সবাইকে আমার নমস্কার,আদাব।আশাকরি আপনারা সকলেই ভালো আছেন,সুস্থ আছেন?ঈশ্বরের অশেষ কৃপায় আমিও ভালো আছি।
আমি @bristychaki,আমি একজন বাংলাদেশী। আমার বাংলা ব্লগ এর আমি একজন ভেরিফাইড ও নিয়মিত ইউজার।আমি বাংলাদেশের গাইবান্ধা জেলা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।আমি প্রতিনিয়ত চেষ্টা করি পোস্টের ভিন্নতা আনার আজ তারই ধারাবাহিকতা বজায় রেখে নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি।আশাকরি আমার আজকের ব্লগ টি আপনাদের ভালো লাগবে।
বাংলাদেশের গ্রামগুলোতে প্রকৃতির অপার সৌন্দর্য এবং সহজ-সরল মানুষের জীবনযাপন এক অনন্য রূপ ধারণ করে। গ্রামের প্রতিটি কোণায় লুকিয়ে থাকে কালের স্বাক্ষী নানা গল্প। গ্রামের জীবনের প্রতিচ্ছবি ফুটিয়ে তোলার জন্য কিছু সুন্দর ফটোগ্রাফি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি।
ছায়া
আলোর খেলার মাঝেই ছায়ার সৃষ্টি হয়, আলো ছাড়া ছায়ার কোনো অস্তিত্ব নেই, তাই আলো যেখানে থাকে সেখানে ছায়াও থাকবেই।আমি হাঁটতে হাঁটতে বাগানে গিয়ে রোদে দাঁড়িয়েছিলাম হঠাৎ চোখ পড়তেই দেখি মাটিতে আমার পুরো ছায়া টা পড়েছে যা দেখতে খুবই চমৎকার লাগছিলো তাই সাথে সাথে ক্যামেরা বন্দী করে ফেললাম।
পুকুর
আমাদের বাড়িতে ছোট বড় মিলে মোটা তিনটি পুকুর।আমরা সারাবছর নিজের পুকুরের মাছ খেয়েছি কখনো বাজার থেকে মাছ কিনে খেতে হয়নি।তবে আমান বাবাকে দেখতাম মাঝে মাঝে শখের বশে বাজার থেকে মাছ কিনে আনতো।আমাদের পুকুরে সব ধরণের মাছ থাকতো এখনো আছে।বাড়িতে আসার পর পুকুর পাড়ে গিয়ে দাঁড়িয়ে হাঁসের জলকেলি এবং ওদের ঘোরাঘুরি গুলো দেখছিলাম আর খুবই উপভোগ করেছি মুহূর্ত গুলো।
ধান শুকানো
শীতের দিনে রোদের খুবই সঙ্কট তাই খোলা জমিতে কিছু জায়গা পরিস্কার করে নিয়ে।মোটা পলিথিনের উপরে ধান শুকানো হয়।ফুলমিয়া কাকা আমাদের বাড়ির সকলে কাজে নিয়োজিত থাকেন।ফুলমিয়া কাকা ধান শুকানো ধান তোলার কাজে ব্যস্ত আছেন।অনেক দিন পর এই দৃশ্য দেখে খুবই ভালো লাগলো।
ধানের বীজ
এখন ধান কাটা শুকানো ঘরে তোলার কাজ শেষ এখন আবার ধানের বীজ বপন করা হয়েছে কিছুদিন পর নতুন ধান লাগানো নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়বে।ধানের বীজ ভিজিয়ে রাখা হয় তারপর যখন ধান গুলো অঙ্কুরিত হয় তখন ভেজা মাটিতে সেই বীজ বপন করা হয়।তারপর এক থেকে দেড় মাসের মতো থাকার পর যখন ধান গুলো বড় হলে জমিতে লাগানো হয়।গ্রামের বাড়িতে সবাই হাঁসমুরগি পোষো তাই ধানের বীজ বপন করার পর চারদিকে নেট দিয়ে ঘিরে রাখা হয় যাতো করে হাঁসমুরগির হাত থেকে রক্ষা পায়।
সুপারি গাছ
সুপারি গাছ একটি বিশুদ্ধ গাছ এই গাছটির অনেক ঔষধি গুনও রয়েছে।বর্তমান সময়ে সুপারি দামেও বেশ চড়া।আমরা ছোটবেলায় দেখেছি দুই তিন টাকায় দশটা সুপারি পাওয়া যেতো অথচ এখন একটা সুপারি পাঁচ টাকা বা এর অধিক দামেও বিক্রি হয়।আমাদের বাড়িতে অনেক সুপারি গাছ আছে সেগুলো বাগান আকারে লাগনো,কিন্তু এবার এসে দেখছি পুকুর পাড় দিয়ে অনেক ছোট ছোট সুপারি গাছ লাগানো হয়েছে।
এই ছিলো আমার আজকের গ্রামের প্রকৃতির কিছু দৃশ্য।আশাকরি আপনাদের ভালো লেগেছে!সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন এই প্রত্যাশা করে এখানেই শেষ করছি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সুন্দর কিছু আলোকচিত্র উপহার দিয়েছেন আপু।
এধরনের ছবিগুলো নিঃসন্দেহে ভালো লাগার মতো।
আমিও চেষ্টা করি প্রকৃতির কাছাকাছি থাকার এবং ছবি তোলার। প্রতিটি ছবি বেশ ভালো লাগলো আপু, সেই সাথে সুন্দর বর্ননা।
অনেক ধন্যবাদ আপু চমৎকার ছবিগুলো শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রকৃতির কাছাকাছি থাকতে খুবই ভালো লাগে,মনের মধ্যে একধরনের প্রশান্তি অনুভব হয়।ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গ্রামীণ প্রকৃতির খুব সুন্দর কিছু ফটোগ্রাফি আপনি ক্যাপচার করেছেন আপু। ধান শুকানোর দৃশ্য এবং ছোট সুপারি গাছের ফটোগ্রাফি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। গ্রামীন এই প্রকৃতি গুলো সত্যিই দারুন লাগে দেখতে। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর এই ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ছোটবেলা থেকে এই ধান শুকনোর দৃশ্য দেখে বড় হয়েছি,গ্রামে আসার পর এই দৃশ্য দেখে খুবই ভালো লাগলো।ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ছায়ার কোন অস্তিত্ব নেই। তবুও ছায়া আমাদের মাঝে মিশে আছে। আপু আপনি খুবই চমৎকার ফটোগ্রাফি করেছেন। গ্রামীন দৃশ্য গুলো দেখে অনেক ভালো লাগলো। আর প্রত্যেকটা ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। অনেক ভালো লাগলো দেখে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জ্বি আপু ছায়া আমাদের অস্তিত্বে মিশে আছে।সুন্দর মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজ আপনি আমাদের মাঝে গ্রাম বাংলার কিছু দারুণ দারুণ ফটোগ্রাফি শেয়ার করেছেন। গ্রাম বাংলার ফটো আমার কাছে বরাবর খুবই প্রিয়। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গ্রাম আমারও খুব ভালো লাগে,আমার জন্ম বড় হওয়া সবকিছু গ্রামে তাই গ্রাম আমার খুবই ভালো লাগার জায়গা।ধন্যবাদ দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার জন্ম বড় হওয়া সবকিছু গ্রামে তাই গ্রাম আমার খুবই ভালো লাগে।ধন্যবাদ দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রোমোশন লিংক
বাকি কাজগুলো নেটওয়ার্ক সমস্যা জনিত কারণে করতে পারছি না,ভালো নেটওয়ার্ক এর আওতায় গেলে তখন সব কাজগুলো সঠিক নিয়মে করবো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit