সবাইকে আমার নমস্কার,আদাব।আশাকরি আপনারা সকলেই ভালো আছেন,সুস্থ আছেন?ঈশ্বরের অশেষ কৃপায় আমিও ভালো আছি।
আমি @bristychaki,আমি একজন বাংলাদেশী। আমার বাংলা ব্লগ এর আমি একজন ভেরিফাইড ও নিয়মিত ইউজার।আমি বাংলাদেশের গাইবান্ধা জেলা থেকে আপনাদের সাথে যুক্ত আছি। প্রতিদিনের মতো আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আমি প্রতিনিয়ত চেষ্টা করি পোস্টের ভিন্নতা আনার।আজ তারই ধারাবাহিকতা বজায় রেখে নতুন একটি পোস্ট নিয়ে আপনাদেন সামনে হাজির হয়েছি।আশাকরি আপনাদের ভালো লাগবে।
ডাক্তারেরা আমাদের জীবনের এমন একটি অংশ যাকে কোনভাবেই বাদ দেওয়া যাবেনা। তারা আমাদের জীবনের অনেক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আমাদের সাহায্য করে আমাদের জীবনকে রক্ষা করে। আমাদের দেহকে সুস্থ রাখতে এবং নিজেদের রোগমুক্ত রাখতে ডাক্তারদের গুরুত্ব অপরিসীম।ডাক্তারের একটি মাত্র সঠিক সিদ্ধান্ত আমাদের জীবন বাঁচাতে পারে,আবার ভুল সিদ্ধান্ত আমারদের কে মারতেও পারে।কোনো ডাক্তারের কাছে যাওয়ার আগে অবশ্যই সেই ডাক্তারের নির্দিষ্ট পরিচয় সম্পর্কে অব্যাহত থাকতে হবে।তবেই মানসম্মত চিকিৎসা সেবা পাওয়া যাবে।
আপনারা সকলেই কমবেশি জানেন যে আমি দীর্ঘদিন ধরে রিউমাটয়েড আথ্রাইটিস এ আক্রান্ত আর তার জন্য আমাকে একজন ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞের তত্তাবধানে থাকতে হয়।ঢাকায় থাকা অবস্থায় একজন ডাক্তারের তত্ত্বাবধানে ছিলাম তার পরিচয়-
ডাঃ মোঃ নুরুজ্জামান খন্দকার(নোমান) সহকারী অধ্যাপক ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগ।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়(পিজি
বেশ কয়েকে বছর স্যারের নির্দেশনা মেনে চলেছি। তাঁর আচার ব্যবহার খুবই ভালো ছিলো এবং চিকিৎসা ব্যবস্থাও অনেক ভালো ছিলো যা একজন রোগীর জন্য অনেক টা স্বস্তির নিঃশ্বাস।বিশেষ কিছু কারণে ঢাকা ছেড়ে নিজ এলাকায় আসার সিদ্ধান্ত নিতে হয়েছিলো।তখন খুবই চিন্তার মধ্যে পড়ে গেলাম কোথায় ডাক্তার দেখাবো তাঁর চিকিৎসা কেমন হবে এসব নিয়ে খুবই চিন্তিত ছিলাম।আসার আগ মুহূর্ত শেষ বারের মতো নোমান স্যার কে দেখানোর সময় আমার বিষয় টি বললাম তখন স্যার আমার বাড়ি কোথায় বা কোন এলাকায় ডাক্তার দেখানো সুবিধা হবে জানতে চাইলেন।আমি বগুড়ার কথা বললাম তার কারণ বগুড়া যাওয়াআসা আমার জন্য সুবিধাজনক হবে।তখন স্যার ডাক্তার আসিফ রব্বানী স্যারের কথা বললেন এবং তাঁর ফোন নাম্বার এবং ঠিকানা দিলেন।
ডাঃ আসিফ রব্বানী
ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন,
বাত-ব্যথা,প্যারালাইসিস ও জয়েন্ট রোগ বিশেষজ্ঞ
এক্স কনসালটেন্ট ফিজিক্যাল এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগ। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল,বগুড়া
বর্তমান
জুনিয়র কনসালটেন্ট
২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল জয়পুরহাট এ কর্মরত আছেন।
প্রথম যেদিন আসিফ রব্বানী স্যার কে দেখানোর জন্য জিয়া মেডিকেল এ যাই,খুব সকালে গিয়ে ১০ টাকা দিয়ে টিকিট কেটে লাইনে দাঁড়িয়ে অনেক সময় পর স্যারের সাথে সাক্ষাৎ করতে পারি।প্রথম দেখাতেই স্যার কে দেখে খুব ভালো লাগে এবং মনে হয় আমি সঠিক ডাক্তারের সন্ধান পেয়েছি।স্যার আমার সকল রিপোর্ট দেখলেন এবং নতুন কিছু টেস্ট করে দেখানোর কথা বললেন।স্যারের পরামর্শ অনুযায়ী টেস্ট করতে দেওয়া হলো এবং কয়েক ঘন্টা পর রিপোর্ট গুলো হাতে পেলাম।কিন্তু তখন স্যারের অফিস টাইম শেষ তাই রিপোর্ট দেখানো সম্ভব হলো না।পরে জানতে পেলাম বিকেল পাঁচ টায় ইবনে সিনা ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারে বসেন। তখন আমরা বাসায় না ফিরে ইবনে সিনায় গিয়ে স্যারের জন্য অপেক্ষা করতে থাকলাম।বিকেল পাঁচ টায় স্যার আসলেন এবং আমরা সিরিয়াল অনুযায়ী স্যারের চেম্বার প্রবেশ করলাম।স্যার আমাকে দেখে বললেন আপনারা এখনো আছেন?আমি বললাম জ্বি স্যার রিপোর্ট দেখানোর জন্য অপেক্ষায় ছিলাম।স্যার তখন বললেন এখন থেকে এখানে আর আসতে হবে না।এখানে ভিজিট বেশি শুধু শুধু কেনো বেশি টাকা খরচ করবেন?আপনি খুব সকালে মেডিকেল এ এসে প্রথমে দেখিয়ে টেস্ট করে দুপুর এক টার মধ্যে আমাকে দেখাবেন তাতে করে আপনার অনেক গুলো টাকা বেঁচে যাবে.......
আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী পর্বে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে,সুস্থ থাকবেন এই প্রার্থনা করি।
আসলে ডাক্তারের মন-মানসিকতা এমন হওয়া উচিত যেন শুধু টাকার সাথে তার সম্পর্ক না হয়। সরকারি হাসপাতাল থেকে ১০ টাকা দিয়ে টিকিট কাটার পরে ডাক্তার দেখানোর পরবর্তী সময়ে তিনি কিছু রিপোর্ট দিয়েছিলেন আর সেই রিপোর্টগুলো দেখানোর জন্য আপনি ইবনেসিনা হাসপাতালে গিয়েছিলেন। সেখান থেকে তিনি আপনাকে পরের দিন সকালে হাসপাতালে যাওয়ার পরামর্শ দিয়েছেন যেন আপনার বাড়তি টাকাগুলো গুনতে না হয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ ভাই ডাক্তার ডাক্তার এমনই হওয়া উচিত যার কাছে গেলে মানসিক প্রশান্তি পাওয়া যায়।তাতে করে রোগীর অর্ধেক রোগ ভালো হয়ে যায়।ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে সকল ডাক্তার খারাপ তা কিন্তু একেবারেই নয়৷ অনেক ডাক্তার রয়েছে যারা খুবই ভালো এবং খুব সুন্দরভাবে তারা চিকিৎসা দেওয়ার চেষ্টা করে৷ আপনি সরকারি হাসপাতালে গিয়ে টিকিট নিয়ে ডাক্তার দেখিয়েছিলেন এবং তিনি আপনাকে কিছু রিপোর্ট দিয়েছেন। আপনি সে রিপোর্টগুলো নিয়ে ইবনেসিনা হাসপাতালে গিয়েছিলেন৷ তবে সেখানকার ডাক্তার আপনাকে বলেছিল যে পরদিন আসার জন্য৷ এর মাধ্যমে তার যে মানবিক দিকটি রয়েছে সেটা খুব সুন্দরভাবে এখানে ফুটে উঠেছে৷ এরকম ডাক্তার সব সময় দেখা যায় না৷ এরকম মানবিক মূল্যবোধক সবার কাছে থাকে না৷ অনেক ধন্যবাদ এরকম সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit