হ্যালো
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সকল সদস্যগণ,কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন,সুস্থ আছেন?পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় আমিও পরিবারের সবাইকে সাথে নিয়ে ভালো আছি সুস্থ আছি।
আমি @bristychaki,আমি একজন বাংলাদেশী। আমার বাংলা ব্লগ এর আমি একজন ভেরিফাইড ও নিয়মিত ইউজার।আমি বাংলাদেশের গাইবান্ধা জেলা থেকে আপনাদের সাথে যুক্ত আছি। প্রতিদিনের মতো আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আমি প্রতিনিয়ত চেষ্টা করি পোস্টের ভিন্নতা আনার।আজ তারই ধারাবাহিকতা বজায় রেখে খুশির কিছু মুহূর্ত গুলো আপনাদের সাথে শেয়ার করছি।
পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ হলো আমাদের পরিবার এবং আমাদের আপনজন।আপন মানুষরা সব সময় আরেকজনের পাশে ছায়ার মতো থাকে,আপনজন কখনো দূরে চলে যায় না সব সময় পাশে থাকে। একে অপরের সুখের দুঃখে পাশে থাকে আপন মানুষরা।জীবনে সবচেয়ে আপন জন হলো পরিবারের মানুষরা।পরিবার ছাড়া কখনো এতো আপনজন বাহিরে কেউ হতে পারে না। একটি পরিবার মায়ার বাঁধনে জড়িয়ে রাখার জন্য পরিবারের সকল সদস্য গুরুত্বপূর্ণ।আর তেমনই গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেন আমাদের বড় কাকা বড় কাকিমা।
আমার বাবা কাকারা চার ভাই।আমার বাবা বড় তারপর আমাদের বড় কাকা তারপর দুই কাকা।বড় কাকা পেশায় একজন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন অল্প কিছু দিন হলো অবসরে আসছেন।আমরা ছোটবেলা থেকে বড় কাকা কাকিমাকে নিজের বাবা-মায়ের মতো দেখে আসছি।বাবা-মায়ের চেয়ে কাকা কাকিমাকে বেশি ভয় পেতাম।বড় কাকা এমনিতেই অনেক ঠান্ডা প্রকৃতির মানুষ তারপরও কেনোজানি তার সামনে দাঁড়িয়ে কথা বলার মতো সাহস ছিলো না।আমাদের যাকিছু আবদার বা ভালো মন্দ সবকিছুই কাকিমা দেখতেন।তাই বড় কাকার সাথে খুব একটা কথা বলার প্রয়োজন পড়েনি।
আমার মা-কাকিমা ছিলেন বোনের মতো তাদের দুজনের মধ্যে কখনো কোনো খারাপ সম্পর্ক আমরা দেখিনি।কাকিমা তো আমাদেরকে নিজের সন্তানের মতো করেই ছোট থেকে আজ অব্দি একইরকম ভাবে ভালোবেসে আসছে।তাই আমাদের সবার কাছে কাকিমার সন্মান সবার উপরে।আমরা কাকিমার সকল কথা এখনো মান্য করার চেষ্টা করি।কাকিমার ভালোবাসার কাছে আমরা সবসময়ই কৃতজ্ঞ।কাকিমার ভালোবাসার দাম আমরা কোনোভাবেই দিতে পারবো না।যে মানুষ টা নিজের চিন্তা বাদ দিয়ে সবসময়ই অন্য কে নিয়ে ভাবে অন্যের ভালো চিন্তা করে সেই মানুষটাকে সন্মান না করে থাকা যায় না।আমরা ছোটবেলা থেকে তার প্রতিটি কর্মকাণ্ড দেখে দেখে বড় হয়েছি তাই সবসময়ই তার প্রতি আলাদা একটা শ্রদ্ধা ও সন্মানের জায়গা তৈরি হয়ে গেছে আর সেটা কখনোই নষ্ট হবে না।অন্য একদিন এই মহান মানুষটির গুণের কথা গুলো আপনাদের সাথে শেয়ার করবো।
ছোটবেলায় দেখেছি কাকা কাকিমা কোনো জায়গায় ঘুরতে যায়নি।কাকা ছিলো তার কর্মজীবন নিয়ে ব্যস্ত আর কাকিমা ছিলো সংসার জীবন নিয়ে ব্যস্ত।বছর ছয়মাসে হয়তো বাড়িতে আসতো কয়েকদিন থেকেই আবার সেই ব্যস্তময় জীবনে ফিরে যেতো।এভাবেই তাদের জীবন কেটেছে।বড় কাকা অবসরে আসার পর থেকেই তারমধ্যে কেনো জানি ঘুরে বেড়ানোর একটা নেশা জেগেছে আর তারপর থেকেই দেশবিদেশ ঘুরে বেড়াচ্ছেন।কাকিমা কে সবসময়ই বলতাম আপনারা সবখানেই ঘুরে বেড়ান অথচ আমার বাসায় ঘুরতে আসেন না!কাকিমা বলতো এবার অবশ্যই যাবো এই করতে করতে অনেক গুলো সময় পার হয়ে গেছে।সেদিন কাকিমার কল করে বললো এবার আমার বাসায় ঘুরতে আসবে কথাটা শুনে খুবই ভালো লাগলো।তারপর পরশুদিন কাকা কাকিমা আমার বাসায় আসলেন।
আমি সবেমাত্র নতুন জায়গায় এসেছি তাই এখনো পুরোপুরি গুছিয়ে উঠতে পারিনি।এখানকার বাজারঘাট কিছুই আমার চেনা নয় তাই খুব একটা আয়োজন করতে পারিনি আমি যতোটুকু হাতের কাছে পেয়েছি ততোটুকুই করেছি।কাকা কাকিমা খাবার খুব একটা খায় না তারা দুজনেই খুব স্বাস্থ্য সচেতন মানুষ।বিভিন্ন জায়গায় ঘুরে কাকা একদম খাবার খেতে পারছিলো না যা রান্না করেছি তাও খেতে চাইছিলো না।একটা দিন ছিলো এইটুকু সময় খুব ভালো লেগেছে।কাকিমার সাথে সবসময়ই মনের কথা বলি এবারও তাই যতোটুকু সময় ছিলো সারাক্ষণ নিজেদের সুখ-দুঃখের গল্প করেছি।অল্প সময়ের মধ্যে একটু ঘোরাঘুরিও করেছি।অনেকদিন পর ভালোবাসার মানুষ গুলোকে কাছ পেয়ে খুবই ভালো সময় কাটিয়েছি।এই ভালোবাসার মানুষ গুলো সবসময়ই ভালো থাকুক এই প্রার্থনা করি ঈশ্বরের কাছে।
সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন এই প্রার্থনা করি।
বাংলা উইটনেস
OR
আপনার কাকা এবং কাকিমার সাথে আপনাদের এত ভালো সম্পর্ক, এটা দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে। আসলে এরকম কিছু মানুষ থাকলে অনেক বেশি ভালো লাগে। আপনার কাকা কাকিমা কে দেখেই বুঝতে পারতেছি ওনারা দুইজন আপনাদের অনেক আপনজন। অল্প সময়ের মধ্যে আপনারা অনেক ভালো সময় কাটিয়েছিলেন শুনে ভালো লাগলো। সব সময় এটাই কামনা করি, যেন আপন মানুষদের সাথে এভাবেই ভালো থাকতে পারেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এমন ফ্যামিলি বন্ডিং দেখলে সব সময়ই ভাল লাগে। এমন সিচুয়েশন এ আমিও বড় হয়েছি। তাই এমন কিছু দেখলেই ভাল লাগে। যাক সবাই মিলে সুন্দর কিছু মহুর্ত কাটিয়েছেন ও ঘোরাঘুরি করেছেন এবং সেগুলা আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনজনের সাথে ভালো সময় কাটাতে কার কাছেই না ভালো লাগে। আমি তো অনেক বেশি পছন্দ করি এই সকল বিষয়। এরকম ফ্যামিলি বন্ডিং অনেক ভালো লাগে। তবে আমার তো মনে হয় এইরকম সম্পর্ক গুলো এখন অনেক বেশি কমই দেখা যায়। আপনার বড় কাকা আর কাকিমার সাথে অনেক সুন্দর সম্পর্ক আপনাদের। সবসময় এটাই কামনা করি যেন আপনাদের এই সম্পর্কটা এরকমই থাকে। এত সুন্দর করে আপনি আজকের পোস্টটা আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখে, আমার কাছে অসম্ভব ভালো লেগেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit