আমার নমিনেশন |Steemit awards-2023|

in hive-129948 •  last year  (edited)

হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সকল সদস্যগণ,কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন,সুস্থ আছেন?পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় আমিও পরিবারের সবাইকে সাথে নিয়ে ভালো আছি সুস্থ আছি।আমি @bristychaki "আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার। আমি বাংলাদেশের গাইবান্ধা জেলা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।

স্টিমিট প্লাটফর্মে স্টিমিট অ্যাওয়ার্ডস অনেক সম্মানীত একটি পুরস্কার। এই পুরস্কার বিভিন্ন ক্ষেত্রে কন্ট্রিবিউটর, অথর এবং ডেভলপার দের উৎসাহিত করে।যা এই প্লাটফর্মের প্রসারের জন্য অনেক প্রয়োজন। প্রতিবছরের ন্যায় এবছরেও স্টিমিটি অ্যাওয়ার্ডস এর জন্য নমিনেশন সংগ্রহ করা হচ্ছে বিভিন্ন ক্যাটাগরিতে।আমি বেস্ট কমিউনিটি ও বেস্ট কন্ট্রিবিউটর ক্যাটাগরিতে আমার নমিনেশন জমা দিচ্ছি।

স্টিম অ্যাওয়ার্ড বেস্ট কমিউনিটি নমিনেশন : আমার বাংলা ব্লগ

received_1087698009070990.jpeg

ফটো ক্রেডিট-@mohinahmed

আমার স্টিমইটে লেখালেখি করার বেশ কিছুদিন হয়ে গেছে। আমার প্রথম লেখালেখি শুরু আমার বাংলা ব্লগ কমিউনিটিতে। স্টিমিটে যোগ দেওয়ার পর আমি কিছুটা নার্ভাস ছিলাম,কারন কিভাবে কি করতে হয় তা সম্পর্কে অবগত ছিলাম না। কিন্তু এই কমিউনিটিতে যোগ দেওয়ার পর আমার সব নার্ভাসনেস দূর হয়ে যায়। কারন প্রথম দিনেই আমার বাংলা ব্লগের সদস্যরা উষ্ণ অভ্যার্থনা জানায়। এরপর তাদের থেকে আমি কমিউনিটির ডিস্কর্ড সম্পর্কে জেনে সেখানে যুক্ত হই। তারপর থেকে আমাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। আমার যখনই কোন সমস্যা হয়েছে তখনই কমিউনিটির অ্যাডমিন,মডারেটর মেম্বার দের হেল্প পেয়েছি। তাদের থেকে এই প্লাটফর্ম সম্পর্কে খুটিনাটি তথ্য জানতে থাকি। সেই সাথে আস্তে আস্তে কমিউনিটি কর্তৃক আয়োজিত বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহণের মাধ্যমে নিজের সুপ্ত প্রতিভা বিকাশের সু্যোগ পেয়েছি। এটি আমার দ্বিতীয় একটি পরিবার। তাই আমি বেস্ট কমিউনিটি হিসেবে আমার বাংলা ব্লগ কেই নির্বাচিত করছি।

স্টিম অ্যাওয়ার্ড বেস্ট কন্ট্রিবিউটর নমিনেশন : @rme

আমার বাংলা ব্লগ কমিউনিটি আমার দৃষ্টিতে বেস্ট এটা আগেই বলেছি,আর এই কমিউনিটি বেস্ট হবার পেছনে যার অবদান তিনি আমাদের rme দাদা। আমাদের কমিউনিটির সবাই তাকে দাদা ডাকি,কারন তিনি বড় ভাইয়ের মতই আমাদের সবাইকে আগলে রাখছেন। উনি কখনোই কোন কারনে কমিউনিটির ব্লগার দের সাপোর্ট বন্ধ করেন নি। শুধু সাপোর্ট দেওয়া ছাড়াও কমিউনিটি তে শৃঙ্খলা, আনন্দ বজার রাখার পেছনেও রয়েছে তার সুচিন্তিত কিছু কার্যক্রম। সপ্তাহের একঘেয়েমি এক নিমিষেই কেটে যায় বৃহস্পতিবার আয়োজিত কমিউনিটি হ্যাংআউটে। কমিউনিটির সবাই একে অপরকে ভালভাবে চেনার জন্য আয়োজন করা হয় রবিবারের আড্ডা।এগুলো সব উনার পরামর্শ।উনি শুধু কমিউনিটির উন্নয়নের পেছনেই কাজ করছেন না,উনার দূরদর্শি পরিকল্পনা পুরো স্টিমিট প্লাটফর্মকে নিয়েই। প্লাটফর্ম কে রিওয়ার্ড ফার্মিং,কপিরাইট সহ নানা দুর্নীতী মুক্ত রাখতে উনি প্রতিষ্ঠা করেছেন @abuse-watcher । নতুন সদস্যদের ব্লগিংয়ের ব্যাসিক শেখানোর জন্য প্রতিষ্ঠা করেছেন @abb-school।এছাড়াও কমিউনিটি মেম্বারা যাতে এক্সট্রা সাপোর্ট পান, এজন্য তিনি প্রতিষ্ঠা করেছেন @abb-fun.এছাড়া তিনি নানা ডেভলপার এর কাজে পৃষ্ঠপোষকতা করছেন। তাই আমি এই ক্যাটাগরিতে উনাকেই সব থেকে যোগ্য মনে হয়েছে।তাই আমি ক্যাটাগরিতে @rme দাদাকে নির্বাচিত করছি।

ধন্যবাদ সবাইকে।🙏

আমাদের উইটনেস কে সাপোর্ট করুন।

99pyU5Ga1kwqSXWA2evTexn6YzPHotJF8R85JZsErvtTWY6ryCgnizd4SmozHPACxnHF8Lc4cYHYazhMMYtnXHUFLoeHg6pvGz8XiqU4kJ9G4Wwh7s6WvRRrwCpUijw4cW.jpeg

VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR
SET @rme as your proxy
witness_vote.png

Break3.jpg
Banner User.png
Break3.jpg

আমি অতসী চাকী (বৃষ্টি) । নতুন নতুন রেসিপি বানিয়ে সবাইকে খাওয়াতে আমার ভাল লাগে। আর ভাল লাগে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে। আমি "ভাল কাজের, ভাল ফল কথাটাতে" মনে প্রাণে বিশ্বাস করি এবং মেনে চলার চেষ্টা করি।

Break3.jpg

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovfEfMUsxphK2C94MUmPesRzxucV6L5C5WztC1e4L1hqcx2mH3BcV9oEFqiwTsErcMQNvVa4puc9hxr4N1FcnerVs (1).gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

যাক আপু অবশেষে আপনাকেও দেখতে পেলাম নিজের মতামত কে সুন্দর করে কমিউনিটিতে উপস্থাপন করতে। অনেক সু্ন্দর করে ছোট পরিসরে আপনি আপনার মতামত সহ মনোনয়ন প্রদান করেছেন। আপনার এমন সুন্দর উপস্থাপনা দেখে তো মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ আপু আপনাকে।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাই আপু সুন্দর করে মতামত পোষণ করার জন্য।

আসলেই এই কমিউনিটিতে নতুন কাউকে এমন ভাবে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়, যে ভয় আর কাজ করে না। আর যে কোন প্রয়োজন /সমস্যায় এডমিন/ মডারেটরগণ তো আছেই, পাশাপাশি সাধারণ মেম্বাররাও ভীষণ আন্তরিকতার সাথেই সুসম্পর্ক রক্ষা করে চলে।

Posted using SteemPro Mobile

ঠিক তাই মনা।এখানকার মতো আন্তরিকতা আমি আর কোথাও দেখিনি।সবমিলিয়ে অসম্ভব ভালো লাগার একটি প্ল্যাটফর্ম।