♥️আসসালামুআলাইকুম♥️
আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।
আজকে পোস্টটা একদম ভিন্ন একটি টপিক নিয়ে।টাইটেল আর ছবি দেখে নিশ্চয়ই এতক্ষণে সবাই বুঝেই গেলেন কি নিয়ে এলাম। গ্রাফিক্স এর বিষয়ে বরাবরই আমার আগ্রহ ছিল, তবে বিভিন্ন কারণে আর শেখা হয় নি। নরমালি ম্যানুয়াল আর্ট করতে খুবই ভালো লাগে।আর কম্পিউটারে করা হয় নি কখনো। তবে ছোটবেলায় মামাকে দেখতাম বিভিন্ন রকম কাজ করতো গ্রাফিক্সের। তখন বসে বসে দেখতাম আর ভাবতাম কত সুন্দর করে করে,আমিও যদি পারতাম।আর তখন মাঝে মাঝে মামা আমাকে দেখিয়ে দিতো, এটা ওটা।চেষ্টা করতাম আরকি,তবে এই চেষ্টা করার পিছনেও আরেকটা উদ্দেশ্য থাকতো।চুপচাপ বসে এসব দেখার পর গেমস খেলতে পারতাম পরে, হাহাহা।
যাইহোক সেই ছোট বেলা গেল,বর্তমানে আমার হাজব্যন্ডকে দেখেছি কাজ করতে।সে আগে থেকেই করে। আমাকে অনেকবার বলেছিল শিখে নিতে,কিন্তু বললেও তো লাভ নেই। কারণ সংসার,বাচ্চা, আবার মোবাইলে কাজ সব কিছু মিলিয়ে আর করা হয় নি।আজকের যা কিছু এখানে দেখলেন সবটাই কিন্তু তার সাহায্য নিয়েই করা। যাইহোক কথা না বাড়িয়ে কাজে ফিরে যাই।
তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে @rme দাদার আয়োজিত লোগো কন্টেস্ট।
যা দিয়ে লোগোটি তৈরি করা হলো।
- লেপটপ
- এডোবি ইলাস্ট্রেটর
কিভাবে একেছি চলুন শুরু করা যাক।
প্রথম ধাপ
প্রথমে একটি নির্দিষ্ট সাইজ নিয়ে নিলাম। এরপর একটি পেজ ওপেন হয়ে যাবে। এরপর একটি বৃত্ত এঁকে নিলাম। এই বৃত্তকে চাঁদের রুপ দিয়ে দিলাম এবং গ্রেডিয়েন্ট রঙ করে দিলাম।
দ্বিতীয় ধাপ
এরপর কয়েকটি প্রোগ্রামিং ও কম্পিউটার এর ছবি দিয়ে দিলাম৷ এরপর আমাদের প্রিয় স্টিমিট এর লোগো দিয়ে দিলাম।
তৃতীয় ধাপ
এরপর টাইপ টুল দিয়ে সবগুলো লিখা লিখে নিলাম। এর পাশাপাশি কিছু ভিন্ন ডিজাইন ও আইকন এঁকে দিলাম।
চতুর্থ ধাপ
এরপর আমার বাংলা ব্লগকে বাঁকা করে লিখে দিলাম। এর পাশাপাশি এর মধ্যে সবগুলো ডিজাইন দেখে নেওয়ার পর png ফরমেটে সেভ করে দিলাম৷
পঞ্চম ধাপ
এরপর সবকিছু দিয়ে দিলাম এবং এদিক সেদিক বিভিন্ন জায়গায় বসিয়ে দিয়ে এই লোগোটি শেষ করলাম।
সর্বশেষ আউটলুক
গ্রাফিক্স ডিজাইনে আমি বরাবরই অনেক কাঁচা,তবুও আমার হাজবেন্ডের সহযোগিতায় এই লোগোটি বানালাম। লোগোটির পুরো থিম আমার নিজের আইডিয়া থেকে।আর কিছু কিছু কাজ হাজব্যান্ড এর সহযোগিতায় করলাম। তবে এই লোগোটি শর্তহীনভাবে আমার বাংলা ব্লগের জন্য তৈরি করা।আমার বাংলা ব্লগ নিঃশর্তে এই লোগোটি ইউজ করতে পারবে।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
---|
♥️আল্লাহ হাফেজ♥️ |
---|
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
বেশ দারুন হয়েছে তো আপনার তৈরি লোগোটি, শুভ কামনা রইলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ধন্যবাদ ভাইয়া,ট্রাই করলাম আরকি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ বেশ ভালো লাগলো আপু আপনি অফিসিয়াল লোগো তৈরি করে শেয়ার করলেন। যদিও ভাইয়া আপনাকে অনেক হেল্প করেছে কিন্তু আপনার আগ্রহ ছিল বলেই করতে পেরেছেন। আমারও অনেক ইচ্ছে ছিল গ্রাফিক্স ডিজাইন এর কাজগুলো শিখবো। যদিও বেশ কয়েকটি টিউটোরিয়াল আমি শিখেছিলাম কিন্তু সংসারের চাপের কারণে আর করা বা শেখা হয়নি। কিন্তু দেখলে বেশ আগ্রহ জাগে গ্রাফিক্স ডিজাইন শিখতে আমার। আপনার তৈরি করা অফিসিয়াল লোগোটি দেখে খুবই ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বেশ দারুন হয়েছে আপনার করা লোগো ডিজাইন টা।নিজের চেষ্টায় খুব সুন্দর একটি লগো বানিয়েছেন। আপনার জন্য শুভ কামনা রইলো। ধন্যবাদ সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসাধারণ ডিজাইনের একটি লোগো তৈরি করেছেন আপু। কনটেস্ট উপলক্ষে তৈরি করার লোগোটা অনেক বেশি সুন্দর লাগছে দেখতে। গ্রাফিক্সের কাজ আমিও খুব একটা পারি না তবে বেশ আগ্রহ রয়েছে। সময়ের অভাবে শিখতেও পারছিনা। আপনার তৈরি করা লোগো টা অনেক সুন্দর লাগছে দেখতে। শুভকামনা রইল আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অফিসিয়াল লোগো তৈরী অনেক ভালো লেগেছে আমার। আপনি খুবই দক্ষতার সাথে লোগো তৈরি করলেন, আসলে ডিজাইন দেখতে অনেক ভালো লাগছে। আপনি খুবই সুন্দর ভাবে লোগো ডিজাইনটা করেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কমিউনিটির জন্য অফিসিয়াল লোগো তৈরী অসাধারণ হয়েছে, এই প্রতিযোগিতায় আপনাকে অংশগ্রহণ করা দেখতে পেয়ে খুবই ভালো লাগছে। আপনি খুবই সুন্দর ও দক্ষতার সাথে এই লোগোটি তৈরি করলেন দেখতে পেয়ে আমি মুগ্ধ হলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার বাংলা ব্লগ তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ লোগো তৈরি করেছেন সত্যি বেশ দুর্দান্ত হয়েছে আপু। আপনার লোগো ডিজাইন খুবই অসাধারণ হয়েছে। আপনার লোগো ডিজাইন দেখে খুব ভালো লাগলো। কমিউনিটির জন্য অফিসিয়াল লোগো ডিজাইন অনেক দারুন হয়েছে । সত্যিই আপনার দক্ষতার প্রশংসা করতে হয়। ধন্যবাদ আপনাকে আপু । এতো চমৎকার লোগো তৈরি করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার স্বরচিত একগুচ্ছ অনু কবিতা পড়ে আমার ভালো লেগেছে। এমন সুন্দর কবিতা আবৃত্তি করতে কার না ভালো লাগে। আমি তো অনেক পছন্দ করি ছোট ছোট কবিতা। বেশ ভালো ছিল আপনার লেখা কবিতার লাইনগুলো। অনেক খুশি হলাম আপনার কবিতা আবৃত্তি করে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু, আপনি হয়তো পোস্টটা খেয়াল করেননি।আমি লোগো কন্টেস্টের পোস্ট করেছি,অনুকবিতা নয়।আশা করি বিষয়টা একটু দেখবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যদিও সাহায্য নিয়েছেন কিন্তু তারপরও আপনার প্রশংসা করতেই হয়। আপনার ক্রিয়েটিভিট আছে কিন্তু আপু। আমার বাংলা ব্লগের লোগোটা ক্রিয়েটিভ ভাবে একটু আলাদা করে দারুণভাবে তৈরি করেছেন। চমৎকার লাগছে দেখতে। মোটামুটি বিভিন্ন বিষয় উপস্থাপন করার চেষ্টা করেছেন। ধন্যবাদ আমাদের সাথে লোগো টা শেয়ার করে নেওয়ার জন্য।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গ্রাফিক্সের কাজ করাটা আমার কাছে কিন্তু অনেকটাই কঠিন মনে হয় আপু। "আমার বাংলা ব্লগ" কমিউনিটির জন্য তৈরি করা আপনার অফিসিয়াল লোগোটা গত বছরের তুলনায় বেশ খানিকটা ভিন্ন হয়েছে। এই কাজ করার ক্ষেত্রে আপনার দক্ষতা এবং বুদ্ধিমত্তার প্রশংসা করতে হয় আপু। যাইহোক, অনেক অনেক শুভকামনা রইলো আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit