চালতার আচার। shy-fox 10%

in hive-129948 •  2 years ago  (edited)

হ্যালো

আমার বাংলা ব্লগ বাসী সবাইকে আমার নমস্কার, আদাব।আশাকরি আপনারা সকলেই ভালো আছেন,সুস্থ আছেন? ঈশ্বরের অশেষ কৃপায় আমিও পরিবারের সবাইকে সাথে নিয়ে ভালো আছি সুস্থ আছি।

আজকে আমি চালতার আচার বানিয়েছি সেই রেসিপি টি আপনাদের সাথে শেয়ার করবো।
IMG_20221018_221014.jpg

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZtm3HURy4wug6Rz8y8y6urHgoeNpqLzWBZX71ZQU3cWrxUjsnCvK7pardjuDoZhfdbhtdYnzxR7KQVCCb...jJcNoSTyF6ap16wMcpHWG1B7ct3gbAnyQRBJFS4kGaYLCJma48KYAjZvNjxcLmsnWXmy6YCuW6UqhhWmjy69pk85FxCYBrtaPdBBduWScUFFxQ8XYYWKibqh3L.png

52k6mffrchQhs3Ssm9CLhkXcA8J5RhCbAhzzMtY9rBYwuoCP9HG7dxuuSpAHhdKPZakTCiaNoG7bqABm7YYGzesJwoVQoNruxzyZcJK6MC9inK8aeCSU2fwNN5da2K...o4R3vMB93xAc8vcyfdZKr2tXNzdTCxivk3RzyymVbiyZQFrpdibmNASSW1zcsvfbH6jqLkbS36x8chG9DUoMYDZMs9CPC5nMGA - 2022-10-17T155016.221.png

উপকরণপরিমাণ
চালতা৩ টা
চিনি৫০০ গ্রাম
শুকনা মরিচ১০ টা
জিরা১ টেবিল চামচ
ধনিয়া১ টেবিল চামচ
মৌরি১ টেবিল চামচ
পাঁচফোড়নদেড় চা চামচ
সরিষার তেল১০০ গ্রাম
ভিনেগার১ কাপ
লবণস্বাদমতো

photoCollageMaker_20221018_221111916.jpg

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjTRiKiq1ekVUHcddKWhjsUEZN3UbAqjshx4eFoLArzKkMU9yh6LhnkbdUMZpnMu8xB2xr9Avfdr7mX9h...Ht2YYZ58KznKnyRuz82sNnXWkdfLiXRcm51zucQpc6PpNxp3sdLpUA3zM86SpDWQazL3FHbRAqKtvy5hbi8DM4ZsXyqd8bDjKC - 2022-10-17T155027.120.png

ধাপ-১

প্রথমে চালতা গুলো কেটে ধুয়ে নিয়েছ।চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি, তারপর কেটে ধুয়ে রাখা চালতা গুলো পাতিলে দিয়ে সেদ্ধ করতে দিয়েছি। ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে জাল দিয়েছি। চালতা গুলো সিদ্ধ হলে চুলা থেকে নামিয়ে নিয়েছি।
photoCollageMaker_20221018_221147680.jpg

ধাপ-২

এবার চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি,শুকনা মরিচ গুঁড়ো কড়াইয়ে দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি।তারপর অন্যান্য মসলাগুলো কড়াই এ দিয়েছি কিছুক্ষণ নেড়েচেড়ে মসলাগুলো ভেজে নিয়েছি। তারপর একটা বাটিতে তুলে ঠান্ডা করতে দিয়েছি।
photoCollageMaker_20221018_221222465.jpg

ধাপ-৩

চুলায় আবার কড়াই বসিয়ে দিয়েছি তারপর সরিষার তেল দিয়ে দিয়েছি।তেল একটু গরম হয়ে আসলে হাফ চামচ পাঁচফোড়ন ফোড়ন দিয়েছি। তারপর সেদ্ধ করা চালতা গুলো কড়াইয়ে দিয়ে দিয়েছি।এবার স্বাদমতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি।
photoCollageMaker_20221018_221320821.jpg

ধাপ-৪

এক চিমটি হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে চালতা গুল ভেজে নিয়েছি। এবার চিনি গুলো দিয়ে দিয়েছি, তারপর ভালো করে মিশিয়ে নিয়েছি।
photoCollageMaker_20221018_221348253.jpg

ধাপ-৫

চিনি থেকে জল বেরিয়ে আসছে, অল্প আঁচে অনেকক্ষণ নেড়েচেড়ে চিনির জল গুলো শুকিয়ে নিয়েছি।
photoCollageMaker_20221018_221423234.jpg

ধাপ-৬

এবারে এক কাপ ভিনেগার নিয়ে চালতার মধ্যে দিয়ে দিয়েছি, ভাল করে মিশিয়ে নিয়েছি। আবার অল্প আছে অনেক সময় ধরে নেড়েচেড়ে শুকিয়ে নিয়েছি।
photoCollageMaker_20221018_221459586.jpg

ধাপ-৭

ভাজা মসলাগুলো ব্লেন্ডারে দিয়ে গুঁড়ো করে নিয়েছি।
photoCollageMaker_20221018_221248245.jpg

ধাপ-৮

এবার মসলার গুঁড়ো গুলো চালতার মধ্যে দিয়ে দিয়েছি, তারপর ভালো করে মিশিয়ে নিয়েছি।
photoCollageMaker_20221018_221524272.jpg

ধাপ-৯

মসলাগুলো মিশিয়ে নেওয়ার পর বেশ কিছুক্ষণ ধরে অল্প আঁচে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। আচার গুলো আঠালো ভাব হয়ে আসলে চুলার আঁচ বন্ধ করে দিয়েছি।তারপর ঠান্ডা হলে একটা পাত্রে তুলে নিয়েছি।
photoCollageMaker_20221018_221545112.jpg

ধাপ-১০

পাত্রে তুলে নেওয়ার পর পরিবেশনের জন্য প্রস্তুত চালতার আচার।

IMG_20221018_221014.jpg

এই ছিল আমার আজকের আয়োজন, আশাকরি আপনাদের সকলের ভালো লাগবে। কার কেমন লাগলো অবশ্যই মতামতের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা করি।

ধন্যবাদ।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPpnJSXfi1ygKpTfgqYSatfg7F9ecDdKpa4Sd1wdhDuLxycajhx2MY4zPnkAKPDXo1E35PHoUqHsphiPhY...EzzhhA4QRjqbeoaCZyYC9bBkeDQYvRmbJnnSJ4JUcW6c7YVyjR6ejSg8Rg4o8pw9hcTsR71eRBjjgkCWtyg1DhLFzLhaxQe8NGnM2nSFXqQHgn2coR3NpBqiuT.gif

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjVagCKakAuSTsQyj2bkd5a1qGy627tazWyRR8KvSGF5XUzUYGAJxbEm1WagpCyidt3eCtv81zeLX27xC...oir1T9XCqiGTh8bScur5DPK6L8ezK64pgqQkMoRLpnbMPpgM39QfD85m551fNjvVZABToby9FGtQTSDLritVkg3vFrE74djU36yesYz7VGsMpQkZ3P14kTotDL.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আচার মানেই অনেক সুস্বাদু অনেক মজাদার খাবার ।বিশেষ করে টক জাতীয় খাবার আমার খুবই ফেভারিট। যেটা দেখলেই জিবেই জল চলে আসাই স্বাভাবিক। চালতার আচার যেটা খেতে সবাই পছন্দ করে অনেক ভালো লাগলো আপনার তৈরি দেখে।

টক দেখলে সবারই জিভে জল চলে আসে এটা স্বাভাবিক কথা। আমিও আচার খেতে অনেক পছন্দ করি তাই মাঝে মাঝে টক জাতীয় ফল দিয়ে আচার বানাই।ধন্যবাদ ভাইয়া।

আপনার রেসিপিটি দেখতে অনেক লোভনীয় হয়েছে। আপনার রেসিপিটি দেখে জিভে জল আসেনি তা তো বলতেই পারবোনা। বরং বলতে হচ্ছে যে আপনার রেসিপিটি দেখে টেস্ট করার ইচ্ছা জেগেছে। চালতার আচার খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আপনাকে ধন্যবাদ সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

আপু খুব বেশি খেতে ইচ্ছে করলে চলে আসুন 😅চালতার আচার আমারও খুব ভালো লাগে আপু।সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

আমাদের গ্রামের খুবই প্রচলিত একটি আচার এর রেসিপি এটি। সেই ছোটো বেলার কথা মনে পরে গেলো। আম্মু যখন চালতা দিয়ে এই আচার এর রেসিপি বানাতো কতোক্ষন যে অপেক্ষা করতাম। পাঁচফোড়ন দেওয়ার পর যখন সুন্দর একটা ঘ্রান আসতো তখন যে কি ভালো লাগতো তা বলে বুঝানো যাবেনা। আপনার এই রেসিপি দেখে এখন আমার সেই চালতার আচার খাইতে খুবই মন চাচ্ছে।

হ্যাঁ আপু আমাদের এলাকায় অনেক চালতার আচার বানানো হয়। আগে আমরা স্কুলে গেলে চালতার আচার বেশি কিনে খেতাম মাঝে মাঝে বাড়িতেও বানানো হতো। আমার খুব ভালো লাগে এই আচার টা।ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

চালতার আচার আমি অনেকবার খেয়েছি কিন্তু কিভাবে তৈরি করে সেটা সম্পর্কে তেমন একটা অবগত ছিলাম না। আপনার এই পোষ্টের মাধ্যমে আমি খুবই সুন্দর ভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝতে পেরেছি। আমি নিজেই একদিন তৈরি করার ট্রাই করবো।

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য। বানিয়ে খেয়ে দেখবেন আশাকরি অনেক ভালো লাগবে।

আপনি অনেক লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছেন। দেখে জিভে জল চলে আসলো।আসলে আচার আমার ভীষন পছন্দ।তারমধ্যে চালতার আচার অন্যতম।আপনার রেসিপির কালারটা চমৎকার হয়েছে।পাঁচফোড়ন দেওয়াতে স্বাদটা একটু বেশী হবে মনে হয়।অসংখ্য ধন্যবাদ আপু,এত লোভনীয় একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য। চালতার আচার আমারও খুব ভালো লাগে খেতে। পাঁচফোড়ন হলো আচারের প্রধান মসলা।পাঁচফোড়ন দিলে সত্যিই অনেক সুঘ্রাণ পাওয়া যায়।

আপু এত রাতে তো চালতার আচার দেখে মাথাটা নষ্ট হয়ে গেল।খেতে মন চায় কি করি বলেন তো চালতার আচার তো আমার নাই।আপনি খুব দক্ষতার সাথে চালতার আচারের রেসিপি আমাদের সাথে শেয়ার করেছেন।আচার বানাতে গিয়ে আমার একটা জিনিস খুবই বিরক্ত লাগে সেটা হচ্ছে চিনি থেকে পানি বের হয়, অনেক সময় নষ্ট করে দেয় তাই।আবার ভিনেগার দিলে আরো অনেকক্ষণ অপেক্ষা করতে হয় শুকিয়ে আসার জন্য।আচারের কালার টা বেশ লোভনীয় দেখাচ্ছে।ধন্যবাদ আপনাকে অনেক কষ্ট করে চালতার আচারের রেসিপি শেয়ার করার জন্য।

আপু খেতে চাইলে তাড়াতাড়ি চলে আসুন 😅 একদম ঠিক বলেছেন আপু চিনি দেওয়ার পর সেইরকম জল বেড়িয়ে আসে শুকাতে অনেক বেশি সময় লাগে নাড়তে নাড়তে হাত ব্যথা হয়ে যায়। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

জানেন তো বড়দি আমার মা কে কখনো চালতার আচার বানাতে দেখিনি। আমিও কখনো খেয়েছি বলে মনে পরছে না। তবে চালতার আচারের গল্প শুনেছি বেশ। আচারের ফাইনাল লুকটা দেখে মনে হচ্ছে দারুন টেস্টি হয়েছে। আর সত্যি বলতে আচার বানানোটা দেখতে যত সহজ মনে হয় আমার মনে হয় না কাজটা করতে নিলে অতটাও সহজ হবে। কোন একদিন গেলে বড়দির হাতের এই আচার অবশ্যই খেয়ে আসব।

ঠিকই বলেছেন ছোড়দা আচার বানানো টা দেখতে সহজ মনে হলেও কিন্তু এতটাও সহজ নয়, নাড়তে নাড়তে হাতে ব্যথা হয়ে যায়। চালতা কাটা খুবই কঠিন একটা কাজ বলে আমার কাছে মনে হয় তাই হয়তোবা মাসিমা কখনো বানায়নি,তাতে কি হয়েছে বড়দি তো বানিয়েছে, একদিন বড়দির বাসায় আসলেই খাওয়া হয়ে যাবে তাই নয় কি 🙂 ধন্যবাদ ছোড়দা।

আচার খেতে আমার কাছে অনেক ভালো লাগে।আপনি খুব সুন্দর করে চালতার আচার রেসিপি তৈরি করেছেন। আপনার আচার দেখে জিভে জল চলে আসলো। আচার তৈরির পদ্ধতি খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। ঘরের তৈরী এভাবে আচার খেতে অনেক ভালো লাগে। ধন্যবাদ জিভে জল চলে আসা রেসিপি শেয়ার করার জন্য । আপনার জন্য শুভকামনা রইল।

জ্বি আপু যেকোনো জিনিস ঘরে তৈরি করা হলে খেতে অনেক বেশি ভালো লাগে। সুন্দর মন্তব্য করারা জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপু।

দুনিয়াতে যত আচার আছে, তার মধ্যে চালতার আচার আমার সবচেয়ে প্রিয়। মার্কেটে গেলেই আমি কিনে আনি।আজ এই রেসিপি দেখে আবার খেতে মন চাইছে। আজ গিয়ে নিয়ে আসব ভাবছি।😛

আপু আপনি অনেক সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। আর তা হলো চালতার রেসিপি। আমি যখন ঢাকায় ছিলাম তখন মাঝে মধ্যে চালতার আচার আমি খেতাম। খেতে অনেক দারুন লাগতো।রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

যেকোনো আচারে পাঁচফোড়ন দিলে আচারের স্বাদ দ্বিগুণ হয়। চালতার আচার আমার পছন্দের একটি আচার। কালকেও ছোট ভাই কিনে এনেছিল খেয়েছিলাম। আপনার রেসিপি দেখতে বেশ লোভনীয় লাগছে। নিশ্চয়ই খেতেও মজা হয়েছে। ধন্যবাদ এইরকম একটি রেসিপি শেয়ার করার জন্য।

আচ্ছা, চালতা নামটা পূর্ব থেকেই জানি কিন্তু আসলে এটা দেখতে কেমন সেটা আমার জানা নেই। যদি পরিপূর্ণ অংশটা দেখতে পারতাম তাহলে ভালো হতো। রেসিপির ধরনটা তো বেশ অসাধারণ ছিল, বড়ই লোভনীয়। এত সুন্দর ভাবে উপস্থাপন করেছেন যা দেখে লোভ সামলানো বড়ই কঠিন।