"হ্যালো"
আমার বাংলা ব্লগ বাসী সবাইকে আমার নমস্কার,আদাব।আশাকরি আপনারা সকলেই ভালো আছেন,সুস্থ আছেন?ঈশ্বরের অশেষ কৃপায় আমিও পরিবারের সবাইকে সাথে নিয়ে ভালো আছি।শরীর খুব একটা ভালো যাচ্ছে না অতিরিক্ত গরমের কারনে অনেকদিন ধরেই বেশ অসুস্থ বোধ করছি।সুস্থতা হলো ঈশ্বরের আশীর্বাদ আর তা আমার জীবনে খুবই কম বলা যায়।ঈশ্বর কবে যে আমাকে পুরোপুরি সুস্থ করে দিবেন সেই আশায় থাকি।
বাঙ্গালির ছুটির দিনের দুপুর মানেই মাংস ভাত। আর সেটা অবশ্যই খাসির মাংসের ঝোল। স্বাদে গন্ধে ভরপুর এই পদটিতে বাঙ্গালি নিবেদিত প্রাণ।এমনিতে মাছের সাথে বাঙ্গালিকে যতই এক করে দেখা হোক, খাসির মাংসের প্রতি সবার ই আলাদা একটা আকর্ষণ সেই সেকাল থেকেই রয়েছে।খাসির মাংস পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। কিন্তু তারপরও হাতে গোনা কিছু মানুষ খাসির মাংসের গন্ধ একদম পছন্দ করেন না আর তাই তারা খাসির মাংস খেতে পারেন না।আমার ছোট মেয়েও ঠিক তাদের দলেরই একজন।ও খাসির মাংসের গন্ধ একদম সহ্য করতে পারেন তাই কখনোই খাসির মাংস খেতে চায় না। খুব জোরজবরদস্তি করার পর যদি এক টুকরো খাওয়ানো হয় তাহলে সারাদিন আর অন্য কোনো খাবার খেতে চায় না।
আমি বিভিন্ন রকম ভাবে মাংস রান্না করার ট্রাই করি যাতে মেয়েটা একটু খেতে পারে।আজ তারই একটি টিপস্ আপনাদের সাথে শেয়ার করবো আশাকরি যারা খাসির মাংস পছন্দ করেন না তারা এই টিপস্ ফলো করে খাসির মাংস রান্না করে খেয়ে দেখতে পারেন তাহলে কিছুটা হলেও আপনাদের ভালো লাগবে।চলুন তাহলে রেসিপি টি জেনে নেওয়া যাক।
খাসির মাংস |
---|
আলু |
পেঁয়াজ কুঁচি |
আদাবাটা |
রসুনবাটা |
পেঁয়াজবাটা |
জিরাগুঁড়া |
ধনিয়াগুঁড়া |
মরিচের গুঁড়া |
লবণ |
হলুদগুঁড়া |
গরমমশলার গুঁড়া |
গোটা জিরা |
তেজপাতা |
সয়াবিন তেল |
সরিষার তেল |
খাসির মাংসের গন্ধ দূর করার টিপস্
প্রথমে মাংস গুলো খুব ভালো করে ধুয়ে নিতে হবে।তারপর লবণ,হলুদগুঁড়া ও সরিষার তেল দিয়ে মাংস গুলো খুব ভালো করে মেখে নিতে হবে।তারপর বেশ কিছু পরিমাণে জল দিয়ে মাংস গুলো ডুবিয়ে নিতে হবে।তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে দুই ঘন্টার জন্য।
দুই ঘন্টা পর মাংস গুলো হাত দিয়ে কচলিয়ে নিয়ে একটা একটা করে খুব ভালো করে চেপে চেপে জল ঝড়িয়ে নিতে হবে সবগুলো।এতে করে খাসির মাংসের বাজে গন্ধ ট্ জলের সাথে চলে যাবে।চাইলে আরেক বার নরমাল জল দিয়েও ধুয়ে নেওয়া যেতে পারে।
ধাপ-১
প্রথমে আদা রসুন,পেঁয়াজ গুলো ব্লেন্ডারে দিয়ে ব্লেড করে নিয়েছি।
ধাপ-২
এবার চুলায় একটা সসপ্যান বসিয়ে দিয়েছি,তারপর পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি।তারপর গোটা জিরা তেজপাতা ফোঁড়ন দিয়ে পেঁয়াজ কুঁচি গুলো দিয়ে ভালো ভাবে নেড়েচেড়ে হালকা বাদামী
করে ভেজে নিয়েছি।
ধাপ-৩
এবার বাটা মশলা গুলো দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়েছি।তারপর গুঁড়া মশলা গুলো দিয়ে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি।
ধাপ-৪
মশলা কষানো হলে মাংস গুলো দিয়ে দিয়েছি।তারপর কিছুক্ষণ নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি।
ধাপ-৫
কিছুক্ষণ পর ঢাকনা খুলে অল্প আঁচে মাংস গুলো কষিয়ে নিয়েছি।তারপর সামান্য পরিমাণে জল দিয়ে আরও কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি।
ধাপ-৬
মাংস কষানো হলে কেটে রাখা আলু গুলো দিয়ে কিছু সময় ধরে কষিয়ে নিয়েছি।
ধাপ-৭
এবারে পরিমাণ মতো কুসুম গরম জর দিয়ে ঝোল দিয়ে দিয়েছি। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি।
ধাপ-৮
কিছুক্ষণ পর ঢাকনা খুলে দিয়েছি।ঝোল কমে অর্ধেক হয়ে আসলে গরমমশলার গুঁড়া উপরে ছড়িয়ে দিয়ে নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি।
ধাপ-৯
অনেক সময় ধরে জ্বাল দেওয়ার পর মাংস সিদ্ধ হলে আর ঝোল শুকিয়ে মাংস গুলো কষা কষা হলে চুলার আঁচ বন্ধ করে দিয়েছি।
পরিবেশন
চুলা থেকে নামিয়ে নিয়ে একটা পাত্রে মাংস তুলে নিয়েছি।এখন গরম ভাতের সাথে পরিবেশনের জন্য প্রস্তুত মজাদার খাসির মাংসের রেসিপি টি।
এই ছিলো আমার আজকের রেসিপি আশাকরি আপনাদের সবার ভালো লাগবে।সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন এই প্রার্থনা করি।
OR
আপনি তো দেখছি খুবই লোভনীয় একটা রেসিপি তৈরি করেছেন। আপনি খাসির মাংসের যে রেসিপিটি তৈরি করেছেন এটি আমার খুবই পছন্দের। এভাবে খাসির মাংসের রেসিপি তৈরি করলে খেতে অনেক বেশি ভালো লাগে। আপনার রেসিপি কালার দেখে বুঝতে পারছি অনেক সুস্বাদু এবং ইয়াম্মি হয়েছিল এবং কি সবাই মিলে বেশ মজা করেই খেয়েছিলেন। এরকম মজাদার রেসিপি গুলো দেখলে ইচ্ছে করে খেয়ে নিতে। সব মিলিয়ে অসাধারণ একটা পোস্ট শেয়ার করেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গরমের কারণে অনেকেই অসুস্থ হয়ে পড়ছে। আপু আপনার অসুস্থতার কথা জেনে খারাপ লাগলো। আপনার দ্রুত সুস্থতা কামনা করছি। যাই হোক আপু আমিও আপনার ছোট মেয়ের মত খাসির মাংস খেতে পারিনা। তবে আজকে আপনার কাছে রান্নার নতুন একটি পদ্ধতি শিখতে পেরে ভালো লাগলো। এভাবে একদিন রান্না করে খেয়ে দেখব আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জ্বি আপু অতিরিক্ত গরমের কারনে সবাই অসুস্থ হয়ে গেছে।অবশ্যই আপু একদিন এভাবে খেয়ে দেখবেন আশাকরি অনেক ভালো লাগবে।ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনি খুবই সুন্দর করে খাসির মাংসের রেসিপি তৈরি করেছেন, দেখে আমার অনেক ভালো লাগলো। আপনার রেসিপি দেখে আমার জিভে জল চলে এসেছে 😁। যাইহোক আপনার রেসিপি টি অনেক বেশি ভালো হয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই গরমের মধ্যে কম বেশি অনেকেই অসুস্থ হয়েছে। প্রথমে আপনার সুস্থতা কামনা করি আপু। খুব শীঘ্রই সম্পূর্ণভাবে সুস্থ হয়ে উঠুন। খাসির মাংস আমার খুব পছন্দের। বিশেষ করে খাসির রেজালা সবচেয়ে বেশি পছন্দ করি। খাসির মাংস থেকে গন্ধ দূর করার টিপসটা তো বেশ ভালো লেগেছে আমার কাছে। আর আপনার রেসিপিটাও দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। এত সুন্দর একটি রেসিপি এবং সাথে এত গুরুত্বপূর্ণ একটি টিপস শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিকই বলেছেন আপু সাপ্তাহিক ছুটির দিন মানেই মজার মজার খাবার খাওয়ার আয়োজন।।
আর সেটা যদি হয় ফাঁসির মাংস তাহলে তো কোন কথাই নেই।।
আপনার প্রস্তুত করা খাসির মাংসের রেসিপি দেখে সকাল সকাল অনেক ক্ষুধা লেগে গেল।।
কি লোভনীয় দেখাচ্ছে বলে বোঝাতে পারবো না খেতে নিশ্চয়ই খুব মজা হয়েছে।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খাসির মাংস খেতে আমার খুব ভালো লাগে। আপনার রেসিপিটা দেখতে অনেক লোভনীয় হয়েছে। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খাসির মাংসের রেসিপি দেখে সুস্বাদু মনে হচ্ছে। তাই খেতে ইচ্ছা করছে। আপনার রেসিপি পরিবেশন আমার খুবি ভালো লেগেছে। ধাপে ধাপে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু প্রথমেই আপনার সুস্থতা কামনা করছি ।আপনার মেয়ের মত আমারও খাসির মাংস কেমন খাসি খাসি গন্ধ লাগে। তবে আপনি দারুন একটি টিপস দিয়েছেন যেটি কাজে লাগিয়ে হয়তো গন্ধটা দূর হবে ।বেশ ভাল লাগল আপনার রান্নার পদ্ধতি । ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ আপু আমার মেয়ে একদম খাসির মাংস খেতে পারতো না কিন্তু এখন এভাবে রান্না করি তাই একটু খেতে পারে।আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাই আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ওয়াও আপনি অনেক সুন্দর করে খাসির মাংস রেসিপি করেছেন। তবে আমি আপু খাসির মাংস খেতে পছন্দ করি না আমার কাছে গন্ধ লাগে। আপনার ছোট মেয়েও আমার মতই তাহলে। তবে ঠিক বলেছেন ছুটির দিনে ভালো কিছু হলে খেতে খুব ভালোই লাগে। আপনার রেসিপির কালার দেখে বোঝা যাচ্ছে মনে হয় কিছু অনেক মজাই হয়েছে। অনেক সুন্দর করে রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কিছুদিন গরমের কারণে অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ে। দোয়া করি যেন সুস্থ থাকেন। আজকে আপনি খুব চমৎকার ভাবে খাসির মাংস রেসিপি করেছেন। খাসির মাংস খেতে আমার কাছে অনেক মজা লাগে। তবে আপনার রেসিপি দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক মজাই হয়েছে। তবে আমি বিদেশ থাকতে অনেকবার খাসির মাংস রান্না করেছি। তবে আমি অন্যভাবে রান্না করেছি। সত্যি আপনার খাসির মাংসের মধ্যে আলু দেওয়ার কারণে খেতে মনে হয় অনেক মজাই হয়েছে। অনেক সুন্দর করে রেসিপিটি শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ওয়াও আপনি আজ এমন একটি পোস্ট করেছেন যা দেখে আমার জিভে জল চলে এসেছে।সেটি হচ্ছে টিপস্ সহ খাসির মাংসের রেসিপি। এই ধরনের রেসিপি অনেকদিন খাওয়া হয়নি কিন্তু আপনার রেসিপিটা দেখে আমার খুব খেতে ইচ্ছে করছে ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি একদম সত্য কথা বলেছেন আপু ছুটির দিনে বাঙালি মাংস দিয়ে খাবার খাবে এটাই স্বাভাবিক মাংস দিয়ে খাবার না খেলে যেন এদের আত্মা মেটে না। খাসির মাংস পছন্দ করে না এরকম মানুষ খুব কমই আছে, সকলেই খাসির মাংস থেকে অনেক বেশি ভালোবাসে। আপনার এই খাসির মাংসের রেসিপি দেখে জিভে জল এসে গেল মজাদার এই রেসিপিটি শেয়ার করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রেসিপির সাথে সাথে একটা টিপস্ পেয়ে গেলাম। আপনার টিপস্ অনেক কাজে লাগবে। যাই হোক আপনার খাসির মাংসের রেসিপি কিন্তু দারুণ হয়েছে। আপনার উপস্থাপনা অনেক লোভনীয় দেখাচ্ছে। আমার কাছে খাসির মাংস খেতে অনেক ভালো লাগে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খাসির মাংস আমার খুব পছন্দ। তবে আমার বাসার কেউ খাসির মাংস খেতে চায় না গন্ধ লাগে বলে। আপনার টিপস পড়ে মনে হচ্ছে এভাবে রান্না করলে গন্ধ লাগবে না খেতে। টিপস পড়ে সত্যিই খুব ভালো লাগলো আপু। রেসিপির কালারটাও খুব সুন্দর হয়েছে। দেখেই বুঝা যাচ্ছে খেতে খুব সুস্বাদু হয়েছে। রেসিপির উপস্থাপনা এবং পরিবেশনাও এককথায় দুর্দান্ত হয়েছে। ধাপে ধাপে এতো মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বেশ একটি টিপস শেয়ার করলেন আপু।অনেকেই খাসির মাংস খেতে পারে না ।আপনার টিপস ফলো করে যে কেউ খেতে পারবে আশাকরি। বেশ হয়েছে আপনার খাসির মাংসের রেসিপিটি । অনেক ধন্যবাদ আপু রেসিপিটি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit