হ্যালো
আমার বাংলা ব্লগ বাসী সবাইকে আমার নমস্কার আদাব। আশাকরি আপনারা সকলেই ভালো আছেন,সুস্থ আছেন?ঈশ্বরের অশেষ কৃপায় আমিও পরিবারের সবাইকে সাথে নিয়ে ভালো আছি, সুস্থ আছি।
অতসী (বৈজ্ঞানিক নাম: Crotalaria retusa ) হচ্ছে শিম পরিবারের একটি সপুষ্পক উদ্ভিদ প্রজাতি।
এর অনেকগুলি ইংরেজি নাম রয়েছে যেমন, devil-bean, rattleweed, shack shack, এবং wedge-leaf rattlepod। এটি প্রাণিসম্পদের জন্য বিষাক্ত এবং মানুষের খাদ্যকেও দূষিত করে। অতসীর আদি নিবাস কোথায় ছিল সেটা খুব একটা স্পষ্ট নয়। তবে মনে করা হয় সম্ভবত গ্রীষ্মমন্ডলীয় এশিয়া, আফ্রিকা এবং অস্ট্রেলিয়া জুড়ে ছিল এর আদি নিবাস। আগে এই উদ্ভিদটিকে আগাছা হিসাবে ধরা হতো। বর্তমানে অনেক গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলে এটি শস্য উদ্ভিদ হিসাবে চালু হয়েছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি রাজ্যে, পুয়ের্তো রিকো এবং ভার্জিন দ্বীপপুঞ্জে এটি একটি ক্ষতিকারক আগাছা হিসাবে তালিকাভুক্ত। এছাড়া ভারত, কিউবা এবং কোকোস দ্বীপে এই উদ্ভিদটিকে আক্রমণাত্মক আগাছা হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে। অন্যান্য কয়েকটি ক্রোটালারিয়ার প্রজাতির মতো, এটি একটি বর্ষজীবী উদ্ভিদ।সোর্স
দেবি দুর্গার গায়ের রং
বেশিরভাগ মতেই দুর্গার গায়ের রং লালচে, যা রাগ, শক্তি আর জয়ের প্রতীক। দেবী দুর্গা বলতেই চোখে ভেসে ওঠে পীতবর্ণ কিংবা হরিদ্রাবর্ণ অথবা অতসী। রং নিয়ে রহস্য লুকিয়ে আছে সনাতন বিধানে। সেখানে বলা হয়েছে, দেবীর গায়ের রং অতসী ফুলের মতো।
এবং আমি
আমার বাংলা ব্লগ এ আমি বৃষ্টি চাকী নামেই পরিচিত কিন্তু আমার জন্মগত নাম হলো "অতসী"আমার যখন জন্ম হয় তখন সবাই নাম রাখা নিয়ে চিন্তিত কি নাম রাখা যায় আমার তিন দাদা নয়ন,কাজল,স্বজল
সেই হিসেবে আমার নাম আঁখি হওয়ার কথা ছিলো😀
কিন্তু তা আর হয়নি ভাইদের সাথে নামের মিল না রেখেই আমাদের পাশের বাড়ির এক প্রতিবেশী অরুন সম্পর্কে আমার কাকা হয় সে আমার নাম অতসীরাখে আমি জন্মগত ভাবে এই নামেই সকলের কাছে পরিচিত কিন্তু বিয়ের সময় আমার শ্বশুর বাড়ি থেকে আমার নতুন নাম রাখে বৃষ্টি এই বিষয় টি আমার কাছে মোটেও ভালো লাগেনি তার কারন হলো ছোটবেলা থেকে এক নামেই বড় হয়েছি সেই নামে না ডেকে অন্য নামে ডাকবে সেটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলামনা।
আমার হাসবেন্ড এর নাম বিপ্লব তার নামের সাথে মিল রেখে হাসবেন্ড আর তার ছোট ভাই মানে আমার দেবর মিলে আমার নাম বৃষ্টি রাখে বিয়ের পর থেকে
শ্বশুর বাড়ির সবাই আমাকে বৃষ্টি নামেই ডাকে কিন্তু আমাদের এলাকায় আমি আগের সেই অতসী আছি আর আজীবন তাই থাকবো।
আগে আমাদের বাড়িতে অতসী ফুলের গাছ ছিলো না কখনো আমি এবার এসে দেখি কয়েকটা অতসী ফুলের গাছ একটা তো অনেক বড় হয়েছে। বড় বউদিকে বললাম এই গাছ তোমরা কোথায় পেলে?বউদি বললো বাবালা লাগিয়েছে। বাবলা হচ্ছে বউদির ছোট ভাই বউদির বাবার বাড়ি আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয় তাই বাবলা প্রায় প্রতিদিন একবার করে আমাদের বাড়িতে আসে ও আমাদের বাড়ির সবার কাছে খুবই প্রিয় একজন ছোট ভাই ওকে আমরা সবাই খুব ভালোবাসি তার কারন হলো বাবলা এ যুগের ছেলেদের মতো নয় ওর স্বভাব চরিত্র যা এক কথায় অতুলনীয়। বাবলা আমার জন্য অতসী ফুলের গাছ লাগিয়েছে।আমার নামের ফুল গাছটিতে ফুলে ফুলে ভরে গেছে দেখতে কি যে সুন্দর লাগছে তা বলার মতো নয়।আমি অনেক খুশি হয়েছি তাই মন থেকে বাবলাকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানাই।
প্রতিবেশী সেই অরুন কাকা যিনি আমার এই সুন্দর নামটি রেখেছেন তাকে কৃতজ্ঞতা ও ছোট ভাই বাবলাকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আমি আজকের ব্লগ টি এখানেই শেষ করছি।আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা করি।
ধন্যবাদ সবাইকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এটা যে অতশীফুল তা আমি জানতাম না।অথচ এর ফুলের ছবি আমি এর আগে শেয়ার করেছি।নতুন কিছু জানতে পারলাম।আর বিয়ের পর নতুন নাম রাখা টা বেশ ইন্টারেস্টিং।আগে কোথাও শুনি নি। ব্লগটি পড়ে ভাল লাগল।আর ফটোগ্রাফ গুলোও সুন্দর হয়েছে কাকিমা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমিও আগে জানতাম না অনেক পরে জেনেছি আর এখন তো আমাদের বাড়িতেই আছে।হ্যাঁ বৃষ্টি চাকী আমার বিয়ের পর দেওয়া নাম।ব্লগ টি পড়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এ ফুল আমি ছোট বেলায় ঝোপঝাড়ে দেখেছি বলে মনে পরে। তবে এর নাম যে অতসী তা জানতাম না। আপনার মাধ্যমে এ ফুলের নামটি জানতে পারলাম।ধন্যবাদ আপু ফুলের নামটি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ব্লগটি পড়ে ভাল লাগা, মন্দ লাগা দুটোই আমার মাঝে ভর করলো।প্রথমে ভাল লাগাটা বলি,আপনার নামটি খুব সুন্দর ছিল।আর বাবলা আপনার কথা মনে করে গাছটা লাগিয়েছে এজন্য।আর মন্দ লাগা হলো, জন্মগত নাম কিভাবে চেঞ্জ করে?? 🤔 নামের মিল দিয়ে কি হয়?? মনের মিল হলেই ত হলো। 😂 এটাই মন্দ লাগা সুন্দর একটি নাম অথচ.. যাক ভাল লাগলো আপনার অনুভুতি জেনে। ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ! আপু আপনার নাম অতসী! অতসী ফুলের মতোই সুন্দর লাগছে আপু নীল শাড়িতে! তবে বিয়ের পরে আপনার নাম পরিবর্তন করে ফেললো কেন! অতসী নামটিই ভালো!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আগে অতসী নামের ফুল দেখিনি বা নাম শুনিনি। আজকে প্রথমবার আপনার পোস্টের মাধ্যমে জানতে পারলাম। যাইহোক ফুলটা যেমন সুন্দর আপনাকে অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ বৌদি সুন্দর একটি ফুলের সাথে আমাদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু এই ফুল অনেক দেখেছি কিন্তু এর নাম জানা ছিল না। আজ আপনার পোস্টের মাধ্যমে এই ফুলের নাম অতসী জানতে পেরে অনেক ভালো লাগলো। ফুলের নাম অতসী আর আপনার নামও অতসী শুনে আরও ভালো লাগলো। আপু আপনার নাম রাখা নিয়ে যেমন সবাই চিন্তায় পড়ে গিয়েছিল তেমনি আমার নাম রাখা নিয়েও একই অবস্থা হয়েছিল। তবে শেষমেশ আপনার খুব সুন্দর নাম রেখেছিল। কিন্তু পরবর্তীতে আপনার শ্বশুর বাড়িতে যেই নাম রাখা হয় সেটাও কিন্তু খুব ভালো। ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit