সবাইকে আমার নমস্কার,আদাব।আশাকরি আপনারা সকলেই ভালো আছেন,সুস্থ আছেন?ঈশ্বরের অশেষ কৃপায় আমিও ভালো আছি।
আমি @bristychaki,আমি একজন বাংলাদেশী। আমার বাংলা ব্লগ এর আমি একজন ভেরিফাইড ও নিয়মিত ইউজার।আমি বাংলাদেশের গাইবান্ধা জেলা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ভারতীয় পতাকাকে অবমাননা করার যে ঘটনাটা ঘটেছে তা সত্যিই লজ্জাজনক একজন জাতি হিসেবে এটা কখনোই কাম্য নয়।
প্রত্যেক দেশের একটা জাতীয় পতাকা থাকে । আর সেই পতাকা সম্মান করে দেশের সবাই । দেশের স্বাধীনতার চিহ্ন বহন করে সেই দেশের পতাকায় । জাতীয় পতাকা প্রত্যেক দেশের নিজস্ব প্রতীক-স্বরূপ,
যখন আমাদের জাতীয় পতাকার দিকে তাকাই এবং এটিকে আমাদের সমস্ত অধিকার দিয়ে সুশোভিত দেখি, তখন মনে হয় যে এটি আমাদের কর্তব্যের প্রতীক ঠিক তেমনই অন্য দেশের পতাকাকেও সন্মানের চোখে দেখা উচিত এবং নিজের দেশের পতাকার মতোই সন্মানিত করা আমাদের দায়িত্ব।
বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সংক্ষেপে: বুয়েট) হচ্ছে বাংলাদেশের শীর্ষস্থানীয় কারিগরি-সম্পর্কিত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান যেখানে ভর্তি হওয়া একটা স্বপ্ন সবাই দেখে অথচ প্রথম সেখান থেকেই ভারতীয় জাতীয় পতাকা অবমাননা করা হয় আর আমি একজন বাংলাদেশী হিসেবে এটার তীব্র নিন্দা জানাচ্ছি।উচ্চশিক্ষায় শিক্ষিত হলেই যে মানুষ হওয়া যায় না তারই প্রমাণ এটি।দেশপ্রেম বোঝানোর জন্য অন্য দেশকে ছোট করা তাদের জাতীয় পতাকা পদদলিত করা কোনধরনের দেশপ্রেম এটা আমার বোধগম্য নয়।যদি কোনো বিষয়ে প্রতিপাদ করার থাকে তার জন্য অনেক উপায় আছে তাইবলে জাতীয় পতাকা পায়ের নিচে ফেলে অসম্মান জানানোটা কখনোই প্রতিবাদের ভাষা হতে পারে না।
ছোটবেলা থেকেই জেনে এসেছি যে একটি জাতীকে যদি ধ্বংস করতে চাও তাহলে প্রথমে তাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে হবে আর ঠিক সেই অবস্থায় হয়েছে আমাদের সোনার বাংলাদেশের সাম্প্রতিক ও বর্তমান সময়ে যে যে ঘটনা গুলো ঘটেছে সবকিছুর উৎপত্তি কিন্তু এই শিক্ষার্থীদের মাধ্যমেই ঘটেছে।কিছু কুচক্রী মহল কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার করে তাদের কার্য হাসিল করছে।এটা খুবই দুঃখজনক। আজ আমাদের শিক্ষা ব্যবস্থা একেবারেই ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে এর ফলাফল যে কতোটা ভয়ংকর রূপ ধারণ করবে তা বোঝার মতো ক্ষমতা হয়তো এখনো কারো হয়নি তাই এইধরণের ধ্বংসযজ্ঞে মেতে উঠেছে সবাই।
আমি একজন সাধারণ নাগরিক হিসেবে শান্তি ও সম্প্রীতি, ঐক্যবদ্ধ ও শক্তিশালীভাবে বেঁচে থাকার প্রত্যাশা করি।ভগবান সকলের সুবুদ্ধি প্রদান করুক এই প্রার্থনা করি।🙏🙏
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Promotion Link
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জানো আজ ব্লগটা খুলে দেখতে যে কি ভালো লাগছে। আমরা শান্তি চাইছি আমরা ভাতৃত্বের বন্ধন চাইছি। আমরা আসলেই মনুষ্যত্ব চাইছি। সবার প্রায় একই ধরনের কভার পিকচার এবং দাবি আমাদের কি অনায়াসেই এক ছাদের তলায় নিয়ে চলে এলো। আমরা তো বাঙালি বলো, একই দেশের একই মাটির ভূমিপুত্র। রাজনীতির কারণে বর্তমানে আলাদা দেশ আমাদের পাসপোর্ট লাগে। তবুও কি মানুষ পারে না সুহৃদ হয়ে থাকতে। মানুষ পারলেও রাজারাজড়ারা তা চায় না। তারই ফলে আমরা জ্বলছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পতাকা প্রত্যেকটা দেশের মানুষের কাছে খুবই সম্মানের। তবে কিছু কিছু মানুষ আছে যারা এই পতাকা অসম্মান করছে। এটা সত্যি অনেক খারাপ একটি কাজ। আমরা মন থেকে চাই এই সমস্যা যেন দূর হয়ে যায় এবং সবাই যেন পতাকার প্রতি সম্মান প্রদর্শন করে। দারুণ লিখেছেন আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সব সময় পতাকার মূল্য সবার আগে। জাতি দেশ এবং গোত্র সব কিছুর উপরে পতাকা। একটি দেশের পতাকা এত সহজে পাওয়া হয় নাই। অনেক কষ্টের বিনিময়ে পেয়েছে। তবে এটি ঠিক বলেছেন কিছু কিছু মানুষ শিক্ষার্থী এবং অন্যান্য মানুষ দিয়ে খারাপ কাজ করাচ্ছে। এটা খুবই দুঃখজনক ব্যাপার। তবে আমি বলব জীবনের চেয়ে ও পতাকাকে বেশি সম্মান করা দরকার সব রাষ্ট্রের মানুষ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit