সবাইকে আমার নমস্কার,আদাব।আশাকরি আপনারা সকলেই ভালো আছেন,সুস্থ আছেন?ঈশ্বরের অশেষ কৃপায় আমিও ভালো আছি।
জন্মাষ্টমী হল ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী লক্ষত্র যোগে কৃষ্ণ মধুরায় কংসের কারাগারে মাতা দেবকীর অষ্টম সন্তান রূপে জন্মগ্রহণ করেন। তাঁর এই জন্মদিনকে জন্মাষ্টমী বলা হয়।পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিলো,তখন সেই শক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ এবং ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিলো।
অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম্॥
পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম্৷
ধর্মসংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে॥
ভগবান শ্রীকৃষ্ণ দুষ্টের দমন ও শিষ্টের পালনের জন্যই আবির্ভূত হয়েছিলেন । পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৯ তম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে সকল কে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।ভগবান শ্রীকৃষ্ণের জীবনী থেকে আমরা সংগ্রাম করে জয়ী হওয়ার অনুপ্রেরণা পাই।
চলুন তাহলে চিত্রাঙ্কন টি দেখে নেওয়া যাক।
উপকরণ |
---|
কার্ড বোর্ড |
এক্রেলিক কালার |
তুলি |
পেন্সিল |
কলম |
ধাপ-১
প্রথমে কার্ড বোর্ড টি সাদা রং দিয়ে পুরোটা রং করে নিয়েছে।তারপর শুকিয়ে নিয়েছে।
ধাপ-২
সাদা রং শুকিয়ে গেলে পেন্সিলের সাহায্যে শ্রীকৃষ্ণের মুখের আউটলাইন টি এঁকে নিয়েছে।
ধাপ-৩
এবার নীল রং দিয়ে কপাল থেকে গলা পর্যন্ত পুরোটা রং করে নিয়েছে।
ধাপ-৪
এবার কালো রং দিয়ে চোখ আইভ্রো এঁকে নিয়েছে।তারপর হালকা ব্রাউন কালার ও গাঢ় ব্রাউন কালার দিয়ে সেড করে পাগড়ির অংশ টা এঁকে নিয়েছে।তারপর গাঢ় নীল রং দিয়ে নাক এবং মুখে সেড এঁকে নিয়েছে।
ধাপ-৫
এবার লাল রং দিয়ে ঠোঁট এঁকে নিয়েছে।তারপর কালো রং দিয়ে চুল গুলো এঁকে নিয়েছে।
ধাপ-৬
এবার লাল রং দিয়ে পাগড়ির সাইডে একটি নকশা ও একটি পুঁতির মালা এঁকে নিয়েছে।তারপর সাদা রং দিয়ে পুঁতির মালা ও কপালে তিলক এবং গলায় একটি অলঙ্কার এঁকে নিয়েছে।
ধাপ-৭
এবার গাঢ় নীল রং ও সবুজ রং দিয়ে মাথায় ময়ুরের পালক এঁকে নিয়েছে।তারপর সবুজ রং দিয়ে পিছনের সাইডে প্রকৃতির অপরূপ সৌন্দর্য এঁকে নিয়েছে।লাল রং দিয়ে ছোট ছোট ফুল এঁকে নিয়েছে।
ধাপ-৮
এবার কলম দিয়ে চোখের পাপড়ি এঁকে নিয়েছে।তারপর কপালে ছোট ছোট চুল এঁকে নিয়েছে।
শেষ ধাপ
এবার চিত্রাঙ্কন টি পুরোপুরি আঁকা শেষ হলে নিজের নাম টি সাইন করে নিয়েছে।আর এরই মধ্য দিয়ে পুরো চিত্রাঙ্কণ টি সম্পন্ন হয়েছে।
ফাইনাল লুক
আজ এখানেই শেষ করছি।আবার দেখা হবে অন্য কোনো সময়ে অন্য কোনো নতুন বিষয় নিয়ে,সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন এই প্রার্থনা করি।
আমাদের উইটনেস কে সাপোর্ট করুন।
প্রথমেই জানাই জন্ম অষ্টমি উপলক্ষ্যে অনেক শুভকামনা। ঈশ্বর মঙ্গল করুন সবার। আর্টটি অনেক সুন্দর হয়েছে। শ্রীকৃষ্ণের সুন্দর মুখশ্রী জন্ম অষ্টমীর পবিত্র তিথিতে দেখে মন ভরে গেল।ধন্যবাদ কাকিমা সুন্দর চিত্রকর্মটি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কার্ড বোর্ডের উপরে রঙ দিয়ে শ্রী-কৃষ্ণের মুখমন্ডলের ছবিটি এক কথায় অসাধারণ হয়েছে। বর্ষার আর্টের হাত এবং ওর আইডিয়াগুলো খুবই চমৎকার। তার ফলে আমরাও মাঝে মাঝেই এমন চমৎকার কিছু পোস্ট দেখতে পাই। বর্ষার জন্য অবিরাম ভালোবাসা ❤️❤️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সুন্দর গঠনমূলক একটি মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ মনা।❤️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit