হ্যালো
আমার বাংলা ব্লগ বাসী সবাইকে আমার নমস্কার, আদাব।আশাকরি আপনারা সকলেই ভালো আছেন,সুস্থ আছেন?ঈশ্বরের অশেষ কৃপায় আমারও মোটামুটি ভালো আছি,সুস্থ আছি।
আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা-২৮ আয়োজন করার জন্য আমাদের শ্রদ্ধেয় দাদা,এডমিন ও মডারেটর সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই।বিশ্বকাপ খেলা নিয়ে আমার তেমন কোন উত্তেজনা ছিলো না তার কারন হলো আমি একদিনও খেলা দেখিনি তাই কে হারলো কে জিতলো এগুলো নিয়ে কোন মাথা ব্যাথা ছিলো না। কিন্তু আমার দুই মেয়ের মধ্যে খেলা নিয়ে খুবই তর্ক বিতর্ক হতো কারন ওরা দু'জন দু'দলের সাপোর্টার বড় মেয়ে আর্জেন্টিনা আর ছোট মেয়ে ব্রাজিল সাপোর্টার।
শেষমেশ আর্জেন্টিনার হাতেই বিশ্বকাপ উঠলো।
বর্তমান শিরোপাধারী চ্যাম্পিয়ন আর্জেন্টিনা । তৃতীয়বার জয়ী– ১৯৭৮ , ১৯৮৬ ও ২০২২ । আমার বড় মেয়ে আর্জেন্টিনা সাপোর্ট করে তাই লিওনেল মেসি তার সবচেয়ে প্রিয় খেলোয়াড় তাই সে আজকে তার পছন্দের খেলোয়াড়ের একটি স্কেচ আঁকার চেষ্টা করছে আশাকরি আপনাদের সকলের ভালো লাগবে।স্কেচ টি ধাপে ধাপে উপস্থাপন করার চেষ্টা করছি।
ব্যক্তিগত তথ্য
নাম | লিওনেল আদ্রেস মেসি |
---|---|
জন্ম | ২৪ জুন ১৯৮৭ |
বয়স | ৩৫ |
উচ্চতা | ৫ ফুট ৭ ইঞ্চি |
জন্মস্থান | রোসারিও,আর্জেন্টিনা |
আঁকার প্রয়োজনীয় উপকরণ
উপকরণ |
---|
অফসেট পেপার |
পেন্সিল 4B,6B,8B |
রাবার |
প্রথমে মেসির মুখমন্ডলের আউটলাইন টি করে নিয়েছে।
দাঁড়ি গোঁফের আউটলাইনটি করে নিয়েছে।
এরপর মুখ ও দাঁতের আউটলাইনটি করে নিয়েছে।
এবার নাক,চোখ ভ্রুর আউটলাইন টি করে নিয়েছে।
গলা ও জার্সির আউটলাইন টি করে নিয়েছে।
চুল দাঁড়ি গোঁফ গুলো পেন্সিল দিয়ে হালকা গাঢ় করে নিয়েছে।
এবার চুল গুলো সুক্ষ্মভাবে এঁকে নিয়েছে
এবার চুল ও দাঁড়ি গোঁফ ডার্ক করে এঁকে নিয়েছে।
এবার চোখ ভ্রু ডার্ক করে এঁকে নিয়েছে।
এবার মুখের ভিতরের অংশটি ও জার্সির গলার বর্ডারটি ডার্ক করে এঁকে নিয়েছে।
এবার জার্সি ও নাম্বার টি ডার্ক করে এঁকে নিয়েছে।
এবার adidas ও AFA এর লোগোটি এঁকে নিয়েছে।
এবার বর্ষা নাম সাইন করে নিয়েছে,আর এভাবেই লিওনেল মেসির স্কেচ টি সম্পন্ন হলো।
এই ছিলো আমার মেয়ের আঁকানো লিওনেল মেসির স্কেচ আশাকরি আপনাদের ভালো লেগেছে। কার কেমন লাগলো অবশ্যই মতামতের মাধ্যমে জানাবেন।
ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রার্থনা করি।
ধন্যবাদ।
ছবিটা দেখার পর মন্তব্য লেখার ভাষা হারিয়ে ফেলেছি। এত সুন্দর করে আর্ট করেছে। আমার খুব পছন্দের একজন খেলোয়াড়। শুভকামনা রইল ঐশি মার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সুন্দর একটি মন্তব্য করার জন্য। আমার মেয়েরও খুব পছন্দের খেলোয়াড়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু এত সুন্দর আর্ট দেখে আমি কি মন্তব্য করবো বুঝতে পারছি না। আপনার বড় মেয়ে অনেক ভালো আর্ট করতে পারে তা আমরা আগেও দেখেছি। কিন্তু এমন আর্ট এত সুন্দর ভাবে আমাদের সাথে শেয়ার করবে বুঝতে পারিনি। এক কথায় অসাধারণ হয়েছে। আমি এর আগে এমন আর্ট দেখিনি। আপনার মেয়ের জন্য অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আমার মেয়ের আর্টটি আপনার খুবই ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো।আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই সুন্দর মন্তব্যের জন্য। আমার মেয়ের জন্য দোয়া করবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি খেলা পছন্দ না করলেও মেয়েদের খেলার প্রতি আগ্রহ আছে। আর তাই ত মেসির খুব সুন্দর একটি চিত্র অংকন করে শেয়ার করেছে। চিত্র অংকন এর প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে একে উপস্থাপন করেছে। খুব ভাল লেগেছে আমার। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন ভাইয়া। আমার মেয়েরা খেলা দেখতে খুবই পছন্দ করে, বড় মেয়ের তো মেসি খুবই প্রিয় একজন খেলোয়াড়। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যি আপু আপনার বড় মেয়ের প্রতিভা দেখে আমরা সবাই মুগ্ধ। মামনি যেমন ভালো গান করে তেমনি ভালো ছবি আঁকে। বাসায় যেহেতু দুই দলের সাপোর্টার তাহলে তো যুদ্ধ লাগবেই। তবে যাই হোক বিজয়ী দলের জন্য আমরা সব সময় শুভকামনা জানাই। বড় মেয়ের পছন্দের খেলোয়াড়ের ছবি সে এত সুন্দরভাবে অঙ্কন দেখে সত্যি মুগ্ধ হলাম আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদম ঠিক বলেছেন আপু দুজনের কি পরিমাণে যে যুদ্ধ চলে তা বলার মতো না। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপু। আমার মেয়ের জন্য দোয়া করবেন আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit