হ্যালো বন্ধুরা
সবাইকে আমার নমস্কার,আদাব।আশাকরি আপনারা সকলেই ভালো আছেন,সুস্থ আছেন?ঈশ্বরের অশেষ কৃপায় আমিও ভালো আছি।
আমি @bristychaki,আমি একজন বাংলাদেশী। আমার বাংলা ব্লগ এর আমি একজন ভেরিফাইড ও নিয়মিত ইউজার।আমি বাংলাদেশের গাইবান্ধা জেলা থেকে আপনাদের সাথে যুক্ত আছি। প্রতিদিনের মতো আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।
ভালোবাসা একটি মানবিক অনুভূতি এবং আবেগকেন্দ্রিক একটি অভিজ্ঞতা। বিশেষ কোনো মানুষের জন্য স্নেহের শক্তিশালী বহিঃপ্রকাশ হচ্ছে ভালোবাসা।আর এই ভালবাসা হচ্ছে প্রতিটা মানুষের সুক্ষ অনুভূতি আবেগ আর দায় দায়িত্ববোধ থেকে জন্ম নেয়া একটা মানবিক গুণ।ভালোবাসা কি আমি খুব একটা ভালো ব্যাখ্যা দিতে পারবো না।তার কারণ হলো আমার জীবনে ভালোবাসা আসার আগেই বিয়ের মতো একটি গুরুত্বপূর্ণ পর্ব চলে আসে।বিয়ে মানে একটি বিশাল দায়িত্ব একটি সংসার একটি নতুন পরিবার নতুন মানুষ সবকিছু আপন করা তার মাঝে নিজের কিছু ভুল ত্রুটি থাকা সবকিছু মিলিয়ে সেই ভালোবাসার অনুভূতিটা কখনো বুঝেই উঠতে পারিনি।তারমানে এই নয় যে আমি কাউকে ভালোবাসি না বা কেউ আমাকে ভালোবাসে না।হ্যাঁ আমার স্বামী আমাকে প্রচন্ড ভালোবাসে এবং আমিও তাকে ভালোবাসি।কিন্তু বিয়ের আগে যে প্রেম বা ভালোবাসা হয় সেখানে না থাকে কোনো দায় দায়িত্ব না থাকে চিন্তা ভাবনা তখন শুধু থাকে রঙিন স্বপ্ন এবং অন্যরকম ভালো লাগার মুহূর্ত সেই অনুভূতিগুলো হয়তোবা আমি কখনো বুঝে উঠতে পারিনি।সংসারের চাপ সন্তান মানুষ করার মতো বড় দায়িত্ব সবকিছু সামলাতেই হিমশিম খেয়ে যাই,তখন আর ভালবাসার অনুভূতি গুলো সেভাবে প্রকাশ করে উঠতে পারি না।
আজ দুপুর বেলা হঠাৎ করেই আমার মেসেঞ্জারে একটা মেসেজ আসলো।পরে দেখলাম আমার ভাশুরের ছেলে সৌরভ এর মেসেজ।প্রথমে আমার ভালো-মন্দ খোঁজখবর নিলো।তারপরও আমাকে জিজ্ঞেস করলো কবে বাড়িতে যাবো!আমি বললাম এখনো ঠিক হয়নি কবে যাবো তবে পূজার মধ্যে হয়তোবা যেতে পারি।তখন ও আমাকে খুবই অনুরোধ করলো ছোটমা তুমি একটু তাড়াতাড়ি বাড়িতে আসো কাকুকে সাথে নিয়ে।আমি যাকে ভালোবাসি তাকে বিয়ে করতে চাইছি কিন্তু পরিবার থেকে মেনে নিচ্ছে না।কিন্তু আমি ওকে ছাড়া বাঁচবো না।ওকে যদি বিয়ে করতে না পারি তাহলে আমি মরেই যাবো।সবকিছু বিস্তারিত শুনে ওকে কিছুটা সান্ত্বনা দিলাম।এছাড়া এই মুহূর্তে আর কিছু করার নেই।তারপর তাকে আশ্বস্ত করলাম যে পূজায় বাড়িতে গিয়ে সবাই মিলে বসে একটা সিদ্ধান্ত নেওয়া হবে তুমি চিন্তা করো না।তখন কিছুটা স্বস্তি পেলো।
অনেকেই অনেক জনকে ভালোবাসে বা ভালোবাসা সবার জীবনেই আসে। কিন্তু এই ভালোবাসার পূর্ণতা খুব কম মানুষই পেয়ে থাকে।আসলে মানুষের জীবনে হুট করেই প্রেম বা ভালোবাসা চলে আসে তখন তার বোঝার মতো ক্ষমতা থাকে না যে পরবর্তী সময়ে কি হবে বা হতে পারে!আর এজন্যই পরবর্তী সময়ে অনেক ঝামেলার সম্মুখীন হতে হয়।তখন ভালোবাসা এবং পরিবার দু'দিক সামলাতে গিয়ে নিজের জীবনটা একটা দোটানায় পড়ে যায়।কেউ হয়তোবা সকল সমস্যা অতিক্রম করে তার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারে আবার কেউ বাধ্য হয়ে এই ভালোবাসার পথ থেকে সরে আসে।
কাউকে মন থেকে ভালোবাসলে সেখান থেকে সরে আসাটা খুবই কষ্টদায়ক হয়ে যায়।সবাই এই কষ্টের ভাড় বহন করতে পারে না তখন মনে হয় পৃথিবীর সকল নিয়ম ভেঙ্গে হলেও যে যাকে ভালবাসে তাকে নিয়েই সুখে থাকতে দেওয়া উচিত।তাতে করে আর যাই হোক দুটো জীবন অন্তত সুখে শান্তিতে বসবাস করতে পারবে!আবার আমি একজন মা আমার নিজের স্থান থেকে মনে করি প্রতিটি বাবা-মা তার সন্তানের মঙ্গল কামনা করে কখনোই কোনো বাবা-মা চায় না তার সন্তান কষ্ট পাক!কিন্তু অনেক সময় পরিস্থিতির কারণে বাধ্য হয়ে সন্তানের বিরুদ্ধে যেতে হয়,কিছু করার থাকে না।আসলে ভালোবাসার যেমন ভালো দিক আছে তেমন খারাপ দিকও আছে সবকিছু বিবেচনা করে হয়তোবা মেনে নেওয়ার মতো অবস্থায় থাকে না।তাই প্রতিটি সন্তানের উচিত নিজের পরিবার এবং বাবা মায়ের অবস্থান বুঝে সবদিক বিবেচনা করে ভালোবাসার মানুষটিকে নির্বাচন করা।যাতে করে পরবর্তী সময়ে এগুলো ভেবে বাবা-মাকে সন্তানের বিরুদ্ধে যেতে না হয়।আর আমি একজন মা হিসেবে মনে করি আমার সন্তানের সাথে এমন সম্পর্ক হওয়া উচিত যাতে করে শুরু থেকেই তার মনের অবস্থাটা আমি বুঝতে পারি এবং সে যেনো তার মনের কথাগুলো আমাকে নির্দ্বিধায় বলতে পারে আর আমি তাকে ভালো-মন্দ দিকটা বোঝাতে পারি এবং সে শুরুতেই যেনো তার ভুলটা বুঝতে পারে।
যদিওবা এগুলো আমার কাল্পনিক চিন্তা ভাবনা,কারণ কখন কার জীবনে কি ঘটবে আমরা কেউ জানিনা।যা কিছু হয় হুট করেই হয়ে যায় তখন বিচার বিশ্লেষণ করার মতো সময় থাকে না। সবচেয়ে বড় কথা ঈশ্বর যার ভাগ্যে যতোটুকু সুখ বা দুর্ভোগ লিখে রেখেছেন তাকে ততটুকুই ভোগ করতে হবে এটাই হল সৃষ্টিকর্তার নিয়ম।আমরা যে যতো পরিকল্পনাই করি না কেনো কখনোই সফল হতে পারবো না,যা কিছু ঘটবে তার নির্দেশেই হবে।জন্ম মৃত্যু বিয়ে সবকিছুই তার হাতে আমাদের কারো কিছু করার নেই।
তবে মন থেকে ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করি পৃথিবীর সকল ভালবাসা পূর্ণতা পাক সবাই যেনো সুখে শান্তিতে থাকতে পারে এটাই কাম্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে দুজন দুজনকে যদি ভালবেসে তারা সুখে থাকতে পারে তাহলে তাদের ভালোবাসাকে অবশ্যই মেনে নেয়া উচিত। আপনার ওই ভাই যাকে ভালোবাসে এবং সেও আপনার ভাইকে যদি ভালোবাসে তাহলে দুজন যদি সংসার করতে চায় তাহলে আপনাদের পরিবারের সবাইকে মনে হয় যে মেনে নেওয়া উচিত। কেননা ভালোবাসার মানুষকে না পেলে হয়তোবা তারা পরবর্তীতে ভালো নাও থাকতে পারে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit