'আমার বাংলা ব্লগ ' আমার পরিচয় পর্ব

in hive-129948 •  3 years ago 

আসসালামু আলাইকুম,, কেমন আছেন সবাই?
আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার বাংলা ব্লগ এ যোগ হওয়ার জন্য আমি খুবই আগ্রহী। এর জন্য পরিচয় মূলক পোস্ট বাধ্যতামূলক। তাই এই পোস্ট এর মাধ্যমে আমি নিজের সম্পর্কে জানাবো।

B612_20211222_182022_315.jpg

আমার নাম বৃষ্টি। আমার বাড়ি টাংগাইল জেলার ধনবাড়ি উপজেলায়। আমি একজন শিক্ষার্থী।

পরিবার পরিচিতি

আমি একটি মুসলিম পরিবারের মেয়ে। আমার পরিবার এ মা বাবা বড় বোন আর আমি আছি। বড় বোন বিবাহিত তাই ওর শশুরবাড়িতেই থাকে।তাই বর্তমানে আমাদের বাড়িতে আমি আর বাবা মা এই তিনজন থাকি।আমার বাবা ছোট একটা ব্যবসা করে, তা দিয়েই আমাদের সংসার চলে। আর মা গৃহিণী।

শিক্ষাগত যোগ্যতা

আমি এইবার এইচএসসি পরীক্ষা দিয়েছি আমাদের এইখান কার কলেজ থেকে। কলেজ এর নাম হলো ধনবাড়ি সরকারি কলেজ। কলেজটি আমাদের বাসা থেকে খুবই কাছে অবস্থিত। বর্তমানে মেডিকেলে পড়ার ইচ্ছা আছে তাই তার জন্যই প্রস্তুতি নিচ্ছি। আমি এসএসসি পাস করেছি আমাদের এলাকার একটি স্কুল থেকে, স্কুলটির নাম হলো ধনবাড়ি কলেজিয়েট মডেল স্কুল। স্কুল জীবনটা অনেক আনন্দে কেটেছে। অনেক কিছু শিখেছি এবং অনেক সৃতি ও রয়েছে। কলেজ জীবনটা তেমনভাবে উপভোগ করতে পারি নি কারণ করোনার কারণে আমাদের দেড় বছর বাসায় থাকতে হয়েছে।
আমার জেএসসি রেজাল্ট ছিলো GPA-5
এসএসসির রেজাল্ট ছিলো GPA -4:33
এইচএসসি তে যেনো ভালো একটা রেজাল্ট করতে পারি তার জন্য দোয়া করবেন সবাই।

IMG20210913125607.jpg এটি আমার কলেজে থাকাকালীন একটি ছবি

আমার শখ

আমার অনেক ধরনের শখ রয়েছে। যেমন মুভি দেখা, গান শোনা, ছবি তুলা। আমি আমার ছুটির দিনে এইগুলো করেই সময় পার করি।এর মধ্যে অন্যতম হলো ছবি তুলা এটি আমার অনেক পচ্ছন্দের একটি কাজ। আমি সাধারণত প্রকৃতি আর আমার বন্ধুদের ছবি বেশি তুলি। নিচে আমার তুলা কিছু ছবি দেওয়া হলো।

IMG20211201164816_01.jpgএকটি পড়ন্ত বিকেলে

IMG20211121151545_01.jpgআমাদের গাছের গোলাপ

IMG20211018134114.jpgমেঘাচ্ছন্ন দিন
আমি আমার বাংলা ব্লগ এর সন্ধান আমার এক বড় ভাই এর কাছ থেকে পেয়েছি। আমার সেই বড় ভাইটির আইডির নাম হলো @shemul21
আশা করি সবার আমার পোস্টটি ভালো লাগবে।
ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনাকে আমার বাংলা ব্লগে স্বাগতম । আমার বাংলা ব্লগের নিয়ম মেনে এবং abb-school এর ক্লাস গুলো করে ভেরিফাইড হয়ে নিন । আমরা সবসময় আপনার পাশে আছি । আপনার জন্য শুভকামনা রইল এবং আশা করছি আপনার আমার বাংলা ব্লগের সাথে যাত্রা সুদূর প্রসারী হবে।

আপনাকে অনেক ধন্যবাদ জানাই। পাশে থাকবেন

আপনাকে স্বাগতম আপু। আপনার সামনে নতুন যাত্রা ভালোভাবে হোক এই দোয়া করি। আশা করছি আপনার আমার বাংলা ব্লগের সাথে যাত্রা ভালোভাবে নিয়ম মেনে হবে। আপনার জন্য সবসময় দোয়া।

ধন্যবাদ আপু।

আমার বাংলা ব্লগে আপনাকে স্বাগতম আপু। আশাকরি আপনি আমার বাংলা ব্লগের সকল নিয়ম কানুন মেনে কাজ করে যাবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপনার আগামীর পথচলা অনেক সুন্দর হোক।

চেষ্টা করবো ভাইয়া। ধন্যবাদ

@shemul21 আপনি কি উনার রেফারার? রেফার করে থাকলে কমেন্টে জানান আমাকে।

@brishti,
জি, আমি তাকে রেফার করেছি।

@shemul21 ভাইয়া, আমার বাংলা ব্লগ কমিউনিটি তে আপনার কোনো পোস্ট দেখলাম না। আপনি কিভাবে রেফার করলেন অথবা জানলেন এই কমিউনিটির কথা একটু বলতে হবে আমাকে।

প্রশ্ন করার জন্য ধন্যবাদ, @brishti আপু ।

আমার বাংলা ব্লগ কমিউনিটি একটা ট্রেন্ডিং কমিউনিটি। একজন বাঙালি যখন স্টিমিট ওয়েবসাইট এ প্রবেশ করে, প্রথমেই আমার বাংলা ব্লগ নামটা দেখতে পায়। আমিও এভাবেই জেনেছি। তারপর কমিউনিটির পিন পোস্টে থাকা নিয়ম কানুন দেখার পর আমার মনে হয়েছে, একজন নতুন+বাঙালি স্টিমিয়ান হলে, তার জন্য আমার বাংলা ব্লগ সবচেয়ে ভালো হবে।

আমি এখানে পোস্ট না করার কারণ আমার পরীক্ষা চলছিল। এদিকে আমি ক্রিপ্টো একাডেমির ফিক্সড টাস্ক গ্রেডিং নিয়ে ব্যস্ত, যেহেতু আমি এই দায়িত্বেও নতুন। গত এক মাসে সামারি পোস্ট ছাড়া অন্য কোন পোস্ট লেখার সময় পাইনি।

আমার বাংলা ব্লগ এ নিয়মিত পোস্ট করাটা জরুরী। পরীক্ষা এবং কাজের চাপে নিয়মিত পোস্ট করতে পারছি না। আর পরিচিত কেউ যখন স্টিমিট সম্পর্কে জানতে চায় তখন আমি আমার বাংলা ব্লগ ই সাজেস্ট করি।

আশা করি আপনাকে বুঝাতে পেরেছি। ধন্যবাদ।

আশা করছি পরিক্ষা শেষ হলে আপনিও নিয়মিত পোস্ট করবেন এই কমিউনিটি তে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া সহযোগিতার জন্য।

আপনাকে আমার বাংলা ব্লগে স্বাগতম। আপনার সম্পর্কে জেনে অনেক ভালো লাগল। আমার বাংলা ব্লগ এর নিয়মগুলো মেনে চলবেন। এবং আমার বাংলা ব্লগ এর ডিসকোর্ড সার্ভারে যুক্ত হন। আপনার জন্য শুভকামনা। আমাদের সাথেই থাকুন।।

জী আচ্ছা, ধন্যবাদ।

আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। আশা করছি আপনি আমার বাংলা ব্লগ কমিউনিটির সমস্ত নিয়মকানুন মেনে আমাদের সাথে কাজ করবেন। আর অবশ্যই ডিস্ক একটিভ থাকবেন এবং এবিবি স্কুলের নিয়মিত ক্লাস করবেন। শুভকামনা থাকলো আপনার।

আপনার জন্য শুভকামনা, ধন্যবাদ।

Loading...

@bristy123 আপু, আপনাকে 'আমার বাংলা ব্লগ' কমিউনিটি তে স্বাগতম। একজন ভেরিফাইড মেম্বার হবার জন্য অবশ্যই আপনাকে Discord এ জয়েন হতে হবে এবং @abb-school এর মাধ্যমে ক্লাস করতে হবে, সকল নিয়ম কানুন শিখে নিতে হবে। খেয়াল রাখবেন, 'discord আইডি' আর 'স্টিমিট আইডি' যেনো একই হয়।

✔️সর্বপ্রথম Discord এ জয়েন হয়ে নিন ক্লাস এটেন্ড করার জন্য। নিচের লিংকে ক্লিক করুন।

👉আমাদের Discord Link: https://discord.gg/7SyC6uWBTS

ধন্যবাদ।

জী আপু অনেক ধন্যবাদ আপনাকে। আমি সকল নিয়ম মেনে চলার চেষ্টা করবো