নমস্কার বন্ধুরা।
কেমন আছেন সবাই? কালীপুজোতে সবাই ঠিকমতো ঘুরেছেন তো? পুজোর মরশুম তো এই শেষ। যদিও দুদিন পর ভাইফোটা আছে। তবুও পুজো বলতে যা বোঝায় তা তো না। আবার একটা বছরের অপেক্ষা। পরের বছর এই সময় সম্ভবত দুর্গাপুজো হবে। একটু দেরী করে পড়েছে পরের বছর!
কিন্তু আমার এই বারের কালীপুজোটা একদমই জঘন্য গেলো। পুরো ঘরে থেকে‚ শুয়ে - বসে - ফোন ঘেটে - ল্যাদ খেয়ে কাটালাম। আমি সারাসারি কাজে ব্যস্ত থাকি। দুই একদিনের ব্যতিক্রম ছাড়া কোনোদিনই প্রতিদিনের ইন্টারনেট কোটা শেষ হয় না। কোনো কোনো দিন তো অর্ধেকও শেষ হয় না। প্রতিদিনের ২ জিবির মধ্যে ৬০০ এমবি কি ৭০০ এমবি খরচ হয়। বাকিটা নষ্ট হয়। বিরক্তিকর লাগে দেখতে‚ শুধুশুধু টাকাগুলো নষ্ট। এই কালীপুজোর দুদিন মানে সোম আর মঙ্গলবার দেখি রাত ৯ টার মধ্যেই ২ জিবি শেষ হয়ে গেল। সারাদিন নেট ঘাটলে যা হয় আরকি।
আসলে রবিবার রাত থেকেই আসল প্রবল সর্দি আর হাঁচি-কাশি। জ্বর ঠিক না আসলেও বিচ্ছিরি একটা জ্বরজ্বর ভাব আর তার সাথে গা ম্যাচ ম্যাচ করা‚ আলসেমি। আর তার সাথে জিভের স্বাদ পাচ্ছিনা। মানে সব মিলিয়ে এক জঘন্য পরিস্থিতি আরকি।
আসলে দোষটা আমারই। রবিবার খুব কাজের চাপ ছিল। একটু দেরী করে স্নান করা হয়েছিল। প্রায় সন্ধ্যের পরেই। আর ওইদিনই আবার একটু ঠান্ডা মতোও পড়েছিল। আর তাতে স্নান করেই হল এই বিপত্তি।
ফলে সব মিলিয়ে এক প্রকারের বাড়িতে বসা আর ওষুধ গেলা কালীপুজো কাটাতে হল। আর কি অদ্ভুত‚ আজ মানে বুধবার সকাল থেকে শরীর একদম সুস্থ। কালীপুজো চলে গেল‚ আর আমার শরীরও ঠিক হয়ে গেল‚ মাঝখান থেকে পুজোর আনন্দটা মাটি হয়ে গেল। কি যাতা।
যাইহোক‚ কাল ভাইফোঁটা আছে। বোনের বাড়ি যাব। বোনের থেকে ফোঁটা নেব। সারাদিন হৈহুল্লোর করব। কালীপুজোর না পাওয়াটা ভাইফোটাতে মিটিয়ে নেওয়ার চেষ্টা করব। আর কি!
আর ভাইফোটার বর্ণণা দিয়ে স্টীমিটেও কনটেন্ট অবশ্যই দেব। আপনারা পড়বেন কিন্তু।
আমার কথা -
আমি @bull1 পশ্চিমবঙ্গের কলকাতায় থাকি। বয়স ২৮ বছর। ছাত্রজীবনে ইতিহাসে আর অঙ্কে গ্র্যাজুয়েট কমপ্লিট করেছি। এখন শিক্ষকতা করি। আর টুকটাক লেখালেখি করার অভ্যাস আছে। |
---|