বাঁধাকপির রসা। shy-fox 10%

in hive-129948 •  2 years ago 

হ্যালো

আমার বাংলা ব্লগ বাসী সবাইকে আমার নমস্কার,আদাব।আশাকরি আপনারা সকলেই ভালো আছেন,সুস্থ আছেন?ঈশ্বরের অশেষ কৃপায় আমিও পরিবারের সবাইকে সাথে নিয়ে ভালো আছি,সুস্থ আছি।

"বাঁধাকপির রসা"

IMG_20230220_192920.jpg

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYwvCsM3DoT5vZNx6SWDkcjMp1AtFeZ1huVwxLmQabnGLawo8Q4k4mEKpqYdDkq...mDS4HAAXZDjYCUNFVBiHeJnc21NzvNWpvhjwJMvxLnvggkMGjLvj9Nr5aiFmybBtkdirggXLr4C8T61KyrHyJ5HuheoM63F3UpQLG33bWmBojEvvToFTN6im4r.png

52k6mffrchQhs3Ssm9CLhkXcA8J5RhCbAhzzMtY9rBYwuoCP9HG7dxuuSpAHhdKPZakTCiaNoG7bqABm7YYGzesJwoVQoNruxzyZcJK6MC...78KtKk7Rsfm4ZtRepHo6K2qeo4R3vMB93xAc8vcyfdZKr2tXNzdTCxivk3RzyymVbiyZQFrpdibmNASSW1zcsvfbH6jqLkbS36x8chG9DUoMYDZMs9CPC5nMGA (1).png

উপকরণ
বাঁধাকপি
আলু
মটরশুঁটি
টমেটো
আদাবাটা
জিরাগুঁড়া
ধনিয়া গুঁড়া
মরিচের গুঁড়া
লবণ
হলুদ গুঁড়া
গোটা জিরা
তেজপাতা
শুকনা মরিচ
গরমমসলা
চালের গুঁড়া
সয়াবিন তেল
ঘি

photoCollageMaker_20230220_190553883.jpg

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYwvCsM3DoT5vZNx6SWDkcjMp1AtFeZ1huVwxLmQabnGLawo8Q4k4mEKpqYdDkq...mDS4HAAXZDjYCUNFVBiHeJnc21NzvNWpvhjwJMvxLnvggkMGjLvj9Nr5aiFmybBtkdirggXLr4C8T61KyrHyJ5HuheoM63F3UpQLG33bWmBojEvvToFTN6im4r.png

IMG_20230215_194416.png

প্রথম ধাপঃ

বাঁধাকপি গুলো একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। এবার চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে কেটে ধুয়ে রাখা বাঁধাকপি গুলো দিয়ে সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে মিশিয়ে নিয়েছি।
photoCollageMaker_20230220_190627053.jpg

দ্বিতীয় ধাপঃ

হলুদ গুঁড়া দিয়ে অল্প আঁচে বাঁধাকপি গুলো হালকা বাদামী করে ভেজে তুলে নিয়েছি।
photoCollageMaker_20230220_190714690.jpg

তৃতীয় ধাপঃ

কড়াইয়ে তেল দিয়ে গোটা জিরা তেজপাতা শুকনা মরিচ ফোঁড়ন দিয়ে ছোট ছোট টুকরো করা আলু গুলো দিয়ে লবণ হলুদ গুঁড়া দিয়েছি।
photoCollageMaker_20230220_190759192.jpg

চতুর্থ ধাপঃ

লবণ হলুদ দিয়ে আলু গুলোর সাথে মিশিয়ে নিয়ে আলু গুলো ভেজে নিয়েছি।তারপর মটরশুঁটি ও টমেটো গুলো দিয়ে হালকা করে ভেজে নিয়েছি।
photoCollageMaker_20230220_190821279.jpg

পঞ্চম ধাপঃ

এবারে মসলা গুলো দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি,তারপর ভেজে রাখা বাঁধাকপি গুলো দিয়ে দিয়েছি।
photoCollageMaker_20230220_191131175.jpg

ষষ্ঠ ধাপঃ

বাঁধাকপি গুলো দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি তারপর পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি।
photoCollageMaker_20230220_191255969.jpg

সপ্তম ধাপঃ

ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জ্বাল দিয়ে ঢাকনা খুলে চালের গুঁড়ার মধ্যে সামান্য জল মিশিয়ে নিয়ে তরকারির মধ্যে দিয়ে দিয়েছি।তারপর সামান্য একটু চিনি ছিটিয়ে দিয়ে এক চামচ ঘি ছড়িয়ে দিয়েছি
কিছুক্ষণ নেড়েচেড়ে বাঁধাকপি গুলো মাখো মাখো হয়ে গেলে চুলার আঁচ বন্ধ করে দিয়েছি।
photoCollageMaker_20230220_191445437.jpg

শেষ ধাপঃ

চুলা থেকে নামিয়ে একটা বড় পাত্রে তুলে নিয়েছি
আর এভাবেই বাঁধাকপির রসা রেসিপি টি তৈরি হয়ে গেলো।গরম ভাত রুটির বা পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে বাঁধাকপির রসা।
IMG_20230220_192920.jpg

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYwvCsM3DoT5vZNx6SWDkcjMp1AtFeZ1huVwxLmQabnGLawo8Q4k4mEKpqYdDkq...mDS4HAAXZDjYCUNFVBiHeJnc21NzvNWpvhjwJMvxLnvggkMGjLvj9Nr5aiFmybBtkdirggXLr4C8T61KyrHyJ5HuheoM63F3UpQLG33bWmBojEvvToFTN6im4r.png

RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt2ZiuB4UwXiaLrysjtrVMUbAZMrqbsT8opre1BTbbmPnF1NuhTfmhXvmcf2NQCbDFv833qFTc4KQk2SYu8z.png

Break3.jpg
Banner User.png
Break3.jpg

আমি অতসী চাকী (বৃষ্টি) । নতুন নতুন রেসিপি বানিয়ে সবাইকে খাওয়াতে আমার ভাল লাগে। আর ভাল লাগে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে। আমি "ভাল কাজের, ভাল ফল কথাটাতে" মনে প্রাণে বিশ্বাস করি এবং মেনে চলার চেষ্টা করি।

Break3.jpg

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovfEfMUsxphK2C94MUmPesRzxucV6L5C5WztC1e4L1hqcx2mH3BcV9oEFqiwTsErcMQNvVa4puc9hxr4N1FcnerVs.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপু আপনার বাধাকপির রেসিপি চমৎকার হয়েছে। আসলে এভাবে বাঁধাকপি কখনো তৈরে করে খাওয়া হয়নি।আপনার রেসিপি দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে।প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

জ্বি আপু খেতে অনেক সুস্বাদু হয়েছিলো।সুন্দর মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।

বাঁধাকপির রসা চমৎকার হয়েছে। দেখে খেতে খুব ইচ্ছে করতেছে। এই ধরনের রেসিপি বিকেলের পরোটার সাথে খেলে খুবই দুর্দান্ত হবে। আপনার রন্ধন প্রক্রিয়া বেশ অসাধারণ হয়েছে। বিশেষ করে টমেটো এবং মটরশুঁটি দেওয়াতে খুবই মজাদার এবং সুস্বাদু হয়েছে। আপনি খুব সুন্দর করে রান্নার প্রতিটি পর্যায় শেয়ার করেছেন। এত চমৎকার রেসিপি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

রুটি পরোটা, ভাত সবকিছুর সাথেই খেতে অনেক ভালো লাগে। অনেক অনেক ধন্যবাদ জানাই ভাইয়া সুন্দর মন্তব্য টি করার জন্য।

দিদি বাধা কপি আর নতুন আলু এক সাথে রসা অনেক ভালো লাগে ৷ সবচেয়ে বেশি ভালো লাগে সাথে যদি মাছ কিংবা শুটকি একসাথে ৷ আর শীতের অন্যতম তরকারি বাধাকপি ৷
অনেক ভালো লাগলো আপনার নিজ হাতে রান্না করা বাধা কপির রসা ৷

বাঁধাকপি দিয়ে শুটকি মাছ কখনো খাইনি ভাই, তবে মাছের মাথা দিয়ে ঘন্টো অনেক খেয়েছি।ধন্যবাদ ভাই মন্তব্য করার জন্য।

বাঁধাকপি দিয়ে অনেক রেসিপি খেয়েছি। তবে বাঁধাকপির রসা কখনো খাওয়া হয়নি। শীতকালীন এই সবজি বাঁধাকপি আমার অনেক পছন্দের। বিভিন্ন প্রকারের সবজি শীতকালে পাওয়া যায়। আর বাঁধাকপি শীতকালে খুব সহজেই বাজারে পাওয়া যায়। তবে নতুন একটি রেসিপি শিখতে পেরে ভালো লাগলো আপু। মনে হচ্ছে খেতে ভালই লাগবে।

শীতকালে বাঁধাকপি খেতে খুবই ভালো লাগে।বাঁধাকপি আমার খুবই পছন্দের সবজি তাই পুরো শীতের সময় টা অনেক খাওয়া হয়।জ্বি আপু খেতে ইচ্ছে সুস্বাদু হয়েছিলো।অনেক অনেক ধন্যবাদ আপু।

এটি নিঃসন্দেহে সুস্বাদু খাবার। বাঁধাকপি কখনো আমি এভাবে খাইনি, নতুন জিনিস শিখলাম। আর খাবারটি ভীষণ পুষ্টিকর এবং মুখরোচক মনে হয়েছে আমার কাছে। ধন্যবাদ আপু, আমি শিখে নিলাম, খুব তাড়াতাড়ি তৈরি করবো আশাকরি।

জ্বি ভাইয়া খেয়ে দেখবেন আশাকরি খেতো অনেক ভালো লাগবে। বাঁধাকপির অনেক পুষ্টি গুণ রয়েছে তাই বাঁধাকপি খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

আমার কাছে আপনার এই রেসিপি অনেক ইউনিক লেগেছে। আমি প্রথম বাধাকপির রসা নাম শুনেছি। আপনার রেসিপি দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছিল।। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

জ্বি আপু খেতে অনেক সুস্বাদু হয়েছিলো। সুন্দর মন্তব্য টি করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।

বাহ্ ভাবি অনেক সুন্দর একটি রেসিপি তৈরি করেছেন দেখছি বাঁধাকপি রসা। সাথে দেখছি আরো কিছু সবজি মিক্স করেছেন। নিশ্চয়ই খেতে অনেক সুস্বাদু ছিল আর দেখতেও বেশ লোভনীয় লাগছে। ধন্যবাদ সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাই ভাবি, সুন্দর মন্তব্য করেছেন তার জন্য।

বাঁধাকপির রসা খুব চমৎকার হয়েছে। আসলে এ ধরনের নিরামিষ তরকারি গুলো খেতে অনেক মজাই লাগে। তবে আপনার রেসিপির কালার দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক মজাই হয়েছে। অনেক সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

বাঁধাকপি ভাজি কিংবা মাছের সাথে রান্না করে অনেক খেয়েছি। তবে বাঁধাকপির রসা কখনও খাওয়া হয়নি। আপনার রেসিপিটা আমার কাছে খুব ইউনিক লেগেছে আপু। গরম ভাত অথবা রুটি দিয়ে এই রেসিপিটা খেতে খুব সুস্বাদু লাগবে। অনেক ধন্যবাদ আপনাকে, ধাপে ধাপে রেসিপিটা আমাদের সাথে শেয়ার করার জন্য।