"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৩২| এসো নিজে করি - কার্ড বোর্ড দিয়ে DIY প্রজেক্ট প্রতিযোগিতা।

in hive-129948 •  2 years ago 
হ্যালো বন্ধুরা

সবাইকে আমার নমস্কার,আদাব।আশাকরি আপনারা সকলেই ভালো আছেন,সুস্থ আছেন?কয়েকদিন ধরে শরীর টা বেশ খারাপ ছিলো,ডাক্তার দেখানোর পর ঔষধপত্র খাওয়ার পর ঈশ্বরের অশেষ কৃপায় এখন অনেকটাই সুস্থবোধ করছি।প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার চেয়ে অংশগ্রহণ করাটাই অনেক বেশি আনন্দের।

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। তবে অনেক উৎসবগুলির মধ্যে সকলের পছন্দের তালিকায় প্রথমের দিকেই থাকে দোলযাত্রা এই বিশেষ দিন টি উপলক্ষে বিভিন্ন জায়গায় পুজো হয়। দোল পূর্ণিমা হিন্দু ধর্মের জন্যে খুব শুভ বলে মনে করা হয়। এদিন রাধা- কৃষ্ণের পুজো করা হয় বিশেষত। বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী, দোল পূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির নিয়ে রাধিকা ও অন্যান্য গোপীনীদের সঙ্গে রং খেলায় মেতেছিলেন। এই বছর দোলযাত্রা পড়েছে ৭ই মার্চ (বাংলায় ২২ ফাল্গুন)। এই দিনটিকে বসন্ত উৎসবও বলা হয়। হোলি সাধারণত দোলের পরের দিন পালিত হয়। এবছর হোলি পড়েছে ৮ই মার্চ।আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা-৩২ এর ফলাফল ৮ই মার্চ ঘোষণা করা হবে,আর সেদিনই হচ্ছে হোলির মতো একটি পবিত্র দিন। এই বিশেষ দিনটিকে উপলক্ষ করে আমার আজকের এই আয়োজন।
IMG_20230303_210306.jpg

🙏রাধাকৃষ্ণ🙏

হিন্দুধর্মে সম্মিলিতভাবে ঈশ্বরের পুরুষ সত্ত্বা ও প্রকৃতি সত্ত্বার যুগলরূপ। এছাড়াও রাধা বলতে কোনো নাম বা চরিত্র মহাভারত বা ভাগবত পুরাণের কোথাও উল্লেখ নেই। রাধা নামের "রা" শব্দটা রমন শব্দ থেকে এসেছে রমন শব্দের অর্থ হচ্ছে আনন্দ বর্ধনকারী। "ধা" শব্দটা ধারন থেকে এসেছে যার অর্থ ধারন করা। যিনি আনন্দকে ধারন করে থাকেন তিনিই রাধা, এবং আনন্দ হল শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের আরেক নাম সচ্চিদানন্দ (সৎ, চিৎ, আনন্দ)। আনন্দ স্বরূপ কৃষ্ণকে যিনি মনের মধ্যে ধারন করে আছেন তিনিই রাধা।
কৃষ্ণকে স্বয়ং ভগবান রূপে উল্লেখ করা হয়, এবং রাধা একজন যুবতী নারী (কৃষ্ণের আনন্দ অংশের হ্লাদিনী শক্তি), একজন গোপিনী যিনি পরম সত্ত্বা কৃষ্ণের (পরমাত্মার প্রতীক) সর্বোত্তম প্রেয়সী। রাধা হল কৃষ্ণের সর্বপ্রিয় আরাধিকা। কৃষ্ণের সঙ্গে, রাধাকে সর্বোচ্চ দেবী হিসাবে স্বীকার করা হয়,কেননা তিনি নিজের প্রেমের মাধ্যমে কৃষ্ণকে নিয়ন্ত্রণ করেন।
IMG_20230303_222938.jpg

উপকরণ সমূহ
কার্ড বোর্ড
কাঁচি
পেন্সিল
এক্রেলিক রং
তুলি
গ্লিটার
কালার পেপার
গ্লু গান
নাইলন সুতা

IMG_20230303_213233.jpg

প্রথম ধাপঃ

প্রথমে কার্ড বোর্ড এর উপর পেন্সিল দিয়ে রাধাকৃষ্ণের আউটলাইন টি এঁকে নিয়েছি।
IMG_20230303_213308.jpg

দ্বিতীয় ধাপঃ

কাঁচি দিয়ে রাধাকৃষ্ণের আউটলাইন টি কাঁচি দিয়ে কেটে নিয়েছি।
IMG_20230303_213354.jpg
IMG_20230303_213411.jpg

তৃতীয় ধাপঃ

এবার সাদা রং দিয়ে পুরো আউটলাইন টি এঁকে নিয়েছি।
IMG_20230303_213325.jpg

চতুর্থ ধাপঃ

এবার কৃষ্ণের ধুতির অংশ টি হলুদ রং দিয়ে এঁকে নিয়েছি।
IMG_20230303_213432.jpg

পঞ্চম ধাপঃ

এবার কৃষ্ণের শরীরের অংশ টি গাঢ় নীল রং দিয়ে এঁকে নিয়েছি,ও ধুতির কুঁচির অংশ গুলো কমলা রং দিয়ে বর্ডার এঁকে নিয়েছি।
IMG_20230303_213523.jpg

ষষ্ঠ ধাপঃ

এবার রাধার শরীরের অংশ ক্রিম,হালকা কফি কালার দিয়ে দুই সেড দিয়ে এঁকে নিয়ে,তারপর মাথার দোপাট্টা টি গাঢ় সবুজ রং দিয়ে এঁকে নিয়েছি।
IMG_20230303_213552.jpg

সপ্তম ধাপঃ

এবার কৃষ্ণের ঘাড়ের উত্তরীয় টি কমলা ও রাধার ঘাগড়া টি গাঢ় গোলাপি রং দিয়ে এঁকে নিয়েছি।
IMG_20230303_215515.jpg

অষ্টম ধাপঃ

এবার গ্লু দিয়ে তারপর সোনালী গ্লিটার দিয়ে কৃষ্ণ ও রাধার গলার অলংকার তৈরি করে নিয়েছি,তারপর ব্রাশ দিয়ে সাইডের গ্লিটার গুলো পরিস্কার করে নিয়েছি।
photoCollageMaker_20230303_220204463.jpg

নবম ধাপঃ

এবার কৃষ্ণের মাথার পাগড়ী গোলাপি রং দিয়ে এঁকে নিয়েছি। তারপর রাধার ঘাগড়ার নিচের বর্ডার টি আকাশী রং দিয়ে এঁকে নিয়েছি। তারপর হাতের চুড়ি কপালের তিলক এঁকে নিয়েছি।
Screenshot_2023_0303_220753.jpg

দশম ধাপঃ

এবার কার্ড বোর্ড নিয়ে তার মধ্যে পেন্সিল দিয়ে গাছের ডাল এঁকে নিয়েছি।তারপর কাঁচি দিয়ে গাছের ডাল টি কেটে নিয়েছি।কফি কালার দিয়ে গাছের ডাল টি ও দোলনার কাঠের অংশ টি এঁকে নিয়েছি।
photoCollageMaker_20230303_221332446.jpg

একাদশ ধাপঃ

এবার হালকা সবুজ রং এর একটি কাগজ নিয়ে পেন্সিল দিয়ে পাতা এঁকে নিয়ে কাঁচি দিয়ে পাতা গুলো কেটে নিয়েছি।তারপর গ্লু দিয়ে পাতা গুলো গাছের ডালের সাথে লাগিয়ে নিয়েছি।
photoCollageMaker_20230303_221520453.jpg

দ্বাদশ ধাপঃ

এবার একটি নাইলনের সুতা নিয়ে লাল রং করে সেই সুতা দুই ভাগ করে নিয়ে গ্লু দিয়ে দোলনার কাঠের অংশে ও গাছের ডালের সাথে লাগিয়ে নিয়েছি।
photoCollageMaker_20230303_222326411.jpg

শেষ ধাপঃ

আর এরই মধ্য দিয়ে রাধাকৃষ্ণ গাছের ডালের সাথে দোলনায় বসে দোল খাচ্ছে দৃশ্য টি পুরোপুরি ভাবে সম্পন্ন হলো।
IMG_20230303_222823.jpg

ফাইনাল লুক

IMG_20230303_222938.jpg

এই ছিলো আমার আজকের আয়োজন। অনেক সময় ধরে খুবই যত্নসহকারে রাধাকৃষ্ণের দৃশ্য টি তুলে ধরার চেষ্টা করেছি,আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন এই প্রার্থনা করি।

ধন্যবাদ সবাইকে।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjVagCKakAuSTsQyj2bkd5a1qGy627tazWyRR8KvSGF5XUzUYGAJxbEm1Wagp...MHv3w7VxjkyjsCq93AGBRKdJvUDckiCn5Bi4X9PoVnE5EWdAdzbeVkhbJeoNBCvJeVxgXn64VKXqDqc5zAtEYcjVCpDPqNwqmJzcR62ny1kmLqJAK3qWzkMesp (1).png

Break3.jpg
Banner User.png
Break3.jpg

আমি অতসী চাকী (বৃষ্টি) । নতুন নতুন রেসিপি বানিয়ে সবাইকে খাওয়াতে আমার ভাল লাগে। আর ভাল লাগে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে। আমি "ভাল কাজের, ভাল ফল কথাটাতে" মনে প্রাণে বিশ্বাস করি এবং মেনে চলার চেষ্টা করি।

Break3.jpg

2GZpiygLZbndtMBNRVUJ19to2HA8AJHhDzhWy6HXkpbABs3wVi77RWv7qwHBXVEN3qzVymfDrdF7YupEDxp2dxQk8bz63txFqiUxURWQ1B...rqmazngaQSFCEE1jXrmR7g8aaRttRx4JkC2twxSFfTuT37LxyiG5FBmgWctHLy1bxhovdtRWRZAhst4UtrYW1GhfoWLVYrog3FtTpgC8XsdEsddY2raMrKZQgM.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনাকে অনেক শুভেচ্ছা জানাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তাই। প্রতিযোগিতা উপলক্ষে রাধাকৃষ্ণের খুবই সুন্দর একটি অরিগামী তৈরি করে ফেলেছেন দেখছি। কালার কম্বিনেশন টাও খুবই সুন্দর ভাবে ফুটে উঠেছে দেখছি। এবারের প্রতিযোগিতা কিন্তু বেশ ভালোই দিয়েছে। দেয়ালে এটি টাঙ্গিয়ে রাখলে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে দেখতে।

জ্বি ভাইয়া এটি দেয়ালে টাঙ্গিয়ে রেখেছি দেখতে খুবই সুন্দর লাগছে।সুন্দর মতামত পোষণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ভাইয়া।

  ·  2 years ago (edited)

প্রথমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। অনেক অনেক শুভকামনা রইলো আপনার জন্য। আপনি খুব সুন্দর করে অত্যন্ত দক্ষতার সহকারে কার্ড বোর্ড দিয়ে DIY প্রজেক্ট তৈরি করেছেন। বেশ দুর্দান্ত হয়েছে রাধাকৃষ্ণের অরিগামি। রাধাকৃষ্ণের অরিগামি তৈরি প্রক্রিয়া খুব সুন্দর করে ধাপে ধাপে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এত সুন্দর ভাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

ভাইয়া আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাই অনেক সুন্দর একটি মন্তব্যের মাধ্যমে আমাকে সাপোর্ট করার জন্য।

এত চমৎকার একটি আয়োজনে আপনার অংশগ্রহণ আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করেছে। খুব সুন্দর হয়েছে আপনার প্রজেক্টটি। যা চোখে লেগে থাকার মতো। অনেক অনেক শুভকামনা আপনার জন্য।♥♥

আপু আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম।আশাকরি আপনিও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।অনেক অনেক ধন্যবাদ জানাই আপু আমাকে সাপোর্ট করার জন্য। ❤️❤️

জি আপু অনেকদিন নানাবিধ কারণে কোন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেনি। তবে এবার এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করব। দেখা যাক কি হয়। শুভকামনা আপনার জন্য।
♥♥

দিদি নমস্কার , হরে কৃষ্ণ
আসলে কি বলে যে ধন্যবাদ দেবো ভেবে পাচ্ছি না ৷ এতো সুন্দর করে কথা গুলো বুঝিয়ে লিখেছেন এই দোলযাত্রা ঘিরে এবং রাধা কৃষ্ণ যুগোল মিলন নিয়ে ৷ আসলে পৃথিবীর বুকে এক মাত্র পবিত্র প্রেম ছিল রাধা কৃষ্ণের ৷ যা পৃথিবীকে বারংবার লীলা করে বুঝিয়েছেন ৷

যা হোক সামনে আসছে দোলযাত্রা এ উপলক্ষে রাধা কৃষ্ণের যুগল মিলন কার্ড বোর্ড বানিয়েছেন যা সত্যি অসাধারণ ছিল ৷

হরে কৃষ্ণ ভাই🙏
হিন্দু পুরাণে রাধা-কৃষ্ণের প্রেম কাহিনি সবাই জানে।আর এই প্রেমকথা চিরকালীন অমরত্ব লাভ করে।অনেক সুন্দর একটি মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই ভাই।

আপু আপনি প্রতিযোগিতায় অংশ নিয়েছেন দেখে খুব ভাল লাগলো। আপনাকে অভিনন্দন জানাই। আপনি খুব সুন্দর একটি ডাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। দারুন হয়েছে দেখতে। আপনার জন্য শুভকামনা রইলো।

আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই সুন্দর মন্তব্য করেছেন তার জন্য।আশাকরি আপনিও প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। অগ্রীম অভিনন্দন রইলো।

প্রথমে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনার ডাই প্রজেক্ট তৈরি দেখে তো আমি একেবারে মুগ্ধ। আসলে আপনি ঠিকই বলেছেন প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার চেয়ে অংশগ্রহণ করাটাই অনেক বেশি আনন্দের। রাধাকৃষ্ণের অরিগামি তৈরি দেখে ভীষণ ভালো লাগলো। এরকম প্রতিযোগিতার মাধ্যমে আমরা নিজেদের দক্ষতা প্রকাশ করতে পারি। ভালো লাগলো আপনার আজকের এই পোস্ট দেখে।

জ্বি আপু প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার চেয়ে অংশগ্রহণ করাটাই অনেক বেশি আনন্দের মনে হয় আমার কাছে আর এই জন্য অংশগ্রহণ করেই ফেললাম।আপু আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম। আপনাদের মতো দক্ষ মানুষ গুলোকে দেখে দেখে আমিও অনুপ্রাণিত হয়ে নিজে কিছু করার চেষ্টা করছি মাত্র। অনেক অনেক ধন্যবাদ আপু।

কার্ড বোর্ড দিয়ে DIY প্রজেক্ট অসাধারণ হয়েছে, দেখে খুবি ভালো লেগেছে, এতো সুন্দর ভাবে উপস্থাপন সত্যি দেখে অনেক ভালো লেগেছে আমার।

অনেক সুন্দর করে মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

আপু, কার্ড বোর্ড দিয়ে DIY প্রজেক্ট প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজ আপনি খুবই চমৎকার করে কার্ডবোর্ড দিয়ে রাধা কৃষ্ণ তৈরি করেছেন। আর সেই রাধা কৃষ্ণকে বেশ সুন্দর দোলনা বানিয়ে গাছের ডালে দোল খাওয়ার ব্যবস্থা করেছেন। সত্যিই আপু আপনার আইডিয়াটা বেশ দারুণ ছিল। ডাই প্রজেক্ট প্রতিযোগিতায় আপনার অংশগ্রহণ সফল হোক এই কামনা করছি। ধন্যবাদ

জ্বি ভাইয়া,কয়েকদিন পরেই আমাদের দোল উৎসব তাই সেই দিনটিকে উপলক্ষ করেই আমি আজ রাধাকৃষ্ণ টি তৈরি করার চেষ্টা করেছি।অনেক সুন্দর মন্তব্য করেছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ভাইয়া।

আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা-৩২ এর ফলাফল ৮ই মার্চ ঘোষণা করা হবে,আর সেদিনই হচ্ছে হোলির মতো একটি পবিত্র দিন। এই বিশেষ দিনটিকে উপলক্ষ করে আমার আজকের এই আয়োজন।

এই কথাটা তো আমি চিন্তা করে দেখিনি, বেশ ভালো দিনে ভালো কনসেপ্টের একটা ডাই তৈরি করে ফেলেছেন। বিশ্বাস করেন দিদি অসম্ভব সুন্দর লাগছে দেখে। প্রথমে তো দেখে আমার মনে হয়েছিল যে ফটোগ্রাফি শেয়ার করছেন হয়তো কোথা থেকে তুলে, তারপর সেটা এখানে উপস্থাপন করছেন। কিন্তু পরবর্তীতে দেখলাম যে না এরকম ব্যাপার নয়। আমার তো প্রথম দেখাতেই পছন্দ হয়ে গেল আপনার ডাই।

আমি অনেক চিন্তাভাবনা করে দেখলাম যে হোলি স্পেশাল রাধাকৃষ্ণ করাটাই সবচেয়ে বেস্ট হবে,আর এরকম ভগবানের দৃশ্য করতে পারাটাও নিজের কাছে অনেক ভালো লাগার মতো একটি বিষয়।অসম্ভব সুন্দর করে মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ দাদা।

আমার তো অনেক বেশি পছন্দ হয়েছে আপনার ডাই টা। খুব জলদি বাংলাদেশ যাচ্ছি তো, আসার সময় নিয়ে আসবো এটা। রেখে দেন যত্ন করে। 🤭

অবশ্যই।অগ্রীম নিমন্ত্রণ জানিয়ে রাখলাম। 😁

কার্ডবোর্ড দিয়ে অসাধারণ একটি ডাই শেয়ার করেছেন। এটা দেখতে অসাধারণ লাগছে। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন।আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

অসাধারণ মন্তব্য টি করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপু।

প্রথমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু। রাধা কৃষ্ণের দোল খাওয়ার চমৎকার একটি ডাই পোস্ট তৈরি করেছেন। ধন্যবাদ আপনাকে আপু শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি আমাদের মাঝে সুন্দরভাবে তুলে ধরার জন্য। আপনার জন্য শুভকামনা রইল

আপু অনেক সুন্দর মন্তব্য করেছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনার ডাই প্রজেক্ট তৈরি দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে গেলাম। তবে আপনি ঠিক বলছেন প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটাই বড়ই আনন্দের। অনেক সুন্দর করে ডাই প্রজেক্ট আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। এবং অনেক সুন্দর করে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

জ্বি আপু,প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার চেয়ে অংশগ্রহণ করাটাই সবচেয়ে বেশি আনন্দের বিষয়। আশাকরি খুব তাড়াতাড়ি আপনিও প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। সুন্দর মন্তব্যের মধ্যে দিয়ে সাপোর্ট করার জন্য অনেক ধন্যবাদ আপু।

প্রথমে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।আপু আপনি কার্ড বোর্ড দিয়ে খুব সুন্দর একটি ডাই প্রজেক্ট তৈরি করেছেন। আপনার এই ডাই প্রজেক্ট খুবই ইউনিক হয়েছে। কালার করার জন্য দেখতে বেশি সুন্দর লাগে। ধাপগুলো খুব সুন্দর করে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত ইউনিক ডাই প্রজেক্ট শেয়ার করার জন্য।

প্রথমেই রাধা এবং কৃষ্ণ ঠাকুরকে প্রণাম জানাই। খুব সুন্দর একটা মুহুর্ত তৈরি করেছেন আপু আপনি। রং টাও খুব সুন্দর হয়েছে আপু আপনার। অনেক শুভ কামনা রইলো আপনার জন্য।

সুন্দর মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ বনু।❤️❤️❤️

❤️❤️❤️❤️❤️