সন্ধ্যাকালীন আড্ডা

in hive-129948 •  last year 

হ্যালো বন্ধুরা,,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সকল সদস্যগণ,কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন,সুস্থ আছেন?পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় আমিও পরিবারের সবাইকে সাথে নিয়ে ভালো আছি সুস্থ আছি।আমি @bristychaki,আমি একজন বাংলাদেশী। আমার বাংলা ব্লগ এর আমি একজন ভেরিফাইড ও নিয়মিত ইউজার।আমি বাংলাদেশের গাইবান্ধা জেলা থেকে আপনাদের সাথে যুক্ত আছি। প্রতিদিনের মতো আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আমি প্রতিনিয়ত চেষ্টা করি পোস্টের ভিন্নতা আনার।আজ তারই ধারাবাহিকতা বজায় রেখে আমি লাইফ স্টাইল পোস্ট নিয়ে হাজির হলাম।তবে চলুন আর কথা না বাড়িয়ে আজকের লাইফ স্টাইল পোস্টটি শেয়ার করি।

IMG_20240120_123248.jpg

@shuvo35 আমার প্রতিবেশী সবাই কমবেশি জানেন।একসাথে থাকার কারনে প্রতিদিনই দেখাসাক্ষাৎ চা খাওয়া হতো।কিন্তু ওনারা নিজেদের বাড়িতে চলে যাওয়ার কারনে এবং আমারও ব্যস্ততার কারনে শুভ ভাই এর সাথে দেখা করার কোনো সুযোগ হয় না। হিরা ভাবি মাঝে মাঝে আসে জন্য প্রতিনিয়ত তার সাথে দেখা হয় কথা হয়।সামনে মেয়ের এসএসসি পরীক্ষা তার জন্য আমি এত্তো বেশি ব্যস্ত হয়ে পড়েছি যে আত্মীয় স্বজন প্রতিবেশী কারো সাথে যোগাযোগ করার মতো সময় এবং ইচ্ছা কোনোটাই হয়ে উঠে না। আমার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য হলো মেয়েদের কে সুশিক্ষায় শিক্ষিক করা তার জন্য আমি আমার জীবনের সবকিছু ত্যাগ স্বীকার করতেও রাজি আছি।

গতকাল সন্ধ্যায় হিরা ভাবি আমার সাথে দেখা করতে আসেন,আমরা দুজনে কথাবার্তা বলছিলাম তার কিছুক্ষণ পরেই শুভ ভাই তার নতুন উকুলেলে কাঁধে ঝুলিয়ে আমার দরজায় এসে হাজির।শুভ ভাই এসে আমাদের পাশে বসলেন।আমাকে চা বানিয়ে খাওয়াতে বললেন কিন্তু ঠান্ডার কারনে কম্বলের নিচে থেকে উঠতেই পারছিলাম না তাই আমার ছোট মেয়ে আমার কষ্ট টা বুঝতে পেরে দৌঁড়ে চা বানাতে চলে গেলো এবং ঝটপট এক কাপ চা বানিয়ে শুভ ভাইকে দিলেন।শুভ ভাই এক কাপ চা পেলেই অনেক খুশি তার আর বেশিকিছুর দরকার নেই।

IMG_20240120_114252.jpg

শুভ ভাই আসার পর থেকেই উকুলেলে বাজানোর জন্য অস্থির হয়ে গেছিলো কিন্তু হিরা ভাবির জন্য পারছিলো না।তার কারন হলো আমার মেয়ের টিচার তাকে পড়াচ্ছেন সেজন্য হিরা ভাবি রাগ করছিলো।যাইহোক কিছুক্ষণ পর মেয়ের টিচার চলে গেলো তারপর শুভ ভাই উকুলেলে বাজানো শুরু করলেন এবং সাথে গান গাইতে থাকলেন।এক পর্যায়ে আমার বড় মেয়ে, হিরা ভাবি ও ছোট মেয়ে তার সাথে গলা মেলাতে লাগলো।চারজন মিলে বেশ কয়েকটা গান গাইলো আর আমি বসে বসে তাদের গান উপভোগ করলাম।অনেক দিন পর বেশ ভালোই একটা আড্ডার আসর বসেছিলো তাই মোটামুটি বিষয় টি উপভোগ করেছি সবাই মিলে।
IMG_20240120_123404.jpg

মাঝে মাঝে এরকম বিনোদন এর দরকার আছে,কিন্তু আপাতত আর হয়তো সম্ভব হবে না যতোদিন মেয়ের পরীক্ষা শেষ না হয়।এখন আমার কাছে প্রতিটি দিন প্রতিটি মুহূর্তের অনেক মূল্য। আশাকরি মেয়ের পরীক্ষা শেষ হলে শুভ ভাই আর বর্ষার কিছু ডুয়েট গান আপনাদের সাথে শেয়ার করতে পারবো।সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন এই প্রার্থনা করি।

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

বাংলা উইটনেস

99pyU5Ga1kwqSXWA2evTexn6YzPHotJF8R85JZsErvtTWY6ryCgnizd4SmozHPACxnHF8Lc4cYHYazhMMYtnXHUFLoeHg6pvGz8XiqU4kJ9G4Wwh7s6WvRRrwCpUijw4cW.jpeg

VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR
SET @rme as your proxy
witness_vote.png

Break3.jpg
Banner User.png
Break3.jpg

আমি অতসী চাকী (বৃষ্টি) । নতুন নতুন রেসিপি বানিয়ে সবাইকে খাওয়াতে আমার ভাল লাগে। আর ভাল লাগে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে। আমি "ভাল কাজের, ভাল ফল কথাটাতে" মনে প্রাণে বিশ্বাস করি এবং মেনে চলার চেষ্টা করি।

Break3.jpg

RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt2ZiuB4UwXiaLrysjtrVMUbAZMrqbsT8opre1BTbbmPnF1NuhTfmhXvmcf2NQCbDFv833qFTc4KQk2SYu8z.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

শুভ ভাই, হিরা ভাবি আর আপনি মিলে দারুণ একটি সন্ধ্যা কাটিয়েছেন।দু পরিবারের বন্ধন অটুট থাকুক।আশাকরি আপনার মেয়ের পরীক্ষা ভালো হবে। পরীক্ষা শেষে বর্ষা আর শুভ ভাইয়ের ডুয়েট গানের অপেক্ষায় রইলাম। আপনাদের সবার জন্য শুভ কামনা। লেখাটি শেয়ার দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ দিদি।

হ্যাঁ আপু মেয়ের পরীক্ষা শেষ হলে অবশ্যই গান শুনতে পাবেন। মেয়ের জন্য দোয়া করবেন আপু।ধন্যবাদ।

দেন দেন যত পারেন আড্ডা দেন, গান শোনেন আর চা খান। আমরা আর কি করবো বলেন? দূর থেকে দেখে দেখে আফসোসই করব। বেশ ভালোই তো সময় কাটালেন দিদি। যাইহোক বর্ষার পরীক্ষার পর পর্যন্ত অপেক্ষায় রইলাম। তখন আমিও আসব ডুয়েট গান শুনতে। বেশ ভালো লাগলো দিদি। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

হ্যাঁ আপু আপনাদের দেখানোর জন্যই তো এই পোস্ট করা আপু।😁যাইহোক একদিন চলে আসুন সবাই মিলে একসাথে আড্ডা দিবো।অবশ্যই পরীক্ষার পর গান শুনতে পাবেন।ধন্যবাদ আপু।