ডিম পটলের চচ্চড়ি।

in hive-129948 •  2 years ago 
হ্যালো বন্ধুরা

সবাইকে আমার নমস্কার,আদাব।আশাকরি আপনারা সকলেই ভালো আছেন,সুস্থ আছেন?ঈশ্বরের অশেষ কৃপায় আমিও পরিবারের সবাইকে সাথে নিয়ে ভালো আছি,সুস্থ আছি।

জনপ্রিয় সবজির মধ্যে পটল অন্যতম ও জনপ্রিয় একটি সবজি। এই পটলের রয়েছে বিভিন্ন ব্যবহার। ভর্তা, ভাজি, মাছ এবং সেই সঙ্গে বিভিন্ন সবজির সঙ্গেও রান্না করে খাওয়া হয় পটল।আজ আমি ডিম পটলের চচ্চড়ি রান্না করেছি সেই রেসিপি টি আপনাদের সাথে শেয়ার করছি।

উপকরণপরিমাণ
পটল৬-৭ টি
ডিম২ টি
পেঁয়াজ৪-৫ টি
কাঁচামরিচ৭-৮ টি
জিরাগুঁড়া১ চা চামচ
মরিচের গুঁড়া১ চা চামচ
লবণস্বাদমতো
হলুদগুঁড়াপরিমাণমতো
সয়াবিন তেলপরিমাণমতো

ধাপ-১

প্রথমে পটলের খোসা ছাড়িয়ে নিয়েছি।তারপর কুঁচিকুঁচি করে পটল গুলো কেটে ধুয়ে নিয়েছি।

ধাপ-২

এবার একটা বাটিতে দুটো ডিম ভেঙ্গে নিয়ে তার মধ্যে সামান্য পরিমাণে লবণ হলুদগুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি।

ধাপ-৩

চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে ডিমগুলো ছেড়ে দিয়েছি।

ধাপ-৪

ডিম ছেড়ে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করে একপাশ ভাজা হলে ডিম আরেকপাশে উল্টিয়ে দিয়েছি।তারপর ছোট ছোট টুকরো করে ডিম গুলো কেটে নিয়ে ভেজে তুলে নিয়েছি।

ধাপ-৫

ডিম গুলো তুলে নেওয়ার পরে কড়াইয়ে আরো কিছুটা তেল দিয়ে পেঁয়াজ কুচি কাঁচা মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি।তারপর নেড়েচেড়ে পেঁয়াজগুলো বাদামি করে ভেজে নিয়েছি।

ধাপ-৬

পেঁয়াজ ভাজা হলে কুঁচিকুঁচি করে কাটা পটল গুলো কড়াইয়ে দিয়ে দিয়েছি।তারপর পরিমাণমতো হলুদগুঁড়া স্বাদমতো লবণ দিয়ে নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি কিছুক্ষণের জন্য।

ধাপ-৭

কিছুক্ষণ পর ঢাকনা খুলে নেড়েচেড়ে পটল গুলো ভেজে নিয়েছি।তারপর তারপর জিরাগুঁড়া মরিচের গুঁড়া দিয়ে নেড়েচেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি।

ধাপ-৮

ঢাকনা খুলে কিছুক্ষণ নেড়েচেড়ে সামান্য পরিমাণে জল দিয়ে ভেজে রাখা ডিম গুলো দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যাতে পটল গুলো সিদ্ধ হয় এবং ডিমের মধ্যে লবণ মশলা যায়।

ধাপ-৯

জল শুকিয়ে পটল সিদ্ধ হলে আরো কিছুক্ষণ চুলায় রেখে মাখোমাখো হয়ে আসলে চুলার আঁচ বন্ধ করে দিয়েছি।

শেষ ধাপ

চুলা থেকে নামিয়ে একটা পাত্রে ডিম পটলের চচ্চড়ি গুলো তুলে নিয়েছি।আর এভাবেই তৈরি হয়ে গেলো মজাদার ডিম পটলের চচ্চড়ি রেসিপি টি।

আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে,সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন।

Break3.jpg
Banner User.png
Break3.jpg

আমি অতসী চাকী (বৃষ্টি) । নতুন নতুন রেসিপি বানিয়ে সবাইকে খাওয়াতে আমার ভাল লাগে। আর ভাল লাগে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে। আমি "ভাল কাজের, ভাল ফল কথাটাতে" মনে প্রাণে বিশ্বাস করি এবং মেনে চলার চেষ্টা করি।

Break3.jpg

Posted using SteemPro Mobile

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

এই রেসিপিটি সম্পর্কে আমি আগে অবগত ছিলাম না। আজকে নতুন একটা রেসিপি শিখলাম আপু। টিম পটলের চচ্চড়ি মনে হচ্ছে খেতে বেশ টেস্টি হয়েছিল। ধন্যবাদটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

আপু এটা আমি নিজের থেকে নতুন করে রান্নার চেষ্টা করেছি।খেতে খুবই ভালো হয়ছিলো তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি।ধন্যবাদ আপু।

ইউনিক রেসিপি শেয়ার করেছেন। পটল রান্না করে ও ভাজি করে খাওয়া হয়েছে। কিন্তু কখনো ডিম দিয়ে পটলের চচ্চড়ি খাওয়া হয়নি।ডিম পটলের চচ্চড়ি দেখে লোভনীয় লাগছে। দেখে বোঝা যাচ্ছে খেতে সুস্বাদু হয়েছে। এভাবে একদিন রান্না করে খেয়ে দেখব। সুস্বাদু ও মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

জ্বি আপু ডিম পটলের চচ্চড়ি রেসিপি খেতে খুবই সুস্বাদু হয়েছিলো।অবশ্যই খেয়ে দেখবেন আশাকরি আপনারও অনেক ভালো লাগবে।ধন্যবাদ।

এভাবে কখনও ডিম পটলের চচ্চরি খাওয়া হয়নি।খুব সুস্বাদু হয়েছে দেখে বোঝা যাচ্ছে। গরম গরম ভাত বা রুটি দিয়েও খেতে বেশ মজার হবে।আপনি রান্নার ধাপগুলো খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। অনেক ধন্যবাদ আপু সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

ঠিক বলেছেন আপু গরম ভাত রুটি সবকিছুর সাথেই খেতে অনেক ভালো লাগবে। আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

ডিম পটলের এই রেসিপি কখনো তৈরি করা হয়নি। ডিম আমার ভীষণ প্রিয়। আজকে আমি পটল আর ডিমের মজার একটি রেসিপি শিখে নিলাম। মনে হচ্ছে খেতে অনেক ভালো লাগবে। দারুন একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

ডিম আপনার পছন্দের খাবার তাহলে ডিম দিয়ে যেকোনো রেসিপি আপনার খেতে অনেক ভালো লাগবে।জ্বি আপু খেতে সত্যিই অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপু।

একা একা এত সুন্দর সুন্দর রেসিপি খেলে কিন্তু পেটে ব্যথা করবে। পটল আর ডিমের চচ্চড়ি করলেন কিন্তু আমাকে একবারও বললেন না, কেমন হলো না বিষয়টা। অনেক সুন্দর করে আজকের রেসিপিটি আপনি করেছেন আপু। আপনার পড়া রেসিপিটি দেখে বুঝা যাচ্ছে কতটা সাধের হয়েছে। অবশ্য একটু খেলে বলতে পারতাম।

সত্যি অনেক খারাপ হয়েছে বিষয় টা।😁এর পরের বার অবশ্যই আপনাকে জানিয়ে খাবো আপু।অনেক সুন্দর করে মন্তব্য করেছেন তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপু।

পটলের ব্যবহার বেশ আছে বলা যায় পটল অনেক মজার একটি সবজি বিভিন্ন ভাবে ভাজি ভর্তা কিংবা মাছের সাথে খাওয়া যায়। আপনি বেশ মজার করে ভিন্নভাবে পটল ও ডিমের চচ্চড়ি করলেন এভাবে খেতে দারুন লাগবে। ভাতের সাথে কিংবা অন্যান্য নাস্তা হিসেবে ও পরোটার সাথে খাওয়া যাবে। আপনার সবজি দিয়ে ভাজি ভর্তা রেসিপি গুলো অনেক ভালো লাগে আমার কাছে।

পটলের যেকোনো রেসিপি খেতে অনেক পছন্দ করি আপু।জ্বি আপু ভাত হোক বা রুটি পরোটা সবকিছুর সাথেই ডিম পটলের চচ্চড়ি খেতে অনেক অনেক ভালো লাগবে।ধন্যবাদ আপু।

পটল আমার খুব পছন্দের একটি সবজি। পটল ভাজি করে অথবা রান্না করে খেতে দারুণ লাগে। একেবারে ইউনিক একটি রেসিপি শেয়ার করেছেন আপু। এভাবে রান্না করে কখনো খাওয়া হয়নি। সাধারণত পটল বিভিন্ন মাছের সাথে রান্না করে আমাদের বাসায় খাওয়া হয়ে থাকে। রেসিপিটা দেখেই বুঝা যাচ্ছে খেতে খুব সুস্বাদু হয়েছে। এই রেসিপিটা একদিন ট্রাই করতে হবে। যাইহোক এতো মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

আসলেই পটলের তৈরি যেকোনো রেসিপি খেতে খুবই ভালো লাগে। পটল আমারও খুব পছন্দের একটি সবজি।অবশ্যই ট্রাই করে দেখবেন ভাইয়া আশাকরি অনেক ভালো লাগবে। ধন্যবাদ ভাইয়া।

আপু আপনি দারুন একটি রেসিপি তৈরি করেছেন। ডিম পটলের চচ্চড়ি রেসিপি টা দেখে রেসিপিটা খেতে কতটা সুস্বাদু হয়েছে। আপনি খুব চমৎকারভাবে ডিম পটলের চচ্চড়ি রেসিপি প্রত্যেকটা ধাপ সুন্দরভাবে আমাদেরকে দেখিয়েছেন। এত সুন্দর একটি রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

ঠিকই বলেছেন ভাইয়া দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমনি সুন্দর হয়েছে। আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাই অনেক সুন্দর একটি মন্তব্য করার জন্য।

কেন যেন আমি পটলের ব্যবহার করতেই পাই না। শুধুমাত্র ভর্তা খাওয়ার জন্যই ব্যবহার করি। অন্য কিভাবে রান্না করবো খুজেই পাই না। আজকে আপনার ডিম দিয়ে পটল রান্নার রেসিপিটি খুব ভালো লেগেছে আমার কাছে। একেবারে অন্যরকম একটি রেসিপি শেয়ার করেছেন। দেখে মনে হচ্ছে যে বেশ মজাদার হয়েছিল খেতে।

আপু পটল দিয়ে অনেক কিছু রান্না করা যায়।আর সবগুলো রেসিপি খেতে ভীষণ ভালো লাগে।আগামীতে আমি আরও পটল দিয়ে নতুন নতুন রেসিপি শেয়ার করবো।অনেক অনেক ধন্যবাদ আপু।

ডিম পটল দিয়ে চচ্চড়ি কখনো খাওয়া হয়নি তবে ডিম পটল দিয়ে ঝোল তরকারি খেয়েছি।দিদি আপনার রেসিপিটি আমার কাছে খুবই ভালো লেগেছে আশা করছি খাবারটি অনেক সুস্বাদু ছিল।ডিম পটলের চচ্চড়ি রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।