শুভ ভাই এর জন্মদিনের কিছু মুহুর্ত।🎂🎂🥰

in hive-129948 •  last year 

হ্যালো বন্ধুরা

সবাইকে আমার নমস্কার,আদাব।আশাকরি আপনারা সকলেই ভালো আছেন,সুস্থ আছেন?ঈশ্বরের অশেষ কৃপায় আমিও ভালো আছি।

আমি @bristychaki,আমি একজন বাংলাদেশী। আমার বাংলা ব্লগ এর আমি একজন ভেরিফাইড ও নিয়মিত ইউজার।আমি বাংলাদেশর গাইবান্ধা জেলা থেকে আপনাদের সাথে যুক্ত আছি। প্রতিদিনের মতো আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আমি প্রতিনিয়ত চেষ্টা করি পোস্টের ভিন্নতা আনার।আজ তারই ধারাবাহিকতা বজায় রেখে আনন্দঘন কিছু মুহুর্ত আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি।আশাকরি শুভ ভাই এর জন্মদিনের মুহূর্ত গুলো আপনাদের অনেক ভালো লাগবে।

১৪ই ডিসেম্বর আমাদের সকলের প্রিয় এডমিন @shuvo35 ভাই এর জন্মদিন ছিলো।ইতিমধ্যেই আপনারা হয়তোবা সকলেই শুভ ভাই এর পোস্ট দেখে ফেলেছেন।শুভ ভাই আমার সন্মানিত এডমিন তাছাড়া পারিবারিক ভাবে তার সাথে আমার খুবই ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।প্রায় দুই বছর আমরা একই সাথে বসবাস করেছি আর সেই সুবাদে আমাদের সম্পর্ক অনেকটাই নিজের আত্মীয় বা পরিবারের মতো তৈরি হয়েছে।শুভ ভাই আমাকে বৌদি বলে ডাকলেও বোনের মতো সন্মান করেন এবং ভালোবাসেন আমিও তাকে ভাই এর মতোই মনে করি।

IMG_20231218_094658.jpg

একসাথে থাকার কারনে বেশিরভাগ অনুষ্ঠান গুলো আমরা সবাই মিলে পালন করার চেষ্টা করে থাকি, এতে করে আমরা অনেক বেশি আনন্দ উপভোগ করতে পারি।তবে বেশিকিছু অনুষ্ঠানে আমি যোগ দিতে পারিনি, হয়তোবা কখনো অসুস্থ আবার কখনো ধর্মীয় আচার অনুষ্ঠানের জন্য।এবার শুভ ভাই জন্মদিনের দাওয়াত দেওয়ার সাথে সাথেই চিন্তা করেছি যেভাবেই হোক অনুষ্ঠানে যোগদান করবো।সাপ্তাহিক হ্যাংআউট এর জন্য এবারের অনুষ্ঠান দিনেই নেওয়ার সিদ্ধান্ত নেন তাই আমার জন্যও অনেকটাই সুবিধাজনক হয়।সন্ধ্যার পর খুব প্রয়োজন ছাড়া বাইরে থাকাটা আমার কাছে কেমন জানি অস্বস্তি বোধ কাজ করে, তখন অনুষ্ঠানে গিয়ে ঠিকঠাক মতো আনন্দ উপভোগ করতে পারি না।

বিশেষ একটা কারনে আমাকে বাইরে যেতে হয়, তাই শুভ ভাই হিরা ভাবির সাথে আমার মেয়েরা মিডস্ট্রিট ক্যাফেতে চলে যায়।আর আমি কাজ শেষে ওখানে সরাসরি চলে যাই।গিয়ে দেখি আমাদের বৃত্ত তারপর শুভ ভাই এর ছোট ভাই,ভাই বউ,পরিবারের আরও কিছু সদস্য এবং তার এলাকার ছোট ভাই উপস্থিত ছিলো। আর সবচেয়ে বেশি অবাক করার মতো বিষয় ছিলো আমার কাছে এলাকার কিছু রিকসাওয়ালা ভাইদের দেখে।পরে জানতে পারলাম শুভ ভাই তাদের কে নিয়ে পুরো অনুষ্ঠান টি উপভোগ করবেন।শুনে খুবই ভালো লাগলো। তার এই চিন্তাভাবনা গুলো আমার কাছে বেশ লাগে।ভদ্র সমাজে কে বা আমরা তাদের নিয়ে ভাবি!যখনই মানুষ শুনবে যে রিকসাওয়ালা কে নিয়ে জন্মদিন আর তখনই হয়তো কিছু শ্রেনির লোক নাক সিটকাবে, এরকম লোকের অভাব নেই আমাদের সমাজে।আমরা সারাদিন যতই নিজেকে মানুষ বলে দাবি করি আসলে কি আমরা এখনো মানুষ হয়ে উঠতে পেরেছি!আমাদের মনুষ্যত্ব বোধ কতটাই বা জাগ্রত হয়েছে!শুভ ভাই কে প্রথম থেকেই দেখে আসছি,তার চলাফেরা সমাজের নিম্নবিত্ত মানুষের সাথে তা আমরা প্রতিনিয়তই স্টিমিটে দেখতে পাই।তার মানসিকতা দিন দিন আরও অনেক বেশি উন্নত হচ্ছে,তার কাছে থেকে আমাদের অনেক কিছুই শেখার আছে।

প্রথমে খাওয়াদাওয়া তারপর কেক কাটা।কেক কাটার সময় রিকসাওয়ালা ভাইদের চোখে মুখে যে আনন্দের ছাপ আমি দেখেছি যা হয়তো শুভ লক্ষ্য টাকা খরচ করে সমাজের বিত্তশালী মানুষদের খাওয়ালেও এই আনন্দিত টুকু দেখতে পেতেন না। আমি মনে করি তাদের চোখে মুখে যে আনন্দ ছিলো তার পুরোটাই শুভ ভাই এর জন্য আশীর্বাদ স্বরূপ উপহার।মানুষ কে কখনো আশীর্বাদ বা অভিশাপ দিতে হয় না। কোনো কারনে যদি কারো মুখে হাসি ফোটানো যায় তখন তার ভিতর থেকে আপনা-আপনিই আশীর্বাদ চলে আসে, ঠিক অভিশাপের ক্ষেত্রেও তাই।সব শেষে সবাই মিলে কিছু ছবি তোলা সবমিলিয়ে অসাধারণ লেগেছে পুরো মুহূর্ত টা।

বার্থডে বয় আর আমি।😊 বার্থডে বয় কে আমার বাংলা ব্লগ এ সন্মান ও ভয় করি কিন্তু বাসায় তার উল্টো😁😁😁
2023-12-18-09-37-13-014.jpg

হিরা ভাবি সবসময়ই আমাকে বড় বোনের মতো দেখে আমিও তাকে নিজের ছোট বোনের মতো মনে করি।আমরা সবাই মিলে।

2023-12-18-09-01-19-970.jpg

2023-12-18-09-38-54-252.jpg

বৃত্ত আর আমার ছোট মেয়ের খুভ ভাব।

IMG_20231218_084838_934.jpg

বড় মেয়ে বসে বসে ভাবছে মা সবার ছবি দিচ্ছে কিন্তু আমার ছবি কেনো দেয় না!😑

IMG_20231218_095248.jpg

খাবারের আগে একখানা সেলফি।

IMG_20231218_084759_689.jpg

খাবার গুলো দেখতে খুবই ইয়াম্মি ছিলো।কেক&বেক এর কেক সবসময়ই টেস্টি।যতবার খাই ততবারই কেকের প্রেমে পড়ে যাই।🥰

IMG_20231218_084827_097.jpg

IMG_20231218_094716.jpg

এই ছিলো আজকের মুহূর্ত গুলো।সবাই শুভ ভাই এর জন্য আশীর্বাদ,দোয়া করবেন।আমি মন থেকে শুভ ভাই কে আশীর্বাদ করি পৃথিবীর সকল শান্তি তার উপরে বর্ষিত হোক এই প্রার্থনা করে আজ এখানেই শেষ করছি।

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt2ZiuB4UwXiaLrysjtrVMUbAZMrqbsT8opre1BTbbmPnF1NuhTfmhXvmcf2NQCbDFv833qFTc4KQk2SYu8z.png

Break3.jpg
Banner User.png
Break3.jpg

আমি অতসী চাকী (বৃষ্টি) । নতুন নতুন রেসিপি বানিয়ে সবাইকে খাওয়াতে আমার ভাল লাগে। আর ভাল লাগে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে। আমি "ভাল কাজের, ভাল ফল কথাটাতে" মনে প্রাণে বিশ্বাস করি এবং মেনে চলার চেষ্টা করি।

Break3.jpg

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovfEfMUsxphK2C94MUmPesRzxucV6L5C5WztC1e4L1hqcx2mH3BcV9oEFqiwTsErcMQNvVa4puc9hxr4N1FcnerVs (1).gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

প্রথমেই শুভ ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা রইল। আপনারা সকলে মিলে দেখছি অনেক সুন্দর ভাবে উদযাপন করেছেন জন্মদিনের এবং ভীষণ ভালো লাগলো অনেক সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন তিনি। ফটোগ্রাফিগুলো দুর্দান্ত ছিল। কিছু পরিচিত মুখগুলো দেখে আমার ভীষণ ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

অনেকদিন আগে শুভ ভাইয়া জন্মদিনের রিক্সাওয়ালাদের খাওয়াবেন বলেছিলেন। তা বাস্তবায়িত হতে দেখে আসলে খুব ভালো লাগছে। ঠিকই বলেছেন বিত্তবানদের লক্ষ টাকা খরচ করে এই আনন্দ আসলে পাওয়া যেত না।নিম্নবৃত্ত মানুষেরা অল্পতেই খুশি হয়। তাছাড়া শুভ ভাই তাদেরকে যে সম্মান দিয়েছেন তা আসলেই প্রশংসারযোগ্য। তাছাড়া জন্মদিনের বেশ ভালোই আনন্দ করেছেন দেখা যাচ্ছে। কেকটি কিন্তু সুন্দর হয়েছিলো।

খুবই ভালো লাগলো আপু আপনার পোস্টটি পড়ে। আর শুভ ভাইয়ের জন্মদিনের কেক রিক্সাওয়ালাদের সাথে কেটে খুব ভালো সময় উপভোগ করেছেন যেটা বিত্তশালীদের সাথে করলে সেই আনন্দটুকু পেত না। আপনারা সবাই মিলে শুভ ভাইয়ের জন্মদিনের দিনটি খুব সুন্দর ভাবে উদযাপন করেছেন দেখে খুবই ভালো লাগলো।

তাহলে আমাকে কিসের মত দেখেন দিদি?বেশ মজাই করেছেন আপনারা। দেখলাম তো একে একে সবাই পোস্ট করে আমাদের শুধু লোভ লাগাচেছন। তবে এবারের জন্মদিনটি একেবারে ভিন্ন আঙ্গিকে করেছেন শুভ ভাই। সব মিলিয়ে এবারের জন্মদিনটি আমার কাছে ইউনিক মনে হয়েছে। ধন্যবাদ আপনার অনুভূতি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।

বাহ্ আন্টি সবাইকে একসাথে দেখতে পেরে বেশ ভালো লাগছে। অবশ্য সেদিনে শুভ ভাই আর শ্যামসুন্দর দাদার পোস্টে সবাইকে একসাথে দেখেছিলাম। শুভ ভাই জন্মদিনে অনেক সুন্দর সময় অতিবাহিত করেছেন দেখছি।অনেক সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আন্টি।

Posted using SteemPro Mobile