হ্যালো বন্ধুরা,
আমি @bristychaki,আমি একজন বাংলাদেশী। আমার বাংলা ব্লগ এর আমি একজন ভেরিফাইড ও নিয়মিত ইউজার।আমি বাংলাদেশর গাইবান্ধা জেলা থেকে আপনাদের সাথে যুক্ত আছি। প্রতিদিনের মতো আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আশাকরি আজকের পোস্ট টি আপনাদের ভালো লাগবে।
শিশুর আগমনের কথা শুনে প্রত্যেকটি বাবা-মা আত্মীয়-স্বজন সকলের অত্যন্ত খুশি হয়ে থাকে। তাই এই শিশুর আগমনকে কেন্দ্র করে যখন গোটা বাড়ি আনন্দে আত্মহারা হয়ে যায়,এই পৃথিবীর সবচাইতে ভালো সংবাদ হতে পারে এটি। আজ ঠিক সেরকমই একটি খুশির সংবাদ আপনাদের সাথে শেয়ার করছি।
আমার ছোট পিসির একমাত্র মেয়ে তন্বী সম্পর্কে আমার ছোট বোন।ছোটবেলা থেকেই ওর সাথে আমার খুবই ভালো সম্পর্ক ভালো।যদিওবা আমার সকল ভাইবোনের সাথে বরাবরই অনেক ভালো সম্পর্ক তা বলার অপেক্ষা রাখে না।আমি নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখি একজন মানুষ মনে করি,তার কারণ হলো জীবনে এত্তো পরিমাণ ভালোবাসা পেয়েছি যে আর কোনো আক্ষেপ নেই।আমার সকল ভাইবোনেরা আমাকে যথেষ্ট সন্মান এবং ভালোবাসে এর জন্য নিজেকে ধন্য মনে হয়।তন্বীর সাথে সবসময়ই আমার যোগাযোগ একটু বেশি হতো।প্রায় প্রতিদিনই কথা হতো এবং ওর ভালো মন্দ সবকিছুই আমার সাথে শেয়ার করতো।আমরা দু'জন মিলে অনেক জায়গায় ঘোরাঘুরি করতাম।ওর পরীক্ষা শেষ হলেই ছুটি কাটানোর জন্য আসতো আর আমিও সময় সুযোগ হলে পিসির বাসায় ঘুরতে যেতাম।সেজন্য আমাদের দেখাসাক্ষাৎ অনেক বেশি হতো তাই ঘোরাঘুরি অনেক বেশি হতো।
দেখতে দেখতে তন্বীর বিয়ে হলো তারপর সরকারি চাকরি পেলো হাসবেন্ডও অনেক ভালো চাকরি করে সবমিলিয়ে সুখে-শান্তিতে বসবাস করছিলো।গতবছর হঠাৎ একদিন সুখবর পাই যে তন্বীর ঘরে নতুন অতিথি আসছে।এই খবর শোনার পর মোটামুটি সবাই খুব খুশি হয়ে যাই।দুইমাস যাওয়ার পর একদিন হঠাৎ খবর পাই যে তন্বী খুবই অসুস্থ হাসপাতালে ভর্তি করানো হয়েছে রাতের মধ্যে খবর পাওয়া যায় যে ওর গর্ভপাত হয়। এই খবর শোনার পর সবার সকল আনন্দ হারিয়ে যায়।তন্বী এই ঘটনার জন্য বেশ মানসিকভাবে খুবই অসুস্থ হয়ে যায়।এভাবেই কয়েকমাস কেটে যায় তারপর আবারও সুখবর পাওয়া যায় কিন্তু এবার এই বিষয় টি কাউকেই জানায়নি কারণ যদি কোনো কারণে আবারও আগের মতো ঘটনা ঘটে সেই ভয়ে আগে থেকে কাউকে বলেনি।দীর্ঘ সময়ে অনেক বার অসুস্থ হয় সবসময়ই চিকিৎসা ইনজেকশন এগুলোর উপরই ছিলো।এভাবেই দশমাস কেটে যায়।
ভগবানের আশীর্বাদে আজ সকাল আটটায় সুস্থভাবে ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয়।আমি সকালে বড় মেয়েকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়ে রিকশায় করে বাসায় ফিরছিলাম হঠাৎ দেখি আমার ফোনে ছোট পিসির ভিডিও কল আসে সাথে সাথে কল রিসিভ করি। আমি তাকাতেই দেখি ছোট্ট একটা ফুটফুটে পরী চোখের সামনে। দেখেই তো আমি অবাক তারপর জিজ্ঞেস করলাম কখন কিভাবে হলো পিসি বিস্তারিত জানালো। সকাল সকাল সুসংবাদ টা পেয়ে কি যে ভালো লাগছিলো তা বলে বোঝানো যাবে না।ভগবানের কাছে ওর জন্য অনেক অনেক প্রার্থনা করি যাতে সুস্থ সুন্দর ভাবে মায়ের কোল আলো করে দীর্ঘায়ু হয়।
আজ এখানেই শেষ করছি।সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন এই প্রার্থনা করি।
তন্বী আপুর ঘরে নতুন এই অতিথি এলো এটা শুনে আমি সত্যি অনেক 💯💯🥰। আপনি কথাগুলো একদম ঠিক বলেছেন এমন অতিথি ঘরে আসলে সবচেয়ে বেশি খুশি হয় হচ্ছে বাবা-মা । বাবু এবং আপনাদের সবার জন্য দোয়া কামনা করি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ছোট্ট সুন্দর নতুন নবাগতর জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। সুস্থ সুন্দর ভাবে বেড়ে উঠুক কামনাই করি। একজন বাবা মার কাছে সবচেয়ে বড় খুশির সংবাদ নতুন একজন সুস্থ সন্তান পৃথিবীতে আসা। এর সাথে অন্য কিছু তুলনা হয়না। নতুন পরীর বাবা-মা ও পরীর জন্য অনেক অনেক দোয়া রইলো । আর এটা জেনেও ভালো লাগছে আপনি দিদা হয়েছেন। নতুন দিদার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নতুন অতিথির জন্য শুভেচ্ছা ও অভিনন্দন। সত্যি আপু সবারই ভালেবাসা পাওয়া ভাগ্যের ব্যাপার। আপনার বোন তন্বীর ও তার মেয়ের জন্য অনেক দোয়া রইল। আল্লাহ যেন তাদের বাচ্চাকে মানুষের মতো মানুষ করার তৌফিক দান করেন। ধন্যবাদ আপু পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যি আপু পরিবারের কারো সন্তান হলে অনেক ভালো লাগে। আর আপনার বোনের এই সুন্দর বাচ্চাটি হয়েছে জেনে ভালো লাগলো। বাবু টার জন্য অনেক অনেক দোয়া আর শুভকামনা রইল। আপনার পোস্ট পড়ে ভালো লাগলো আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভালো মানুষ হলে সবাই তাকে ভালবাসবে , এটাই তো নিয়ম দিদি। আপনার ছোট পিসির একমাত্র মেয়ে তন্বী এবং তার একমাত্র ফুটফুটে মেয়ের জন্য অনেক অনেক আশীর্বাদ রইল দিদি।
যদিও প্রথমদিকে কিছুটা ধকল গেছে, তবে পরবর্তীতে একটা সুন্দর এবং সুস্থ মেয়ে হয়েছে, এটাই অনেক বড় ব্যাপার।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit