হ্যালো
আমার বাংলা ব্লগ বাসী সবাইকে আমার নমস্কার,আদাব।আশাকরি আপনারা সকলেই ভালো আছেন,সুস্থ আছেন?ঈশ্বরের অশেষ কৃপায় আমিও পরিবারের সবাইকে সাথে নিয়ে ভালো আছি সুস্থ আছি।
আজ বেশ কয়েকদিন হলো রংপুর এ আমার ছোট দাদার বাসায় ঘুরতে এসেছি।আমার ছোট বউদির সাথে কাজে সাহায্য করার জন্য একজন রেখেছে তার নাম হলো বিথী।আসার পর থেকেই বিথী কে দেখছি মেয়েটা কাজে কর্মে খুবই পারদর্শী আর সেই সাথে খুবই ভদ্র স্বভাবের মেয়ে।আমার বউদি মাস দুয়েক আগে খুলনা থেকে রংপুর এ এসেছে আসার পর উপরের তলায় কাজ করেন যে খালা তাকে কাজের কথা বলেছিলেন কিন্তু খালা কয়েক বাসায় কাজ করেন তাই সময় দিতে পারবেন না বলে কাজ করতে রাজি হননি।
বউদির ছোট বাচ্চা আছে তাই কাজের মানুষ খুবই দরকার তাই খালাকে অনুরোধ করেন যাতে একজন ভালো মানুষ ঠিক করে দেন। খালা বিথীকে নিয়ে আসেন বউদির বাসায় বিথীকে দেখে বউদির পছন্দ হয় তাকে বেশ ভালো বেতন দিয়ে কাজের জন্য ঠিক করেন। প্রতিটি সকালে এসে সব কাজকর্ম করে দিয়ে যায় এবং পাশাপাশি বউদির ছোট বাবুটাকেও কোলে নিয়ে বেশ আদর যত্ন করেন যাতে করে বউদি রান্না শেষ করতে পারেন।
আমার আসার পরের দিন থেকেই বিথীর সাথে দেখা হয় টুকটাক কথাবার্তা হয় মেয়েটাকে দেখে খুবই ভালো লাগে ও ঠিক নিজের বাসার মতো করে সব কাজ করে আর খুবই পরিস্কারভাবে কাজ গুলো করে। মেয়েটার খুবই অল্প বয়সে বিয়ে হয় দু'টো বাচ্চা আছে একটি ছেলে একটি মেয়ে কিন্তু ওকে দেখলে তা বোঝা যায় না ওকে দেখলে মনে হয় ১৫-১৬ বছরের একটি মেয়ে আমি তো প্রথম বিশ্বাস করতেই পারিনি ওর দু'টো বাচ্চা আছে।
আমরা আসার পর থেকেই বউদি কে বলছে যে আপনার মেহমানদের সাথে করে আমার বাসায় ঘুরতে আসবেন বউদি বলছে ঠিক আছে নিয়ে যাবো।গতকাল আবারও যাওয়ার কথা বলছে তাই আমরাও বললাম ঠিক আছে যাবো। সন্ধ্যায় ওর ছেলেকে পাঠিয়ে দিয়েছে যাতে আমাদের বাসা চিনতে কোন সমস্যা না হয়। ওর ছেলে আসলো আমরা সবাই রেডি হয়ে ওর সাথে রওনা দিলাম হেঁটে হেঁটে যাচ্ছি ওর পিছনে পিছনে বেশ ভালোই দূরে ওদের বাসা এক পর্যায়ে গিয়ে পৌঁছালাম। বিথী দেখার সাথে সাথে খুবই ব্যস্ত হয়ে পড়লো কি করবে না করবে ঠিক নাই।
আমরা রুমের ভিতরে গিয়ে বসলাম ও আমাদের জন্য অনেক খাবারের আয়োজন করে রেখেছে।প্রথমে নুডলস,মালটা,আপেল খেতে দিলো।
তারপর ও নিজের হাতে ফুসকা বানিয়ে রেখেছে সেগুলো খেতে দিলো।সবাই ফুসকা খাওয়া শেষ করলাম তার দেখি আবারও চটপটি নিয়ে হাজির আমরা তো খেতে চাইছিলাম না তার কারন নুডলস ফুসকা খাওয়ার পর পেট ভরে গেছে তাই আর খাওয়ার ইচ্ছে নেই কিন্তু বিথী তো এ কথা মানতে নারাজ তার কথা খেতেই হবে কি আর করা ওর কথা রাখতে খেতেই হলো। সে চটপটিতে সবাইকে একটা করে সেদ্ধ ডিম কেটে দিয়েছে।
ফুসকা চটপটি খাওয়া শেষ হতে না হতেই আবার দুধ চা নিয়ে হাজির এখন পেটে জায়গা থাক বা না থাক এটা খেতেই হবে তার কারন হলো আমি আর আমার ছোচ বউদি দুজনের চাখোর মানুষ তাই চা আমাদের খেতেই হবে। বিথী চা টা খুব ভালো বানিয়েছিলো আমি ওর চায়ের প্রশংসা করলাম তখন ও বললো আপা আমি খারাপ চা খেতে পারিনা তাই চা সবসময় ভালো করেই বানাই শুনে খুব ভালো লাগলো আমারও একই অবস্থা খারাপ চা একদম খেতে পারিনা তাই সবসময় চা টা খুব ভালো বানাই।
চা খাওয়া শেষে পান সুপারি নিয়ে হাজির পান সুপারি খেলাম তারপর ও আমাদের ওর বাড়ির কাজ হচ্ছে সেখানে নিয়ে গেলো দেখাতে তিন তলা ভিত্তি দিয়ে বাড়ির কাজ শুরু করেছে দেখে খুবই ভালো লাগলো।ওর মা বিদেশে কাজ করে সেখান থেকে টাকা পাঠায় আর ওরা স্বামী স্ত্রী কাজ করে বাড়ির বানাচ্ছে। সবকিছু দেখা শেষ হলে আমরা বাসায় ফিরে আসলাম।অল্প সময়ে বিথীর বাসায় খুব ভালো সময় আমরা উপভোগ করেছি।বাচ্চারা খুব মজা পেয়েছে খোলামেলা জায়গা পেয়ে। আর বিথীর আদর আপ্যায়ন তো ভুলবার মতো নয়।
বউদি আর বিথীর একটা ছবি তুললাম। বউদি বিথীকে খুবই ভালোবাসে আর বিশ্বাস করে আশাকরি বিথী এই ভালোবাসা বিশ্বাসের মর্যাদা রাখবে।
আজ এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশা করি।
আসলে কিছু কিছু মানুষ অনেক মিশুক হয়,তার মধ্যে বীথি। তাদের কাজ আর কথা শুনলে এমনেই মায়া লাগে। বীথির ছবি দেখে আসলেই বোঝা যায় না ওর যে বাচ্চা আছে।আপনার পোস্ট পড়ে মনে হচ্ছে ও বেশ আন্তরিক। অনেক কিছু দিয়ে আপ্যায়ন করেছে দেখি।আপু আপুর বৌদির সাথে বেশ ভালো বেড়ালেন। ভালো লাগলো। ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার বউদি আর বিথীর একসাথে ছবি দেখে খুব ভালো লাগলো। দুজনকে একসাথে দেখে বোঝাই যাচ্ছে তাদের মধ্যে খুব ভালো একটা বন্ধন রয়েছে। ফটোগ্রাফি দেখে বোঝা যাচ্ছে বেশ ভালই আপ্যায়ন করেছে। বিথীর বাসায় সবাই মিলে খুব সুন্দর কিছু মুহূর্ত পার করেছেন নিশ্চয়ই। মুহূর্তগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জ্বি আপু দুজনের মধ্যে খুবই ভালো সম্পর্ক হয়েছে। বিথী আমাদের অনেক আপ্যায়ন করেছে ওর আন্তরিকতা কখনো ভোলার মতো নয়।সবাই অনেক ভালো সময় কাটিয়েছিলাম। ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ছবি দেখে প্রথমে ভেবেছিলাম যে কোন অবিবাহিত মেয়ে আপনার ভাইয়ের ছেলের দেখাশোনা করে। পরে গল্পটা পড়তে পড়তে বুঝতে পারলাম যে ওনার দুইটা বাচ্চা আছে কিন্তু দেখে বোঝা যাচ্ছে না যে দুইটা ছেলে মেয়ে আছে। যাই হোক আপনি খুব ভালো সময় কাটিয়েছেন তার বাসায় এবং সেও আপনাদেরকে ভালো সমাদর করেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ ওকে দেখলে মনে হয় না যে ওর দু'টো বাচ্চা আছে মনে হয় খুবই অল্প বয়সের বাচ্চা মেয়ে।আমাদের খুবই সমাদর করেছিলো যা কখনো ভোলার মতো নয়।ধন্যবাদ ভাবি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই ওনাকে দেখে মনে হচ্ছে না ওনি দু সন্তানের মা ৷ মনে হচ্ছে কোনো অবিবাহিত মেয়ে ৷ যাই হোক ওনার এমন বন্ধুসুলভ আচরণ এবং ভালো ব্যবহারের কথা জেনে অনেক ভালো লাগলো ৷ আপনি ওনার বাসায় গিয়ে বেশ ভালোই সময় কাটিয়েছেন ৷ ভালো লাগলো পোষ্ট টি পড়ে ৷ ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জ্বি ভাইয়া ওকে দেখলে একদম বোঝা যায় না যে ও দুই সন্তানের মা।আমরা বিথীর বাসায় গিয়ে অনেক ভালো সময় কাটিয়েছি। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যিই বিথীকে দেখে বোঝা যায় না যে সে দুই সন্তানের মা।কিন্তু সে অনেক খাবারের আয়োজন করেছে আপনাদের জন্য দেখে আমার ও ভালো লাগলো।তাছাড়া সে দেখতে ও খুবই মিষ্টি।আপনি চা খেতে পছন্দ করেন জেনে ভালো লাগলো আন্টি।সব কাজেই বিশ্বাসের প্রয়োজন, ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ প্রতিটি ক্ষেত্রে বিশ্বাস থাকাটা জরুরি বিশ্বাস ভিত্তি যদি মজবুত হয় তাহলে ভালোবাসাও অনেক দৃঢ় হয়।আমি খেতে অনেক পছন্দ করি সেটা হতে হবে দুধ চা। অনেক অনেক ধন্যবাদ মামনি সুন্দর মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit