হ্যালো বন্ধুরা...
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সকল সদস্যগণ,কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন,সুস্থ আছেন?পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় আমি পরিবারের সবাইকে সাথে নিয়ে ভালো আছি।
আমি @bristychaki,আমি একজন বাংলাদেশী। আমার বাংলা ব্লগ এর আমি একজন ভেরিফাইড ও নিয়মিত ইউজার।আমি বাংলাদেশের গাইবান্ধা জেলা থেকে আপনাদের সাথে যুক্ত আছি। প্রতিদিনের মতো আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আমি প্রতিনিয়ত চেষ্টা করি পোস্টের ভিন্নতা আনার।আজ তারই ধারাবাহিকতা বজায় রেখে আজ আমি একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি।আশাকরি আজকের ব্লগ টি আপনাদের ভালো লাগবে
ভালো থাকা টা এক প্রকার সংক্রামক প্রবনতা।আর এই প্রবনতাটাই একটা সময় গিয়ে মানুষ কে খারাপ থাকতে বাধ্য করে..।তার কারণ হলো একজন মানুষ যখন ভালো থাকার আপ্রাণ চেষ্টা চালিয়ে যায় তখন সে মরিয়া হয়ে উঠে কিভাবে ভালো থেকে আরও ভালো থাকা যায়।আর তাই এই ভালো থাকার তীব্র আকাঙ্ক্ষাই একটা সময় গিয়ে তাকে স্বার্থপর সুবিধাবাদী করে তোলে।আমাদের আশেপাশে এরকম অনেক মানুষ আছে যারা শুধু নিজেকে নিয়ে ভাবে নিজেকে ভালো রাখার চেষ্টা করে।আমরা প্রথম দিকে হয়তো তার এই আচরণ গুলো বুঝে উঠতে পারি না কিন্তু আস্তে আস্তে একটা সময় গিয়ে তার কথাবার্তা আচার-আচরণেই প্রকাশ পায় যে সে যাকিছু করে সব তার ভালো থাকার জন্যই করে।
দেখবেন সেই মানুষ টা আপনার সাথে খুবই ভালো ব্যবহার করছে তারপর হঠাৎ যদি কোনো কারণে আপনার একটু ভুল ত্রুটি হয় একটু ভালোবাসা যত্নের কমতি হয় ওমনি তার স্বার্থে ঘা লাগে আর সাথে-সাথেই তার আচরণের পরিবর্তন ঘটে।সে তার সবকিছুই ষোলোআনার জায়গায় সাড়ে ষোলোআনা চায়,সে একবারের জন্যেও অন্যের ভালো টা বুঝতে চায় না।আর স্বার্থপর মানুষের কাছে অন্যের কষ্ট তাদের কাছে নেহাতই তুচ্ছ। স্বার্থপরদের নীতিবোধ নষ্ট, স্বার্থপর মানুষ কখনো নিজের চেয়ে অন্যকে বড় করে দেখে না
আমি জীবনে অনেক মানুষ দেখেছি এবং তাদের কে ভালোবেসেছি।আমার শুভাকাঙ্ক্ষীর অভাব নেই মাঝে মাঝে তো আমি শুভাকাঙ্ক্ষীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে যাই এরকম অবস্থা।কিন্তু যখন আমি কোনো বিপদে পড়ি বা কোনোকিছুর প্রয়োজন হয় তখন আর সেইসব শুভাকাঙ্ক্ষীর দেখে পাওয়া যায়। আর যদিওবা পাওয়া যায় তখন তারা আমাকে জ্ঞান দিতে ভুল করে না এমন ভাবে বোঝায় যে ভুলটা আমিই করেছি মানুষ কে ভালোবেসে তারা অবহেলা করে কোনো ভুল করেনি কারণ এটাই তো বাস্তবতা সবাই নিজের বোঝে তাহলে আমি কেনো বুঝি না!!এখন অবশ্য অনেকটা বুঝে গেছি যে মানুষ শুধু আমাকে প্রয়োজনে ব্যবহার৷ করে কখনোই ভালোবাসেনি তারা শুধু নিজে ভালো থাকার অবলম্বন হিসেবে আমাকে ব্যবহার করেছে।আর আমিও এখন উপলব্ধি করতে সক্ষম হয়েছি যে সেসব ভালো থাকার রোগীদের থেকে আমাকে দূরে থাকতে হবে।
তাই স্বার্থপর মানুষের সাথে সম্পর্কের ক্ষেত্রে সীমা নির্ধারণ করা জরুরি...।সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন আর অবশ্যই স্বার্থপর সুবিধাবাদী মানুষ থেকে নিজেকে রক্ষা করবেন।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সংসারে মানুষ আগে নিজের চাহিদা মনের অবস্থা এইগুলোই বিচার করেন। আপনার সহমত পোষণ করছি। মানুষ আসলে চাহিদার গণ্ডি বুঝতে পারে না৷ তাই ভালো থাকারও কোন সীমা পরিসীমা নেই৷ আর আপনার শুভাকাঙ্ক্ষীদের কথা বলছেন? জানবেন মনুষ্যজাতি যতটা দয়া দেখাতে ভালোবাসে ততটাই প্রাণ খুলে ভালোবাসতে কুণ্ঠিত হয়।
এদের চিনে নিন। আর সাবধানে মিশুন৷ এটাই বলার৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যি তাই সবাই সবার ভালো থাকাটা আগে নিশ্চিত করে।কিন্তু আমার ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা আমি নিজের ক্ষতি করে হলেও অন্যের ভালো থাকা নিশ্চিত করি।তবে এখন থেকে কিছুটা মানুষ চেনার ক্ষমতা হচ্ছে আশাকরি আগামীতে আর এই ভুল গুলো হবে না।ধন্যবাদ দিদি।💗💗
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বর্তমানে স্বার্থপর মানুষ নিরূপণ করায় যেন একটা কঠিন বিষয় হয়ে পড়েছে। কার সঙ্গে যে মিশলে ক্ষতি হবে না তা যেন বুঝেই ওঠা যায় না। মানুষ চেনা এক কঠিন বিষয় হয়ে উঠেছে। তোমার এই পোস্ট খুব প্রাসঙ্গিক এবং যথাযথ লাগলো বোন। মানুষের স্বার্থপরতা অন্য মানুষকে অনেকটা ক্ষতির সম্মুখীন করিয়ে দেয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদম দাদা এখন মানুষ চেনা বড়ই কঠিন কাজ।কে কি কারণে আমাদের ভালোবাসছে তা বোঝা খুবই মুশকিল হয়ে যায়।এই ধরনের মানুষ গুলো সবসময়ই আমাদের জন্য ক্ষতিকারক।সুন্দর মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ দাদা।🙏💗
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit