সবাইকে আমার নমস্কার,আদাব।আশাকরি আপনারা সকলেই ভালো আছেন,সুস্থ আছেন?ঈশ্বরের অশেষ কৃপায় আমিও ভালো আছি।
আমি @bristychaki,আমি একজন বাংলাদেশী। আমার বাংলা ব্লগ এর আমি একজন ভেরিফাইড ও নিয়মিত ইউজার।আমি বাংলাদেশের গাইবান্ধা জেলা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।আমি প্রতিনিয়ত চেষ্টা করি পোস্টের ভিন্নতা আনার আজ তারই ধারাবাহিকতা বজায় রেখে নতুন একটি আর্ট পোস্ট নিয়ে হাজির হয়েছি।সাদা টিশার্টে করা স্টারি নাইট আর্ট টি আপনাদের সাথে শেয়ার করছি।
দ্যা স্টারি নাইট হলো ডাচ পোস্ট-ইমপ্রেশনিস্ট চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গঘের একটি তেল-অন-ক্যানভাস চিত্র, যা ১৮৮৯ সালের জুন মাসে আঁকা হয়েছিল। এটি সেন্ট-রেমি-ডি-প্রোভেন্সে তার আশ্রয় কক্ষেরপূর্বমুখী জানালা থেকে দৃশ্যটি চিত্রিত করে, সূর্যোদয়ের ঠিক আগে, একটি কাল্পনিক গ্রাম যোগ করার সাথে। এটি ১৯৪১ সাল থেকে নিউ ইয়র্ক সিটির মিউজিয়াম অফ মডার্ন আর্টের স্থায়ী সংগ্রহে রয়েছে, লিলি পি ব্লিস বিকুয়েস্টের মাধ্যমে অর্জিত। ব্যাপকভাবে ভ্যান গঘের ম্যাগনাম ওপাস হিসাবে বিবেচিত, দ্য স্টারি নাইট পশ্চিমা শিল্পের সবচেয়ে স্বীকৃত চিত্রগুলির মধ্যে একটি।
শিল্পী-ভিনসেন্ট ভ্যান গঘ
বছর-1889
ক্যাটালগ-F612জেএইচ173179802
মাঝারি-ক্যানভাসে তেল
মাত্রা-73.7 সেমি × 92.1 সেমি (29.01 ইঞ্চি × 36.26ইঞ্চি)
অবস্থান-আধুনিক শিল্প জাদুঘর , নিউ ইয়র্ক
যোগদান-472.1941
সোর্স
বিখ্যাত একটি আর্ট হলো স্টারি নাইট,এটা সম্পূর্ণ ও নিখুঁতভাবে আঁকানো কখনোই সম্ভব নয়।আমার বড় মেয়ে বর্ষা চাকীর ক্ষুদ্র প্রচেষ্টাটুকু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো।চলুন তাহলে আর্ট টি দেখে নেওয়া যাক।
উপকরণ |
---|
সাদা টি-শার্ট |
এক্রেলিক কালার |
তুলি |
স্কচটেপ |
কাঁচি |
প্রথম ধাপ
প্রথমে টিশার্টে চতুর্দিকে স্কয়ার শেইপ করে স্কচটেপ লাগিয়ে নিয়েছে
দ্বিতীয় ধাপ
ডার্ক ব্লু রঙ দিয়ে আকাশের প্রথম সেডটি করে নিয়েছে।
তৃতীয় ধাপ
সাদা রঙের সাহায্যে পাহাড়ের শেইপ গুলো এঁকে নিয়েছে।
চতুর্থ ধাপ
সবুজ রঙের সাহায্যে ঘাসের অংশটি এঁকে নিয়েছে।
পঞ্চম ধাপ
এবার আকাশী রঙের সাহায্যে নদীর প্রবাহটি এঁকে নিয়েছে।
ষষ্ঠ ধাপ
এবার কালো রঙের সাহায্যে গাছটি একে নিয়েছে।তারপরে অ্যাশ কালারের সাহায্যে গাছের মধ্যে শেড তৈরি করে নিয়েছে।
সপ্তম
সাদা ও আকাশী রঙের সাহায্যে আকাশের মাঝে বক্র শেইপটি ছোট ছোট ডটের সাহায্যে এঁকে নিয়েছে।
অষ্টম ধাপ
এবার আবারো হলুদ কমলা রঙের সংমিশ্রণে চাঁদ এঁকে নিয়েছে।তারপর হলুদ ও কমলা রঙের সংমিশ্রণে তারকা গুলো এঁকে নিয়েছে।
নবম ধাপ
এবার কমলা রঙের সাহায্যে চাঁদ এবং তারকা গুলোর চারোদিকে ডট এঁকে নিয়েছে।আর এভাবেই তৈরি হয়ে গেলো স্টারি নাইট আর্ট টি।
মডেল
সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন এই প্রত্যাশা করে আজ এখানেই শেষ করছি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রোমোশন লিংক
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সবকিছুতে খুশি ছিলাম কিন্তু সিগনেচারে খুশি হতে পারলাম না। বি আলাদা হয়ে গেছে। এদিকে এ আলাদা হয়ে গেছে। যাইহোক মজা করলাম। বেশ ভালো লাগলো টি শার্ট টাকে সুন্দরভাবে রাঙিয়ে তুলতে দেখে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া ওটা হচ্ছে বি-স্টার তাই বি আলাদা।সুন্দর মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এত সুন্দর মডেল ফ্রিতে কে কবে পেয়েছে।ধন্যবাদ মডেল বলে সম্মানীত করার জন্য। আর দর্শকদের জানিয়ে রাখি,আর্ট টি ছবিতে দেখতে যতটা ভাল দেখাচ্ছে তার থেকেও অনেক অনেক গুণে সুন্দর হয়েছিল। ধন্যবাদ কাকিমা সম্মানীত করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক ঠিক বর্তমান সময়ে তো মডেলদের অনেক টাকা দিয়ে কিনতে হয়,আর সেখানে তোমাকে ফ্রি-তে পেয়েছি ভাবা যায়।😃 হ্যাঁ একদম ঠিক বলেছে ছবির চেয়ে বাস্তবে বেশি সুন্দর ছিলো। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বেশ সুন্দর এঁকেছে আপনার বড় মেয়ে বর্ষা। ভ্যান গঘের বিখ্যাত শিল্প স্টারি নাইট। যা কখনই নিখুঁতভাবে আঁকা সম্ভব নয়, তবে আপনার মেয়ের চেস্টা বেশ ভালো হয়েছে। আর শ্যমসুন্দর ভাইকেও মডেল হিসাবে বেশ ভালো লাগছে টি শার্টটি পরাতে। আপনার মেয়ের জন্য অনেক অনেক শুভ কামনা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জ্বি আপু এটা ওর ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র। দোয়া করবেন যাতে আগামীতে আরও অনেক ভালো কিছু করতে পারে।হ্যাঁ শ্যামসুন্দরকে সত্যিই অনেক ভালো লাগছে,ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
স্টারি নাইট সত্যি অনেক বিখ্যাত একটা আর্ট। টি-শার্টের মধ্যে এটা আর্ট করেছেন দেখে অনেক ভালো লাগলো। খুবই সুন্দর হয়েছে আপনার স্টারি নাইটের দৃশ্যটা। ভালো লাগলো দেখে। এত সুন্দর একটা আর্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জ্বি এটা অনেক বিখ্যাত একটি আর্ট যা কখনোই পুরোপুরি সৌন্দর্য ফুটিয়ে তোলা সম্ভব নয় তারপরও চেষ্টা করেছে আপু।ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বর্ষা বরাবরই অনেক ভালো আর্ট করে এটা নতুন করে বলার কিছু নেই। অনেক সুন্দর হয়েছে আর্টটি। তবে মডেলকে দেখে আরো বেশি ভালো লাগলো। ধন্যবাদ আপনার বড় মেয়ের সুন্দর একটি আর্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ ও মোটামুটি ভালোই আর্ট করে।এটা অনেকদিন আগের করা আর গোবিন্দগঞ্জ থাকা অবস্থায় তাই মডেলকে আমরা বিনা পয়সায় পেয়েছিলাম।😃সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাবি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এটা ভ্যান গগের ঐতিহাসিক একটা চিএকর্ম। টি শার্টের উপর এমন চিএকর্ম এতো চমৎকার ভাবে। সত্যি অসাধারণ আপু। চমৎকার করেছেন এই চিএকর্ম টা। আপনার প্রশংসা করতেই হয়। এবং পোস্ট টা দারুণ উপস্থাপন করেছেন। সবমিলিয়ে চমৎকার ছিল। ধন্যবাদ আপনাকে।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জ্বি ভাইয়া অনেক বিখ্যাত একটি আর্ট।অনেক সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসাধারণ আপু অসাধারণ আপনি অনেক সময় নিয়ে ধৈর্যের সাথে সাদা টিশার্টে বিখ্যাত স্টারি নাইট আর্ট করে আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। টি-শার্টের উপরে এরকম আর্ট করা আসলেই অনেক কষ্টসাধ্য তারপরেও কষ্টকে জয় করে অনেক সুন্দর আর্ট করেছেন। তাছাড়া এই আর্ট করা টি-শার্টটি পড়ে শ্যামসুন্দর দাদাকে কিন্তুু অনেক সুন্দর দেখাচ্ছিল। সবশেষে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু এরকম একটি ইউনিক আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যিই শ্যামসুন্দর কে দেখতে অনেক সুন্দর লাগছিলো ভাইয়া।প্রশংসনীয় একটি মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit