"চেলা শুঁটকি "আলু বেগুন দিয়ে ভুনা রেসিপি।

in hive-129948 •  2 years ago 

হ্যালো

আমার বাংলা ব্লগ বাসী সবাইকে আমার নমস্কার,আদাব।আশাকরি আপনারা সকলেই ভালো আছেন,সুস্থ আছেন?ঈশ্বরের অশেষ কৃপায় আমিও পরিবারের সবাইকে সাথে নিয়ে ভালো আছি সুস্থ আছি।

আজকে আমি চেলা শুঁটকি আলু বেগুন দিয়ে ভুনা করেছি সেই রেসিপি টি আপনাদের সাথে শেয়ার করবো।
IMG_20221213_213708.jpg

প্রয়োজনীয় উপকরণ

উপকরণ
চেলা শুঁটকি
আলু
বেগুন
পেঁয়াজ কুঁচি
কাঁচামরিচ
টমেটো
আদা বাটা
রসুন বাটা
মরিচের গুঁড়া
লবণ
হলুদ
সয়াবিন তেল

photoCollageMaker_20221213_213833177.jpg

রন্ধন প্রণালী

প্রথম ধাপঃ

প্রথমে শুঁটকি মাছ গুলো গরম জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছি। তারপর খুব ভালো করে ধুয়ে নিয়েছি।
photoCollageMaker_20221213_213906324.jpg

দ্বিতীয় ধাপঃ

চুলায় কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে শুঁটকি মাছ গুলো ভালো করে ভেজে নিয়েছি।
photoCollageMaker_20221213_213922847.jpg

তৃতীয় ধাপঃ

কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ কুঁচি গুলো দিয়ে দিয়েছি। তারপর নেড়েচেড়ে পেঁয়াজ গুলো বাদামী করে ভেজে নিয়েছি।
photoCollageMaker_20221213_213955860.jpg

চতুর্থ ধাপঃ

পেঁয়াজ ভাজা হলে লবণ হলুদ বাটা মসলা গুলো দিয়ে দিয়েছি। তারপর সামান্য পরিমাণে জল দিয়ে মসলা গুলো কষিয়ে নিয়েছি। তারপর টমেটো গুলো দিয়ে আরও একটু কষিয়ে নিয়েছি।
photoCollageMaker_20221213_214024008.jpg

পঞ্চম ধাপঃ

মসলা কষানো হলে আলু গুলো দিয়ে দিয়েছি তারপর সামান্য পরিমাণে জল দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি।
photoCollageMaker_20221213_214103422.jpg

ষষ্ঠ ধাপঃ

আলু অর্ধেক সিদ্ধ হলে বেগুন গুলো দিয়ে দিয়েছি। তারপর ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে রাখা শুঁটকি মাছ গুলো দিয়ে দিয়েছি। তারপর কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছি।
photoCollageMaker_20221213_214137432.jpg

সপ্তম ধাপঃ

কিছুক্ষণ পর ঢাকনা খুলে কাঁচামরিচ গুলো দিয়ে দিয়েছি। তারপর অল্প আঁচে অনেক সময় ধরে নেড়েচেড়ে রান্না করে নিয়েছি। জল শুকিয়ে তেল উঠে আসলে চুলার আঁচ বন্ধ করে দিয়েছি।
photoCollageMaker_20221213_214159663.jpg

"পরিবেশন"

চুলা থেকে নামিয়ে নিয়ে একটা প্লেটে তুলে নিয়েছি। এখন গরম ভাতের সাথে খাওয়ার জন্য প্রস্তুত চেলা শুঁটকি আলু বেগুন দিয়ে ভুনা রেসিপি টি।
IMG_20221213_213708.jpg

এই ছিল আমার আজকের আয়োজন। আশাকরি আপনাদের ভালো লেগেছে। আবার দেখা হবে অন্য কোন সময়ে অন্য কোন নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রার্থনা করি।

ধন্যবাদ সবাইকে।

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM.gif

qPJmwNUkWBAaDEoDjHMPfsMwgtrUZt8qa7V155BbYgaJXHJ1RRNUNKdUiokw5GRZBvxgBBVEBbKqo6AEzUdFuSjduriYosyxZpyV2NieiY...bPKmPgfXrNfAMtnsiof2m2pTeP6UoYMNZBPC9JqRMarJmAvp5mRMbmGXVjdfuvHdTYWTA39Pnv8yBC8UW7mFNqJ4smiyK8f59Ws31d1VPokdDJahN7obGWMw9o.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

এই শুটকি মাছ গুলো অনেক দেখেছি কিন্তু এর নাম আমি জানতাম না, আলু বেগুন দিয়ে চমৎকার ভাবে এটি রান্না করা যায় জেনে খুব ভালো লাগলো দারুন ভাবে উপস্থাপন করেছেন প্রতিটি ধাপে ধাপে এই চমৎকার রেসিপিটি।

আমাদের এলাকায় এই মাছের নাম হলো চেলা মাছ কাঁচা খেতে যেমন সুস্বাদু হয় তেমনি শুঁটকি করে খেলেও অনেক মজা লাগে। আলু বেগুন দিয়ে শুঁটকি মাছ রান্না করলে খেতে অনেক ভালো লাগে আমার কাছে। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

চেলা শুটকি দিয়ে আলু বেগুন এর অনেক মজাদার একটি রেসিপি তৈরি করেছেন আপু। দেখে মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। শুটকি মাছ আমার কাছেও খেতে অনেক ভালো লাগে। তবে আমি সব সময় ভুনা করি। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর রেসিপি শেয়ার করার জন্য।

একদম ঠিক বলেছেন আপু খেতে খুবই সুস্বাদু হয়েছিল। শুঁটকি মাছ পছন্দ করে না এমন লোক খুঁজে পাওয়া মুশকিল। ধন্যবাদ আপু।

ওয়াও আপু আপনার চেলা শুটকি মাছ ভুনা দেখে লোভ লেগে গেল। আসলে শুটকি আমার অনেক পছন্দ কিন্তু বাচ্চারা কেউ খায়না তাই তেমন রান্না করা হয় না। আপনার চেলা শুটকি আলু দিয়ে ভুনা, সাথে টমেটো দেওয়াতে স্বাদ আরো অনেক বেড়ে গেছে। ধন্যবাদ আপনাকে।

আপু আমার বাচ্চারা শুঁটকি মাছ খেতে খুবই পছন্দ করে এদিক থেকে আমার ভালোই হয় তাই মাঝে মাঝে রান্না করি। বাচ্চারা কোনকিছু না খেলে সেটা রান্না করে খেতে মন চায় না। ধন্যবাদ আপু।

আপু মজার রেসিপি শেয়ার করেছেন। এমন করে রান্না করে আমিও খেতে পছন্দ করি। আমি করিও তবে কেউ বাসায় না ৎাকলে। কেউ ত পছন্দ করে না তাই। আপনি ধাপে ধাপে খুব সুন্দর করে তুলে ধরেছেন অনেক ধন্যবাদ আপু।

বাসায় কেউ খেতে না চাইলে একা একা রান্না করে খেতে ভালো লাগে না। আমারা মা মেয়ে শুঁটকি মাছ খেতে অনেক পছন্দ করি, কিন্তু আমার হাসবেন্ড একদম খেতে পারে না। ধন্যবাদ আপু।

শুটকি মাছ আমার ভীষণ প্রিয়। মাঝে মাঝেই শুটকি মাছ রান্না করে খাওয়া হয়। যে কোন মাছের শুটকি খেতেই আমার ভালো লাগে। আর আলু বেগুন দিয়ে শুটকি মাছ রান্না করলে খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। সাথে যদি দুই একটা করলা দেওয়া হয় তাহলে আরো বেশি ভালো লাগে। শুটকি মাছের দারুণ একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপু। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

এই শুঁটকি মাছ খেতে আমার অনেক ভালো লাগে। আমরা এটাকে কাঁচকি শুঁটকি বলি। আমি মাঝে মাঝে এই রেসিপি তৈরি করি। গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। রেসিপির ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য।

রেসিপি দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে।আলু বেগুন দিয়ে শুঁটকি একটু কষিয়ে রান্না করলে বেশ ভালো লাগে আমার কাছে। শুঁটকি মাছের সবচেয়ে বেশি ভালো লাগে হচ্ছে ভর্তা। আপনার রেসিপি ধাপগুলো অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত। ধন্যবাদ আপু আপনাকে।

অনেক সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করেছেন। এটা দেখে অনেক লোভনীয় লাগছে। রেসিপিটি কালার টা দেখতে অনেক সুন্দর এসেছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

"চেলা শুঁটকি "আলু বেগুন দিয়ে ভুনা রেসিপি নাম শুনেই কেমন লোভনীয় লাগছে।যদিও আমার আলু বেগুনের তরকারি অনেক ভালো লাগে খেতে।তবে শুটকি মাছ আমি একদম খেতে পারি না ,কেমন উগ্র গন্ধ লাগে তাই।আন্টি আপনার রেসিপিটা সুন্দর হয়েছে, বেশ সুস্বাদুও হয়েছে মনে হচ্ছে।ধন্যবাদ আপনাকে।

হ্যাঁ অনেকেই শুঁটকি মাছ খেতে পারেনা উগ্র গন্ধের জন্য,তোমার আঙ্কেলও এর গন্ধ একদম সহ্য করতে পারেনা। আমরা খেতে খুবই পছন্দ করি তাই গন্ধ কি বুঝিই না 😃 সুন্দর মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ মামনি।❤️