হ্যালো বন্ধুরা
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সকল সদস্যগণ,কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন,সুস্থ আছেন?পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় আমিও পরিবারের সবাইকে সাথে নিয়ে ভালো আছি।
আমি @bristychaki,আমি একজন বাংলাদেশী। আমার বাংলা ব্লগ এর আমি একজন ভেরিফাইড ও নিয়মিত ইউজার।আমি বাংলাদেশের গাইবান্ধা জেলা থেকে আপনাদের সাথে যুক্ত আছি। প্রতিদিনের মতো আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।
আমাদের সকলেরই স্বপ্ন দেখার এবং একটি সার্থক ভবিষ্যতের আকাঙ্ক্ষা থাকে। জীবনে সফলতা অর্জন এবং জয়লাভের মূল উপাদানগুলির মধ্যে একটি হলো প্রচেষ্টা। যার মাধ্যমে আমরা নতুন দক্ষতা এবং ক্ষমতা শিখি। কোনো কিছু অর্জন করার জন্য একটি ক্রমাগত এবং দৃঢ় প্রয়াসকেই আমরা চেষ্টা ও প্রচেষ্টা বলে থাকি। আমাদের জীবনে স্বপ্ন দেখা, কিছু করার সম্ভাবনা থাকা, এবং বাস্তবে সেই লক্ষ্য অর্জনের দিকে এদিয়ে যাওয়ার জন্য চেষ্টা ও প্রচেষ্টার প্রয়োজন।কিন্তু তাই বলে যা আমরা সব সময় সব স্বপ্ন পূরণ করতে পারি তা কিন্তু নয়, অনেক সময় দেখা যায় ইচ্ছা ও পরিশ্রম থাকা সত্ত্বেও আমরা অনেক সময় ব্যর্থ হয়ে যাই।ঠিক সেরকমই একটি ঘটনা আজ ঘটেছে।
আমার বাসার পিছনে একটি খালি প্লট পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এখানে বৃষ্টির জল জমে থাকে আর কচুরিপানা এবং বিভিন্ন আগাছা দিয়ে ভরা।পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার কারণে বেশিরভাগ সময় আশেপাশের সবাই এখানে ময়লা ফেলে আমিও যে দুই একবার ফেলিনি তা নয়..,তবে পারতপক্ষে চেষ্টা করি না ফেলার।তার কারণ হলো আমরা যদি আশেপাশের জায়গা নোংরা করি তার কুফল আমাদেরকেই ভোগ করতে হবে।অতিরিক্ত ময়লা এবং জলের কারণে সব সময় মশার উপদ্রব সহ্য করতে হয়।বিকেল হতে না হতেই বেলকুনির দরজা আটকিয়ে দিতে হয়,তা না হলে সন্ধ্যায় কোনোভাবেই ঘরে টিকে থাকা যায় না মশার অত্যাচারে।এগুলোর হাত থেকে বাঁচতে হলেও আমাদের আশেপাশের পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত কিন্তু আমরা তা করি না।
প্রতিদিনের মতো আজ সকালে বেলকনিতে গিয়ে গাছগুলো পরিষ্কার করছিলাম, এটা প্রতিদিনই করি বলা চলে।গাছের সাথে সময় কাটাতে আমার বেশ ভালোই লাগে।হঠাৎ করেই নিচের দিকে তাকিয়ে দেখি নিচের জায়গাটার জল শুকিয়ে গেছে মাঝে মাঝে যেখানে একটু নিচু সেখানে জল জমে আছে। তিনটা ছেলে সেই ময়লা জলের পাশে দাঁড়িয়ে আছে।
ময়লা আবর্জনা আর জলের কারণে ওখানে মাঝে মাঝেই সাপ দেখতে পাই।তাই ওদেরকে দেখে আমি বললাম ওখানে তোমরা কি করছো?আমাকে দেখে বললো মাছ আছে কিনা দেখছি। তখন আমি ওদেরকে বললাম মাছ ওখানে পাবা না বরং ওখান থেকে উঠে আসো কারণ ওখানে অনেক সাপ আছে তাই যেকোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। তখন একটি ছেলে আমাকে বললো এখানে সাপ আছে আপনি কি দেখেছেন? তখন আমি ওকে বললাম প্রতিদিনই দেখি তাই তোমরা ওখান থেকে উঠে আসো।কিছুক্ষণ পরে দেখি ছেলে গুলো ওখানে আর নেই।
দুপুরবেলা হঠাৎ করে বেলকনিতে গেলাম গিয়ে দেখি আবার ওখানে ওই ছেলে তিনটা!হাতে দুইটা বালতি একটা মাটি কাটার কোদাল নিয়ে ওরা ওখানে কি যেনো করছে।তখন আমি ভাবলাম এদেরকে বলে লাভ নাই যা করছে করুক আর কিছু বলবো না।তার কারণ ছেলে গুলো যে খুব একটা ভালো না তা ওদের কথাবার্তার ধরণ দেখেই বুঝেছিলাম।তাই চুপচাপ একটা চেয়ার নিয়ে বেলকনিতে বসলাম ওরা কি করে দেখার জন্য।সবচেয়ে বড় ছেলেটা কোদাল দিয়ে আল কাটছিলো জল যাওয়া জন্য,আর আরেকটা ছেলে বালতি দিয়ে জল ছেঁচতে লাগলো।ও কিছুক্ষণ পর হাঁপিয়ে গেলো তারপর আরেকজন শুরু করলো এভাবে পর্যায়ক্রমে তিনজনই খুব পরিশ্রম করে সব জল ছেঁচতে সক্ষম হলো।তারপর তিনজন মিলে খুব মাছ খোঁজাখুঁজি শুরু করলো কিন্তু মাছ খুঁজে পাচ্ছে না...। দুজন বলছে এখানে আর থাকবো না মাছ নেই শুধু শুধু কষ্ট করলাম!সবচেয়ে বড় ছেলেটা বেশি বেয়ারা টাইপের ও কিছুতেই হাল ছাড়বে না,সে খুজেই চলছে কিন্তু ও মাছ পাবে কোথায়! ওখানে যে মাছ নেই তা ভালো করেই বোঝা যাচ্ছে তারপরও ওর জেদ মাছ ধরতেই হবে।শেষমেশ বাকি ছেলে দুটো রাগ করে চলে যেতে লাগলো।কিন্তু ও হার মানতে নারাজ তার কথা মাছ না পাই সাপে হলেও ধরে নিয়ে বাসায় যাবো....।😆আমি তো ওদের কর্মকাণ্ড দেখে হাসতে হাসতে শেষ হয়ে যাচ্ছিলাম..😆কিন্তু বিষয় গুলো খুব এনজয়ও করেছি।ছোটবেলা এই রকমের অনেক স্মৃতি আছে যা মনে পড়ে গেলো ওদের দেখে।
অনেক খুঁজে যখন কাজ হলো না তখন বড় ছেলেটা একা একা বকাবকি করে ওখান থেকে ব্যর্থ হয়ে ফিরে গেলো...।তারমানে এটা দাঁড়ালো যে ওদের চেষ্টা পুরোটাই বৃথা ছিলো প্রথমেই যদি ওরা আমার কথা শুনতো তাহলে ওদের এতো পরিশ্রম করতে হতো না।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ওরা মনে করছিল পানি যেহেতু আছে মাছ নিশ্চয়ই থাকবে হা হা হা । তবে তাদের এই কথাটা বেশি ভালো লেগেছে মাছ না থাকলেও পানি থেকে সাপটা ধরে নিয়ে যাবে 😁 যাইহোক ছবিটা দেখে ছোটবেলার কিছু স্মৃতি মনে পড়ে গেল এরকম অনেক মাছ ধরেছি। আর হ্যাঁ যদি এরিয়াটা ভালোমতো পরিষ্কার রাখা যায় সে ক্ষেত্রে মশার উপদ্রব কমে যাবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমিও ওদের এই কথা শুনে হাসতে হাসতে শেষ। 🤣 🤣ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি কিন্তু পড়তে পড়তে বেশ ভয় পাচ্ছিলাম। বারবার মনে হচ্ছিল এই বুঝি সাপ বেরিয়ে পড়বে। তবে সাপ বেরোয়নি আর ছেলেগুলো হতাশ হল টা অনেকটাই ভালো হলো। কারণ ওরা যদি কোনক্রমে একটা মাছ পেয়েও যেত তাহলে আবার পরের দিন আসতো ফলে সাপ ক্ষোপের ভয় থেকেই যেত। তাই আমার তো মনে হয় একদিক থেকে ঠিক হয়েছে। আর এই ধরনের ছেলেগুলো কথা শোনার ছেলে নয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমিও খুব ভয় পাচ্ছিলাম কখন সাপ ওদের কোনো ক্ষতি করেই দেয় নাকি,তাই বসে থেকে ওদের কর্মকাণ্ড দেখছিলাম।আমিও বুঝতে পারছি এরা কথা শোনার ছেলে নয় তাই আর আগ বাড়িয়ে কিছু বলতে যাইনি।ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য। ❤️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ব্যাপার টা বেশ মজার তো। প্রথমত ওরা আপনার কথায় কোন কর্ণপাত করল না। আর সবচাইতে বড় মজার বিষয় ওরা কিছুই পাইনি। শেষমেশ অবস্থা এমন মাছ না পেলে সাপ ধরে নিয়েই বাড়ি যাব হা হা। সত্যি ভাবা যাচ্ছে না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কমিউনিটির নেটিভ কয়েনের জন্য এখন হতে প্রতিদিন এই টাস্কগুলো করতে হবে বাধ্যতামূলকভাবে।
https://steemit.com/hive-129948/@rex-sumon/very-important
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক আছে ভাইয়া।অনেক অনেক ধন্যবাদ 🙏
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit