আমার বাংলা ব্লগের সকল বন্ধুদের জানাই নমস্কার, আদাব এবং আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশাকরি আপনারা সকলেই ভালো আছেন? ঈশ্বরের অশেষ কৃপায় আমি এবং আমার পরিবারের সকলে ভালো আছি। আজ আপনাদের সাথে পারফিউম নিয়ে আমার কিছু সেরা অনুভূতি শেয়ার করবো।
প্রতিটা মেয়ের কোন কোন প্রসাধনীর উপর বিশেষ ভালোলাগা থাকে ঠিক তেমনি আমার পারফিউম এর প্রতি ভালোলাগাটা অনেক বেশি ছোট বেলা থেকেই অনেক পছন্দ ছিল। ২০০৮ সালে আমার দাদা বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে শান্তিরক্ষা মিশনে যোগদান করেন দীর্ঘ একবার পর সে ভালোভাবে দেশে ফিরে আসেন আসার আগে আমাকে জিজ্ঞেস করেছিল আমার জন্য কি আনতে হবে তখন আমি বলেছিলাম কিছু আনতে হবেনা বরাবরই আমার কোন কিছুর তেমন কোন চাহিদা নেই। আমার দাদা জানতো আমি পারফিউম অনেক পছন্দ করি তাই সে আমাকে না বলে অনেক ধরনের পারফিউম নিয়ে আসে যখন আমার হাতে প্রায় ১০০ টার মতো পারফিউম তুলে দেয় তখন আমার খুশিতে কি যে অবস্থা হয়েছিল সেই মুহূর্তের অনুভূতি আমি বলে বোঝাতে পারবো না। তখন থেকে পারফিউম ব্যবহারে আমার আরও আগ্রহ বেড়ে গেলো বাইরে গেলে তো সবাই কম বেশি পারফিউম ব্যবহার করে আমি ঘরে বাইরে ঘুমাতে যাওয়ার আগে সবসময়ই ব্যবহার করি। এটা আমার নিত্যদিনের সঙ্গী বলতে পারেন পারফিউম ছাড়া আমার একদম চলে না।
অক্টোবর মাসে আমি ঢাকায় গেয়েছিলাম তখন ঢাকা সি এম এইচ হাসপাতালের সেনা সম্ভার থেকে ইয়ার্ডলি লন্ডন পারফিউম টা কিনি এটা আমার খুবই ভালো লেগেছে এটার সুগন্ধটা এতটাই স্নিগ্ধ ব্যবহারের পর খুব শান্তি অনুভব হয় এটা আমার পছন্দের একটা পারফিউম।
আমার হাসবেন্ড জানে আমি পারফিউম অনেক পছন্দ করি সে প্রতি মাসে কিছু না হলেও একটা পারফিউম আমাকে উপহার দেয়। কিন্তু দুঃখের বিষয় সে আমাকে সবসময়ই ফগ কিনে দেয় আর এটা আমি একদম পছন্দ করিনা কিন্তু আজ পর্যন্ত আমি তাকে এই কথাটা বলিনি সে ভালোবেসে আমাকে উপহার দেয় এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার ভালোবাসার উপহার পছন্দ না হলেও অনেক যত্ন করে রাখা দরকার।
আমার কিছু ভালোলাগার মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম। আশাকরি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য আশীর্বাদ/ দোয়া করবেন।
বাপ্রে 100 টা পারফিউম!এগুলা কতদিন ধরে ব্যাবহার করেছিলেন আপনি😁।যাইহোক গল্পটা পড়ে বেশ মজা মেলাম।আর নতুন হিসেবে আপনাকে স্বাগতম জানাই।🖤
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া, কয়েক বছর ধরে ব্যবহার করেছিলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ ১০০ টি পারফিউম গিফট পেয়েছেন শুনে চমকে গেলাম। আপনার ভাই আপনাকে অনেক ভালোবাসে। তাই ছোট বোন এর জন্য এতো গুলো পারফিউম নিয়ে এসেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জ্বি ভাইয়া, আমার ভাইরা আমাকে অনেক ভালোবাসে কারন আমি তাদের একমাত্র বোন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার হাজবেন্ড এর নাম্বারটা আমাকে দিয়েন তো Fogg এর সিক্রেট নিয়ে একটু কথা বলি হা হা হা।
১০০ টা পারফিউম শুধুমাত্র বাইরে যাওয়ার সময় ব্যবহার করলে তো ডেট এক্সপায়ার হওয়ার সম্ভাবনা বেশি ছিল। তাই ঘরে বাইরে আবার ঘুমোতে যাওয়ার সময় ব্যবহার না করে আপনার কোনো উপায় ছিল না এটা বেশ ভালই বুঝতে পারছি। পারফিউম নিয়ে আপনার অনুভূতি গুলো শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিকই ধরেছেন ভাইয়া ডেট এক্সপায়ার ভয়ে সবসময় ব্যবহার করেছি কিন্তু সেটা এখন অভ্যাসে পরিণত হয়েছে। ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার ১০০ পারফিউমের গল্প খুব মজা লাগলো। আমারও ভীষণ প্রিয় পারফিউম তবে বেশির ভাগ সময়ই একই ব্যান্ডের পারফিউম ব্যবহার করি। আপনার হাসবেন্ডে নিয়মিত পারফিউম কিনে দেয়াটা সত্যি ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপু। মাঝে মাঝে ব্রান্ড পরিবর্তন করে দেখতে পারেন দেখবেন ভালো লাগবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনার দাদা আপনাকে এতগুলো পারফিউম একসাথে দিয়েছিল অবাক হওয়ারই কথা। তবে আমার মনে হয় এখনো কিছু আছে আমাদের জন্য রেখে দিয়েন আর না হয় পার্সেল করে পাঠিয়ে দিয়েন। অসাধারন ছিল আপনার পারফিউম পাওয়ার গল্পটি। আর সেই সাথে আপনার হাজবেন্ডের দেওয়া ভালো না লাগার ভালোবাসার উপহার, সত্যিই অসাধারণ। শুভেচ্ছা রইলো আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া এটা ২০০৯ সালের ঘটনা তাই এতদিন থাকার কোন চান্স নেই,আর থাকলেও সেটা ব্যবহারের উপযোগী নয় তাই এই মুহূর্তে আপনাকে দিতে পারছিনা আমি খুবই দুঃখিত। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
১০০টা পারফিউম একসাথে গিফট পেয়েছেন 🥰 ওরে বাবারে😱 বিশাল ব্যাপার😇।
পারফিউম ছাড়া আমি একদমই বাইরে যাই না ।
আপনার মত ফগ আমারও অপছন্দের একটি পারফিউম।
তবে বেশ কয়েকটি পছন্দের পারফিউম আছে আমার জানিয়ে পোস্ট লিখব একটি। ধন্যবাদ আপু আপনার পারফিউম সম্বন্ধীয় অনুভূতিগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit