হ্যালো
আমার বাংলা ব্লগ বাসী,,সবাইকে আমার নমস্কার, আদাব। আশা করি আপনারা সকলেই ভাল আছে, সুস্থ আছেন? ঈশ্বরের অশেষ কৃপায় আমিও পরিবারের সবাইকে সাথে নিয়ে ভালো আছি।
আমি ইতিমধ্যে বেশ কয়েকটি পোস্টে বলেছি যে আমি শনিবারে মাছ, মাংস,পেঁয়াজ, রসুন মোট কথা আমিষ জাতীয় কোন খাবার খাই না। শনিবারে আমি একদম নিরামিষ ডাল সবজি এসব খেয়ে থাকি। আজ দুপরদুপুর দুটোর সময়ে ডাক্তারের কাছে যাওয়ার কথা। প্রতি তিন মাস পর পর একবার করে আমাকে চেক-আপ এর জন্য ডাক্তার দেখাতে হয়। সকালের নাশতা খেয়ে একটু ফোন নিয়ে ঘাটাঘাটি করছিলাম কখন চোখ লেগে আসছে বুতেই পারিনি হঠাৎ জেগে দেখি সাড়ে বারোটা বেজে গেছে খেয়ালই করিনি তাই
তাড়াতাড়ি উঠে ভাবলাম চাল,ডাল সবজি একসাথে দিয়ে খিচুড়ি রান্না করে ফেলি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। সেই রেসিপি টি আপনাদের সাথে শেয়ার করবো।
উপকরণ | পরিমাণ |
---|---|
চিনিগুড়া চাল | বড় ১ কাপ |
মুগডাল | ছোট ১ কাপ |
আলু | ৩ টা |
পটল | ২ টা |
বেগুন | ১ টা |
মিষ্টি কুমড়া | ছোট এক টুকরো |
ঢেঁড়স | ৩-৪ টা |
কাঁচামরিচ | ৭-৮ টা |
লবণ | স্বাদমতো |
হলুদ গুঁড়া | পরিমাণমতো |
জিরাগুঁড়া | ১ চা চামচ |
শুকনা মরিচ | ৩টা |
গোটা জিরা | হাফ চা চামচ |
আদা কুঁচি | ১চা চামচ |
সয়াবিন তেল | পরিমাণমতো |
প্রস্তুত প্রণালী।
ধাপ-১
প্রথমে সবজি গুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি তারপরে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি।
ধাপ-২
এবার চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, তারপর পরিমাণমতো সয়াবিন তেল দিয়ে গরম করতে দিয়েছি।তেল গরম হলে কেটে রাখা সবজি গুলো দিয়ে দিয়েছি।
ধাপ-৩
সবজিগুলো দেয়ার পরে পরিমাণমতো হলুদ গুঁড়া দিয়ে ভাল করে মিশিয়ে নিয়েছি। অল্প আঁচে কিছুক্ষণ নেড়েচেড়ে সবজি গুলো ভেজে নিয়েছি। সবজিগুলো ভাজা হলে একটা বাটিতে তুলে নিয়েছি।
ধাপ-৪
সবজি গুলো তুলে নেওয়ার পরে কড়াইয়ে আর একটু তেল দিয়েছি। তারপর মুগডাল গুলো দিয়ে দিয়েছি, কিছুক্ষণ নেড়েচেড়ে ডালগুলো হালকা বাদামী করে ভেজে নিয়েছি।
ধাপ-৫
ডাল ভাজা হলে চালগুলো দিয়ে দিয়েছি, চালডাল ভাল করে মিশিয়ে নিয়ে হালকা একটু ভেজে নিয়েছি।
ধাপ-৬
এবার প্রেসার কুকারে পরিমাণমতো জল দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি, জল গরম হলে ভেজে রাখা চালডাল গুলো দিয়ে দিয়েছি। তারপর পরিমাণমতো লবণ হলুদের গুঁড়া দিয়ে ভেজে রাখা সবজি গুলো দিয়ে দিয়েছি।
ধাপ-৭
সবজি দিয়ে চুলার আঁচ বাড়িয়ে দিয়েছি।অন্য একটি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি সামান্য তেল দিয়ে তিনটে শুকনা মরিচ দিয়েছি,শুকনা মরিচ ভাজা হলে গোটা জিরা ও কুঁচি করা আদা গুলো দিয়ে নেড়েচেড়ে ভালো করে ভেজে নিয়েছি।
ধাপ-৮
মরিচ,জিরা আদা কুঁচি ভাজা হলে ফুটতে থাকা খিচুড়ির মধ্যে ঢেলে দিয়েছি, তারপর কিছুক্ষণ জ্বাল দিয়ে প্রেসার কুকারের ঢাকনা আটকিয়ে দিয়েছি।একটা শিটি উঠলে চুলা আঁচ বন্ধ করে দিয়েছি। তারপর কয়েক মিনিট অপেক্ষা করে প্রেসার কুকারের ঢাকনা খুলে দিয়েছি।
শেষ ধাপ
শুধু শুধু খিচুড়ি খেতে ভালো লাগবে না তাই কয়েক প্রকারের সবজি, আলু,পটল,বেগুন,ঢেঁড়স, মিষ্টি কুমড়া কেটে ভেজে নিয়েছি। সবরকমের ভাজা এক টুকরো লেবু দিয়ে খিচুড়ির থালাটা সাজিয়ে নিয়েছি।
এই ছিল আমার আজকের আয়োজন, কেমন লাগলো জানাবে। সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।
খিচুড়ি খেতে আমার খুব ভালো লাগে। প্রতি শনিবার যে আপনি নিরামিষ খান এটা আপনার আগের একটি পোস্টে পড়েছিলাম। তবে আপনার খিচুড়ির মধ্যে একটু ভিন্নতা আছে। পেঁয়াজ রসুন ছাড়া তো আমি কখনো কোন তরকারি রান্না করি না কিন্তু দেখছি আপনি পেঁয়াজ রসুন ছাড়াই খুব সুন্দর করে খিচুড়ি রান্না করে ফেলেছেন। দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে। আমি অবশ্যই এইভাবে একদিন পেয়াজ রসুন ছাড়া রান্না করে খেয়ে দেখব। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জ্বি আপু আমি আগে বলেছিলাম শনিবার আমিষ জাতীয় কোন খাবার খাইনা। আমরা নিরামিষ রান্না পেঁয়াজ রসুন ছাড়াই করি সবসময়, আপনি হয়তো বিশ্বাস করবেন কি না জানিনা পেঁয়াজ রসুন দিয়ে রান্না করা খাবারের চেয়ে পেঁয়াজ রসুন ছাড়া তরকারির স্বাদ বেশি হয়, সঙ্গেই থাকুন পরবর্তী সময়ে আরও এরকম অনেক রেসিপি দেখতে পাবেন। ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার পূর্বের একটি পোস্ট আমি পড়েছিলাম। আপনি শনিবারে একদম নিরামিষ রান্না করেন। আর আজকে এই বিভিন্ন প্রকার সবজির খিচুড়িটা অসাধারণ হয়েছে ।যদিও আমরা সবজি খিচুড়ি তৈরি করার ক্ষেত্রে আলু,বরবটি, গাজর ইত্যাদি ব্যবহার করি। কিন্তু আপনার কাছে ভিন্নতা দেখলাম আজকে। ঢেঁড়স, পটল তার সাথে আবার কুমড়ো দিয়েছেন। এটাতো যেমন সুস্বাদু হয়েছে তেমনি খিচুড়ি পুষ্টিগুনে ভরপুর হয়ে গেল। সর্বশেষ সব কিছু দিয়ে থালা সাজানো অনেক সুন্দর ছিল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জ্বি আপু আমি আগেও বলেছিলাম যে শনিবার একদম নিরামিষ খাবার খাই। বরবটি গাজর আমিও খিচুড়িতে দেই কিন্তু আজ বাসায় যা ছিল তাই দিয়ে রান্না করেছিলাম।ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খিচুড়ি কম বেশ সবার কাছেই খুব পছন্দের একটি খাবার। তার মধ্যে সবজি খিচুড়ি এর মজা আলাদা। আপনি ঝটপট করে খুব সুন্দর খিচুড়ি রান্না করেছেন। রান্নার প্রতিটি ধাপ সুন্দর ভাবে ছবির মাধ্যমে এবং বর্ননা করে বুঝিয়ে দিয়েছেন। আপনার খাবারের ডেকোরেশন খুব সুন্দর হয়েছে। সবজি খিচুড়ির সাথে বাকি খাবারগুলো দেখতেও লোভনীয় মনে হচ্ছে। ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসাধারণ হয়েছে কাকিমা।আপনার রান্না এমনিতে সুস্বাদু। আমি তো ছবি থেকেই মনে হয় দারুন গন্ধ পাচ্ছি।আজ বৃষ্টি হলে একদম পারফেক্ট হয়ে যেত।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনার শরীরের যত্ন নিন বেশি বেশি।দুপুরের রান্নায় এই রকম খিচুড়ি খেতে আমার অনেক ভাল লাগে।তাছাড়া ঝটপট রান্নাতে ও বেশ সুন্দর একটি রেসিপি।আপনার ধাপ গুলোর উপস্হাপনা বেশ চমৎকার ছিল। নিশ্চয় খেতে ও সুস্বাদু ছিল।ধন্যবাদ আপু সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আমি খিচুড়ি খুব পছন্দ করি। আপনার খিচুড়ি রান্নাটা খুব মজা হয়েছে বোঝা যাচ্ছে। অনেক ধন্যবাদ রেসিপিটি শেয়ার করার জন্য। অনেক শুভকামনা আপু আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আমিও খিচুড়ি খুব পছন করি, যেদিন কিছু রান্না করতে মন চায় না সেদিন ঝটপট করে খিচুড়ি রান্না করে ফেলি।সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঝটপট সহজ রান্না হলো খিচুড়ি রেসিপি। আপনার নিরামিষ খিচুড়ি রেসিপি দেখে তো খাওয়ার ইচ্ছে জাগলো আপু। আমি খিচুড়ি খেতে খুবই পছন্দ করি মাঝে মাঝে এ ধরনের খাবার উপভোগ করতে খুবই ভালো লাগে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি নিরামিষ সবজি খিচুড়ি রেসিপি করেছেন। খিচুড়ি খেতে আমার খুব ভালো লাগে। এটি আমার অনেক প্রিয় খাবার। তবে আমরা সবজি বলতে আলু দিয়ে খিচুড়ি তৈরি করি। আপনিতো মুগডাল আলু পটল বেগুন কমড়ে অনেক আইটেম দিয়ে খিচুড়ি তৈরি করেছেন। এভাবে আমি কখনো তৈরি করে খাইনি। আপনার রেসিপি দেখে আমার এরকম করে তৈরি করে খেতে খুব ইচ্ছে করতেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে সাজিয়ে আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ দিদি! খিচুড়ি দেখে মনে হচ্ছে জলটা একদম পার্ফেক্ট হয়েছে। না বেশী নরম না বেশী ঝড়ঝড়ে। আর নিরামিষ খিচুড়ি খেলে কেমন একটা পুজোর ভোগের মত ফিলিংস আসে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দিদি এভাবে নিরামিষ সবজি খিচুড়ি খেতে কিন্তু ভালোই লাগে। শীতের দিন আসলে এই খিচুড়ি আমার বেশি খাওয়া হয়।এই খিচুড়ির সাথে একটু ঝাল ভর্তা হলে মন্দ হয়না। আপনি খুব সুন্দর ভাবে ধাপে ধাপে নিরামিষ সবজি খিচুড়ি তৈরির পদ্ধতি বর্ণনা করেছেন। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেকগুলো উপাদানের সমন্বয়ে খিচুড়ি রান্না করলে খেতে বেশ দারুন লাগে। পরিবারের মানুষ খুবই পছন্দ করে এ জাতীয় রেসিপিগুলো। আপনিও লক্ষ্য করলাম অনেক সবজি মিশিয়ে খিচুড়ি রান্না করেছেন। আশা করি খুব টেস্ট হয়েছিল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit