মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সকল সদস্যগণ,কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন,সুস্থ আছেন?পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় আমিও পরিবারের সবাইকে সাথে নিয়ে ভালো আছি সুস্থ আছি।
আমি @bristychaki,আমি একজন বাংলাদেশী। আমার বাংলা ব্লগ এর আমি একজন ভেরিফাইড ও নিয়মিত ইউজার।আমি বাংলাদেশের গাইবান্ধা জেলা থেকে আপনাদের সাথে যুক্ত আছি। প্রতিদিনের মতো আমি আজও নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আমি প্রতিনিয়ত চেষ্টা করি পোস্টের ভিন্নতা আনার।তারই ধারাবাহিকতা বজায় রেখে আজ নতুন একটি কবিতা আবৃত্তি পোস্ট আপনাদের সাথে শেয়ার করছি।আশাকরি আমার আজকের কবিতা আবৃত্তি টি আপনাদের ভালো লাগবে!
কবি পরিচিতি
নামঃ সবুজ আহম্মদ মুরসালিন।স্নাতকোত্তর, টুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সবুজ আহম্মদ মুরসালিন মূলত অসংখ্য মানুষের অব্যক্ত কথা, অনুভূতি, অনুভব, সুখ কিংবা দুঃখ, জীবন ও জাগতিক বাস্তবতা শব্দের মাধ্যমে প্রকাশ করতে ভালোবাসে। ‘কাঠগোলাপ আমার প্রেমিকা’ ও ‘বিষাদের আয়ু তিনপ্রহর’ তার কাব্যগ্রন্থ। ‘ডিসেম্বরের শহর’ ও ‘জোছনা বিভ্রম’ নামে দুইটি উপন্যাস আসার কথা রয়েছে। তাঁর জন্ম ১৯৯৮ সালের ৫ নভেম্বর, বাগেরহাট জেলায়, দলুয়াগুনি গ্রামে৷
কবিতা
মানুষ আমাকে প্রায় সময় জিজ্ঞেস করে
কোন দুঃখ টা আমাকে সবচে'বেশি পোড়ায়?
আমি তাদের বলি কোনো দুঃখ আসলে দুঃখ না!!
আজ যেটা দুঃখ কাল সেটা অতীত বা নস্টালজিক
জীবন জুড়ে অসংখ্য দুঃখ, হতাশা ও ব্যর্থতা রয়েছে
সেই ছেলেবেলা থেকে আজ পর্যন্ত কোনো দুঃখ
আমাকে দীর্ঘদিন দুঃখ দিতে পারেনি,পোড়াতে পারেনি।
কিন্তু ইদানিং একটা দুঃখ আমাকে পোড়ায়
ভীষণ ভীষণ রকম ভাবে পোড়ায়
তীব্র একটা কম্পন শরীর জুড়ে বয়ে যায়
গলা ভারী হয়ে ওঠে,নিঃশ্বাস গাঢ় হয়
হাসফাস লাগে,চোখ ক্রমশ ভিজে ওঠে
আমার পুরো পৃথিবী ঝাপসা হয়ে ওঠে,
যখন ভাবি-আমাদের আর দেখা হবে না।
পৃথিবীর হাজারো মানুষ তোমাকে দেখবে
কিন্তু -আমি আর কখনো দেখতে পাবো না!
আমাদের দেখা হবে না............😥
ভিডিও লিংক
কবিতা আবৃত্তি করার মতো আমার তেমন কোনো দক্ষতা নেই,শুধুমাত্র শখের বশে কিছুদিন ধরে কবিতা আবৃতি শুরু করেছি।দিন দিন কবিতার প্রতি আমার একটা বেশ ভালো লাগা তৈরি হচ্ছে আর তাই আমি নিজের মতো করে একটু একটু কবিতা আবৃত্তি করার চেষ্টা করছি।আমি কখনোই নির্ভুল ভাবে কবিতা আবৃত্তি করতে পারবো কিনা জানিনা তবে চেষ্টা করছি এটাই আমার কাছে বেশ ভালো লাগছে।আর সেই ভালোলাগা থেকেই আজ আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা।জানিনা আপনাদের কেমন লাগবে!তবে আবৃত্তি করার পর আমার নিজের কাছে একটা ভালো লাগার আত্মতৃপ্তি অনুভব হচ্ছে।আমি মনে করি এই ভালো লাগাটুকুই আমার জন্য পরম পাওয়া।আপনাদের কার কেমন লাগলো অবশ্যই মতামতের মাধ্যমে জানাবেন এবং আমার ভুল ত্রুটি গুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।যদি কারো কোনো পরামর্শ থাকে অবশ্যই আমাকে মতামতের মাধ্যমে প্রদান করবেন,তাহলে আমি হয়তোবা নিজের ভুল ত্রুটি গুলো শুধরে নেওয়ার চেষ্টা করতে পারবো!
🙏ধন্যবাদ🙏
সবাই ভালো থাকবেন,সুস্থথাকবেন এই প্রত্যাশা করে আজ এখানেই শেষ করছি।
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
টুইটার প্রোমোশন
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুব সুন্দর হয়েছে তোমার আবৃত্তি বৃষ্টি। একটাই সাজেশন দেবো ব্যাকগ্রাউন্ডের যে মিউজিক টা রয়েছে সেটার ভলিউমটা আর একটু কমিয়ে দেবে। তাহলে তোমার ভয়েসটা আরো ভালো লাগবে। ব্যাকগ্রাউন্ড মিউজিকের বেশি ভলিউমের কারণে তোমার ভয়েসটা একটুখানি চেপে গেছে। অসাধারণ কবিতা আবৃত্তি করেছ। আর ভয়েস মডিউলেশন তো খুবই ভালো। আবারো শোনার অপেক্ষায় রইলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অবশ্যই তোমার পরামর্শ যথাযথ ভাবে মেনে পরবর্তী সময়ে সবকিছু ঠিকঠাক মতো করার চেষ্টা করবো।আমি সবেমাত্র চেষ্টা করছি বন্ধু আশীর্বাদ করিও যাতে আগামীতে আরও ভালো করতে পারি।এখন থেকে নিয়মিত করার চেষ্টা করবো।অনেক অনেক ধন্যবাদ বন্ধু তোমার গুরুত্বপূর্ণ মতামত ও সুন্দর মন্তব্য করার জন্য।❤️❤️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit