হ্যালো
আমার বাংলা ব্লগ বাসী সবাইকে আমার নমস্কার, আদাব।আশাকরি আপনারা সকলেই ভালো আছেন,সুস্থ আছেন? ঈশ্বরের অশেষ কৃপায় আমিও পরিবারের সবাইকে সাথে নিয়ে ভালো আছি সুস্থ আছি।
আজকে আমি চালতার আচার বানিয়েছি সেই রেসিপি টি আপনাদের সাথে শেয়ার করবো।
উপকরণ | পরিমাণ |
---|---|
চালতা | ৩ টা |
চিনি | ৫০০ গ্রাম |
শুকনা মরিচ | ১০ টা |
জিরা | ১ টেবিল চামচ |
ধনিয়া | ১ টেবিল চামচ |
মৌরি | ১ টেবিল চামচ |
পাঁচফোড়ন | দেড় চা চামচ |
সরিষার তেল | ১০০ গ্রাম |
ভিনেগার | ১ কাপ |
লবণ | স্বাদমতো |
ধাপ-১
প্রথমে চালতা গুলো কেটে ধুয়ে নিয়েছ।চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি, তারপর কেটে ধুয়ে রাখা চালতা গুলো পাতিলে দিয়ে সেদ্ধ করতে দিয়েছি। ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে জাল দিয়েছি। চালতা গুলো সিদ্ধ হলে চুলা থেকে নামিয়ে নিয়েছি।
ধাপ-২
এবার চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি,শুকনা মরিচ গুঁড়ো কড়াইয়ে দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি।তারপর অন্যান্য মসলাগুলো কড়াই এ দিয়েছি কিছুক্ষণ নেড়েচেড়ে মসলাগুলো ভেজে নিয়েছি। তারপর একটা বাটিতে তুলে ঠান্ডা করতে দিয়েছি।
ধাপ-৩
চুলায় আবার কড়াই বসিয়ে দিয়েছি তারপর সরিষার তেল দিয়ে দিয়েছি।তেল একটু গরম হয়ে আসলে হাফ চামচ পাঁচফোড়ন ফোড়ন দিয়েছি। তারপর সেদ্ধ করা চালতা গুলো কড়াইয়ে দিয়ে দিয়েছি।এবার স্বাদমতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি।
ধাপ-৪
এক চিমটি হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে চালতা গুল ভেজে নিয়েছি। এবার চিনি গুলো দিয়ে দিয়েছি, তারপর ভালো করে মিশিয়ে নিয়েছি।
ধাপ-৫
চিনি থেকে জল বেরিয়ে আসছে, অল্প আঁচে অনেকক্ষণ নেড়েচেড়ে চিনির জল গুলো শুকিয়ে নিয়েছি।
ধাপ-৬
এবারে এক কাপ ভিনেগার নিয়ে চালতার মধ্যে দিয়ে দিয়েছি, ভাল করে মিশিয়ে নিয়েছি। আবার অল্প আছে অনেক সময় ধরে নেড়েচেড়ে শুকিয়ে নিয়েছি।
ধাপ-৭
ভাজা মসলাগুলো ব্লেন্ডারে দিয়ে গুঁড়ো করে নিয়েছি।
ধাপ-৮
এবার মসলার গুঁড়ো গুলো চালতার মধ্যে দিয়ে দিয়েছি, তারপর ভালো করে মিশিয়ে নিয়েছি।
ধাপ-৯
মসলাগুলো মিশিয়ে নেওয়ার পর বেশ কিছুক্ষণ ধরে অল্প আঁচে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। আচার গুলো আঠালো ভাব হয়ে আসলে চুলার আঁচ বন্ধ করে দিয়েছি।তারপর ঠান্ডা হলে একটা পাত্রে তুলে নিয়েছি।
ধাপ-১০
পাত্রে তুলে নেওয়ার পর পরিবেশনের জন্য প্রস্তুত চালতার আচার।
এই ছিল আমার আজকের আয়োজন, আশাকরি আপনাদের সকলের ভালো লাগবে। কার কেমন লাগলো অবশ্যই মতামতের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা করি।
আচার মানেই অনেক সুস্বাদু অনেক মজাদার খাবার ।বিশেষ করে টক জাতীয় খাবার আমার খুবই ফেভারিট। যেটা দেখলেই জিবেই জল চলে আসাই স্বাভাবিক। চালতার আচার যেটা খেতে সবাই পছন্দ করে অনেক ভালো লাগলো আপনার তৈরি দেখে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
টক দেখলে সবারই জিভে জল চলে আসে এটা স্বাভাবিক কথা। আমিও আচার খেতে অনেক পছন্দ করি তাই মাঝে মাঝে টক জাতীয় ফল দিয়ে আচার বানাই।ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার রেসিপিটি দেখতে অনেক লোভনীয় হয়েছে। আপনার রেসিপিটি দেখে জিভে জল আসেনি তা তো বলতেই পারবোনা। বরং বলতে হচ্ছে যে আপনার রেসিপিটি দেখে টেস্ট করার ইচ্ছা জেগেছে। চালতার আচার খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আপনাকে ধন্যবাদ সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু খুব বেশি খেতে ইচ্ছে করলে চলে আসুন 😅চালতার আচার আমারও খুব ভালো লাগে আপু।সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমাদের গ্রামের খুবই প্রচলিত একটি আচার এর রেসিপি এটি। সেই ছোটো বেলার কথা মনে পরে গেলো। আম্মু যখন চালতা দিয়ে এই আচার এর রেসিপি বানাতো কতোক্ষন যে অপেক্ষা করতাম। পাঁচফোড়ন দেওয়ার পর যখন সুন্দর একটা ঘ্রান আসতো তখন যে কি ভালো লাগতো তা বলে বুঝানো যাবেনা। আপনার এই রেসিপি দেখে এখন আমার সেই চালতার আচার খাইতে খুবই মন চাচ্ছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ আপু আমাদের এলাকায় অনেক চালতার আচার বানানো হয়। আগে আমরা স্কুলে গেলে চালতার আচার বেশি কিনে খেতাম মাঝে মাঝে বাড়িতেও বানানো হতো। আমার খুব ভালো লাগে এই আচার টা।ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চালতার আচার আমি অনেকবার খেয়েছি কিন্তু কিভাবে তৈরি করে সেটা সম্পর্কে তেমন একটা অবগত ছিলাম না। আপনার এই পোষ্টের মাধ্যমে আমি খুবই সুন্দর ভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝতে পেরেছি। আমি নিজেই একদিন তৈরি করার ট্রাই করবো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য। বানিয়ে খেয়ে দেখবেন আশাকরি অনেক ভালো লাগবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য। চালতার আচার আমারও খুব ভালো লাগে খেতে। পাঁচফোড়ন হলো আচারের প্রধান মসলা।পাঁচফোড়ন দিলে সত্যিই অনেক সুঘ্রাণ পাওয়া যায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু এত রাতে তো চালতার আচার দেখে মাথাটা নষ্ট হয়ে গেল।খেতে মন চায় কি করি বলেন তো চালতার আচার তো আমার নাই।আপনি খুব দক্ষতার সাথে চালতার আচারের রেসিপি আমাদের সাথে শেয়ার করেছেন।আচার বানাতে গিয়ে আমার একটা জিনিস খুবই বিরক্ত লাগে সেটা হচ্ছে চিনি থেকে পানি বের হয়, অনেক সময় নষ্ট করে দেয় তাই।আবার ভিনেগার দিলে আরো অনেকক্ষণ অপেক্ষা করতে হয় শুকিয়ে আসার জন্য।আচারের কালার টা বেশ লোভনীয় দেখাচ্ছে।ধন্যবাদ আপনাকে অনেক কষ্ট করে চালতার আচারের রেসিপি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু খেতে চাইলে তাড়াতাড়ি চলে আসুন 😅 একদম ঠিক বলেছেন আপু চিনি দেওয়ার পর সেইরকম জল বেড়িয়ে আসে শুকাতে অনেক বেশি সময় লাগে নাড়তে নাড়তে হাত ব্যথা হয়ে যায়। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জানেন তো বড়দি আমার মা কে কখনো চালতার আচার বানাতে দেখিনি। আমিও কখনো খেয়েছি বলে মনে পরছে না। তবে চালতার আচারের গল্প শুনেছি বেশ। আচারের ফাইনাল লুকটা দেখে মনে হচ্ছে দারুন টেস্টি হয়েছে। আর সত্যি বলতে আচার বানানোটা দেখতে যত সহজ মনে হয় আমার মনে হয় না কাজটা করতে নিলে অতটাও সহজ হবে। কোন একদিন গেলে বড়দির হাতের এই আচার অবশ্যই খেয়ে আসব।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিকই বলেছেন ছোড়দা আচার বানানো টা দেখতে সহজ মনে হলেও কিন্তু এতটাও সহজ নয়, নাড়তে নাড়তে হাতে ব্যথা হয়ে যায়। চালতা কাটা খুবই কঠিন একটা কাজ বলে আমার কাছে মনে হয় তাই হয়তোবা মাসিমা কখনো বানায়নি,তাতে কি হয়েছে বড়দি তো বানিয়েছে, একদিন বড়দির বাসায় আসলেই খাওয়া হয়ে যাবে তাই নয় কি 🙂 ধন্যবাদ ছোড়দা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আচার খেতে আমার কাছে অনেক ভালো লাগে।আপনি খুব সুন্দর করে চালতার আচার রেসিপি তৈরি করেছেন। আপনার আচার দেখে জিভে জল চলে আসলো। আচার তৈরির পদ্ধতি খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। ঘরের তৈরী এভাবে আচার খেতে অনেক ভালো লাগে। ধন্যবাদ জিভে জল চলে আসা রেসিপি শেয়ার করার জন্য । আপনার জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জ্বি আপু যেকোনো জিনিস ঘরে তৈরি করা হলে খেতে অনেক বেশি ভালো লাগে। সুন্দর মন্তব্য করারা জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দুনিয়াতে যত আচার আছে, তার মধ্যে চালতার আচার আমার সবচেয়ে প্রিয়। মার্কেটে গেলেই আমি কিনে আনি।আজ এই রেসিপি দেখে আবার খেতে মন চাইছে। আজ গিয়ে নিয়ে আসব ভাবছি।😛
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যেকোনো আচারে পাঁচফোড়ন দিলে আচারের স্বাদ দ্বিগুণ হয়। চালতার আচার আমার পছন্দের একটি আচার। কালকেও ছোট ভাই কিনে এনেছিল খেয়েছিলাম। আপনার রেসিপি দেখতে বেশ লোভনীয় লাগছে। নিশ্চয়ই খেতেও মজা হয়েছে। ধন্যবাদ এইরকম একটি রেসিপি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আচ্ছা, চালতা নামটা পূর্ব থেকেই জানি কিন্তু আসলে এটা দেখতে কেমন সেটা আমার জানা নেই। যদি পরিপূর্ণ অংশটা দেখতে পারতাম তাহলে ভালো হতো। রেসিপির ধরনটা তো বেশ অসাধারণ ছিল, বড়ই লোভনীয়। এত সুন্দর ভাবে উপস্থাপন করেছেন যা দেখে লোভ সামলানো বড়ই কঠিন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit