হ্যালো বন্ধুরা
সবাইকে আমার নমস্কার,আদাব।আশাকরি আপনারা সকলেই ভালো আছেন,সুস্থ আছেন?ঈশ্বরের অশেষ কৃপায় আমিও ভালো আছি।
আমি @bristychaki,আমি একজন বাংলাদেশী। আমার বাংলা ব্লগ এর আমি একজন ভেরিফাইড ও নিয়মিত ইউজার।আমি বাংলাদেশের গাইবান্ধা জেলা থেকে আপনাদের সাথে যুক্ত আছি। প্রতিদিনের মতো আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।প্রতিনিয়ত পোস্টের ভিন্নতা বজায় রাখতে আজ আমি একটি আর্ট পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি।টম এন্ড জেরী কার্টুন সম্পর্কে আপনারা সকলেই কমবেশি জানেন এবং দেখেছেন আজ আমি সেই জেরি কার্টুন এর আর্ট টি আপনাদের সাথে শেয়ার করছি আশাকরি আপনাদের ভালো লাগবে।
সামনে ভেসে ওঠে আমাদের একটুকরো ছোটবেলা।টম বলতে একটা ঝগড়ুটে বিড়াল আর জেরি বলতে একটা লড়াকু ইঁদুর। নব্বই দশকের ছেলেমেয়েদের প্রধান আকর্ষণ ছিলো এই বিড়াল ইঁদুরের লড়াই।
টম অ্যান্ড জেরি হলিউডের মেট্রো গোল্ডউইন মেয়ার স্টুডিওর তৈরি ও বর্তমানে হ্যানা বার্বেরা স্টুডিওতে তৈরি জনপ্রিয় কার্টুন। এতে টম একটি বিড়াল এবং জেরি একটি ছোট ইঁদুর, যাদের নানা রকম দুষ্টুমি এই কার্টুনের প্রতিপাদ্য।প্রায় প্রতিটি পর্বেই দেখা যায় জেরিকে ধরতে টমের প্রাণান্তকর চেষ্টা।
উপকরণ |
---|
সাদা টিশার্ট |
অ্যাক্রিলিক কালার |
তুলি |
পেন্সিল |
স্কচ টেপ |
ধাপ-১
প্রথমে গেঞ্জির মাঝখানে একটি শক্ত কাগজ দিয়ে নিয়েছে যাতে অপর পাশের রং লেগে না যায়।
ধাপ-২
তারপর স্কচ স্টেপ দিয়ে চারিদিকে চারকোণা আকারে লাগিয়ে নিয়েছে যাতে পিছনের ব্যাকগ্রাউন্ড টি চার কোণাকার হয়।
ধাপ-৩
এবার পেন্সিল দিয়ে জেরির মুখমণ্ডল এবংশরীরের আউটলাইনটি করে নিয়েছে।
ধাপ-৪
পেছনের ব্যাকগ্রাউন্ড টি হালকা গোলাপি রং দিয়ে ভরাট করে নিয়েছে।
ধাপ-৫
জেরির শরীরের বাদামী রংটি করে নিয়েছে।
ধাপ-৬
জেরির বুকের অফহোয়াইট রংটি করে নিয়েছে।
ধাপ-৭
জেরির শরীরের বাদামী অংশে গাড় বাদামি রং দিয়ে শেড করে নিয়েছে।
ধাপ-৮
এরপর কালো রং দিয়ে জেরির শরীরের বাহিরে বর্ডার একে নিয়েছে।
ধাপ-৯
সবশেষে সাদার মধ্যে কালো রং দিয়ে জেরির চোখ নাক এবং মুখ একে নিয়েছে।সব শেষে স্কচ টেপ টি তুলে নিয়েছে।আর এভাবেই পুরো আর্ট টি সম্পন্ন হয়েছে।
ফাইনাল লুক
এই ছিলো আমার আজকের আয়োজন,আশাকরি আপনাদের ভালো লেগেছে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে এক কথায় দারুন হয়েছে আপু। খুব সুন্দরভাবে জেরীকে আট করে দেখিয়েছেন কিন্তু টমকে খুঁজে পেলাম না। হয়তো টম থাকলে পারে আরো ভালো লাগতো। আশা করি পরবর্তীতে টম কে অংকন করে দেখাবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জ্বি ভাইয়া পরবর্তীতে টম কে আর্ট করে দেখানো হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্যটি করার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সুন্দরভাবে এঁকেছেন আপু প্রশংসা করার মত সুন্দর ছিল।জেরির কান গুলো দেখতে বেশি সুন্দর লাগছিল হাহাহা। আপনার আর্ট করার দক্ষতা শেয়ার করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন ভাইয়া জেরির কানগুলো দেখতে অসম্ভব সুন্দর।ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যটি করে পাশে থাকার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কার্টুন-জেরির খুবই সুন্দরভাবে চিত্র অংকন করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। চিত্র অহংকার করার ক্ষেত্রে আপনার দক্ষতা দেখে খুবই ভালো লাগলো। আপনি এতটাই সুন্দর ভাবে এটা অঙ্কন করতে সক্ষম হয়েছেন যা দেখে মনে হচ্ছে যে এটা সত্যিকারের জেরি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া, আপনি ঠিকই বলেছেন জেরির আর্টটি একদম আসল জেরির মতোই লাগছে।সুন্দর মন্তব্যটি করার জন্য আবারও ধন্যবাদ ভাই আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি বলব যার ছোটবেলায় টম এন্ড জেরি ছিল না তার ছোটবেলা খুবই বোরিং কেটেছে। এতো বয়স হয়ে গিয়েছে এখনও এটা অনেক পছন্দ করি। টম এন্ড জেরির সেই লড়াই সেই ঝগড়া যদিও জেরি তার বুদ্ধির কারণে সবসময় টমকে হার মানাত। জেরির আর্ট টা খুবই চমৎকার করেছেন আপু। অনেক সুন্দর লাগছে দেখতে। সত্যি আপনার প্রশংসা করতেই হয়। ধন্যবাদ আমাদের সাথে আর্ট টা শেয়ার করে নেওয়ার জন্য।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ছোট বেলায় কাটুন দেখে বেশ মজা পেতাম। আর আজ দেখছি আপনি আবার গেঞ্জিতে কাটুন আর্ট করেছেন। ভাবছি আমার কিছু ড্রেস নিয়ে যাবো আপনার ওখানে। যাই হোক আপনার কাটুন আর্ট কিন্তু দারুন হয়েছে আপু্ । আপনি বেশ সুন্দর করে উপস্থাপনাও করেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
টম এন্ড জেরি আমার ভীষণ পছন্দের কার্টুন। আগে ফোনে তুলে এনে দেখতাম ও টিভিতে দেখতাম। ওদের দুষ্টমি গুলো ভীষণ ভালো লাগে আমার।চমৎকার সুন্দর এঁকেছে।ভীষণ ভালো লাগছে জেরিকে।ধাপে ধাপে অংকন পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছে।ধন্যবাদ সুন্দর একটি জেরি অংকন করে আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit