে নিলাম। সবুজ রংয়ের কিছুটা পরিমাণ ডো নিয়ে আগের মতো পাতলা করে প্রথমত তৈরী করে নিলাম।
এরপর সে চারকোনা কর্কশিট গুলোকে সেই সবুজ রঙের আটা দিয়ে পেচিয়ে কয়েকটি গিফট বক্স তৈরি করে নিলাম।
সবুজ রঙের ২ টি, তারপরে লাল রঙের একটি এবং গোলাপী রঙের দুটি গিফট বক্স আমি তৈরি করে নিয়েছি।
এরপরে আমি ক্যালেন্ডার নিলাম। ক্যালেন্ডার নিয়ে কোনা থেকে ভাঁজ করে একটি কোন আকৃতি তৈরি করে নিয়েছি।
সমানভাবে বসিয়ে দেয়ার জন্য বাকি বাড়তি অংশ কেটে নিলাম।
এরপরে আমি সবুজ রঙের আটা থেকে কিছুটা বড় ডো নিয়ে বড় করে চ্যাপ্টা আটা তৈরি করে নিলাম। আমি দুই থেকে তিনটি পাতলা ডো তৈরি করে নিয়েছি।
এরপরে আমি সেই ক্যালেন্ডারের কোণের উপর দিয়ে সুন্দর করে পেচিয়ে কভার করে নিয়েছি।
এরপরে আমি সেই গাছের পাতাগুলো নিলাম। পাতাগুলো নিয়ে একটি চিকন তারের মধ্যে এক এক করে একটির পর একটি গেঁথে নিলাম। এক্ষেত্রে আমি একটি তারের মধ্যে একটা করে পাতা তারের মধ্যে ঘুরিয়ে পেচিয়ে আটকে নিলাম। এভাবে আমি বড় আকারের কয়েকটি পাতা একটি তারের মধ্যে একগুচ্ছ ভাবে আটকে নিলাম।
একইভাবে আমি মাঝারি আকারের কিছু পাতাকে এরকম করে জোড়া লাগিয়ে দিলাম।
সবগুলো জোড়া লাগানোর পরে আমি তৈরি করে রাখা সেই কোণাকৃতি হাতে নিলাম। এখন সেই ক্রিসমাস গাছটি তৈরি করবো। সেজন্য আমি প্রথমে বড় আকারের তারে মোড়ানো গাছের পাতাগুলো এটির উপরের দিক থেকে লাগিয়ে নিলাম।
এরপর নিচের দিকে মাঝারি আকারের পাতাগুলোকে সুন্দর করে একটির উপর আরেকটি দিয়ে তার দিয়ে দিলাম।
তারপরে আমি আরো ছোট ছোট কিছু পাতা দিয়ে উপরের দিকের গাছের অংশে লাগিয়ে নিলাম। বাকি যেগুলো খালি অংশ ছিল সেই অংশে আমি ছোট ছোট পাতা দিয়ে সাজিয়ে নিয়েছি। এখন একটি সুন্দর একটি গাছে পরিণত হল। এটি একটি ক্রিসমাস ট্রি হিসেবে সম্পূর্ণভাবে প্রস্তুত।
আমি ককশিট নিলাম, যার মধ্যে ক্রিসমাস ট্রি এবং স্যান্টা-ক্লজ বসিয়ে নেব।
আরেকটি ককশিট নিলাম, আর এগুলোকে ছোট ছোট করে একেবারে গুঁড়ো করে নিয়েছি তুষারপাত হিসেবে।
এরপরে আমি সেই বড় আকারের কর্কশিটের উপরে আঠা লাগিয়ে নিলাম এবং ছোট ছোট গুড়োগুলো উপরের দিকে ছড়িয়ে বসিয়ে দিলাম। এগুলা এখন নিচে তুষারপাতের মতন অবস্থায় রয়েছে।
এরপরে আমি বাকি কাজ করলাম। সে ক্ষেত্রে আমি প্রথমে গাছটিকে এক কোনায় বসিয়ে দিলাম। গাছের সামনে গিফট বক্স গুলো রেখে দিলাম এবং গাছের পাশে স্যান্টা-ক্লজকে দাড় করিয়ে দিলাম।
এরপরে আমি স্যান্টা-ক্লজ এর দাড়ি-গোপ আর অন্যান্য সাদা অংশে সাদা রঙ করে নিলাম। তারপর আরো কিছু ককশিট এর গুড়ো নিয়ে গাছের মধ্যে উপর থেকে ছড়িয়ে দিলাম, যাতে তুষারপাত বুঝানো হয়েছে এবং এগুলো গাছের মধ্যে আটকে আছে।
তারপরে আমি একটি রগ সুতা এবং রঙিন পুঁতিগুলো নিয়ে নিলাম। রঙিন পুতিগুলো রগ সুতার মধ্যে এক এক করে গেথে নিলাম। কিছুটা পরিমাণ ফাঁক রেখে কয়েকটি পুতি লাগিয়ে নিলাম।
এক্ষেত্রে আমি লম্বা করে একটি লতা তৈরি করে নিয়েছি। শেষ পর্যায়ে আমি গাছের নিচ থেকে উপরের অংশে লাগিয়ে দিলাম।
অর্থাৎ এই পুতিগুলোর সাহায্যে গাছের লাইটিং করা হয়েছে এরকম ভাবে আমি লাগিয়ে দিলাম। এখন এটি একটি সুন্দর ক্রিসমাস ট্রি হিসেবে সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে।
এখন আমি আরো কিছু কর্কশিটের গুড়ো দিয়ে দিলাম। এখন এটি সম্পূর্ণভাবে তৈরি ক্রিসমাস ট্রি এবং স্যান্টাক্লজ এর গিফট নিয়ে আসার একটি সুন্দর ক্রাফট তৈরি হয়ে গেল।
অবশ্যই সবাই আপনাদের মতামত জানাবেন। কারণ আমার এই কাজটি কেমন হয়েছে তা জানার জন্য অনেক আগ্রহী আমি।
সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল।
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
অনন্য নৈপুণ্য একটি কাজ যা আপনি আমাদের সাথে শেয়ার করেছেন ,,,এটি সত্যিই দুর্দান্ত ছিল যা আপনি আমাদের সাথে ভাগ করেছেন, আমি আপনার দুর্দান্ত কাজটি খুব উপভোগ করছি,ধন্যবাদ আপনাকে ভালো কিছু তুলে ধরার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ধন্যবাদ আপনাকে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া সুন্দর মতামত দেয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভীষণ সুন্দর হয়েছে আপু।দারুণ আইডিয়া আটা দিয়ে diy তৈরি।তাছাড়া ক্রিসমাস ট্রি ভীষণ সুন্দর দেখতে লাগছে।স্যান্টটা ক্লজকেও কিউট দেখতে লাগছে।ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকেও অনেক ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit