"হ্যালো বন্ধুরা"
সবাইকে আমার নমস্কার,আদাব।আশা করি আপনারা সকলেই ভাল আছেন,সুস্থ আছেন? ঈশ্বরের অশেষ কৃপায় আমিও পরিবারের সবাইকে সাথে নিয়ে ভালো আছি,সুস্থ আছি।
দেখতে দেখতে আরো একটি প্রতিযোগিতার চলে এসেছে।আমাদের ফাউন্ডার দাদা এডমিন ভাই বোন এবং মডারেটর ভাইবোনদের উদ্যোগে প্রতি মাসেই একটি করি প্রতিযোগিতার আয়োজন করে থাকেন।এরকম প্রতিযোগিতা গুলো আমাদের জন্য খুবই আনন্দের বিষয় হয়ে ওঠে।প্রতিযোগিতার সময়গুলোতে কেমন জানি একটা উৎসব উৎসব ভাব চলে আসে।সবাই যার যার স্থান থেকে ভালো কিছু করার চেষ্টা চালিয়ে যায়।একটি সপ্তাহ ধরে সবাই প্রতিক্ষার প্রহর গুনতে থাকে কখন প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হবে।তারপর নিয়ম অনুযায়ী বিচারকমণ্ডলী গণ খুবই যাচাই বাছাই করে বিচক্ষনতার সহিত তারা ফলাফল ঘোষণা করেন।কেউ বিজয়ী হন আবার কেউ বা হেরে যান কিন্তু এতে কারো মনে কোনো ক্ষোভ বা কষ্ট অনুভব হয়না তার কারণ এখানে আমরা সবাই একটি পরিবার।পরিবারের যেকোনো একজন সদস্য বিজয়ী হলে তাতেই আমরা অনেক খুশি হই।সবাই মিলে অনেক আনন্দ উপভোগ করি।
এবারের প্রতিযোগিতায় যেহেতু চিকেন নিয়ে তাই ভাবলাম সলিড চিকেন দিয়ে কিছু তৈরি করি আর তাই তৈরি করে ফেললাম স্পাইসি ক্রিসপি এন্ড জুসি লাইম পিকিং চিকেন রেসিপি টি।চলুন তাহলে রেসিপি টি জেনে নেওয়া যাক।
চিকেন | ৫০০ গ্রাম |
---|---|
গোলমরিচ গুঁড়া | ১ চা চামচ |
মরিচের গুঁড়া | দেড় চা চামচ |
লবণ | স্বাদমতো |
চিনি | স্বাদমতো |
টমেটো সস | ১ টেবিল চামচ |
চিলি সস | ১ টেবিল চামচ |
রেড ভিনেগার | ১ চা চামচ |
সয়াসস | ১ চা চামচ |
চিকেন স্টক | হাফ কাপ |
চিলি ফ্লেক্স | ১ চা চামচ |
রসুন কুঁচি | ১ টেবিল চামচ |
আদা কুঁচি | ১ চা চামচ |
লেবু পাতা | ২ টা |
লেবু | ১ টুকরা |
ডিম | ১টা |
ময়দা | পরিমাণ মতো |
বাটার | পরিমাণ মতো |
সয়াবিন তেল | পরিমাণ মতো |
ধাপ-১
প্রথমে বোনলেস চিকেন নিয়ে ভালো করে ধুয়ে পরিস্কার করে নিয়েছি।তারপর পাতলা পাতলা করে চিকেন গুলো কেটে নিয়েছি।
ধাপ-২
এবার হাড়সহ দুই টুকরো চিকেন শিল পাটায় থেঁতো করে নিয়েছি।তারপর এককাপ জল দিয়ে চুলায় সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি।অনেক সময় জ্বাল দেওয়ার পরে এক কাপ জল হাফ কাপ পরিমাণ হয়ে আসলে নামিয়ে নিয়েছি।তারপর একটি ছাঁকনির সাহায্যে চিকেন স্টক গুলো আলাদা করে নিয়েছি।
ধাপ-৩
একটা বড় বাটিতে চিকেন গুলো নিয়ে গোলমরিচের গুঁড়া স্বাদমতো লবণ,স্বাদমতো চিনি,স্বাদমতো মরিচের গুঁড়া দিয়ে ভাল করে মেখে নিয়েছি।তারপর কিছুক্ষন যেন ঢেকে রেখেছি।
ধাপ-৪
একটা একটা ডিম ভেঙ্গে নিয়ে সামান্য গোলমরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি।তারপর আগে থেকে মাখানো চিকেন গুলোর মধ্যে অর্ধেক পরিমাণে ডিম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি।আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছি।
ধাপ-৫
পরিমাণমতো ময়দা একটা পাত্রে নিয়ে তার মধ্যে সামান্য গোলমরিচের গুঁড়া স্বাদমতো লবণ মরিচের গুড়া দিয়ে ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিয়েছি।
ধাপ-৬
এবার আগে থেকে মাখানো চিকেন পিস একটি করে নিয়ে ময়দার মধ্যে হাত দিয়ে চেপে চেপে মাখিয়ে নিয়েছি।একইভাবে সবগুলো চিকেন পিস ময়দার মধ্যে মাখিয়ে নিয়েছে।
ধাপ-৭
এবার চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি।তারপর পরিমাণমতো তেল দিয়েছি।তেল গরম হয়ে আসলে,এক এক করে সবগুলো চিকেন পিসস তেলের মধ্যে ছেড়ে দিয়েছি।
ধাপ-৮
কিছুক্ষণ অপেক্ষা করার পর একপাশে ভাজা হল উল্টিয়ে দিয়েছি।ড়আবার কিছুক্ষণ পর আরেকবার উল্টিয়ে দিয়ে ভেজে তেল ঝড়িয়ে তুলে নিয়েছি।
ধাপ-৯
দশ মিনিট পর আবার আগের ভাজার তেল সহ কড়াই চুলায় বসিয়ে দিয়েছি।তেল গরম হলে ভাজা চিকেন গুলো ড়আবার তেলের মধ্যে ছেড়ে দিয়েছি।উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে চিকেন গুলো দ্বিতীয়বার ভেজে নিয়েছি।এভাবে দুইবার ভাজলে চিকেন গুলো অনেক ক্রিস্পি হয়।
ধাপ-১০
চুলায় কড়াই বসিয়ে দিয়ে পরিমাণমতো বাটার দিয়ে
নেড়েচেড়ে বাটার গুলো গলিয়ে নিয়েছি।তারপর রসুন কুঁচি আদা কুঁচি গুলোতে নেড়েচেড়ে একটু ভেজে নিয়েছি।
ধাপ-১১
এবার টমেটো সস,চিলি সস,রেড ভিনেগার,সয়াসস গুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি।
ধাপ-১২
সস দেওয়ার পর চিকেন স্টক,চিলি ফ্লেক্স,লেবু পাতা কুঁচি,সামান্য পরিমাণে লেবুর রস দিয়ে দিয়েছি।
ধাপ-১৩
এবার স্বাদমতো লবণ,স্বাদমতো চিনি,সামান্য গোলমরিচের গুঁড়া দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে সবগুলো উপকরণ মিশিয়ে নিয়েছি।তারপর ভাজা চিকেন গুলো দিয়ে দিয়েছি।
ধাপ-১৪
ভাজা চিকেন গুলো দিয়ে হালকা করে নেড়েচেড়ে উল্টিয়ে পাল্টিয়ে নিয়েছি।তারপর মাখোমাখো হয়ে আসলে চুলার আচ বন্ধ করে দিয়েছি।
শেষ ধাপ
কড়াই থেকে নামিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি।
"পরিবেশন"
সামান্য পরিমানে লেবু পাতা কুঁচি উপর থেকে ছড়িয়ে দিয়েছি।তারপর একটা পদিনা পাতা দিয়ে সাজিয়ে নিয়েছি আর এভাবেই তৈরি হয়ে গেলো মজাদার স্পাইসি ক্রিসপি এন্ড জুসি লাইম পিকিং চিকেন রেসিপি টি।
ফাইনাল লুক
এই রেসিপি টি এমনিতেই খেতে পারেন আবার চাইলে নুডলস এর সাথেও খেতে পারেন।আমরা বাঙ্গালী অল্প সল্প খাবারে মন ভরে না তাই নুডলস এর সাথে পরিবেশ করলাম যাতে করে পেট ভরে এবং সেই সাথে মনও ভরে।😁
আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো সময়ে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন এই প্রার্থনা করি।
রেসিপি ভিডিও
ধন্যবাদ সবাইকে।
অনেক লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছেন। আর এই রেসিপিটি আমার কাছে অনেক ইউনিক একটি রেসিপি। তবে আপনার রেসিপিটি দেখেই বোঝা যাচ্ছে এটা খেতে খুবই সুস্বাদু। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জ্বি আপু খেতে অনেক সুস্বাদু হয়েছিলো।সবাই অনেক মজা করে খেয়েছি।সুন্দর মন্তব্য করে সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পিকিং চিকেন রেসিপিটা খুব ইউনিক লেগেছে আমার কাছে। আপনি খুব লোভনীয় একটি রেসিপির মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। রেসিপিটা খেতে মনে হচ্ছে খুব ইয়াম্মি হয়েছে। নুডলস এর সাথে পরিবেশন করেছেন,দেখে খুব ভালো লাগলো। এতো মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। আপনাদের জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জ্বি ভাইয়া রেসিপি টি খেতে সত্যিই অনেক ইয়াম্মি হয়েছে।খালি খালি খেলে পেট ভরবে না তাই ভাবলাম সাথে একটু নুডলস হয়ে যাক তাতে করে পেট ভরবে এবং মনও ভরবে😁অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যিই আপু প্রতিযোগিতায় ফলাফল ঘোষণার সময় সবাই অধীর আগ্রহে প্রতীক্ষায় থাকে কখন ফলাফল ঘোষণা করা হবে। যাইহোক আপু আপনি এই প্রতিযোগিতার জন্য দারুন একটি রেসিপি তৈরি করেছেন। নতুন একটি রেসিপি শিখলাম। স্পাইসি ক্রিসপি এন্ড জুসি লাইম পিকিং চিকেন রেসিপি দারুন হয়েছে। 😋😋
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জ্বি আপু প্রতিযোগিতার ফলাফল শোনার জন্য অনেক আগ্রহ নিযে থাকি।সুন্দর মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনার চিকেনের রেসিপিটি সত্যি ইউনিক হয়েছে । আর কালার টি এত লোভনীয় হয়েছে যে দেখেই খেতে ইচ্ছে করছে । নিঃসন্দেহে বলা যাচ্ছে এটি খেতে খুবই ইয়াম্মি হবে । আমার কাছে তো বেশ ভালো লেগেছে ।আর আপনি ঠিকই বলেছেন যারা যারা প্রতিযোগিতাই অংশগ্রহণ করে তারা সবাই অধির আগ্রহে অপেক্ষা করতে থাকে প্রতিযোগিতার ফল শোনার জন্য । যাই হোক বেশ ভালো ছিল । ধন্যবাদ আপনাকে ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন আপু খেতে আসলেই অনেক ইয়াম্মি হয়েছে।রেসিপি টি আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম আপু।প্রতিযোগিতা মানেই টানটান উত্তেজনা সবার মধ্যে। অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাকে আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার মজাদার চিকেন রেসিপি দেখে যেন সুস্বাদু মনে হচ্ছে। এত সুন্দর ভাবে রেসিপিটি পরিবেশন করেছেন। পরিবেশন আমার খুবই ভালো লেগেছে। মজাদার চিকেন রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ওয়াও !! দিদি " স্পাইসি ক্রিসপি এন্ড জুসি লাইম পিকিং চিকেন"দারুণ সুন্দর নাম তো রেসিপিটির । রেসিপির কালার কম্বিনেশন অনেক সুন্দর হয়েছে, তা দেখেই বোঝা যাচ্ছে অনেক সুস্বাদু হয়েছে রেসিপিটি খেতে। রান্নার প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ফোটোগ্রাফি গুলোও অনেক সুন্দর হয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://twitter.com/chakiatoshi/status/1654101957139902464?t=pVZW6kmnQh-RXfmK7ZWawA&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit