হ্যালো
আমার বাংলা ব্লগ বাসী সবাইকে আমার নমস্কার, আদাব আশাকরি আপনারা সকলেই ভালো আছেন,সুস্থ আছেন?ঈশ্বরের অশেষ কৃপায় আমার পরিবারের সকলেই ভালো আছে,সুস্থ আছে।
মৃত্যু হচ্ছে মানব জীবনের সবচেয়ে বড় অভিজ্ঞতা । মৃত্যুকে কেউ এড়িয়ে যেতে পারে না।সিরিয়াল বিহীন এই মৃত্যু কখন কাকে গ্রাস করবে তা কেউ জানে না। জীবনের প্রবহমান খাতা যখন চিরতরে বন্ধ হয়ে যায়,তখন সমবেদনা জানানো ছাড়া আর কিছু থাকেনা।শিশু কৈশোর-যৌবন বৃদ্ধ যাই হোক না কেন, একদিন সে মৃত্যুর শীতলতম স্পর্শে মৃত্যুবরণ করবেই।
সোর্স
আজ আমার মনটা ভীষণ খারাপ যা বলে বোঝাতে পারবো না।দুপুরে খাবার খেয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম।ঘুম ভেঙ্গে দেখি আমার হোয়াটসঅ্যাপ এ একটা মেসেজ এসছে আমার বৌদির থেকে যে আজকে মাসি মারা গেলো,চোখ মেলে এরকম একটা মেসেজ দেখতে পাবো কখনোই কল্পনা করিনি।তারপর তাড়াতাড়ি করে বৌদির কাছে ফোন দিলাম বিস্তারিত জানার জন্য। বৌদি বললো চার টার দিকে বড় মাসি মারা গেছে কথাটা শুনেই যেনো মাথায় আকাশ ভেঙ্গে পড়লো কখন যে চোখ বেয়ে জল পড়তে লাগলো বুঝতেই পারলাম না।
খুবই কষ্ট হচ্ছিলো এইতো সেদিন আমার মা মারা গেলো তখন বড় মাসি এসে আমাদের সাথে থাকলো কতকিছুই না করলো আমাদের জন্য সেদিনেরই কথা। মাসি মায়ের চেয়ে অনেক বড় ছিলো তাই মায়ের মৃত্যু টা মাসির কাছে খুবই কষ্টের কারন ছিলো।মাসি সবসময়ই বলতো ভগবান আমাকে রেখে আমার ছোট বোনকে কেনো নিয়ে গেলো এসব বলে কান্না করতো খুব। মামি অনেক বয়স্ক হলেও খুবই শক্ত প্রকৃতির মানুষ ছিলেন কাজে কর্মে আমাদের থেকেও বেশ পারদর্শী ছিলেন
মাসির বাড়িতে আমরা খুব কম গেছি তার কারন হলো আমার মা খুবই সংসার প্রিয় একজন মানুষ ছিলেন তাই সংসার ছেড়ে কোথাও যাওয়ার কথা তার মনেই থাকতো না তাই সে কখনো বোনের বাড়ি তো দূরের কথা বাবার বাড়িতেও যেনো না কোন বিশেষ কারন ছাড়া তাই আমাদেও সেরকমভাবে মামার বাড়ি মাসির বাড়ি যাওয়া হয়নি। বড় হওয়ার পর একবার শুধু মাসির বাড়িতে বেড়াতে গেছিলাম তারপর আর কখনো যাওয়া হয়নি। মাসিই সবসময়ই আমাদের বাড়িতে আসতো।
মাসি বেশকিছু দিন হলো অসুস্থ সব পরীক্ষা নিরীক্ষা করার পর লিভার ক্যান্সার ধরা পড়ে কয়কিদন হাসপাতালে চিকিৎসা করার পর বাড়িতে নিয়ে আসে তখন একটু সুস্থ ছিলো আমিও ভাবলাম এখন তো মামি আগের চেয়ে একটু সুস্থ তাই মেয়ের পরীক্ষা শেষ হোক তারপর একদিন মাসিকে দেখতে যাবো।কিন্তু হঠাৎ করেই মাসি এভাবে আমাদের ছেড়ে চলে যাবে কখনো ভাবতে পারিনি।খুবই কষ্ট হচ্ছে শেষ দেখাটাও দেখতে পেলামনা।
আমার এতটাই খারাপ কপাল যে আপনজনের মৃত্যুর সময় কারোই কাছে থাকতে পারিনা।একবছরেে মাথায় এতগুলো আপজন হারানো কি যে যন্ত্রণার তা শুধুমাত্র আমিই জানি।প্রথমে আমার মায়ের মৃত্যু তার চার মাসের মাথায় আমার দাদীর মৃত্যু, তারপর ছয় মাসের মাথায় বড় মাসির মৃত্যু।হয়তো চিরজীবন কেউই থাকে না,এটাই বাস্তব যে জন্মিলে মরিতে হবে তবু মানুষের মৃত্যু এতটা শোক উপহার দিতে পারে তা বোধহয় চলে যাওয়ার পর বোঝা যায় বেশি ।
আর আর কিছু লিখতে পারছি না আজ এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রার্থনা করি।
ধন্যবাদ সবাইকে।
আপনি ঠিক বলেছেন আপু আসলে মৃত্যু বড়ই অনিশ্চিত।কখন যে কাকে দুনিয়া থেকে চলে যেতে হবে তার কোনো নির্দিষ্ট সময় বা ধরাবাঁধা কোনো নিয়ম নেই।বেশ খারাপ লাগতেছে এমন অনিশ্চিত মৃত্যুর কথা শুনে।শুনে অনেক বেশি খারাপ লাগতেছে উনার জন্য।উনার জন্য এই কামনা করি সৃষ্টিকর্তা যেন তাকে স্বর্গে বসবাস করার সুযোগ দান করেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন আপু। সুন্দর একটি মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হঠাৎ করে মৃত্যুর সংবাদ শুনলে সত্যি অনেক খারাপ লাগে। যেহেতু কিছুদিন আগে আপনার মা মারা গিয়েছেন এবার মাসি মারা গেলেন ব্যাপারটি সত্যি অনেক দুঃখজনক। এভাবেই হয়তো প্রিয় মানুষগুলো হারিয়ে যায়। হয়তো চোখের আড়াল হয়ে যায়। সত্যিই জীবনের কোন মূল্য নেই। কখন যে কে হারিয়ে যায় কেউ বুঝতে পারে না। যেহেতু ক্যান্সার হয়েছিল তাই হয়তো এই পৃথিবীতে আপনার মাসির সময় এই পর্যন্তই ছিল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন আপু সত্যি মানুষের জীবনের কোনো মূল্য নেই। ধন্যবাদ আপু সুন্দর শান্তনামূলক একটি মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু সৃষ্টিকর্তা কখন কার ডাক পাঠায় তা বুঝা বড় দায়। আপনার পোস্ট পড়ে সত্যি অনেক খারাপ লাগলো। আজ আপনার বড় মাসি মারা গিয়েছে শুনে আপনার মন খারাপ জেনে খারাপ লাগলো। সবচেয়ে বেশি খারাপ লেগেছে আপনার মা কয়েকদিন আগে মারা গিয়েছে এই কথা শুনে। সত্যি আপু আপনজন হারানোর কষ্ট কখনো ভুলার নয়। ধন্যবাদ আপু সুন্দর একটি ব্লগ আমাদের মাঝে শেয়ার করার পর।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জ্বি আপু, কয়দিন আগেই মাকে হারিয়েছি, আবার মাসিকে হারালাম খুবই কষ্ট লাগছে।ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে। তা যে কোন সময় হতে পারে।আমরা সব কিছু ঠেকিয়ে রাখতে পারি কিন্তু মৃত্যু কখনো ঠেকিয়ে রাখতে পারবো না। আপনার মাসির কথা শুনে খুবই খারাপ লাগলো। সত্যিই এভাবে কয়েক মাস পর পর যদি নিজের আপন জন চলে যায় তাহলে কষ্ট পাওয়ারই কথা। আপনার মাসি যেন ওই পারে গিয়েও ভালো থাকে সেই কামনা করি সৃষ্টিকর্তার কাছে। আপনজনের মৃত্যু কখনো ভোলার নয়। হঠাৎ করে যখন নিজের প্রিয়জনের কথা এভাবে শোনা হয় তখন অন্যরকম লাগে। শেষ দেখাটা যখন দেখতে পারি না তখন আরো বেশি খারাপ লাগে। ধন্যবাদ শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ আপু একদিন সবাইকে চলে যেতে হবে।মৃত্যুর হাত থেকে কারো রক্ষা পাবেনা। জ্বি শেষ দেখাটা হলে তবুও একটু হলও শান্তি পেতাম।ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যি কথা বলতে অনেক খারাপ লেগেছে আপনার মাসির মৃত্যুর কথা শুনে। হঠাৎ করে যদি এরকম মৃত্যুর সংবাদ শুনা হয় তাহলে খুবই কষ্ট লাগে। মানুষ তো আর চিরকাল বেঁচে থাকে না।আজ কখন যে মৃত্যু আসে তা কেউই বলতে পারেনা। কারো ভাগ্য যেমন কেউ নির্ধারণ করতে পারেনা তেমনি কার মৃত্যু কখন আসবে তা কেউ বলতে পারে না। পর পর এরকম প্রিয়জনদের মৃত্যুর সংবাদ শুনলে ভেঙে পড়ারই কথা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এক বছরের মাথায় তিনজন আপনা মানুষকে হারানোর কি যে কষ্ট তা শুধু আমি বুঝি ভাইয়া।ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit