মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সকল সদস্যগণ,কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন,সুস্থ আছেন?পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় আমি পরিবারের সবাইকে সাথে নিয়ে এখন অনেকটাই ভালো আছি।
আমি @bristychaki,আমি একজন বাংলাদেশী। আমার বাংলা ব্লগ এর আমি একজন ভেরিফাইড ও নিয়মিত ইউজার।আমি বাংলাদেশের গাইবান্ধা জেলা থেকে আপনাদের সাথে যুক্ত আছি। প্রতিদিনের মতো আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আমি প্রতিনিয়ত চেষ্টা করি পোস্টের ভিন্নতা আনার।আজ তারই ধারাবাহিকতা বজায় রেখে আজ আমি একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি।আশাকরি আজকের ব্লগ টি আপনাদের ভালো লাগবে
জীবনে সেই মানুষটা ভীষণ গুরুত্বপূর্ণ, যে মানুষটা আপনাকে বিশেষ ফিল করাবে আপনি যেরকমই হোন না কেনো, যে মানুষটা সব সময় আপনাকে ফিল করাবে তুমিই শ্রেষ্ঠ।যার জীবনে আপনি কখনো বিকল্প হবেন না, আপনি হবেন একমাত্র এবং সবচেয়ে মূল্যবান ব্যক্তি।আর তেমনি হলো আমার স্বামী যে প্রতিটি ক্ষেত্রে আমাকে সেই বিশেষ মুহূর্ত গুলো অনুভব করায়।আমাদের দীর্ঘ ২০ বছরের সংসার জীবন।বলবো না কখনো ঝগড়াঝাটি হয়নি বা খারাপ থাকিনি...দীর্ঘ সময় একটা মানুষের সাথে থাকলে অনেক ছোটখাটো বিষয় নিয়ে টুকটাক অশান্তি হবে এটাই স্বাভাবিক।তবে আমরা কখনোই সেই অশান্তি গুলোকে বড় করতে দেই না।দেখা যাচ্ছে প্রচন্ড রকমের অশান্তি হচ্ছে,আবার কিছু সময় পরেই আমরা একসাথে বসে খাচ্ছি হাসাহাসি করছি।আর এগুলো দেখে মেয়রা বলেই ফেলে বাবা-মা তোমরা কিন্তু একটু আগেই ঝগড়া করেছো তা কি তোমরা ভুলে গেছো...?আমরা দুজনেই একইরকমের মানুষ কেউ কারো সাথে বেশি সময় কথা না বলে থাকতে পারি না।খুবই অস্থির হয়ে যাই মাঝে মাঝে তো এখন অসুস্থও বোধ করি।
আমার হাসবেন্ড দীর্ঘ ২২ বছর ঢাকায় কর্মরত ছিলেন। সাম্প্রতিক সময়ে তাঁর নতুন জায়গায় বদলি হয়েছে।গত ১৫ তারিখ নতুন কর্মস্থলে যোগদান করেন।এবারের আবহাওয়া বেশ গরমই ছিলো,ক'দিন আগেও গরমে অস্থির হয়ে যাচ্ছিলাম।আর সেই ভেবেই তিনি তার শীতের কাপড়, কাঁথা-কম্বল কিছুই নিয়ে যায়নি।তিন চারদিন নিম্নচাপের কারণে আবহাওয়া বেশ ঠান্ডা ছিলো ফ্যান তো দূরের কথা মনে হয় কাঁথা-কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ি এমন অবস্থা।আমার হাসবেন্ডের কর্মস্থল একেবারে উত্তরবঙ্গে আর আমাদের উত্তরবঙ্গ মানেই শীতের দেশ।তাই একটু বৃষ্টি হলে অনেক ঠান্ডা লেগে যায়।গত পরশুদিন সারাদিন রাত বৃষ্টি হয়েছে আর সেই সাথে প্রচন্ড ঠান্ডা।হাসবেন্ড যখন বললো গতকাল রাতে ঠান্ডায় ঘুমাতে পারিনি শেষে বিছানার চাদর তুলে গায়ে জড়িয়ে ঘুমিয়েছি।কথাটা শুনেই খুব খারাপ লাগলো...,তাই আর কোনোকিছু না ভেবে শীতের কাপড় কাঁথা-কম্বল নিয়ে যাওয়ার চিন্তা করলাম।
আজ সকালে ঘুম থেকে উঠেই কিছু রান্না করে নিলাম তাঁর জন্য।ভাবলাম যাচ্ছি যখন তাহলে কিছু রান্না করে নিয়ে যাই তাহলে অন্তত একদিন বাসার খাবার খেতে পারবে।এই ভেবে মাছ মাংস চিংড়িমাছ কলমি শাক রান্না করে নিলাম।তারপর কাঁথা-কম্বল শীতের কিছু গরম কাপড় আরও প্রয়োজনীয় টুকিটাকি কিছু জিনিসপত্র গুছিয়ে নিয়ে বেলা ১২ টায় বাসা থেকে বেড়িয়ে পড়লাম।দুই মেয়ে স্কুল কলেজে আমি রংপুরের উদ্দেশ্যে রওয়ানা হলাম।বাসে উঠে ভাবলাম হাসবেন্ড কে কল করে জানিয়ে দেই যে আমি আসছি..। কিন্তু চিন্তা করে দেখলাম আগে থেকে কিছুই বলবো না তাকে গিয়ে সারপ্রাইজ দিবো এই ভেবে আর কিছু বললাম না।প্রায় ঘন্টাদেড়েক পর আমি আমার গন্তব্যে পৌঁছে গেলাম।
তারপর থানার সামনে গিয়ে তাকে কল করলাম আর বললাম আমি তোমার থানার সামনে দাড়িয়ে আছি তুমি কোথায়? হাসবেন্ড প্রথমে বুঝতে পারেনি ভেবেছে আমি বাহিরে গেছি,তখন বলে বাহিরে আছো ঠিক আছে পরে কথা বলবো..এই বলে কল কেটে দিলো!!আমি আবারও তাকে কল করে খুব ভালোভাবে বুঝিয়ে বললাম যে আমি মিঠাপুকুর এসেছি তোমার থানার গেটে দাড়িয়ে আছি।তখন সে বিষয় টা ভালোভাবে বুঝতে পারলো।আর থানার ভিতর থেকে বেড়িয়ে আসলো এসেই তার প্রথম কথা তুমি কেনো আসছো! কি দরকার ছিলো কষ্ট করে এতোদূর আসার?আমি তখন বললাম আমি জানতাম তুমি আগে জানলে আসতে না করতে তাই তো বলিনি যাতে না করার কোনো সুযোগ না পাও!তোমাকে সারপ্রাইজ দিলাম।
আমাকে দেখে এবং সব জিনিসপত্র খাবার দেখে সে খুবই খুশী হয়েছে এবং মনে হচ্ছে খুশিতে তার চোখ ছলছল করছে...।আসলে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটানোর জন্য অনেক কিছু করার দরকার হয়না। দরকার হয় একটু ভালোবাসা যত্ন এবং ছোট ছোট কিছু ভালো লাগার মুহূর্ত তৈরি করা তাহলেই আর বেশিকিছু লাগে না জীবন চলার জন্য এতোটুকুই যথেষ্ট।জিনিসপত্র গুলো তার রুমে রেখে আসলো আমি থানার ডিউটি অফিসারের রুমে কিছুক্ষণ বসে থাকলাম।তারপর দুজন মিলে একটু সামনের দোকানে গেলাম আমাকে খাওয়ানোর জন্য আর কি। কিন্তু আমার কেনো জানি কিছু খেতে ইচ্ছে করছিলো না।কিন্তু আমার হাসবেন্ড তো আমাকে না খাইয়ে কিছুতেই ছাড়বে না।যাইহোক শেষমেশষ একটা কলা দুধ চা,আইসক্রিম খেলাম তারপর সে দুইটা চিপস একটা জলের বোতল কিনে দিলো গাড়িতে বসে খাওয়ার জন্য।তারপর রাস্তার পাশেই ফুলের দোকান দেখে লাল সাদা গোলাপ কিনে দিলো সাথে একটা মিষ্টি মসলাযুক্ত পান।তারপর আমাকে গাড়িতে তুলে দিয়ে সে তার কর্মস্থলে চলে গেলো আর আমি আমার গন্তব্যের দিকে রওয়ানা হলাম।
সবমিলিয়ে অসাধারণ একটি দিন ছিলো।ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করি আমার জীবনের সাথে জড়িয়ে থাকা সকল ভালোবাসার মানুষ গুলো ভালো থাকুক।🙏🙏
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সব মিলিয়ে সারপ্রাইজ টা সুন্দর ছিলো এবং সময়টা বেশ ভালো কেটেছে বুঝতে পারছি।উত্তর অঞ্চলে বেশ ঠান্ডা পড়েছে। এভাবেই একে অপরের পাশে থাকবেন সেই কামনা করি।ধন্যবাদ খুব সুন্দর একটি পোষ্ট আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এমন ভাবেই ভালো থাকো দুজনে। সমগ্র পরিবার সমেত আনন্দে কাটুক প্রত্যেকটি দিন। ভালোবাসার কোন শেষ হয় না, আবার কোন দিনও হয় না। কারো থেকে এমন ভালোবাসা পেলে বাকি সব কিছু তুচ্ছ হয়ে যায়। এমন সুখ দুঃখ নিয়ে জীবনের পথে হেঁটে চলতে হয় প্রত্যেকটি মানুষকে। তার মধ্যে ভালো গুলোর দিকেই নজর দিতে হয় বেশি করে। তুমি সেভাবে চিন্তা করেছ বলেই জীবন এতো সুন্দর।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভালো থাকুন এভাবে। আর বিশেষ কিছু বলার নেই ব্লগ পড়ে৷ ঈশ্বর আপনাদের ভালো করুন৷
প্রিয় মানুষকে সারপ্রাইজ দেওয়ায় যেমন সুখ আছে তেমনি পাওয়াতেও। সংসারে সব দিন ছেলেরাই যেন মেয়েদের আশ্রয় ও ভালো থাকার কথা চিন্তা করে আসছে। আপনিও যে ভেবেছেন এমন সুন্দর করে তার জন্য সাধুবাদ জানাই। ভালো থাকুন দিদি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এমন সারপ্রাইজ পেলে খুশি হওয়া তো স্বাভাবিক আপু। আপনাদের ব্যাপার টা শুনে ভালো লাগল। দুজন দুজনকে ভালোবাসেন খেয়াল রাখেন কেয়ার করেন। আপনাদের জন্য শুভকামনা। আপনার একটা কথা আমার ভালো লেগেছে জীবনে এমন একজন মানুষের দরকার যে স্পেশাল ফিল করাবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আন্টি আপনাদের ভালোবাসাময় একটি দিনের গল্প পড়ে খুবই ভালো লাগলো। এরকম ভালোবাসা সারা জীবনের জন্য অটুট থাকুক। সত্যি বলতে ভালোবাসার বহিঃপ্রকাশে মানুষ যে, শুধু হাসে তা নয় মানুষ কেঁদেও ফেলে। তবে এই অশ্রু কষ্টের হয় না এই অশ্রু আনন্দের হয়। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আন্টি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit